শেখ হাসিনা সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় যথাযথভাবে কাজ করে যাচ্ছে-এমপি শাওন

 

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

বর্তমান শেখহাসিনা সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় যথাযথভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক আমরা কাজ করেছি। সকলকে সরকারের প্রদত্ত নির্দেশনা মেনে চলতে হবে। আমাদেরকে সাবধানে থাকতে হবে। তাই আমাদের সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে না আসার জন্য সকলের প্রতি অনুরোধ। এবছর ভোলাতে কিছুদিন আগেও করোনার সনাক্তের হার ছিল প্রায় ৪২ ভাগ। রাজধানী ঢাকার চেয়েও ভোলাতে করোনা সনাক্তের হার অত্যন্ত বেশি। যা আমাদের জন্য অত্যন্ত এলার্মিং। এবছর সারা পৃথিবীতে করোনার অবস্থা ভয়াবহ পরিস্থিতি রুপ নিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সঠিক ভাবে সরকারের প্রদত্ত সকল সুযোগ সুবিধা বিতরন করতে হবে। বিশেষ করে সরকারের ত্রান যারা পাওয়া যাহারা যোগ্য তাদেরকে দিতে হবে। লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ১ মে ২০২১ ইং শনিবার দুপুরে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে- করোনা ভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ ৫শ হতদরিদ্র ভাসমান জনসাধারনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল ও নিজস্ব তহবিল হতে মানবিক সহায়তা বিতরনের আলোচনায় প্রধান অতিথি হিসাবে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
তিনি আরও বলেন গত বছর ২০২০ সালের মার্চ মাসে প্রথম বাংলাদেশে মহামারী করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। তখন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার এলাকায় লালমোহন তজুমদ্দিনে অবস্থান করে লকডাউন সফল করা, করোনা ভাইরাস যেন আমাদের এলাকার তথা দ্বীপজেলা ভোলার মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে তার জন্য আপনাদেরকে সাথে নিয়ে দিন রাত কাজ করেছি। লকডাউনের কারনে অসহায় পরিবারগুলো অনাহারে অর্ধাহরে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছিল। তখন আমার ব্যক্তিগত অর্থায়নে এবং সরকারের প্রদত্ত ত্রানসামগ্রী মানুষের বাড়ী বাড়ী গিয়ে বিতরন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর দফায় দফায় দিকনির্দেশনা মোতাবেক আমরা কাজ করেছি। আমরা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ইউপিসহ পৌরসভার কাউন্সিলরদেরকে সাথে নিয়ে সকলকে সমন্বয় করে কাজ করেছি। সমন্বয়ের কারনে আমরা গত বছর অত্যন্ত সুন্দর ভাবে করোনাকে মোকাবেলা করেছি। যার কারনে আমাদের এলাকায় আমরা লালমোহন তজুমদ্দিনকে করোনায় অত্যন্ত সহনীয় রাখতে পেরেছি। তখন দ্বীপজেলা ভোলায় ও করোনা পরিস্থিতি অত্যন্ত সহনীয় পর্যায়ে ছিল।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী অফিসার আল-নোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, সহ সভাপতি দিদারুল ইসলাম অরুণ, তোফাজ্জল উকিল, লম্বা মালেক, মোকলেছুর, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল,যুগ্ন-সম্পাদক মঞ্জু তালুকদার, ইউপি চেয়ারম্যান শাহাজান, হেদায়েতুল ইসলাম মিন্টু , আক্তার হোসেন, গোলাম মোস্তফা, ফরহাদ হোসেন মুরাদ, শ্রমিকলীগ সভাপতি জাকির হোসেন পাঞ্চায়েত, সেচ্ছাসেবকলীগের আহবায়ক তানজিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম ফরাজী, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মুর্তেজা সজিব, শেখ রাসেলের সভাপতি জালাল উদ্দিন বেলাল প্রমূখ।

