বরিশালে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ১শত ৮টি মামলায় ১লক্ষ ৩৭ হাজার টাকা জরিমানা আদায়

শামীম আহমেদ ॥

বরিশালে সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নের জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে ৬ ব্যক্তিকে আটক সহ ১শত ৮টি মামলায় ১ লক্ষ ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আজ (২৫) জুলাই রবিবার দিনব্যাপী বরিশাল জেলা প্রশাসন এর পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় ১৪ দিনের বিধি-নিষেধ বা¯স্তবায়নে এবং গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লকডাউন এর তৃতীয় দিনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে বরিশাল মহানগর ও জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৭ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

এসময় ভ্রাম্যামান আদালত ৬ ব্যক্তিকে সাময়িক ভাবে আটক করা হয়। পাশাপাশি বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযানে ১ শত ৮ ব্যক্তিকে ও প্রতিষ্ঠানকে দন্ডবিধি ২৬৯ ধারার পৃথক মামলায় ১ লক্ষ ৩৭ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়।

বরিশাল মহানগরীতে ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠান কে বিভিন্ন অপরাধে ৫৯ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে বরিশাল জেলার ১০ টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ১১ জন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি এসময় অভিযানকালে ৬ ব্যক্তিকে সাময়িক ভাবে আটক ও ৫৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান কে পৃথক মামলায় ৭৭ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করেন। রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করেন।

 

বরিশালে জাটকা বিক্রির দায়ে জরিমানা

শামীম আহমেদ ॥ বরিশাল জেলার গৌরনদীতে জাটকা বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সকালে গৌরনদী বন্দরের মাছ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও জাটকা মাছ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ^াস। জব্দকৃত জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বরিশালে দুইজনের লাশ উদ্ধার

শামীম আহমেদ ॥ বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির (৫০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার বেলা পৌনে ১১টার দিকে সদর নৌ-থানা সংলগ্ন লঞ্চঘাটের পূর্ব পাশের মাঝ নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর নৌ-থানার ওসি হাসান জামান জানান, উদ্ধারকৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি রয়েছে। সকালে কীর্তনখোলা নদীর মাঝে লাশটি ভাসতে দেখে জেলেরা থানায় খবর দেয়। পরে নৌ-পুলিশের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
অপরদিকে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের মৃত রাম চন্দ্র করের পুত্র শংকর করের (৫৫) রহস্যজনক মৃত্যুর অভিযোগে থানা পুলিশ রবিবার সকালে তার (শংকর) লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

বরিশালের বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও, ৫ হাজার টাকা জরিমানা

শামীম আহমেদ ॥

বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের বিচারক দেখে বাল্য বিয়ের আসর থেকে পালিয়ে গেছে বর ও বরযাত্রী। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করে মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করায় মেয়ের মাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম জানান, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের কাজল মিয়া ও নার্গিস বেগমের মেয়ে ও খাজুরিয়া মহিলা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী রিমা আক্তার কাজলীর (১৪) সাথে পাশ^বর্তি কোটালীপাড়া উপজেলার কালার বাড়ি গ্রামের কবির খানের ছেলে জাহিদুল ইসলামের সাথে পূর্ব নির্ধারিত বিয়ের তারিখ ছিল আজ রোববার।
নির্ধারিত তারিখ অনুযায়ী রোববার দুপুরে বর নিয়ে বরযাত্রীরা মেয়ের বাড়িতে এসে আপ্যায়িত হয়। খরব পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাশেম এসআই জসীম উদ্দিনকে সাথে নিয়ে মেয়ের বাড়িতে হাজির হন। আদালতের বিচারককে দেখে বর জাহিদুল ইসলাম ও মেয়ের বাবা কাজল মিয়া পালিয়ে যায়। একই সাথে পালিয়ে যায় অনেক বর যাত্রীও।
পরে আদালতের বিচারক মো. আবুল হাশেম করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করা ও বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে মেয়ের মানার্গিস বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না মর্মে মেয়ের মা নার্গিস বেগম মুলচেকা দেয় আদালতের কাছে।

