বরিশাল নাগরিক সংসদ ঝালকাঠি জেলা শাখার অগ্রযাত্রা শুরু

বিএনএস-পিআর: বরিশাল নাগরিক সংসদ ঝালকাঠি জেলা শাখার আনুষ্ঠানিক অগ্রযাত্রা ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক অগ্রযাত্রা ঘোষণার লক্ষে ঝালকাঠির রাজাপুরে স্থানীয় নাগরিকদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও নাগরিক সভার আয়োজন করা হয়। বরিশাল নাগরিক সংসদ ঝালকাঠি জেলা শাখার প্রধান সমন্বয়ক ও বরিশাল নাগরিক সংসদের কেন্দ্রীয় শিশু কল্যাণ সম্পাদক তারিকুল ইসলামের পরিচালনায় এবং অনলাইন নিউজ পোর্টাল রাজদপর্ণ পত্রিকার সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বরিশাল নাগরিক সংসদ ঝালকাঠি জেলা শাখার প্রধান সমন্বয়ক তারিকুল ইসলাম শাখা সংগঠন হিসেবে “বরিশাল নাগরিক সংসদ ঝালকাঠি জেলা শাখা”র আনুষ্ঠানিক অগ্রযাত্রা ঘোষণা করেন।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসী বাংলা ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক এডভোকেট শফিকুল ইসলাম এলিন, সাংবাদিক ক্লাব রাজাপুর এর প্রতিষ্ঠাতা সহ সভাপতি  সাংবাদিক আলমগীর শরীফ,  লেখক হাসিবুর রহমান,কবি আবু নাঈম।
 এ সময় বক্তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বরিশাল নাগরিক সংসদের ভূয়সী প্রশংসা করেন।  পাশাপাশি নাগরিকদের কল্যাণের লক্ষ্যে কল্যাণমুখী একটি সংগঠন হিসেবে বরিশাল নাগরিক সংসদ ঝালকাঠি জেলা শাখার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক সালমা বাউল, লেখক নাজমুল হাসান খান, লেখক রাকিবুর জামান খান জয়, রাজিব, মাহফুজ মিঠুন, নুর আলম, ওবায়দুল হক,খাইরুল ইসলাম সহ বরিশাল নাগরিক সংসদের ঝালকাঠি জেলার সদস্য, শুভাকাংখী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ঝালকাঠি জেলার নাগরিকদের নিয়ে বরিশাল নাগরিক সংসদ ঝালকাঠি জেলা শাখার শীঘ্রই একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে গৌরনদীতে মানববন্ধন

গৌরনদী প্রতিনিধি:
প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা করে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার সকাল ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ডে প্রথম আলো বন্ধসভার উদ্যোগে মানববন্ধর ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপি মানববন্ধনে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন গৌরনদী উপজেলা প্রেসক্লাব, গৌরনদী রিপোটার্স ইউনিটি, গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় পরিষদ।

মানববন্ধন শেষে গৌরনদী বন্ধুসভার সভাপতি শ্রীকৃঞ্চ চক্রবর্তির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ জামাল উদ্দিন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম সরদার, গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, আগৈলঝাড়া রিপোটার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম। বক্তারা বলেণ, রোজিনা ইসলামের গলাটিপে ধরা মানে সাংবাদিক সমাজের গলা টিপে ধরা। গলা টিপে দূর্নীতির বিরুদ্ধে কলম বন্ধ করা যাবে না। অনতিাবলম্বে রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং দূর্নীতিবাজ অতিরিক্ত সচিব জেবুন্নেছাকে গ্রেপ্তারের দাবি জানান।

বরিশালে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও দোষিদের বিচারের দাবীতে প্রতিবাদের ঝড় 

