ঢাকা-পটুয়াখালী রুটে লঞ্চ চালুর দাবিতে বিক্ষোভ-স্মারকলিপি

ঢাকা-পটুয়াখালী নৌ রুটে যাত্রীবাহী ডাবল ডেকার লঞ্চ চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নৌযান শ্রমিকরা। বুধবার (১৯ মে) সকালে পটুয়াখালী লঞ্চঘাট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে লঞ্চঘাট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ডাবল ডেকার সুন্দরবন-১৪ লঞ্চের মনির হোসেন, আওলাদ-৭ এর মো. আব্বাস হাং, সত্তার খান-১ লঞ্চের  মো. সিরাজ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন অফিস সেক্রেটারি রিয়াজ উদ্দিন রুবেলসহ সব লঞ্চের শ্রমিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘ দেড় মাস ‘লকডাউনে’র কারণে অধিকাংশ শ্রমিক ঈদের আগে মালিকদের কাছ থেকে কোনো বেতন বোনাস না পেয়ে পরিবার পরিজন নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন। ঈদে ‘লকডাউনে’র মধ্যদিয়ে সাধারণ যাত্রীরা অতিরিক্ত ভাড়া ব্যয় করে বাড়ি ফিরছেন। এমনকি ফেরিতে পদদলিত হয়ে মারাও গেছেন। এক সপ্তাহের জন্য আবারও দূরপাল্লার পরিবহন ও নৌযান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

বর্তমানে বেতন বোনাস না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালুর অনুমতি দেবেন এমনটাই দাবি আমাদের।

পরে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালুর দাবিতে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়।

কালকিনিতে অবৈধ নছিমন চাঁপায় হতদরিদ্র শিশুর মৃত্যু

মুমতাজুল কবীর,মাদারীপুর:
মাদারীপুরের কালকিনি উপজেলায় নছিমন চাঁপায় মোঃ আসিফ ঘরামি(১২) নামে এক হতদরিদ্র শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আসিফ উপজেলার কয়ারিয়া এলাকার ময়দানেরহাট গ্রামের দিনমজুর ফারুক ঘরামীর শিশু পুত্র। এলাকা ও পুলিশ সুত্রে জানাগেছে, শিশু আসিফ ঘরামী পায়ে হেটে ময়দানেরহাট বাজারের পাশের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল। এসময় পেছন থেকে বেপরোয়া গতিতে চালানো একটি নছিমন এসে তাকে চাঁপা দেয়। এতে করে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলার আসোকাঠি হাসপাতালে নিলে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, বিষয়টি আমি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। বিষয়টি নিয়ে সুশীল সমাজ ক্ষোভ প্রকাশ করেছে, দিনকে দিন এই সব গাড়ি বেড়েই চলেছে,অপ্রাপ্তবয়ষ্ক, নেশা গ্রস্থ কিংবা বেপরোয়া চলকরা রাস্তায় অবৈধ ভাবে আতঙ্কিত শব্দের সাথে ঘুরে বেড়ায়। ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রায়শই সামনে আসে।

পিরোজপুরে আগুনে পুড়লো ৩ বসতঘর

পিরোজপুরে পৌরসভা এলাকায় আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।

রাত সাড়ে ১২টার দিকে চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. রফিকুল ইসলাম।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. রফিকুল ইসলাম জানান, রাতে পিরোজপুরের মধ্য মাছিমপুর এলাকায় সুমন শিকদার নামে এক ব্যক্তির ঘরে আগুন লাগে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পাঁচ/ছয় লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে সাড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারে জাতিসংঘের উদ্বেগ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টির দিকে তারা নজর রাখছেন। মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার উদ্বেগ প্রকাশ করেন মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

রোজিনা ইসলামকে গ্রেফতারের বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি এ বিষয়ে কথা বলেন। মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশে সাংবাদিককে গ্রেফতার করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা নজর রাখছি। এটি স্পষ্টতই উদ্বেগজনক বিষয়।