বাউফলে কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ

প্রতিনিধি, বাউফল:
পটুয়াখালী বাউফলের চর কালাইয়ার অসহায় কৃষিক মো. দেলোয়ার মাতবরের  ধান কেটে ঘরে তুলেন উপজেলা যুবলীগের নেতা কর্মীরা।
শনিবার সকালে ওই ধান কেটে ঘরে তুলে দেন।
বাউফল উপজেলা যুবলীগের সাধারন ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল, পৌর যুবলীগের সভাপতি মো. মামুন খাঁন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা সামসুল কবির নিশাত, কালাইয়া ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মল্লিক, সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ মৃধা, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আমির হোসেন।
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ বলেন, ‘ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কৃষকের পাশে আছি। বাউফলের প্রতিটি ইউনিয়নে যুবলীগ নেতৃবৃন্দ কৃষকের পাশে থেকে তাদের ধান কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষক দেলোয়ার মাতবর বলেন,’ যুবলীগ আমার ১একক জমির ধান  কেটে ঘরে পৌঁছে দিয়েছেন।

বরিশাল ক্যাথালিক চার্যের ব্রাদার হাউজ ভবনের উদ্ধোধন

শামীম আহমেদ ॥

বরিশাল নগরীরসদররোডস্থ খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথলিক চার্যের অভ্যন্তরে সেন্ট জোসেফ ব্রাদার নামের দ্বিতল ভবনের গেষ্ট হাউজ দো-প্রার্থনার মাধ্যমে উদ্ধোধন করা হয়েছে।

আজ শনিবার ( মে) সন্ধা ৬টায় এর ফিতা ও ফলক উম্মোচনের মাধ্যমে উদ্ধোধন করেন প্রধান অতিথি পরম পূজনীয় আর্চ বিশপ সুব্রত লরেনস হাওলাদার, (সিএসসি), চট্রগ্রাাম মহা ধর্মপ্রদেশ।

এসময় আরো উপস্থিত ছিলেন ব্রাদার সুবোল লওরেন্স রোজারিও (সিএসসি), ব্রাদার বিনয় স্টেপিন গোমর্স (সিএসসি), ব্রাদার সবুজ স্যামুয়েল বালা (সিএসসি), উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার যোসেফ প্লাসিড কস্তা, সেন্ট রিনা পালমা (এল.এইচসি) মাদার সুপিয়র।

এসময় আরো উপস্থিত ছিলেন ব্রাদার হাউজ ভবন নির্মাণকারী পরামর্সক ফার্ম এসোসিয়েশনের আর্কিটেড নুরুল হাসান স্বাক্ষর ও প্রকৌশলী মজিবর রহমান আলম সহ মুক্তি যোদ্ধা নুরুল আলম ফরিদ ও ক্যাথালিক চার্যের বিভিন্ন প্রর্যায়ের ধর্মযাজক ও সিস্টার গন।

দীর্ঘ ১১মাস সময়ের মধ্যে নুরুল আলম স্বাক্ষর নির্ধারিত সময়ের পূর্বে ব্রাদার হাউজের কাজ শেষ করে ক্যাথালিক চার্যের কাছে খবন হস্তান্তর করেন।

গনমাধ্যম কর্মী আইন পাশ হলে সাংবাদিকদের মর্যাদা বাড়বে

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং গনমাধ্যম কর্মী আইন পাশ হলে সাংবাদিকদের মর্যাদা বাড়বে বলে আলোচকরা মত দিয়েছেন। আলোচকরা আরো বলেন, করোনাকালে সরকারি বিজ্ঞাপন বন্ধ হয়নি, তার পরেও মালিক পক্ষ সংবাদকর্মীদের ছাটাই, বেতন কর্তন, ঈদ বোনাস থেকে বঞ্চিত করছে। এই ধরনের অপতৎপরতা থেকে মালিক পক্ষকে সরে আসতে হবে। নয়তো এই পেশায় মেধাবীরা আসবে না, তাতে করে স্বাধীন গনমাধ্যম এক সময় হুমকীর মুখে পড়বে।

মে দিবসের ভার্সুয়াল আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) আজ শনিবার দুপুরে ভার্সুয়াল আলোচনা সভার আয়োজন করে। সভার শুরুতেই করোনায় সংক্রমিত হয়ে দেশের মৃত সাংবাদিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদি ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। জেইউবির সভাপতি মনিরুল আলম স্বপনের সভাপতিত্বে ও ডেইলী স্টারের সাংবাদিক সুশান্ত ঘোষের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বরিশাল সাংবাদিক ইউনয়নের সাবেক সাধারন সম্পাদক ও কালের কণ্ঠের ডেপুটি চীফ রিপোর্ট তৌফিক মারুফ।

