ডায়রিয়ায় বরিশাল বিভাগে ১ দিনে আক্রান্ত ৪১৫, মৃত্যু ১

বরিশাল বিভাগে সর্বোশেষ মঙ্গলবার (১১ মে) একদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৪১৫ জন। এছাড়া এ সময়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ৫১ হাজার ৭১৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বুধবার (১২ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি বলেন, ৪০টি উপজেলায় শুরুতে ২৭টি উপদ্রুত অঞ্চল চিহ্নিত করে মেডিক্যাল টিম কাজ করেছে। এসব অঞ্চলে ৪০৫টি মেডিক্যাল টিম ডায়রিয়া প্রতিরোধে কাজ করছে। স্বাস্থ্য দপ্তর থেকে মানুষকে সচেতন করতে ব্যাপকভাবে কাজ করা হচ্ছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ মে পর্যন্ত বরিশাল জেলায় ৬ হাজার ৮৯২ জন, পটুয়াখালীতে ১০ হাজার ৭৭১ জন, ভোলায় ১৩ হাজার ৫৮৭ জন, পিরোজপুরে ৬ হাজার ৬৩৪ জন, বরগুনায় ৮ হাজার ১১০ জন, ঝালকাঠিতে ৫ হাজার ৭২৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

বিভাগে এখন পর্যন্ত ২১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে বরিশাল জেলার ছয়জন, পটুয়াখালীর আটজন, ভোলায় দুজন ও বরগুনায় পাঁচজন। সর্বশেষ মৃত্যুবরণকারী কাজল রেখা (৪৮) পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী গ্রামের হারুণ খানের স্ত্রী। এদিকে মোট আক্রান্তের মধ্য থেকে ৫১ হাজার ৩৮ জন রোগী সুস্থ হয়েছেন।

বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, আক্রান্তের সংখ্যা পর্যায়ক্রমে শূন্যের কোঠায় চলে আসবে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে এবং মানুষ সচেতন হয়েছে বিধায় দিন দিন আক্রান্তের সংখ্যা কমছে। ডায়রিয়া মোকাবিলায় পর্যাপ্ত আইভি স্যালাইন মজুত আছে। এর মধ্যে এক হাজার সিসির ৬৬ হাজার ৬৫৯ পিস এবং ৫০০ সিসির ৪০ হাজার ১৮৭ পিস স্যালাইন মজুদ রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

নলছিটিতে ঈদ বস্ত্র বিতরণ

আরিফুর রহমান আরিফ।।

ঝালকাঠির নলছিটিতে অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিটিজেন ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ মে) সকালে উপজেলার নাচনমহল রানা পাশা সংযোগ স্থল বায়তুল মামুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে দুই শতাধিক মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি ছিলেন সংগঠনের আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. কাওসার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শিক্ষক সাংবাদিক মিলন কান্তি দাস, সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্ত, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এস আর সোহেল,পৌর কমিটির সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আরিফুর রহমান,কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুর রহমান।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রানা পাশা শাখার সভাপতি ইমদাদুল হক সুজন খলিফা,সহ-সভাপতি আরিফুর রহমান রিপন, কাওসার আলম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার চপল, নাচন মহন ইউনিয়ন শাখার সদস্য সচিব মো. কামরুল হাসান,যুগ্ম আহবায়ক মাহবুব হোসাইন, সদস্য সেতু প্রমুখ।

সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট কাওসার হোসেন জানান,মানবিক ও সামাজিক কাজে ঐক্যবদ্ধ সিটিজেন ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও ঈদ বস্ত্র বিতরণ করা হয়ছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে পরেছে, যাতে একটু ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে এরজন্য সংগঠনের পক্ষ থেকে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

পটুয়াখালীতে গণপিটুনিতে যুবক নিহত

পটুয়াখালীতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে আল আমিন সরদার (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়ানে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন সরদার চর কাজল এলাকার মো. অলিল সরদারের ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানায় নিয়ে এসেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর রাতে আল-আমিন দুটি গরু নিয়ে যাচ্ছিলো। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে গণপিটুনি দেয় তাকে। এসময় ঘটনাস্থলেই মারা যায় আল-আমিন।
গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গরু চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে আল আমিনের মৃত্যু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পটুয়াখালীর বদরপুর দরবার শরীফে ঈদের জামাত

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফের মুসুল্লিরা ঈদুল ফিতর পালন করছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি ঈদের জামাতে ইমামতি করেন।