তিনি বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। সাংবাদিকদের কোনোভাবেই হয়রানি বা শারীরিক নির্যাতন করা যাবে না। মুক্ত ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। সেটা বাংলাদেশ কিংবা পৃথিবীর যে কোনো স্থানে হোক।

করোনাকালে বিশ্বের সাংবাদিকরা যে ভূমিকা পালন করছেন, তা আমাদের পর্যবেক্ষণে আছে। তারা যেখানে, যেভাবে কাজ করুন না কেন, কোনো অবস্থাতেই বাধা দেওয়া যাবে না।

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় টাউনহলের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি।

সংগঠনের সভাপতি আল-আমিন তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও দৈনিক দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, এটিএন বাংলা প্রতিনিধি শ্যামল সরকার, জেআরইউ সহস-ভাপতি আতিকুর রহমান, এসএটিভি প্রতিনিধি অলোক সাহা ও প্রথমআলো প্রতিনিধি অ্যাডভোকেট আসম মাহমুদুর রহমান পারভেজ প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নামে দেয়া হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি মুক্তির দাবী জানান। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন সাংবাদিকরা।

রিপোর্টার্স ইউনিটির এ মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে প্রথম আলো বন্ধু সভা ও ৭১’র চেতনা। এরপূর্বে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে একই ইস্যুতে সকাল ১০টায় প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দেশে করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬০৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে।  নতুন করে শনাক্ত হয়েছেন ১৬০৮ জন।

বুধবার (১৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে-এমপি শাওন

লালমোহন ভোলা প্রতিনিধি:
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময়ে দেশে সন্ত্রাস, জঙ্গীবাদ, চাঁদাবাজের রাজত্ব ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ দেশ নিরাপদ, দেশের মানুষ নিরাপদ।জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের  মানুষ আজ নিরাপদে রয়েছে। লালমোহন বাজারের নানাবিধ অপরাধ রোধে সিসি ক্যামেরার আওতায় আনার প্রয়াসে ১৮ মে মঙ্গলবার বাদ আসর লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সিসি ক্যামেরা উদ্বোধনকালে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
এমপি শাওন আরও বলেন,আমি লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত  হওয়ার পর লালমোহন  বাজারের শান্তি -শৃঙ্খলা,অপরাধরোধ এবং
 সৌন্দর্য রক্ষার্থে কাজ করে যাচ্ছি। ব্যবসায়ীরা এখন নির্বিঘ্নে ব্যবসা করতে পারছেন। বিগত বিএনপি-জামায়াতের সরকারের  আমলে ব্যবসায়ীরা বিএনপির নেতাদের চাঁদা দিতে হতো।লালমোহন  বাজারে নারী ক্রেতারা কিনা কাটা করতে  আসতে ভয় পেতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে
নারী ক্রেতারা লালমোহন  বাজারে রাত ১২ পর্যন্ত কিনা কাটা করতে  আর ভয় পেতে হয়না।
ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার আল- নোমান, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহমেদ বেপারী,বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামীলীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল, মঞ্জু তালুকদার, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহীন আহমেদ জুয়েল, বাজার ব্যবসায়ী সমিতির
যুগ্ম সম্পাদক হাসনাতুজ্জামান সোহাগ, মিজানুর রহমান কামরুল প্রমূখ।

ঢাকায় নারী সাংবাদিক লাঞ্চিত,বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো’র সংবাদকর্মী রোজিনা ইসলামকে অবরুদ্ব, লাঞ্চিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল জেলা শাখা। কমিটির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্বে যথোপযোগী ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