তালতলীতে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলেন প্রশাসন

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা বাজারের ব্রিজ সংলগ্ন এক’শ ২৪ টি অবৈধ স্থাপনার মধ্যে ৭ টি স্থাপনা উপজেলা প্রশাসন গুড়িয়ে দিয়েছেন। বরিবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস পাল এ স্থাপনাগুলো গুড়িয়ে দেন।
জানাগেছে, ২০১০ সালে উপজেলার কচুপাত্রা বাজারের ব্রিজ সংলগ্ন স্থানের সরকারী খাস জমি দখল করে অবৈধভাবে এক’শ ২৪ টি স্থাপনা নির্মাণ করে স্থানীয়রা। ওই ঘরগুলো উচ্ছেদের জন্য উপজেলা ভুমি অফিস নোটিশ প্রদান করে। এদিকে গত মাসের ১৪ জুন রাতে ওই স্থাপনার মধ্যে আব্দুল হাই মুন্সি, আলমগীর হাওলাদার, হাসান মিয়া, মধু মুন্সি, শামীম,কামাল ফকির ও আফজালুর রহমান মন্টুর ঘর আগুনে পুড়ে যায়। ভুমি অফিসের নোটিশ অমান্য করে ওই জমিতে তারা পুনরায় ঘর নির্মাণ করেন। খবর পেয়ে বরিবার তালতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস পাল ওই অবৈধ স্থাপনাগুলোর মধ্যে ৭ টি গুড়িয়ে দিয়েছেন।
অবৈধ স্থাপনা নির্মাণকারী হাসান মিয়া বলেন, সরকারী জমিতে ঘর নির্মাণ করায় এসিল্যান্ড এসে ভেঙ্গে দিয়েছেন। তিনি আরো বলেন এসিল্যান্ড ৭ টি ঘর ভেঙ্গে ফেলেছে।
তালতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস পাল বলেন, খাস জমিতে এক’শ ২৪ টি অবৈধ স্থাপনা নির্মাণ করে স্থানীয়রা। ওই ঘর উচ্ছেদে নোটিশ দেয়া হয়। কিন্তু নোটিশ অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় ৭ টি ঘর গুড়িয়ে দেয়া হয়েছে। অবশিষ্ট ঘরগুলো পর্যায়ক্রমে গুড়িয়ে দেয়া হবে।

আমতলীতে ঢিলেঢাল লকডাউন

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
লকডাউনের তৃতীয় দিনে বরগুনার আমতলী উপজেলা শহরে ঢিলেঢালা লকডাউন চলছে। প্রশাসনের নজর এড়িয়ে ব্যাটারী চালিত ইজিবাইক ও অটোরিকসা দেদারসে চলাচল করছে। এতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রামণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দ্রুত কঠোর লকডাউন বাস্তবায়নের দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাতে ঠেকাতে সরকার ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত ১৪ দিনের লকডাউন ঘোষনা করেছেন। কিন্তু সরকারী নির্দেশনা উপেক্ষা করে লকডাউনের তৃতীয় দিন রবিবার ঢিলেঢালা ভাবে আমতলী উপজেলা শহরে লকডাউন চলছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো ব্যাটারী চালিত ইজিবাইক ও অটোরিকসা দেদারসে চলাচল করছে। মানুষ প্রয়োজনে ও অপ্রয়োজনে ঘরের বাহিরে বের হয়ে সড়কে চলাফেরা করছে। এতে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভাইরাস রোধে কঠোর লকডাউন বাস্তবায়নের দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইজিবাইক চালক বলেন, সরকার লকডাউন দিয়েছে কিন্তু পেটতো লকডাউন মানে না। কষ্টে পরেই গাড়ী নিয়ে সড়কে নেমেছি।
আমতলী পৌর সচেতন নাগরিক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ^াস বলেন, ঢিলেঢালা লকডাউন চলায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ব্যাটারী চালিক ইজিবাইক ও অটোরিক্সা চলাচল করছে। এতে করোনা সংক্রামন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত কঠোর লকডাউন বাস্তবায়নের দাবী জানান তিনি।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম বলেন, লকডাউন বাস্তবায়নে কঠোরভাবে চেষ্টা করছি। প্রয়োজন ব্যতিরেকে কেউ ঘরের বাহিরে বের হলে কঠোর শাস্তি দেয়া হবে।

