যুক্তরাজ্য বিএনপি নেতা বাবুল’র ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্ররা

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মোঃ শাইফুল হোসেন বাবুল’র ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশি হয়েছেন করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্ররা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার সকাল ১১ টায় ঝালকাঠির কৃষ্ণকাঠিস্থ নিজ বাড়িতে এ উপহার প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয় । এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর রুস্তম আলী চাষী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী, শহর বিএনপি সাধারন সম্পাদক আনিচুর রহমান তাপু, জেলা যুবদল সাধারন সম্পাদক রবিউল হোসেন তুহিন, সিনিয়র সহসভাপতি কামাল হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি শফিকুল ইসলাম লিটন, জেলা যুবদল কোষাদ্যক্ষ এখলাছুর রহমান, শহর যুবদল আহ্বায়ক জাহিদুল ইসলাম, জেলা বিএনপি সদস্য নুর এ আলম প্রমুখ । সার্বিক তত্বাবধায়ন ও পরিচালনায় ছিলেন জেলা যুবদল যুগ্মসম্পাদক মনিরুজ্জামান হিরু, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম সুজন, শহর যুবদল সদস্য সচিব রিয়াজুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের তালুকদার মেশকাত। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতি ও শুক্রবার ২ দিন ব্যাপী হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে এ ঈদ উপহার সামগ্রি প্রদান প্রদান করা হয়। উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মোঃ শাইফুল হোসেন বাবুল কৃষ্ণকাঠি এলাকার মরহুম আব্দুল করীম মাস্টারের পুত্র। তিনি কৃষ্ণকাঠি এলাকাসহ বিভিন্ন এলাকার দরিদ্র দলীয় সমর্থকসহ ৩ শতাধিক দরিদ্র জনসাধারণকে এ ঈদ উপহার সামগ্রী প্রদান করেন।

বাকেরগঞ্জে ২২০ টি পরিবারকে আর্থিক সহয়তা করলো গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা!

দেশের এই দুর্যোগকালীন সময় মানবিক খাদ্য সহায়তা নিয়ে সাধারণ মানুষের পাশে অনেকেই দাঁড়াচ্ছেন। দিন-রাত লাইনে দাঁড় করিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষগুলোর হাতে তুলে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী। ছবিও তুলছেন কেউ কেউ।

তবে এবার একটু ভিন্নতা নিয়ে বিপন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা । যারা লোকলজ্জায় কাউকে জানাতে পারেননি নিজের অসহায়ত্বের কথা এমন দুইশত বিশটি (২২০) পরিবারের হাতে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে শুক্র ও শনিবার (২২-২৩ মে ) নগদ আর্থিক সহয়তা পৌঁছে দিয়েছেন তারা ।

গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. কাইয়ুম খান, প্রধান শিক্ষক ফরিদুজ্জামান খান, মাহমুদ হসান এফসিএ এবং কেনান হাওলাদার এর দিক নির্দেশনায় সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান মোল্লা, বিশিষ্ট সমাজসেবক শাহাদাৎ হোসেন সোহেল, ঢাকা মেডিকেলের ডাক্তার এইচ এম মাহবুব আলম (সাবেক জিএস, শের ই বাংলা মেডিকেল কলেজ ছাত্র সংসদ ) খ্যাতনামা যাদুকর কাওসার আকন, বোরহান উদ্দিন উপজেলার নির্বাহী অফিসার বশির গাজী ( সাবেক এনডিসি, ঝালকাঠি), ফয়সাল হাওলাদার সহ বেশ কিছু প্রাক্তন মেধাবী ছাত্ররা লক্ষাধিক টাকার ফান্ড গঠন করে । করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন গরীব ২২০ টি পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে নগদ ১,০০০ এবং ৫০০ টাকার আর্থিক সহয়তা পোঁছে দিয়েছেন ।

সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ না করে গোপনে বাড়িতে বাড়িতে নগদ আর্থিক সহয়তা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ বেশ সমাদৃত ও মানুষের হৃদয়ে স্থান পেয়েছে।

সোনালী ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মো. আসাদুজ্জামান মোল্লা বলেন করোনা ভাইরাসের প্রভাবে অর্থকষ্টে থাকা মধ্যবিত্ত পরিবারগুলোকে আমাদের পক্ষ থেকে সামান্য উপহার হিসেবে এই নগদ আর্থিক সহয়তা দিচ্ছি। পরিবারগুলো এ সময়টাতে তারা খুব কষ্টে আছেন। আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং ভবিষ্যৎে এ সহয়তা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে ।

নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতিতে কর্মহীন হওয়া অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্যরা।