শামীম আহমেদ॥
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ স্ংাবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ এই ন্যকার জনক ঘটনার সাথে যারাই জুড়িত তদন্ত পূর্বক তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি এবং স্বাস্থ্য মন্ত্রালয়ের সকল দূর্নীতি প্রকাশ করার দাবী জানিয়ে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি),শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব,বরিশাল ইলেক্টনিক্স মিডিয়া জার্নালিস্ট এশোসিয়েশন,বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন,বরিশাল ফটো সাংবাদিক ফোরাম, বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি,বরিশাল এয়ারপোর্ট প্রেস ক্লাব,জাতীয় সাংবাদিক সোসাইটি, বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদ,তরুন সাংবাদিক ঐক্য পরিষদ, বরিশাল সাংবাদিক পরিষদ,বরিশাল অন লাইন সাংবাদিক পরিষদ,বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব,বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এসোসিয়েশন ও বরিশাল বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখা কমিটি সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিবাদের ঝড় তুলে মানববন্ধন বিক্ষোভ ও রোজিনার উপর যে নির্যাতন করা হয়েছে তার বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে পৃথকভাবে সাংবাদিক সংগঠনগুলো।

আজ বুধবার (১৯ই) মে সকাল সাড়ে নয়টায় বরিশাল নগরীর সদররোডে বরিশাল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খন্দকার মনিরুল আলম স্বপনের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল সচেতন নাগরীক কমিটি সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ্ সাজেদা, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাষ, সম্পাদক মিথুন সাহা, গৌরনদী প্রেস ক্লাব সভাপতি বিপ্লব সরকার, জাসদ, বরিশাল জেলা কমিটির সভাপতি এ্যাড, আঃ হাই মাহাবুব,প্রথম আলো বরিশাল প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন,বরিশাল ট্রেড ইউনিয়নের সাধারন সম্পাদক এ্যাড, একে আজাদ,বরিশাল রিপোর্টাস ইউনিটি সাবেক সভাপতি শুশান্ত ঘোষ ও বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদ সভাপতি জুয়েল রানা প্রমুখ। পড়ে নগরীতে এক বিক্ষোভ মিছিল করেন।

এর পরপরই সকাল সাড়ে দশটায় শহীদ আঃ রব সেরনিয়াবাদ বরিশাল প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সভাপতি এ্যাড,মু.ইসমাইল হোসেন নেগাবান মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদের সঞ্চলনায় এখানে স্বাস্থ্য মন্ত্রালয়ের দোষি ব্যাক্তিদের বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও কার্যকরী পরিষদ সদস্য এ্যাড, নজরুল ইসলাম চুন্নু, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম এম আমজাদ হোসাইন (স্যার),ফরিদ,সৈয়দ দুলাল,পুলক চ্যাটার্জি প্রমুখ।

এসময় প্রেস ক্লাবের আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করে।

এছাড়া একই স্থানে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব। সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট কলমিষ্ট সাংবাদিক আলম রায়হান,৭১ টিভি বরিশাল প্রতিনিধি বিধান সরকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অপরদিকে মানববন্ধন কর্মসূচি পালন করে বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এ্যাসোসিয়েশন। সভাপতি আনিসুর রহমানের সভাপতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আখতার ফারুক শাহিন প্রমুখ।

সাংবাদিক রোজিনা ইসলামের উপর যে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করেছে সেসকল দূর্নীতি পরায়ন কর্মকর্তাদের বিচারের দাবী করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি।

বাম গণতান্ত্রিক জোট সভাপতি অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, বাসদ জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এদিকে একই ঘটনার দাবীে বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদ প্রচন্ড গরম ও রৌদ্র উপেক্ষা করে তারা সড়কের উপর বসে ক্যামেরা রেখে বিক্ষোভ করে পরে প্রেস ক্লাব সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদের অনুরোধে তারা সড়ক অবমুক্ত করে দেন।

 

