বরিশাল র‌্যাবের অভিযানে জেএমবি’র সক্রিয় সদস্য আটক

বরিশাল র‌্যাপিড এ্যাকশন (র‌্যাব-৮) এর অভিযানে মাদারীপুর থেকে ১ জন জেএমবি’র সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃত জাবেদ ওরফে জাবের হাওলাদার (২৬) মাদারীপুর জেলার রাজৈর থানার পশ্চিম স্বরমঙ্গল এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।

শনিবার (২৩ মে) দুপুরে বরিশাল র‌্যাবের সদরদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবেদ জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় গমন করে গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলেও স্বীকার করে।

এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীর বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়।

জাবেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বরিশাল শেবাচিমে করোনা প্রতিরোধে জীবানুনাশক কক্ষ স্থাপন

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোধে জীবানুমুক্ত করতে ৩টি ডিজইনফেক্টর চেম্বার বসানো হয়েছে।

আজ শনিবার (২৩ মে) সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল­াহর পক্ষ থেকে এই চেম্বার উদ্বোধনকালে হাসপাতালের পরিচালকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া মেয়র আধুনিক তিনটি টেপ দিয়েছেন যাতে করে হাসপাতালে থাকা রোগিরা স্বজনদের সাথে সরাসরি কথা বলতে পারেন।

এসময় সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন বলেন, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতলের মাঝের গেট, জরুরী বিভাগের সামনে ও করোনা ওয়ার্ডের প্রবেশ দ্বারে এই চেম্বার বসানো হয়েছে এবং পর্যায়ক্রমে অন্য প্রতিষ্ঠানেও দেয়া হবে। যাতে করে করোনার বিস্তার রোধ করা যায়।

এসময় হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন বলেন, এই চেম্বার দেয়ার ফলে হাসপাতালে প্রবেশের সময় জীবানু মুক্ত হয়ে প্রবেশ করতে পারবে বলে চিকিৎসা কার্যক্রমে সাথে যুক্তরা নিরাপদ থাকবেন।

বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে পালানোর ১০ দিন পর করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

পালিয়েও রক্ষা পায়নি প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবল থেকে। বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে পালানোর দশ দিন পরে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আবদুল লতিফ খন্দকার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ শনিবার করোনা ভাইরাসের মৃত্যুর খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইউএনও মনিরা পারভীন মৃত্যু আবদুল লতিফ খন্দকারের এলাকার দশ বাড়ী লকডাউন করে দিয়েছেন। ওইদিন দুপুরে ইউএনও মনিরা পারভীনের নেতৃত্বে করোনা প্রটোকল মেনে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা গেছে, উপজেলার আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের বৃদ্ধ আবদুল লতিফ খন্দকার বাড়ীতে জ্বর, শ্বাস কষ্টে ভুগছিলেন। গত ১৩ মে তিনি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে সময় মেডিকেয়ার হসপিস ও ডায়াগনিষ্টিক সেন্টারে এবিএম তানজিরুল ইসলামের প্রাইভেট চেম্বারে দেখান। ওই চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

ওইদিনই তিনি বরিশাল শেবাচিম হাসপাতালে যান। ওই হাসপাতালের চিকিৎসকদের কাছে তার করোনা ভাইরাসের উপসর্গ ধরা পরে এবং চিকিৎসকরা তাকে করোনা ভাইরাস নমুনা পরিক্ষা করানো পরামর্শ দেন। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার কথা শুনেই তিনি ওই হাসপাতাল থেকে পালিয়ে আসেন। পরে গত মঙ্গলবার তার অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে করোনা ইউনিটের আইসোলেশন ভর্তি করেন। গত বৃহস্পতিবার ওই হাসপাতালের চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠায়। গত চারদিন তিনি আমতলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নমুনা প্রতিবেদন আসার পূর্বেই শনিবার সকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে তার মৃত্যুর খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন তার এলাকার দশ বাড়ী লকডাউন করে দিয়েছেন এবং করোনা প্রটোকল মেনে জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করেছেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, মৃত্যু লতিফ খন্দকারের এলাকার দশ বাড়ী লকডাউন করা হয়েছে। তিনি আরো বলেন করোনা প্রটোকল মেনে জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিপু (১০) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী নিখোঁজের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ছাত্রী নিপু সৌদি প্রবাসী নিজাম হাওলাদারের মেয়ে।