শনিবার (২৩ মে) সংগঠনের রানাপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে শতাধিক দুস্থ মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। একইদিন নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকায়ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. কাওসার হোসাইন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস, সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক মো. পলাশ হাওলাদার, এস.আর সোহেল, সোহেল রানা, সদস্য গাজী আরিফুর রহমান, আরিফুর রহমান আরিফ, রানাপাশা ইউনিয়ন শাখার উপদেষ্টা মো. রিয়াজুল ইসলাম, আহ্বায়ক মো. সুজন খলিফা, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান, নাচনমহল ইউনিয়ন শাখার উপদেষ্টা আলামিন ঢালী, সদস্য সচিব মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নলছিটি সিটিজেন ফাউন্ডেশন করোনা ভাইরাসের ভয়াল আগ্রাসনে কর্মহীন হওয়া অসহায় মানুষের মাঝে শুরু থেকেই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। ঈদের ঠিক আগমুহূর্তে ঈদ সামগ্রী পেয়ে কর্মহীন অসহায় মানুষেরা কৃতজ্ঞতা প্রকাশ করে।

সংগঠনের আহ্বায়ক অ্যাড. মো. কাওসার হোসাইন বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদের পাশে সামান্য ঈদ উপহার দিয়েছি। করোনা পরিস্থিতির শুরু থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে কর্মহীন অসহায়দের মাঝে সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে।

কাউখালী মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

কাউখালী(পিরোজপুর) সংবাদদাতা:
নোভেল করোনা ভাইরাস (কোভিট ১৯)সংক্রমন সমস্যা জনিত কারণে মুসুল্লিদের উপস্থিতি সন্তোষ জনক না থাকা এবং লকডাউনের কারনে সাধারণ মানুষের মসজিদের সাথে যোগাযোগ কম থাকায় মসজিদ গুলো তীব্র অার্থিক সংকটে ভুগছিল, বিশেষ করে গ্রামীন জনপদের প্রতিষ্ঠিত মসজিদ গুলোও সাধারণ ব্যায় মিটাতে হিমসিম খাচ্চিল! এমনি সময় সারাদেশে ন্যায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ২৫০টি মসজিদে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে কাউখালী উপজেলা কনফারেন্স রুমে প্রত্যেক মসজিদ কর্তৃপক্ষে কাছে পাঁচ হাজার টাকা করে প্রদান করেন,কাউখালী দক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, মো. ওমর ফারুক বলেন, প্রধান মন্ত্রীর অনুদানে আমরা কৃতজ্ঞ! কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ (মুন) মিঞা, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সহকারী কমিশার (ভূমি) মোঃ রফিকুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন।

দেশবাসীকে আওয়ামী লীগের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসী এবং মুসলিম জাহানের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পবিত্র ঈদুল ফিতরে তিনি বিশ্ববাসীর নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

তিনি বলেন, এবার পবিত্র ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দী থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে।

তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনাভাইরাসসহ সকল সংকট জয়ের সুসংহত-বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।

তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সকলে পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই। পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল মহামারি, দুঃখ-জরা; সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সকল সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যোমে এগিয়ে যাক বাংলাদেশ।

বরিশাল বিভাগে আরও ২৩ জনের করোনা শনাক্ত

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) আক্রান্তের সংখ্যা ৩৩১ জনে। এর মধ্যে গত চার দিনেই আক্রান্ত হয়েছেন ৬১ জন। শুক্রবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা ল্যাবে পরীক্ষার প্রতিবেদন থেকে এই তথ্য পাওযা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে বরিশালেই ১২ জন। এ ছাড়া পিরোজপুরে নয়জন, ভোলা ও পটুয়াখালীতে একজন করে রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, এপ্রিলের শেষ সপ্তাহ সংক্রমণ কিছুটা স্থিতিশীল থাকলেও এরপর থেকে ক্রমেই বাড়ছে। ১ থেকে ১৮ মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬ থেকে ১৩ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত বুধবার থেকে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বেড়েছে।

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল পটুয়াখালী ও বরগুনা জেলায় দুই করোনা রোগীর মৃত্যুর মধ্য দিয়ে বরিশাল বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর থেকে করোনা সংক্রমণ বেড়েই চলেছে।

দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮৭৩ জন শনাক্ত, মৃত্যু ২০

নিজস্ব প্রতিবেদক:
দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১৮৭৩ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৫২ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩২০৭৮জন।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ৯৭৭টি।  এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৭৫টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৯৬ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৬ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সৌদি আরবে ঈদুল ফিতর রোববার

সৌদি আরবে শুক্রবার (২২ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী রোববার (২৪ মে) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

অর্থাৎ শনিবার (২৩ মে) ৩০তম রমজান পালিত হবে সৌদিতে। কাতারেও শুক্রবার কোথাও ঈদের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শনিবার রোজা রেখে রোববার ঈদ উদযাপন করবেন কাতারবাসী।

কাতার রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। মালয়েশিয়ার আকাশে আজ কোথাও শাওয়ালের চাঁদ না দেখায় ঈদ আগামী রোববার সেখানে ঈদ হবে। এছাড়া জাপান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতেও এদিন চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশেও আগামী রোববার ঈদ উদযাপিত হবে।