আমতলী হাসপাতালের করোনা ইউনিটে নারীর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে জেসমিন নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।
জানাগেছে, আমতলী পৌর শহরের জব্বার মৃধার স্ত্রী জেসমিন বেগম বেশ কয়েক দিন ধরে করোনায় উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। রবিবার বেলা ১১ টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পরলে স্বজনরা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক মোশের্^দ আলম তাকে করোনা ইউনিটে ভর্তি করেন। ভর্তি হওয়ার পরপরই তিনি ওই ইউনিটে মারা যান। জেসমিন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাশা তালুকদারের জেষ্ঠ কন্যা।
জেসমিনের ছোট ভাই সোহেল তালুকদার বলেন, আপা কোরনারীর পুর্বে ডায়েরিয়ায় আক্রান্ত হয়। রবিবার বেশী অসুস্থ্য হয়ে পরলে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ওই হাসপাতালে অক্সিজেন দেয়া অবস্থায় তিনি মারা যান।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ মোশের্^দ আলম বলেন, করোনা উপসর্গ নিয়ে জেসমিন নামের এক রোগী ভর্তি দেয়া হয়। ভর্তির কিছুক্ষণ পরেই করোনা ইউনিটে মারা যান তিনি।

বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে হাজার ছাড়ালো মৃত্যুর সংখ্যা

শামীম আহমেদ ॥

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আইসোলেশন (অবজারবেশন)ওয়ার্ডে ১১ জন এবং করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে।

আর এ নিয়ে গত বছরের শুরু থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১ জনের। এরমধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭শ ২৪ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২শ ৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭শ ২৪ জনের মধ্যে ৬১ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি। আজ রোববার (২৫ জুলাই) দুপুরে হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩শ ৩০ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১শ ৩৬ জন করোনা ওয়ার্ডে এবং ১শ ৯৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া এ পর্যন্ত এ হাসপাতালের করোনা ৪ হাজার ১৭৫ আইসোলেশন ওয়ার্ডে এবং ১ হাজার ৮০৭ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।যারমধ্যে আইসোলেশন ওয়ার্ড থেকে ৩ হাজার ২৫১ এবং করোনা ওয়ার্ড থেকে ১ হাজার ৪০১ জন রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

উল্লেখ্য গত বছরের ১০ মার্চ শেবাচিম হাসপাতালের নতুন পাচতলা বিশিষ্ট ভবনে করোনা ইউনিটের যাত্রা শুরু হয় এবং ১৭ মার্চ থেকে এখানে রোগী ভর্তি হয়ে চিকিৎসাসেবা গ্রহল শুরু করেন।

বরিশালে একদিনে শনাক্ত ৭৬৬, উপসর্গসহ মৃত্যু ১৫

শামীম আহমেদ ॥
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৭৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯শ ১১ জনে।

পাশাপাশি একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জন এবং করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে টুয়াখালীতে ১জন, পিরোজপুরে ২জন এবং ঝালকাঠিতে ১জনসহ মোট ৪ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪শ ২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস। তিনি জানান, মোট আক্রান্ত ২৮ হাজার ৯শ ১১ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭শ ৫৯ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ২৭৩ জন নিয়ে মোট ১১ হাজার ৩শ ২জন, পটুয়াখালী জেলায় নতুন ১০৬ জন নিয়ে মোট ৩ হাজার ৫শ ৫৯ জন, ভোলা জেলায় নতুন ১০২ জনসহ মোট ২ হাজার ৯শ ৬৯ জন, পিরোজপুর জেলায় নতুন ৫৯ জনসহ মোট ৩ হাজার ৯শ ৩০ জন, বরগুনা জেলায় নতুন ১১৯ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৫শ ৭ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০৭ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬শ ৪৪ জন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে এগার জনের এবং করোনা ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭শ ২৪ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২শ ৭৭ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭শ ২৪ জনের মধ্যে ৬১ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (রোববার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৭ জন ও করোনা ওয়ার্ডে ৩৩ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩শ ৩০ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১শ ৩৬ জন করোনা ওয়ার্ডে এবং ১শ ৯৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১শ ৫৪ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৬২.৩৩ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

বরিশালে কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বরিশালের কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত নাম পরিচয়ের এক ব্যক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, গতকাল সকালে বরিশাল নদী বন্দর সংলগ্ন কীর্তনখোলা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ নদী বন্দরে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তিনি আরও জানান, আনুমানিক ৫০ বছর বয়সের পুরুষ ওই ব্যক্তির ৪/৫ দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা। তার পরিচয় উদঘাটনে আশপাশের বিভিন্ন থানায় ওয়্যারলেস বার্তা পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।