বরিশালে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সম্ভবনা

 ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগে বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ এবং শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এছাড়্ ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বদলগাছিতে ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘন্টায় সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৭ মিনিটে। সূত্র: বাসস

বরিশালে ঈদের আগে অর্থ সহায়তা পেয়ে খুশি কর্মহীন পরিবারের সদস্যরা

শামীম আহমেদ ॥ মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে পালিত হয়েছে লকডাউন। লকডাউনে শ্রমজীবি থেকে শুরু করে বিভিন্ন শেনীপেশার মানুষ কর্মহীন হয়ে পরেছেন।

এরই মাঝে আবার পবিত্র মাহে রমজান শেষে ঈদ আসন্ন। তাই পবিত্র ঈদকে সামনে রেখে সরকারি বেসরকারি সহায়তা নিয়ে দরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

ফলে ঈদের আগে খাদ্য ও অর্থ সহায়তা পেয়ে কর্মহীন পরিবারের মাঝে আনন্দ বিরাজ করছে খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন যাবত গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্য সহায়তা

মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির পক্ষ থেকে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রীসহ ভিজিএফ কর্মসূচীর আওতায় জনপ্রতি সাড়ে চারশ’ টাকা ঈদের আগেই দরিদ্র পরিবারের সদস্যেদের হাতে তুলে দেয়া হচ্ছে।

পাশাপাশি বেসরকারি ভাবে এ উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণী কার্যক্রম অব্যাহত রেখেছেন বিভিন্ন সংগঠন ও বিত্তশালী ব্যক্তিরা।
ইতিমধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন “আপনজন” কর্তৃক গৌরনদী উপজেলার পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

উপজেলার বড়দুলালী শহীদ সুকান্ত আব্দুল্লাহ সড়কে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিপিপি (অপারেশন) পরিচালক এবং স্বেচ্ছাসেবী সংগঠন আপনজনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান অসি, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন প্রতি পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি লবন, এক কেজি চিনি, এক প্যাকেট লাচ্ছা সেমাই বিতরণ করেছেন।

এছাড়াও বেসরকারি টেলিভিশন মাই টিভি’র একযুগে পদার্পণে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে বস্ত্র ও মাক্স বিতরণ করা হয়েছে। মাই টিভি’র স্থানীয় প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার উদ্যোগে কটকস্থল এলাকায় বস্ত্র ও মাক্স বিতরণ করেছেন।

গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান মান্নার উদ্যোগে উপজেলার সরিকল ইউনিয়নের ছয় শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণসহ সরিকল মাধ্যমিক বিদ্যালয়, মিয়ারচর দাখিল মাদ্রসা ও আগরপুর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীকে নগদ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে। অপরদিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উদ্যোগে খাদ্য সহায়তা কর্মসূচী অব্যাহত রয়েছে।

উপজেলার চাঁদশী ইউনিয়নের ছয়টি গ্রামের দুই শতাধিক পরিবারের মাঝে সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশন নামের একটি স্বে”ছাসেবী সংগঠনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এস.এম. মোস্তাফিজুর রহমান ওরফে দিনু, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মহিউদ্দিন বাদশা, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, বিগত বছরের ন্যায় এবছরও করোনায় ক্ষতিগ্রস্ত উপজেলার পাঁচ হাজার ৭৩জন ব্যক্তির মোবাইল নম্বরে ইতিমধ্যে আড়াই হাজার টাকা পৌঁছে গেছে। এছাড়াও উপজেলার সাতটি ইউনিয়নের ১১ হাজার চারশ’ ৩২টি পরিবার প্রধানের মাঝে ভিজিএফ কর্মসূচীর আওতায় নগদ সাড়ে চারশ’ টাকা প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে।

গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী জানান, সরকারি সহায়তা প্রদানের পাশাপাশি মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ এমপির অর্থায়নে সাত ইউনিয়নের সাতশ’ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

ঈদের আগে কোন পরিবার যাতে খাদ্যে কষ্টে না থাকে সে লক্ষ্যে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা মাঠ পর্যায়ে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

বাড়ি ফেরার পাল্লায়, গাদাগাদিতে নিহত-৫

মাদারীপুর প্রতিনিধি:

শিমুলিয়া থেকে বাংলাবাজার যাত্রাপথে ২ ফেরিতে প্রচন্ড গরমে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বুধবার বেলা আড়াইটার দিকে ৫ জন যাত্রী নিহত হয়েছে। এতে আরো অন্তত ২০ জন যাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, বুধবার সকাল থেকেই শিমুলিয়া ঘাট হয়ে দক্ষিনাঞ্চলের যাত্রীদের ঢল নামে। প্রতিটি ফেরিই যাত্রীতে কানায় কানায় পূর্ন হয়ে পার হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে সকাল থেকে বাংলাবাজার ঘাট থেকে খালি ফেরি নিয়ে নিয়ন্ত্রনের চেষ্টা করে। দুপুরে রো-রো ফেরি এনায়েতপুরী বাংলাবাজার ঘাট থেকে ১৫টি যানবাহন নিয়ে শিমুলীয়া ঘাটে পৌছায়। ফেরিটি যানবাহন ঘাটে নামানোর আগেই শিমুলীয়া ঘাট থেকে প্রায় ৫ হাজার যাত্রী ফেরিতে উঠতে হুমড়ি খেয়ে পড়ে। প্রায় ৩ ঘন্টা অপেক্ষার পর যাত্রীদের চাপে লোড করা যানবাহন শিমুলীয়া ঘাটে না নামিয়েই যাত্রী বোঝাই করে ফেরিটি আবার বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। ফেরির মধ্যে যাত্রীদের হুড়োহুড়ি ও প্রচন্ড গরমে শতাধিক যাত্রী অসুস্থ হয়ে পড়ে। ফেরিটি বাংলাবাজার ৩ নং ঘাটে আসার সাথে সাথে শতাধিক যাত্রী নদীতে ঝাপিয়ে পড়ে গরম থেকে কোনমতে বাঁচার চেষ্টা করে। এসময় ফেরির মাঝে হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। এ অবস্থায় ফেরিটি বাংলাবাজার ঘাটে পৌছলে অসুস্থ যাত্রীদের মধ্যে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়। অসুস্থ্য শতাধিক যাত্রীদের মধ্যে অন্তত ১০ জনকে আশংকাজনক অবস্থায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে রো রো ফেরি শাহ পরানে আনসুর মাদবর নামের এক কিশোর মারা যায়।
এব্যাপারে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ‘ফেরি এনায়েরপুরিতে ৪ যাত্রী ও ফেরি শাহ পরানে ১ যাত্রী মৃত্যুবরন করেছে। প্রচন্ড গরমে হিট স্ট্রোকে এসকল যাত্রীরা মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে। তবে তদন্ত করে পুরোপুরি ঘটনা জানা যাবে।’
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, ‘গরম থেকে এই দুঘর্টনা ঘটে। তবে এখনো নির্দিষ্ট করে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। যাত্রীদের চাপ বার বার নিষেধ করলেও কমানো যাচ্ছে না। প্রশাসনও নিয়ন্ত্রণ করতে পারছে না।’

বরিশালে রাতের আঁধারে অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ

সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বরিশালের গৌরনদীতে গরীব ও অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেছে টরকী সেচ্ছসেবী সংগঠন (টিএসএস)।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে শতাধীক দুঃস্থ শ্রমিক ও দিনমজুর মানুষদের খুঁজে খুঁজে বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠনের একঝাঁক তরুণ সদস্য।

দুস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ পূর্ণতা পায় উল্লেখ করে সংগঠনটির সভাপতি মোঃ নোবেল মাহমুদ বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি আমরা সবসময় জনগণের পাশে আছি। আমরা সংগঠনের সকল সদস্যরা করোনায় কর্মহীন মানুষদের নিয়মিত খোঁজখবর রাখাসহ ঈদে নিজেদের জন্য কেনাকাটা না করে গরীব অসহায়দের কল্যাণে খরচ করে যাব ইনশাআল্লাহ।

গৌরনদীতে মানবিক সহায়তা উৎসব

শামীম আহমেদ ॥ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ (আর্থিক)মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১১৫২টি দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

 

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে সুবিধাভোগীদের নিয়ে মানবিক সহায়তা উ উৎসব অনুষ্ঠিত হয়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দা মনিরুন নাহার মেরী।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন।
এসময় ইউনিয়ন পরিষদেও সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ৪৫০ টাকা নগদ অর্থ সহায়তা পেল ৬৬ হাজার ৯১৬ পরিবার

 কলাপাড়ায় ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ ভিজিএফ’র নগদ অর্থ সহায়তা পেল ৬৬ হাজার ৯১৬ দরিদ্র পরিবার।

মঙ্গলবার সকালে স্থানীয় এমপি অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলাপাড়া পৌরসভা কার্যালয়ে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর নগদ ৪৫০ টাকা অর্থ সহায়তা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌর সভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ভিপি জিয়া, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইয়ামিন আহমেদ, ছাত্রলীগের সম্পাদক আশিক তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়নে ৫৯ হাজার ২১৪ পরিবার, কলাপাড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবার এবং কুয়াকাটা পৌরসভায় ৩ হাজার ৮১ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এ নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হবে।

বরিশালের বাজারে এসেছে তাল

গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের মধ্যে রসালো ফল পানি তাল কে না চায়? প্রতি বছর এ সময়ে মানুষের চাহিদা মেটাতে তাই পানি তাল নিয়ে বাজারে হাজির হন মৌসুমী ব্যবসায়ীরা। ব্যতিক্রম ঘটেনি এবারও। বরিশালের বাজারে উঠেছে রসালো ফল পানি তাল। দামও হাতের নাগালে। তাই বেচা-বিক্রিও ভাল বলে জানিয়েছেন বিক্রেতারা।