ঢাকায় নারী সাংবাদিক লাঞ্চিত,বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক প্রতিবেদক:
দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো’র সংবাদকর্মী রোজিনা ইসলামকে অবরুদ্ব, লাঞ্চিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল জেলা শাখা। কমিটির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্বে যথোপযোগী ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। ভবিষ্যতে এমন ঘটনায় পুনরাবৃত্তি না হয় এ মর্মেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির দপ্তর সম্পাদক এম. আর শুভ স্বাক্ষরিত বিবৃতিতে তারা জানায়, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা তথ্যের পিছু ছুটবেই। সেই তথ্য প্রাপ্তিতে বাধা ও সংবাদকর্মীদের হেনস্থা বিষয়টি মুক্ত সাংবাদিকতায় প্রতিবন্ধকতা ও ব্যক্তি স্বার্থ হাসিলে চরম অসাধু প্রক্রিয়া মাত্র। এ সকল ব্যক্তি বিশেষ অভিযুক্তদের বিরুদ্বে দ্রুত সুষ্ঠ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনে ঘটনার নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জোর দাবী জানাই। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

সাংবাদিক রোজিনা ইস্যুতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল

দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং নি:শর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীর দুমকি ও  বাউফলে ঘন্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংবাদকর্মীরা।

বুধবার (১৯ মে) সকাল ১১টায় প্রেসক্লাব দুমকির উদ্যোগে প্রেসক্লাবের সম্মুখে এ মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ জসীম উদ্দীন সুমনের সভাপতিত্বে ও প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাংবাদিক হারুন-অর রশিদ, প্রেসক্লাব দুমকি ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সদস্য ইঞ্জিনিয়ার কামাল হোসেন, মো. সাইফুল ইসলাম প্রমুখ।

অপরদিকে বাউফল প্রেসক্লাবের উদ্দ্যোগে বেলা ১১ টায় পৌরসদরের কুন্ডুপট্রি সড়কে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন  বাউফল প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ কামরুজ্জামান বাচ্চু, সাবেক সহ সভাপতি মোঃ হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, নির্বাহী সদস্য প্রথম আলোর এবিএম মিজানুর রহমান ও আমাদের বার্তার এম.এ.বশার।

এসময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে আটক, হেনস্থা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবি করেন এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের অওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মধ্যরাত থেকে ৬৫ দিন সাগরে নামতে পারবে না জেলেরা

মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাগরে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বুধবার (১৯ মে) মধ্যরাত থেকে ৩০ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

কিন্তু সরকারের এই কর্মসূচি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভোলার জেলেদের মাঝে। এই নিষেধাজ্ঞাকে অযৌক্তিক বলে মনে করছেন জেলেরা। করোনার বিরূপ প্রভাব এবং জেলেদের অর্থনৈতিক দূরাবস্থার কথা বিবেচনায় রেখে ৬৫ দিনের নিষেধাজ্ঞা বাতিল অথবা পরিবর্তনের দাবি তাদের।

তারা জানিয়েছেন, এমন নিষেধাজ্ঞা থাকলে নৌকা, জাল, জ্বালানি ও শ্রমজীবী জেলেদের ব্যয় নির্বাহ করে এ পেশায় টিকে থাকা তাদের জন্য কঠিন হয়ে পড়বে। এ অবস্থায় এই নিষেধাজ্ঞা প্রত্যাহার অথবা সময় কমিয়ে ১ মাসে আনার দাবি জানিয়েছেন তারা। এছাড়া তাদের জন্য বরাদ্ধকৃত প্রণোদনা প্রকৃত জেলেদের মাঝে সঠিক সময়ে বিতরণের দাবিও করেন তারা।

জেলে মমিন বলেন, কয়েকদিন আগে দিলো দুই মাসের অভিযান। এখন আবার ৬৫ দিনের অভিযান। এরকম কয়েকদিন পর পর যদি অভিযানই থাকে তাহলে মাছ না ধরলে আমরা খামু কি? আমরা তো না খাইয়া মারা যামু।