এছাড়াও মে দিবসের মুল্যবান বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, বরিশাল রিপোর্ট ইউনিটির সভাপতি নজরুল বিশ^াস, প্রথম আলোর স্টাফ রিপোর্টার এম জসীম উদ্দীন, ডেইলী স্টারের পটুয়াখালী প্রতিনিধি সোহরাব হোসেন, জেইউবির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফেরদৌস খান ইমন প্রমুখ। প্রধান বক্তা হিসেবে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদি ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ বলেন, নবম ওয়েজ বোর্ড আমাদের আন্দেলনের ফসল।

সরকার ওয়েজ বোর্ড ঘোষনা করেছিল। কিন্তু মালিক পক্ষ আইনী প্রক্রিয়ায় তা আটকে রেখেছে। এর জন্য আমাদেরকে আন্দোলনে যেতে হবে। কিন্তু করোনাকালে এটা ঠিক হবে না। আমরা তথ্য মন্ত্রীর মাধ্যমে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। করোনার কথা ভেবে মাননীয় প্রধান মন্ত্রী সাংবাদিকদের ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন।

বরিশালে দোকানে মূল্য তালিকা না থাকায় ৪ জনের আর্থিক দণ্ড

বরিশালে স্বাস্থ্য বিধি উপেক্ষা এবং দোকানে মূল্য তালিকা না থাকার জন্য ৪ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাভেদ হোসেন চৌধুরীর ভ্রাম্যমান আদালত শনিবার (১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সাগরদী, রূপাতলী বাজার, চৌমাথা এবং লঞ্চঘাট এলাকায় এই অভিযান চালায়।

এসময় স্বাস্থ্য বিধি উপেক্ষা এবং দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকার জন্য ৪ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।

বরিশালে নানা আয়োজনে মে দিবস পালিত

বরিশালে লাল পতাকা মিছিল, সংক্ষিপ্ত সমাবেশ এবং আলোচনা সভার মধ্য দিয়ে শ্রমিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর ফকির বাড়ি রোড কার্যালয় থেকে ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র যৌথভাবে এক লাল পতাকা মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

সকাল ১১টায় ফকিরবাড়ি রোডের দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে এক লাল পতাকা মিছিল বের হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাল পতাকা মিছিলটি অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন এবং সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা।

দিবসটি উপলক্ষে বেলা পৌনে ১২টায় জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা কমিটির উদ্যোগে নগরীর ফকির বাড়ি রোডের কার্যালয় থেকে লাল পতাকা মিছিল বের হয়।

 

অপরদিকে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে।

এদিকে, সকাল সাড়ে ১১টায় বিএনপি’র সহযোগী সংগঠন শ্রমিক দলের উদ্যোগে সদর রোডের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া। এছাড়াও বিভিন্ন সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব  শ্রম দিবস পালন করে।

মিছিল, সমাবেশ এবং আলোচনা সভা থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবি জানানো হয়।

পিরোজপুরে শিশুকে হত্যা বাবা ও সৎ মাসহ আটক ৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় হানজালা নামের ৪ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে বাবা নুর নবী জুয়েল (৩৫) সৎ মা শাহানা বেগম (৩০) ও চাচা বেল্লাল (৩৫) কে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

নিহত হানজালার নানী হাসি বেগম শনিবার সকালে মঠবাড়িয়া থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ওই শিশিুটির মা-বাবার বিচ্ছেদ হবার পরে নানীর কাছে বড় হওয়া শিশু হানজালাকে গত ১৪ এপ্রিল বেড়াতে নিয়ে যায় পাষন্ড সৎ মা শাহানা বেগম।

পরে শিশুটিকে অমানুষিক নির্যাতন করা হয়। আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল প্রেরন করেন।

শিশুটির বাবা ও সৎ মা বরিশাল না নিয়ে গোপনে হাসপাতাল সড়কের মা ও শিশু ক্লিনিকে ভর্তি করে।