শনিবার দুপুর ২টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর নিচে নগরীর ২৪নং ওয়ার্ডে মোল্লা বাড়ি সড়কের নানা বাড়ি সিকদার বাড়ি সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে নামে ওই শিশু। এর কিছুক্ষণ পর থেকেই নিখোঁজ হয় সে।

শিশু নিপুর মামা শহিদুল সিকদার জানান, কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় নিপু। এরপর থেকে আমরা খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাইনি।

এদিকে ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। বিকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ডিআইজি-এসপিসহ পুলিশের ১০১২ কর্মকর্তা করোনায় আক্রান্ত

বাংলাদেশ পুলিশের তিন হাজার ৫৭৪ জন সদস্য ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১ হাজার ১২ জনই ডিআইজি-এসপিসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন বলে পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে।

পুলিশ সদরদপ্তর জানায়, পুলিশের মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত ৭২২ জন সদস্য করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর করোনা আক্রান্তদের মধ্যে ১২ জন মারা গেছেন।

পুলিশ সূত্র জানায়, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন, পুলিশ সুপার পদমর্যাদার আট জন, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ জন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন, পরিদর্শক পদমর্যাদার ৯৭ জন, উপ-পরিদর্শক পদমর্যাদার ৩৮৬ জন, সহকারী উপপরিদর্শক পদমর্যাদার ৪৮১ জন কর্মকর্তাসহ মোট ৩ হাজার ৫৭৪ জন পুলিশ সদস্য রয়েছেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, ‘পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সাথে বাড়ছে সুস্থতার হার।’

বরিশালে হাসপাতাল থেকে লাপাত্তা করোনা আক্রান্ত বৃদ্ধ

বরিশালে শেরে- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে এক রোগী লাপাত্তা হয়ে গেছেন।

শনিবার হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া ৬০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি ভোলার দৌলতখান উপজেলার কলাকোপা গ্রামে।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন এ তথ্যের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, শনিবার থেকে তাকে করোনা ওয়ার্ডে পাওয়া যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

তিনি জানান, ২১ মে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ওই ব্যক্তি। ২২ মে রাতে রিপোর্টে তা করোনা রিপোর্ট পজেটিভ আসে। রাতেই করোনা ওয়ার্ডে দায়িত্বরতরা বিষয়টি ওই বৃদ্ধকে জানান।

পরিচালক বলেন, শনিবার দুপুরে ওই রোগীকে তার শয্যা পাশে খুঁজতে যান দায়িত্বরতরা। তখন থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে এ পর্যন্ত ৪ জন রোগী নিখোঁজ হয়েছেন। এ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলে।

আমতলীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ শনিবার আইসোলেশনে চিকিৎসাধীন থাকা এক বৃদ্ধের (৭২) মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায়, বুধবার আমতলী ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের এই ব্যক্তি জ্বর ও শ্বাসকস্ট নিয়ে হাসপাতালে আসলে তাকে আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়। গত বৃহস্পতিবার তার শরীরের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

আজ শনিবার সকাল ৯ টায় তার মৃত্যু হয়। দুপুর ২টায় স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে দাফন করা হয়। আজ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৯ জন। সুস্থ ৩১ জন। চিকিৎসাধীন ১৬ জন। মারা গেছেন ২ জন।

বরিশালে জেলা প্রশাসন ও বিভিন্ন উন্নয়ন সংস্থার ত্রান বিতরণ অব্যহত

করোনা মোকাবেলায় অসহায় শ্রমজীবী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বরিশালের জেলা প্রশাসক ও বিভিন্ন সামাজিক উন্নয়ন সংস্থা। জেলা প্রশাসকের অর্থায়নে শনিবার (২৩ মে) দিনভর নগরীর বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়।