আরেক জেলে মোহাম্মদ ফারুক বলেন, সরকার অভিযান দিছে এখন আমাদের এটা মানতে হবে। কিন্তু সরকার আমাদেরকে যে চাল দেয় সেটা যেন কোনো নেতাকর্মীর মাধ্যমে না দেয়। নেতাকর্মীর মাধ্যমে দিলে আমরা ঠিকমত চাল পাইনা। তাই চালটা যেন সরাসরি আমাদের জেলেদের হাতে দেয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম জানান, গত দুই বছর এ কর্মসূচী বাস্তবায়িত হওয়ায় গত বছর ইলিশসহ সামুদ্রিক মাছের উৎপাদন কয়েকগুণ বেড়েছে। ফলে নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ আরো গুরুত্ব সহকারে কাজ করছে। এসময় মাছ শিকার থেকে বিরত থাকা জেলেরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারে সেজন্য ভোলার ৬৩ হাজার ৯ শত ৫৪ জন সমূদ্রগমী জেলের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে এবং যথা সময়ে প্রণোদনার চাল বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারে গেলে জেলেদেরকে কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

উল্লেখ্য, মার্চ-এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞা অমান্য করায় ভোলা জেলার ৭ উপজেলায় ১ শত ৬৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩ শত ৩০ জন জেলেকে প্রায় ১৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নলছিটিতে ইসরাইলি হামলার প্রতিবাদে মানববন্ধন

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে ফিলিস্তিনের গাজায় নিরীহ সাধারণ মানুষের ওপর ইসরাইলি বাহিনীর ধ্বংসযজ্ঞ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ জনতা।

বুধবার (১৯ মে) বিকেলে উপজেলার বিজয় উল্লাস চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইসরায়েলি বোমা হামলায় গাজায় শিশুসহ নিরীহ সাধারণ মানুষের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য দেন, বালী তাইফুর রহমান তূর্য, এফ এইচ রিভান, শাহরিয়ার নাঈম ।

এসময় বক্তারা বলেন , ইসরায়েলি বাহিনী রমজানের শেষার্ধে এবং ঈদুল ফিতরের দিন পবিত্র বায়তুল মোকাদ্দাসে হামলা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড চালায়। পরবর্তীতে ফিলিস্তিন এলাকায় একাধারে স্থলভাগে তাণ্ডবলীলা ও হত্যাকাণ্ড চালায়, অন্যদিকে বিমান ও রকেট হামলা করে বহু ঘর বাড়ি ধ্বংস করে। নৃশংস ইসরায়েলি বাহিনীর আক্রমণে শিশু ও নারী-পুরুষসহ দুই শতাধিক ফিলিস্তিনি নাগরিককে হত্যা করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় হাসপাতাল ও মিডিয়া ভবন ধ্বংস হয়ে গেছে। অনবরত হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে বিশ্ব মানবতাকে ধ্বংস করেছে।

সিনোফার্মার ভ্যাকসিন সরাসরি কেনার নীতিগত অনুমোদন

জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি বিবেচনায় চীনের সিনোফার্মার তৈরি সার্স কোভিড টু ভ্যাকসিন সরাসরি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৯ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাশেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য দু’টি এবং জরুরি প্রয়োজনে টেবিলে একটি প্রস্তাবসহ মোট তিনটি প্রস্তাব উত্থাপন করা হলে তিনটি প্রস্তাবেরই নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার সাংবাদিকদের জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে টেবিলে স্বাস্থ্যসেবা বিভাগ চীন থেকে করোনা ভাইরাসের টিকা সংগ্রহের একটি প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। প্রস্তাবটি হচ্ছে জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি বিবেচনায় গণচীনের তৈরি সার্স কোভিড টু ভ্যাকসিন সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার প্রস্তাব। প্রস্তাবটি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, এটা ভ্যাকসিন কেনার একটি প্রস্তাব। এটা সিনোফার্মের ভ্যাকসিন। এখানে কী পরিমাণ, কতোদিনের মধ্যে আনা হবে এসব কিছু বলা হয়নি। শুধু চীনের সিনোফার্ম থেকে সার্স কোভিড টু ভ্যাকসিন প্রয়োগের প্রস্তাব ওষুধ প্রশাসন অধিদপ্তর স্বকৃীতি দিয়েছে। সে পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যসেবা বিভাগ চীন থেকে টিকা সংগ্রহ করার অনুমোদন দিয়েছে। কী পরিমাণ সংগ্রহ করা হবে এবং কত টাকা লাগবে সেটা জানা যাবে যখন এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব কমিটির সভায় উপস্থাপন হবে।