ক্লিনিকেও শিশুটির অবস্থার অবনতি ঘটলে পরে সেখান থেকে ১৫ এপ্রিল সকালে শিশু হানজালাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এম্বুলেন্সে করে শিশুটির লাশ গভীর রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ফেলে রেখে পাষন্ড বাবা ও সৎ মা পালিয়ে যায়।

মঠবাড়িযা থানার ওসি মাসুদুজ্জামান বলেন, শিশুটির পাষন্ড বাবা, সৎ মা ও চাচাকে শনিবার সকালেই গ্রেপ্তার করা করা হয়েছে।

বরিশালে খেলোয়াড়দের মাঝে আর্থিক অনুদান দিলেন জেলা প্রশাসক

কোভিড -১৯ পরিস্থিতির কারনে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।

আজ শনিবার(১ মে) দুপুর ১ টার দিকে বরিশাল শহীদ আবদুর রব স্টেডিয়ামের অডিটরিয়ামে বসেই আর্থিক অনুদান প্রদান করা হয়।

জানা গেছে বরিশালে করোনার দ্বীতিয় ঢেউয়ের কারনে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত ৬০ জন খেলোয়াড়দের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক আলমগীর হোসেন আলোসহ বরিশাল জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রত্যেক খেলোয়ারকে ২ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন জেলা প্রশাসকের কার্যালয়।

বরিশালে ২০ টাকার ডাব ১২০ টাকায় বিক্রি

চাষির কাছ থেকে মাত্র ২০-২৫ টাকায় কেনা ডাব খুচরা বাজারে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। গ্রীষ্ম মৌসুমের তীব্র গরমে চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।

চলতি রমজানে প্রতিদিনের ইফতারে অনেকেই ডাবের পানি রাখায় বেড়েছে ফলটির চাহিদা।

আকার ভেদে কখনো কখনো একটি ডাবের দাম দেড়শ’ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। নির্বিঘ্নেই সাধারণ মানুষকে জিম্মি করে পকেট ভারী করছে ডাব ব্যবসায়ীরা।

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের মৃধারহাটের বাসিন্দা মো. ফিরোজ হাওলাদার। বহু বছর ধরেই গাছের ডাব বিক্রি করছেন পাইকারদের কাছে।

এ বছরও তার গাছে ফলা ৯৮ জোড়া ডাব কিনে নিয়েছেন পাইকাররা। আকার ভেদে প্রতি পিস ডাবের দাম পড়েছে ১৫, ২০ ও ২৫ টাকা।

বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের বাসিন্দা নারিকেল চাষি গৌতম পালের রয়েছে ৭৫টি নারিকেল গাছ। প্রতি বছরই ডাব বিক্রি করেন তিনি।

এবারো করেছেন। প্রতি পিস ২০ টাকা ও ২৫ টাকা করে। এ তো গেল বরিশালের কথা। সমুদ্র উপকূলবর্তী ভোলা, পটুয়াখালী, বরগুনা এবং পিরোজপুর থেকেও পাওয়া গেছে চাষি পর্যায়ে ২০ থেকে ২৫ টাকা দরে পাইকারদের কাছে ডাব বিক্রির তথ্য।

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বাসিন্দা নাসির সরদার বলেন, আড়াই শতাধিক নারিকেল গাছ রয়েছে আমার।

প্রতি বছরই ২০ থেকে ২৫ টাকা পিস দরে ডাব বিক্রি করি পাইকারদের কাছে। গাছে উঠে ডাবের হিসাব করে দাম বুঝিয়ে দেয় পাইকার।

মূলত বরিশাল থেকেই দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয় ডাব। এ ছাড়া চট্টগ্রামসহ অন্য উপকূলীয় এলাকাগুলোতেও উৎপাদিত হয় মিষ্টি পানির ডাব।

কয়েকজন পাইকার বলেন, সব খরচ শেষে আমরা খুচরা বিক্রেতাদের কাছে একেকটি ডাব সর্বোচ্চ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করি।