ভবিষ্যতে এমন ঘটনায় পুনরাবৃত্তি না হয় এ মর্মেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন। বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির দপ্তর সম্পাদক এম. আর শুভ স্বাক্ষরিত বিবৃতিতে তারা জানায়, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা তথ্যের পিছু ছুটবেই। সেই তথ্য প্রাপ্তিতে বাধা ও সংবাদকর্মীদের হেনস্থা বিষয়টি মুক্ত সাংবাদিকতায় প্রতিবন্ধকতা ও ব্যক্তি স্বার্থ হাসিলে চরম অসাধু প্রক্রিয়া মাত্র।

এ সকল ব্যক্তি বিশেষ অভিযুক্তদের বিরুদ্বে দ্রুত সুষ্ঠ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনে ঘটনার নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জোর দাবী জানাই। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি : অবিলম্বে  সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানী ও সাধারন সম্পাদক মামুন অর রশিদ সহ ইউনিয়নের সাংবাদিক নেতারা।
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে এক প্রেস বিজ্ঞপ্তিতে  এই দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে  বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, যেভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা হয়েছে, তা মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য হুমকি। তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।
সাংবাদিক নেতারা আরও বলেন, একের পর এক দুর্নীতির ঘটনা তুলে ধরার কারণে রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোষানলে পড়েন। পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানোর জন্য হেনস্তা করে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