ত্রাণ বিতরণকালে সমাজসেবা দফতরের প্রফেসন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে বিভিন্ন গণমাধ্যম, মোবাইল ফোন ও ফেইসবুক এর মাধ্যমে খবর নিয়ে নগরীর অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। খেতে পারছে না এমন অসহায় পরিবারের কেউ তথ্য দিলে আমরা সেখানে ত্রান পৌছে দিচ্ছি।

এদিকে করোনা মোকাবেলায় দুস্থদের মধ্যে ত্রাণ বিতরন অব্যাহত রেখেছে আশা, পরশমনি সংস্থা সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন সংস্থাগুলো। ঈদ উপলক্ষে শনিবার বিকেলে নগরীর বাংলা বাজার এলাকায় করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারগুলোর মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী চাল, ডাল, সেমাই, চিনি, তেল, আলু ও লবণ বিতরণ করেছে পরশমনি সমাজকল্যাণ সংস্থা।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. জসিম উদ্দিন , সাধারণ সম্পাদক জাহেদা বেগম সহ অন্যান্য সদস্যরা।

ব‌রিশালে ৬ পু‌লিশ সদস্যসহ ১২ জ‌নের করোনা শনাক্ত

নতুন করে পুলিশের ৬ সদস্য ও একজন নার্সসহ বরিশালে জেলায় ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১২ এপ্রিল থেকে এ পর্যন্ত বরিশাল জেলায় ৩৯ জন নারী ও ৯৮ জন পুরুষসহ মোট ১৩৭ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এছাড়া মোট আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত বরিশালে জেলায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

শুক্রবার (২২ মে) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, সর্বোশেষ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ১২ জনের মধ্যে বরিশাল নগরের মুনসুর কোয়ার্টার বটতলা ৬৫ বছরের একজন পুরুষ, সাহেবের গোরস্থান ৪০ বছরের একজন পুরুষ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ বছর বয়সী একজন নার্স, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৪ জন সদস্য, জেলা পুলিশের ২ জন সদস্য এবং আক্রান্ত ‍হওয়া পুলিশ সদস্যদের পরিবারের ৩ জন নারী সদস্য রয়েছেন।

বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই এ্ ব্যক্তিদের অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। পাশাপাশি আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। এছাড়াও অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অসহায় মানুষদের হাতে ঈদ উপহার তুলে দিলেন সততা সমবায় সমিতি।

রংপুর প্রতিনিধি:

কালীগঞ্জ উপজেলার ঝন্টুরমোর এলাকায় আজ শনিবার(২৩ মে) বিকাল থেকে প্রানঘাতি করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের হাতে ঈদ উপহার তুলে দিয়েছে সততা সমবায় সমিতি।

কালীগঞ্জ থানার দঃঘনেশ্যাম এলাকায় এ উপহার সামগ্রী বিতরন করা হয়। বন্যা, ফসলহানী, নদীভাঙ্গন, শীতার্তসহ সকল প্রাকৃতিক দুর্যোগের ন্যায় করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছেন সততা সমবায় সমিতির সভাপতি মো:মাসুদ রানা আপেল ও সাধারন সম্পাদক মো:সোহেল রানা।

এছাড়াও এই সংগঠন বিভিন্ন সময় কর্মহীন মানুষদের বিভিন্ন সময় খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন। এরই অংশ হিসেবে আসন্ন ঈদ উল ফিতরের ঈদ উপহার হিসেবে ১০০ জন অসহায় মানুষের জন্য সেমাই,চিনি,মুড়ি ও বাদামকিচমিচ খাদ্যদ্রব্য বিতরন করেন।

এ সময় সভাপতি বিডি মুক্ত বাজার এর সাংবাদিক দের জানায়,অসহায় মানুষের মাঝে সব সময় কাজ করবে সততা সমবায় সমিতি।