গত ১১ মে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমরা চীন থেকে ৪ থেকে ৫ কোটি ভ্যাকসিন সংগ্রহ করবো। ইত্যোমধ্যে আমরা তাদের কাছে চাহিদাপত্র পাঠিয়েছি।

এছাড়া গত ১২ মে চীন থেকে উপহার হিসেবে করোনা ভাইরাসের ৫ লাখ ডোজ সিনোফার্মার ভ্যাকসিন বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত অন্য প্রস্তাবগুলো হলো, শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি ২০২১-২০২২ অর্থবছরে ইউরিয়া সারের যোগান অব্যাহত রাখার লক্ষ্যে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে (১) মুনতাজাত-কাতার থেকে ৫ লাখ মে. টন, (২) সাবিক-সৌদি আরব থেকে ৫ লাখ মে. টন এবং (৩) ফার্টিগ্লোব-ইউএই থেকে ২ লাখ ৮০ হাজার মে. টনসহ সর্বমোট ১২ লাখ ৮০ হাজার মে. টন ইউরিয়া সার আমদানির চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বরিশালে সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দাফন সম্পন্ন

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বরিশালের এম. রমহান নিউজ এজেন্সির সত্ত্বাধীকারী মো. হারুন অর-রশিদের (৫৬) তৃতীয় নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আসর বরিশাল সদর উপজেলার চরকরনজী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় ও শেষ নামাজে জানাজা শেষে তার মরদেহ স্থানীয় হাওলাদার বাড়ির পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার বহু মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে বাদ জোহর বরিশাল নগরীর পুলিশ লাইনস জামে মসজিদ চত্বরে মো. হারুন-অর-রশিদের দ্বিতীয় নামাজে জানাজা এবং বাদ ফজর ঢাকার মগবাজার ওয়ারলেসগেট জামে মসজিদ চত্বরে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার রাতে ঢাকার মগবাজারের নিজ ফ্লাটে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন মো. হারুন-অর-রশিদ। তাকে নিয়ে যাওয়া হয় মগবাজারে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি একমাত্র কন্যা ডা. তানজিল রশিদ তন্নী, স্ত্রী অবসরপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স ফরিদুন্নেছা, মা এবং দুই ভাই ও দুই বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সংবাদপত্র ব্যবসার দিকপাল বিশিষ্ট ব্যবসায়ী মো. হারুন-অর-রশিদের মৃত্যুতে বরিশালের জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে যে আইনে মামলা ও অপরাধের শাস্তি

হঠাৎ করেই একটি আইন আলোচনায়। ১৯২৩ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে সরকারি নথির গোপনীয়তা রক্ষায় হয় এই অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট।

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নামে মোট চারটি ধারায় মামলা হয়েছে, যার মধ্যে রয়েছে এই আইনের ৩ ও ৫ ধারা।

লর্ড কার্জন ভাইসরয় থাকাকালে এই আইনটি প্রণয়ন করা হয়। মূলত: ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের নথি স্থানীয় কর্মচারীরা যাতে ফাঁস না করতে পারে তাই এই আইনটি প্রণয়ন করা হয়। প্রায় শতবর্ষেও এই আইনটি রয়ে গেছে।

