উজিরপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় নিখিল চন্দ্র সরকার ( ৩৫) নামের এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিখিল ওই গ্রামের প্রয়াত নিত্যানন্দ সরকারের ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

এ ঘটনায় মৃতের পরিবার রবিবার দুপুর উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেয়ার পর তার মরদেহ উদ্ধার বরিশাল মর্গে প্রেরণ করে পুলিশ।

নিখিলের স্ত্রী উর্মিলা সরকার বলেন, গত শনিবার সন্ধ্যায় তার স্বামীর শরীরে এলার্জি দেখা দেয়। স্থানীয় পল্লী চিকিৎসক বাসুদেব মুহুরীকে খবর দিলে সে বাড়িতে এসে তাকে ৪টি ইনজেকশন দেয়। ইনজেকশন দেয়ার কিছু সময় পরই তার স্বামীর মৃত্যু হয়। এ সময় পল্লী চিকিৎসক দ্রুত সটকে পড়ে।

এ বিষয়ে জানতে পল্লী চিকিৎসক বাসুদেবের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

উজিরপুর মডেল থানার এসআই কমল চন্দ্র জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর নিখিলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *