গৌরনদীতে বেদে পল্লীর দু‌‌’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলায় বেদে পল্লীতে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটেছে। এতে ৫টি বসতঘর ভাঙচুর ও ৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার টরকীচর বেদে পল্লীতে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেদে পল্লীর নাসির সরদার ও স্বপন তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে বৃহস্পতিবার বিকালে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ ঘটে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে ২ নারীসহ ৩ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু আজ শুক্রবার সকালে তুচ্ছ ঘটনার জের ধরে পুলিশের উপস্থিতিতেই আবারো সংঘর্ষ ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ২ জন আহত হয়। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

উভয় গ্রুপের আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

আজ মহান মে দিবস

আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। এ বছর শ্রমিক দিবস যখন এসেছে, তখন মহামারী করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে কোটি কোটি শ্রমিক কর্মহীন। দীর্ঘ বঞ্চনা ও শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা। যার মধ্য দিয়ে দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা প্রতিষ্ঠিত হয়। সেই থেকে প্রতি বছর মে মাসের ১ তারিখে বিশ^ব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি।

বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। বাংলাদেশেও করোনাভাইরাস-সৃষ্ট দুর্যোগে কাজ হারিয়েছেন অসংখ্যা মানুষ। তাদের মধ্যে অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকের অবস্থা শোচনীয় রূপ ধারণ করেছে।

মে দিবসের ইতিহাস থেকে জানা যায়, শিল্পবিপ্লব-পরবর্তী সময়ে ইউরোপ-আমেরিকার কারখানাগুলোতে নিজেদের ইচ্ছেমতো শ্রমিকদের কাজ করাতেন মালিকরা। এমনকি তাদের ন্যায়সংগত শ্রমের মূল্যও দেওয়া হতো না। এসবের প্রতিবাদে আন্দোলনে নামে শ্রমিকদের বিভিন্ন সংগঠন। ৮ ঘণ্টা কাজের দাবিতে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। এতে সাড়া দিয়ে শিকাগো শহরের হে মার্কেটে জড়ো হন লাখো শ্রমিক। শ্রমিক বিক্ষোভের একপর্যায়ে পুলিশ গুলি চালালে ১০ জন শ্রমিক প্রাণ হারান।

হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার। পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ ‘মে দিবস’ হিসেবে পালন করতে শুরু করে।

মহিপুরের আলীপুরে বিপুল পরিমাণ রেনু পোনা উদ্ধার ও অবমুক্তকরন

এস এম আলমাস,মহিপুর, কুয়াকাটা প্রতিনিধি: 
পটুয়াখালীর মহিপুরে থানা পুলিশের অভিযানে  ৬০ হাজার রেনু পোনা উদ্ধার এবং অবমুক্ত করন করা হয়েছে।
শুক্রবার সন্ধা ৭ টার দিকে মহিপুর থানার (ওসি তদন্ত)  মিজানুর রহমান রিমুর নেতৃত্বে এসআই  হালিম, আসাদ, এএসআই মাইনুদ্দিন,  সোলায়মান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুরের আলিপুর বাজার থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬০ হাজার  রেনু পোনা উদ্ধার করা হয়।
উদ্ধার কৃত রেনু পোনা  রাত ১০ টার দিকে মহিপুরের   খাপড়াভাঙ্গা নদীতে অবমুক্ত করা হয়।  এসময় উপস্থিত ছিলেন মহিপুর থানার অফিসার  ইনচার্জ মনিরুজ্জামান ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন যারা এই রেনু পোনা ধরা এবং বাজারজাত করন এর সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে মহিপুর থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।