সরেজমিনে বরিশাল নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রসালো ফল পানি তাল নিয়ে রাস্তার পাশে বসেছেন ব্যবসায়ীরা। সাইজ ভেদে ১০টা থেকে ২০ টাকায় বিক্রি করছেন প্রতিটি তাল। ক্রেতা কামরুল আলম জানান, “পানি তালের স্বাধ-ই আলাদা”। পরিবারের সকলের জন্যই তিনি তাল কিনেছেন। দিনমজুর রিপন বলেন, প্রচ- গরমে অস্থিরতা কাটাতে তিনি পানি তাল খাচ্ছেন।

নগরীর নতুন বাজার এলাকার খুচরা পানি তাল বিক্রেতা সুজন ঘরামী জানান, প্রতিদিন ২শ’ থেকে ৩শ’ তাল বিক্রি করেন তিনি। খরচ বাদ দিয়ে দৈনিক গড়ে তার আয় হয় ৫শ থেকে ৬শ’ টাকা।

বরিশাল বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামের ফোরকান তাল নিয়ে এসেছেন শহরে। তিনি বলেন, প্রতি বছর এ মৌসুমে গ্রামে গ্রামে ঘুরে পানি তাল সংগ্রহ করেন তিনি। প্রত্যেকটি গাছ তাল অনুপাতে ৪০০-৫০০ টাকায় কিনে রাখেন। এছাড়া গাছ থেকে তাল পাড়তে গাছ প্রতি ২০০-২৫০ টাকা মজুরী দিতে হয়। এছাড়া শহরে আনতে পরিবহণ খরচ লাগে। তাতে প্রতিটি তাল কিনতে গড়ে ৩-৪ টাকা খরচ হয়। আর তিনি প্রত্যেকটি তাল ৫-৬টাকা হিসেবে পাইকারী বিক্রি করেন।

বিএনপির রাজনীতি দেউলিয়ায় পরিণত হয়েছে: পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপির রাজনীতি এখন দেউলিয়ায় পরিণত হয়েছে। তারা মানুষের জন্য কোনো রাজনীতি করে না। ক্ষমতায় থাকতে তারা মানুষের টাকা লুটে পুটে খেয়েছে। আর এখন তারা আগুন সন্ত্রাস করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগই সকল দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকে।

বুধবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় ঈদ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন উপমন্ত্রী।

এদিন উপমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ৫ লাখ টাকা এবং চরভাগা ইউনিয়ন আওয়ামী লীগ ও বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে তিনি আরও বলেন, আরও সরকারি অনুদানসহ যাবতীয় প্রকৃত সুবিধা বঞ্চিতদের কাছে পৌঁছে দিতে হবে। এ ব্যাপারে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

এসময় বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী হাজী আবুল হাসেম পাইকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জের ইউএনও তানভীর আল নাসীফ, উপজেলা সহকারী কমিশনার ভূমি শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ স্থানীয় নেতৃবৃন্দ।

৫৩ দিন পর বরিশাল জেলায় সর্বনিম্ন করোনা শনাক্ত

বরিশাল জেলায় ৫৩ (২০ মার্চ-১১ মে) দিন পর সর্বনিম্ন করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই জেলায় দুইজনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। আর এসময় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮১৬ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৫১১ জন আর মৃতু হয়েছে ১১৭ জনের।

বুধবার ( ১২ মে) দুপুরে বরিশাল সিভিল সার্জন কার্যলয় সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন কার্যলয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় নতুন করে দুই করোনা রোগী শনাক্ত হয়েছে । এরমধ্যে একজন বরিশাল নগরীর ও অপরজন বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা।আর করোনায় আক্রান্ত হয়ে নগরীর আমবাগান এলাকার আব্দুল হালিম( ৭৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরো জানা যায়,গত ৫৩ দিনে (২০ মার্চ-১১মে)  এই জেলায় আক্রান্ত হয়েছে ১৮৪৩ জন। সুস্থ হয়েছেন ৬৮৯ জন আর মৃত হয়েছে ২৭ জনের।

এসব তথ্য বার্তা২৪.কম কে নিশ্চিত করেছেন বরিশালের সিভিল সার্জন ডাক্তার মনোয়ার হোসেন।

উল্লেখ্য, এর আগে গত ২০ মার্চ এই জেলায় দুইজন করোনায় আক্রান্ত হয়েছিল এবং এ সময় এক জনের মারা যায়।

শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার

১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশের আকাশে কোথাও দেখা যায়নি। তাই আগামী শুক্রবার (১৪ মে) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃধবার (১২ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঈদগাহ বা উন্মুক্ত স্থানে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে না। এই ক্ষেত্রে মুসল্লিরা জীবনের ঝুঁকি বিবেচনা করে ঈদের নামাজের জামাত খোলা জায়গার পরিবর্তে কাছের মসজিদে পড়তে পারবেন। শারীরিক দুরত্ব বজায় রাখতে প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা করা যেতে পারে।