সেটা কি করে ১০০-১২০ টাকা হয়ে যায় তা তারাই ভালো বলতে পারবে। বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের বাসিন্দা ডাবের পাইকার হারুন অর রশিদ ও আ. সালাম ফকির বলেন, ‘২০ থেকে ২৫ টাকা দরে প্রতি পিস ডাব কিনলেও তা গাছ থেকে সংগ্রহ এবং প্রত্যন্ত গ্রাম থেকে মোকাম পর্যন্ত আনতে ঘাটে ঘাটে টাকা খরচ হয়।

একজন গাছি (যারা গাছে উঠে ডাব কেটে নিচে নামায়) প্রতিবার গাছে উঠতে নেয় ৫০ টাকা।

তাছাড়া ভ্যান কিংবা ট্রাকে করে সেই ডাব বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাতেও অনেক খরচ হয়।

সব মিলিয়ে খরচ বাদ দিয়ে ৫-৭ টাকা লাভ ধরে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করি। এতে ডাব প্রতি ৩৫-৪০ টাকার বেশি দাম পড়ে না।

পাইকারদের কাছ থেকে এই দামে সংগ্রহ করা ডাবই সাধারণ মানুষের কাছে ১২০-১৫০ টাকায় বিক্রি করে খুচরা বিক্রেতারা।

বরিশালের বিভিন্ন এলাকায় শুক্রবার সর্বনিম্ন ৮০ টাকা থেকে ১৫০ টাকায় পর্যন্ত ডাব বিক্রি করতে দেখা গেছে খুচরা বিক্রেতাদের।

নগরের বিবিরপুকুর পাড় এলাকার ডাব বিক্রেতা সিরাজ ব্যাপারি দাবী করেন, পাইকারদের কাছ থেকে ৬০-৬৫ টাকা করে প্রতি পিস ডাব কিনি।

এরপর পরিবহন খরচ রয়েছে। সব মিলিয়ে ১০০-১২০ টাকায় না বেচলে পোষায় না। একই ঘটনা ঘটে নগরের নতুন বাজার এলাকার খুচরা বিক্রেতা ইদ্রিস হাওলাদারের ক্ষেত্রে।

সেও ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করছে ডাব। লঞ্চঘাট এলাকার ক্রেতা মনির মাঝি বলেন, আমি ঢাকায় চাকরি করি। সেখানে বরিশালের বলে ১২০-১৫০ টাকা দরে প্রতি পিস ডাব বিক্রি করে খুচরা বিক্রেতারা।

বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, তরমুজের পর এবার ডাব।

পাইকারি দরের চেয়ে অনেক বেশি দামে এই দুটি পণ্যই বিক্রি করছে খুচরা বিক্রেতারা। দুটি ক্ষেত্রেই একটি বিষয় লক্ষণীয় যে এখানে বাজার নিয়ন্ত্রণ করছে তারা।

সেই সঙ্গে গড়ে তুলেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এখনই এই সিন্ডিকেট ভেঙে না দিলে আগামীর দিনগুলোর জন্য ভয়ঙ্কর হবে।

বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেন, বাজার দর নিয়ন্ত্রণে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনাসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

তরমুজের বাজারে এরই মধ্যে বেশ কয়েকবার অভিযান হয়েছে। এখন থেকে ডাবসহ অন্য মৌসুমি ফলের ক্ষেত্রেও একইভাবে অভিযান চলবে।
(সূত্র যুগান্তর)

বরিশালে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ পিতা পুত্র আটক

বরিশালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজা সহ পিতা-পুত্র গ্রেফতার। ৩০ এপ্রিল শুক্রবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম পিপিএম’র নেতৃত্বে এসআই রিয়াজুল -১, এসআই মেহেদী, এসআই অলিপ সহ সঙ্গীয় অফিসারবৃন্দ বরিশাল নগরীর মীরা বাড়ির পোল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় কোতোয়ালি মডেল থানাধীন ১৪ নং ওয়ার্ডস্থ মিরাবাড়ি পোল সংলগ্ন এলাকার ভাড়াটিয়া, ঝালকাঠি জেলা নলছিটি থানাধীন ৭ নং সূর্য পাশা ইউনিয়নের মৃত চেরাগ আলী সরদারের ছেলে মোঃ শাহজাহান সরদার (৫৫) ও তার ছেলে ইমরান সরদার (২৪) কে গাঁজা ও দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেন।

আসামীর পিতা পুত্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।