প্রচন্ড তাপদাহে আমতলীতে বেড়েছে তালের শাঁসের কদর

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রচন্ড তাপদহে আমতলীতে তালের শাঁসের কদর বেড়েছে। মানুষ শরীরে পুষ্টির চাহিদা মেটাতে তালের শাঁস কিনে খাচ্ছেন। দাম কিছুটা বেশী হলেও সে দিকে তাকাচ্ছেন না ক্লান্ত ও পরিশ্রমী মানুষগুলো। শহরের বেশীর ভাগ শ্রমজীবি মানুষের কাছে তালের শাঁসের কদর বেশী।
জানাগেছে, তাল গাছের বৈজ্ঞানিক নাম “ ইড়ৎধংংঁং ভষধনবষষরভবৎ”। এটি এশিয়া ও আফ্রিকার গ্রীষ্মকালীন ফল গাছ। ওই গাছের ফলকে তাল বলা হয়। গ্রামাঞ্চলে পানি তাল হিসেবে পরিচিত। তাল এরিকাসি পরিবারের বরাসুস গণের একটি সস্পুক উদ্ভিদ। তালের ফল এবং বীজ বাঙালির খাদ্য। তালের ফলের ঘণ নির্যাস থেকে তাল ফুলুরি তৈরি হয়। তালের বীজও খাওয়া হয় লেপা বা তালশাঁস নামে। তালে রয়েছে প্রচন্ড ভিটামিন এ,বি ও সি, জিংক পটাশিয়াল, আয়রন ও ক্যালসিয়ামসহ অনেক খনিজ উপাদান। এর সাথে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে বলে জানা পুষ্টিবিদ ডাঃ মাসুম বিল্লাহ। প্রচন্ড তাপদাহে ক্লান্ত মানুষ তালের শাঁসের প্রতি ঝুঁকে পড়েছেন। শরীরের ক্লান্তি দুর করতে মানুষ তালের শাঁস খাচ্ছেন। তবে এ বছর প্রচন্ড তাপদাহে তালের শাঁসের কদর গত কয়েক বছরের তুলনায় বেশী। তালের চাহিদা বেড়ে যাওয়ার ব্যবসায়ীরা গ্রামগঞ্জ থেকে তাল সংগ্রহ করে সড়কের পাশে ও অলিগলিতে বিক্রি করছে। মানুষ অহরহ ফরমালিন মুক্ত এ ফল খেয়ে খাচ্ছেন। পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফলে ৯২ দশমিক ৩ শতাংশ জলীয় অংশ, ক্যালরী ২৯, শর্করা ৬ দশমিক ৫ গ্রাম, ক্যালমিয়ান ৪৩ মিলিগ্রাম, খনিজ শুন্য দশমিক ৫ মিলিগ্রাম ও ৪ মিলিগ্রাম রয়েছে বলে জানান পুষ্টিবিদ ডাঃ মাসুম বিল্লাহ। তালের চাহিদা থাকায় বিচি হিসেবে বিক্রি হচ্ছে। বড় তাল প্রতি বিচি শাঁস ৫ টাকা করে তিন বিচি তালের শাঁস বিক্রি হচ্ছে ১৫ টাকা। আবার ছোট তালের বিচির শাঁস ৩ টাকা হিসেবে বিক্রি হচ্ছে। ক্রেতারা মুল্যের দিতে না তাকিয়ে স্বাছন্দে কিনে নিচ্ছেন।
মঙ্গলবার আমতলী পৌর শহরের একে স্কুল বাঁধ, চৌরাস্তা, হাসপাতাল প্রাঙ্গণ, লঞ্চঘাট ও আমতলী-পটুয়াখালী মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে তালের শাস বিক্রি করতে দেখাগেছে। প্রতি বিচি শাঁস ৫ টাকা দরে মানুষ কিনে নিচ্ছে।
হলদিয়া ইউনিয়নের তুজির বাজার এলাকার তাল ব্যবসায়ী মন্টু মোল্লা বলেন, গ্রাম থেকে গাছ মুলে তাল ক্রয় করে ভ্যানে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বিক্রি করি। প্রতি পিস তাল কিনতে হয় প্রকারভেদে ৩ থেকে ৭ টাকা। বিক্রি করি ৫ থেকে ১২ টাকা। তিনি আরো বলেন, গত ১৫ দিন ধরে বিক্রি করছি। এতে দৈনিক ৯’শ থেকে এক হাজার টাকা বিক্রি হচ্ছে। তিনি আরো বলেন, আয় যেমন কষ্টও তেমন।
আমতলী পৌর শহরের একে স্কুল লেক পাড়ের নারী তালের শাঁস ব্যবসায়ী মোসাঃ মঞ্জু বেগম বলেন, ছোট তাল ৩ টাকায় ক্রয় করে বিচি হিসেবে ৫-৬ টাকা এবং বড় তাল ৭ টাকায় ক্রয় করে বিচি হিসেবে ১২- ১৫ টাকায় বিক্রি করছি। এতে দৈনিক গড়ে এক হাজার থেকে এক হাজার দুই’শ টাকা বিক্রি হয়। তিনি আরো বলেন, রোধ বৃদ্ধি পেয়ে তাদের চাহিতা বাড়ে। রোদ কমলে চাহিদা কমে যায়।
ক্রেতা বেলাল মিয়া বলেন, পরিবার পরিজনের জন্য ১০ টাকা পিস হিসেবে এক ডজন তাল কিনেছি। তিনি আরো বলেন, বাজারে পানি তালের চাহিদা বেশী।
ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ^বিদ্যালয়ের নিউট্রিশন বিভাগের পুষ্টিবিদ বিইউএমএস (ডিইউ) এমপিএইচ- নিউট্রিশন (বিএসএমএমইউ) ডাঃ মোঃ মাসুম বিল্লাহ বলেন, তাল স্বাস্থ্যের জন্য উপকারী একটি আশ যুক্ত জাতীয় পদার্থ। তাল খেলে শরীরে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি বৃদ্ধি পায় এবং পানি ভিটামিনের অভাব দুর হয়। তিনি আরো বলেন, পরিস্কার পরিছন্নভাবে তালের শাস খেতে হবে। বর্তমান প্রেক্ষাপটে তাল খুবই উপকারী।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মোনায়েম সাদ বলেন, তালের শাঁসের অনেক উপকারীতা রয়েছে। এতে প্রচুর পরিমানে ভিটামিন ও খনিজ পদার্থ আছে। তালের শাঁস একটি আশযুক্ত খাবার। এ শাঁস খেলে ক্লোণ ক্যান্সারের সম্ভাবনা কম থাকে। তিনি আরো বলেন, পরিস্কার পরিছন্নভাবে না খেলে আবার ডায়েরিয়ারও ঝুঁকি থাকে।