এই আইন বাতিল তো দূরে থাক ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারায় এটিকে ফিরিয়ে আনা হয়েছে। ৩২ ধারায় বলা হয়েছে, এই আইনের তিন ধারার অপরাধ ডিজিটাল প্লাটফর্মে করলে একই ধরনের দণ্ডে দণ্ডিত হবে।

সরকারি গোপন আইন ১৯২৩ এর ৩ ধারায় গুপ্তচরবৃত্তির জন্য শাস্তির বিধানের বিষয়ে বলা হয়েছে যে, (১) যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তা অথবা স্বার্থের পরিপন্থী উদ্দেশ্যে (ক) কোনো নিষিদ্ধ এলাকায় গমন করে, পরিদর্শন করে, অতিক্রম করে সান্নিধ্যে আসে অথবা ভেতরে প্রবেশ করে, অথবা (খ) কোনো স্কেচ, প্ল্যান, মডেল অথবা নোট তৈরি করে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শত্রুপক্ষের উপকারে আসবে বলে মনে হয়, ধারণা করা যায় অথবা নিশ্চিত হওয়া যায়, অথবা (গ) যদি কোনো ব্যক্তি শত্রুপক্ষের ব্যবহারে আসতে পারে, আসবে বলে ধারণা করা যায় অথবা নিশ্চিত হওয়া যায়, এমন কোনো অফিসিয়াল গোপন কোড অথবা পাসওয়ার্ড অথবা নোট অথবা অন্য কোনো দলিলপত্রাদি অথবা তথ্য আহরণ করে সংগ্রহ করে, রেকর্ড করে, প্রকাশ করে অথবা অন্য কোনো ব্যক্তির কাছে পাচার করে, তাহলে সেই ধারার অপরাধে অপরাধী হবে।

(২) ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান সম্বলিত এই ধারায় অভিযোগ আনার জন্য অভিযুক্ত যে কোনো একটি বিশেষ কার্য রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থীমূলক উদ্দেশ্যে করেছে, তার প্রমাণ প্রয়োজন নেই এবং উক্ত বিশেষ কার্যটি তার বিরুদ্ধে প্রমাণিত না হওয়া সত্ত্বেও, এই ধারায় তাকে শাস্তি প্রদান করা যাবে। যদি মামলার অবস্থা অথবা তার আচরণ অথবা তার জ্ঞান কার্যাবলী প্রমাণ করে যে, তার উদ্দেশ্য ছিল রাষ্ট্রের নিরাপত্তা ব্যাহত অথবা নিষিদ্ধ এলাকা সম্পর্কিত কোনো বিষয়ের কোনো স্কেচ, মডেল, আর্টিকেল, নোট, দলিল বা তথ্য অথবা কোনো গোপনীয় কোড বা পাসওয়ার্ড তৈরি, আহরণ-সংগ্রহ, রেকর্ড ও প্রকাশ করে বা আইনগত অধিকার প্রাপ্ত না হয়ে পাচার করে।

যদি মামলার অবস্থা, তার উদ্দেশ্য ছিল রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থী তাহলে ধরে নিতে হবে যে, উক্ত স্কেচ, মডেল, আর্টিকেল, নোট, দলিলপত্র অথবা তথ্য তৈরি, আহরণ সংগ্রহ, রেকর্ড, প্রকাশ ও পাচার করা হয়েছে-রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থীমূলক উদ্দেশ্যে।

৩ (ক) এ ধারার অপরাধে অভিযুক্ত ব্যক্তি, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অপরাধটি বিদেশি শক্তির স্বার্থে বা প্রয়োজনে করেছে বলে ধারণা করা গেলে বা প্রমাণিত হলে অথবা অপরাধটি প্রতিরক্ষা সম্পর্কীয় বা গোপন অফিসিয়াল কোড সম্পর্কিত হলে, মৃত্যুদণ্ড বা ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং (খ) অন্যান্য ক্ষেত্রে তিন বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে।