বদরপুর দরবার শরীফের অন্যতম পরিচালক মো. নাজমুস সাহাদাত জানান, নাইজেরিয়া, সোমালিয়াসহ ৭টি রাষ্ট্রে সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং সেসব রাষ্ট্রে বুধবার ঈদুল ফিতর পালন করা হচ্ছে। যেহেতু পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা গেছে সে কারনে আজ বুধবার আমরা ঈদ-উল-ফিতর পালন করছি।
ঈদুল ফিতরের নামাজ শেষে মুসুল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন এবং এবং মিষ্টিমুখ করানো হয়। পটুয়াখালী জেলার কয়েকটি এলাকার কিছু সংখ্যক মানুষ একদিন আগে ঈদুল ফিতর পালন করছেন।
বিগত বছর গুলোতে মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে একদিন আগে ঈদুল ফিতর, ঈদুল আজহা পালন করলেও এবারই এর ব্যতিক্রম ঘটলো।

ধর্ষণসহ ৫ মামলায় ১৫ দিনের রিমান্ডে মামুনুল হক

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা ধর্ষণসহ ও সহিংসতার পাঁচ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের তিনদিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।

শিমুলিয়া ঘাটে জনসমুদ্র

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট জনসমুদ্রে পরিণত হয়েছে। নিয়মিত ফেরি চলাচলের ঘোষণায় মঙ্গলবার দুপুর হতে ঘাটে মানুষের চাপ বাড়তে থাকে। গভীর রাত পর্যন্ত ঘাটে ঘরমুখো মানুষের বাড়তি চাপ ছিলো। যখনি কোন ফেরি আসছে ফেরিতে উঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছে মানুষ।

আজ বুধবার সকাল হতে শিমুলিয়া ঘাট জনসমুদ্রে পরিণত হয়।
বিগত কয়েকদিনের ন্যায় আজও শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে ব্যারিকেট দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃংখলা বাহিনী। প্রায় ১ কিলোমিটার পায়ে হেটে যাত্রীদের ঘাটে প্রবেশ করতে হচ্ছে। পরিবার পরিজন ও মালপত্র নিয়ে পায়ে হেটে ঘাটে পৌঁছাতে হাফিয়ে উঠছে যাত্রীরা। ঘাটে এসে যাত্রী চাপে ফেরিতে উঠতে যুদ্ধ করতে হচ্ছে যাত্রীদের।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারি উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘাটে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। বাংলাবাজার ঘাট হতে যখনি কোন ফেরি আসছে তখনি হুমড়ি খেয়ে পড়ছে যাত্রীরা। যাত্রীদের চাপে বাংলাবাজার ঘাট হতে ছেড়ে আসা ফেরিগুলোর যানবাহন ঠিকমতো নামাতে পারছে না। ফলে যানবাহন নামিয়ে ফেরি ছাড়তে বিলম্ব হচ্ছে।

ঘাটে ফেরি সংখ্যা বাড়ানো হয়েছে। ১৩-১৪ টি ফেরি চলছে। আজ বুধবার সকাল থেকে এ ঘাটে কয়েক হাজার যাত্রী জড়ো হয়েছে। যাত্রীদের নিয়ে হিমশিম খেতে হচ্ছে ঘাটের দায়িত্বে থাকা ব্যক্তিদের। একটি ফেরি ঘাটে বেড়ানো হচ্ছে, যাত্রীরা সেখানে চেপে বসছেন। কোনোভাবেই তাদের ফেরি থেকে নামানো যাচ্ছে না।

শের-ই বাংলা মেডিকেলের সামনে ভবন নির্মাণের প্রতিবাদে সমাবেশ

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালের সামনে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর বান্দ রোডের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার অনেক মানুষ অংশগ্রহণ করে।

সমন্বয় পরিষদের অধ্যাপক নজমুল হোসেন আকাশের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে রাখেন নগরীর ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলু, নাট্য ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, শুভংকর চক্রবর্তী ও দেবাশিষ চক্রবর্তীসহ অন্যান্যরা।

 

মানববন্ধন ও সমাবেশে বক্তারা অবিলম্বে ঐতিহ্যবাহী এই স্থাপনার সামনে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের প্রতিবাদ জানান। একই সাথে প্রস্তাবিত ভবনটি মেডিকেল কলেজ ক্যাম্পাসের অন্যত্র স্থানান্তরের দাবি জানান তারা। মেডিকেলের জরুরী বিভাগের সামনে ভবন নির্মাণ বন্ধ না হলে বরিশালবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন বক্তারা।