একই আইনের ৫ ধারায় তথ্যের বেআইনি হস্তান্তর সম্পর্কে বলা হয়েছে। বলা হয়েছে- (১) কোনো নিষিদ্ধ এলাকা ও সরকার ঘোষিত কোনো এলাকা সম্পর্কীয় কোনো গোপনীয় অফিসিয়াল কোড বা পাসওয়ার্ড বা স্কেচ, প্ল্যান, মডেল, আর্টিকেল, নোট, দলিলপত্রাদি অথবা তথ্যাদি কোনো ব্যক্তি আইনসঙ্গত দখলে বা নিয়ন্ত্রণে থাকলে। (ক) সে যদি তা ইচ্ছাকৃতভাবে, আইনগত অধিকার প্রাপ্ত ব্যক্তি বা আদালতের কাছে বা রাষ্ট্রের স্বার্থে অন্য কোনো ব্যক্তির নিকট ব্যতীত, অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করে, অথবা; (খ) তার নিয়ন্ত্রণাধীন তথ্যাদি অন্য কোনো বিদেশি রাষ্ট্রের শক্তির স্বার্থে বা দেশের নিরাপত্তার পরিপন্থীমূলকভাবে ব্যবহার করে, অথবা;  (গ) আইনগত অধিকারের মেয়াদ শেষেও যদি তা নিজের অধিকারে রাখে বা (ঘ) যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ফেরত প্রদানের বা হস্তান্তরের নির্দেশ পালন না করে অথবা তা সংরক্ষণে যথাযথ সতর্কতা অবলম্বন না করে বা নিজেই এর নিরাপত্তা পরিপন্থী কার্য করে, (ঙ) তাহলে সে এ ধারার অপরাধে অপরাধী হবে।

(২) যদি কোনো ব্যক্তি ক্ষমতাপ্রাপ্ত না হয়ে এ আইনের পরিপন্থী জেনেও ইচ্ছাকৃতভাবে ১ নম্বর অনুচ্ছেদে বর্ণিত তথ্যাদি গ্রহণ করে, সে এই ধারার অপরাধে অপরাধী হবে।

(৩) এই ধারার অধীনে অপরাধী ব্যক্তি নিম্নরূপভাবে দণ্ডনীয় হবে- (ক) উপধারা (১) (এ) এর অধীন পরিপন্থী কার্যাধির বা কোনো প্রতিরক্ষা নির্মাণকাজ, অস্ত্রাগার, নৌ, স্থল বা বিমান বাহিনীর স্থাপনা বা স্টেশন বা খনি, মাইনক্ষেত্র, কারখানা, ডকইয়ার্ড, ক্যাম্প বা বিমান বা গোপনীয় অফিসিয়াল কোড সংক্রান্ত অপরাধ সংঘটিত হলে তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশি শক্তির স্বার্থে বা সুবিধার্থে ব্যবহৃত হবে বলিয়া অনুমেয়। তা হলে বা ধারণ করা গেলে মৃত্যুদণ্ডে অথবা চৌদ্দ বৎসর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে।

(খ) অন্যান্য অপরাধের ক্ষেত্রে দুই বছর পর্যন্ত কারাদণ্ডে অথবা জরিমানা দণ্ডে অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবে।

এছাড়াও রোজিনা ইসলামের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ৩৭৯ ধারায় বলা হয়েছে- কোনো ব্যক্তি যদি চুরি করে, তবে সে ব্যক্তি তিন বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

দণ্ডবিধির ৪১১ ধারায় অসাধুভাবে চোরাইমাল গ্রহণের শাস্তির বিষয়ে বলা হয়েছে। এখানে বলা হয়েছে- কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি চোরাই সম্পত্তি বলে জানা সত্ত্বেও বা তা চোরাই সম্পত্তি বলে তার বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও অসাধুভাবে অনুরূপ চোরাই সম্পত্তি গ্রহণ করে বা রেখে দেয়, তবে উক্ত ব্যক্তি তিন বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।