বাউফলে আ’লীগ নেতাসহ চারজনকে কুপিয়ে জখম

এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলে এক ইউনিয়ন আওয়ামীলীগ নেতাসহ চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর বাজারে।
আহতরা হলেন- আদাবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. বেল্লাল হোসেন উজ্জল(৩৫), মো. সজিব (২২), মো. রাকিব (২১) ও রাসেল তালুকদার (৩০)। তাঁরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় ছাত্রদল নেতা মো. একলাছ খাঁন (২১) ঘটনার দিনে রাত সাতটার দিকে আওয়ামীলীগ নেতা মো. বেল্লাল হোসেন উজ্জলের ফার্মেসীতে বাকিতে ঔষধ কিনতে যায়। বাকিতে ঔষধ বিক্রি না করায় তাঁর উপর ক্ষিপ্ত হয় ওই ছাত্রদল নেতা। পরে রাত আটটার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. একলাছ(২১), মতউর রহমান খাঁন(৪৮), কালাম খাঁন (৪৫), মামুন খাঁন(২৫) ও মুঞ্জু খাঁন (৩৫) তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তাকে বাঁচাতে আসলে সজিব, রাকিব ও রাসেলকেও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

গুরুতর আহত বেল্লাল হোসেন জানান, ঘটনা পূর্বপরিকল্পিত। তাঁরা চিহিৃত সন্ত্রাসী এবং হত্যাসহ একাধিক মামলার আসামী। হামলাকারীদের বিরুদ্ধের হত্যা মামলাসহ একাধিক মামলার আমি স্বাক্ষী। মামলা গুলো চলমান। স্বাক্ষী দেওয়া বন্ধ করার জন্য আমাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে।

এ বিষয়ে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মহিবুল্লাহ জানান,‘ পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান,‘ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

মঠবাড়িয়ায় ঢাবি শিক্ষার্থীসহ ৩ জন করোনা আক্রান্ত

প্রাণঘাতী কোভিড-১৯ করোনা দূর্যোগকালীন সময়ে দীর্ঘ দেড়মাস বেকার হয়ে পড়া বরিশাল নগরীর চড়কাউয়া খেয়াঘাটের মাঝি মাল্লা সমিতির ১শত ৫ জন সদস্যদের মাঝে চাল,ডাল,তেল আলু ও পেয়াজ খাদ্য সামগ্রী বিতরন করেন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর মানবাধিকার কমিশন ।

আজ রবিবার দুপরে নগরীর লঞ্চঘাটস্থ চড়কাউয়া খেয়াঘাট এলাকায় বসে এসকল খাদ্য সামগ্রী উপহার মাঝি মাল্লা সমিতির সদস্যদের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান,বরিশাল বাংলাদেশ বরিশাল জেলা মানবাধিকার কমিশন সভাপতি মাহমুদুল হাসান খান মামুন, সাধারন সম্পাদক কাজী আল-মামুন, মহানগর সভাপতি আবু মাসুম ফয়সাল ও সাধারন সম্পাদক জাহাঙ্গির হাওলাদার মিন্টু,আঞ্চলিক কমিটির সভাপতি জে এইচ সুমন ও সমাপাদক মোঃ শামীম তালুকদার প্রমুখ।

এসময় জেলা সভাপতি মাহমুদুল হাসান খান মামুন বলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকেই আমরা এপর্যন্ত বেকার অসহায় ও কর্মহীন হয়ে পড়া প্রায় তেরশত মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছি।

আমাদের এই দূর্যোগ থাকাকালীন সময়ে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে ।

বরিশালে চিংড়ির রেণু ধরার প্রস্তুতিকালে ৩২ জনের কারাদণ্ড

বরিশালে বাগদা চিংড়ির রেণু ধরার প্রস্তুতিকালে আটক হওয়া ৩২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ৩১ জনকে এক মাস ও বাকি এক জনকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার ( ১০ মে) দুপুরে হিজলা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আটককৃতরা সবাই পার্শ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার চুনারচর এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার (৯ মে) বিকাল অভিযান চালিয়ে হিজলা উপজেলার পুরান পল্টন এলাকার মেঘনা নদীর মোহনায় বাগদা চিড়িং ধরার প্রস্তুতির সময় ৩২ জন জেলেকে আটক করে নৌ-পুলিশ। এসময় তাদের কাছ একটি ট্রলার উদ্ধার করা হয়।

পড়ে তাদেরকে শনিবার রাতে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলামের মোবাইল কোর্টে হাজির করা হয়।

আটক ও কারাদণ্ডের বিষয়টি  নিশ্চিত করেছেন হিজলা উপজেলার এমভি পারিজাত লঞ্চে অস্থায়ী নৌ পুলিশ
ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় মন্ডল।

দেশে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৮৮৭, মৃত্যু ১৪ জনের

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৮৮৭ জন। একদিনে এটাই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২২৮ জনে এবং আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৫৭ জন।

রোববার (১০ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। বয়সের হিসেবে মৃত ৪ জন নারীর মধ্যে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন।

অপরদিকে বয়সের হিসেবে মৃত ১০ জন পুরুষের মধ্যে— ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন এবং ৯০ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন বলে জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৩৬ জন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫০ জন। সুস্থতার হার ১৮ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বরিশাল সিটি মেয়রের অনুরোধে বন্ধ থাকছে মার্কেট ও শপিং মল

নিজস্ব প্রতিবেদক:

ব‌রিশা‌ল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়‌র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনু‌রো‌ধে রোববার থে‌কে মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত থে‌কে স‌রে এ‌সে‌ বন্ধ রাখার ঘোষনা দি‌য়ে‌ছে মা‌লিক স‌মি‌তি।

শ‌নিবার রাত পৌ‌নে ১২টায় চকবাজার দোকান মা‌লিক স‌মি‌তির সাধারন সম্পাদক শেখ আব্দুর র‌হিম এই ঘোষনা দেন।

এসময় তি‌নি ব‌লেন, জীবন ও জী‌বিকার ম‌ধ্যে জীবন‌কে প্রাধান্য দি‌য়ে ঈদ উপল‌ক্ষে দোকানপাট দোকান পাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হ‌য়েছে।

এর আ‌গে ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র সে‌রনিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর আহ্বা‌নে সারা দি‌য়ে নগীরর কা‌লিবা‌ড়ি রোডস্থ বাসভব‌নে বৈঠ‌কে ব‌সেন মা‌লিক স‌মি‌তির নেতৃবৃন্দ। এসময় মেয়র ক‌রোনা ভাইরা‌সের সংক্রমন এড়া‌তে জনস্বা‌র্থে ‌দোকানপাট বন্ধ রাখার অনু‌রোধ জানান। মেয়রের এই আহ্বা‌নে সারা দি‌য়ে তারা ঐক্যমত প্রকাশ ক‌রেন।

এসময় মেয়র সাদিক আব্দুল্লাহ ব‌লেন, মূলত ক‌রোনা সংক্রমন থে‌কে নগরবাসী ও ব‌রিশালবা‌সী‌কে রক্ষার জন্য ব্যবসায়ী‌দের এই অনু‌রোধ জানান। অনু‌রোধ রক্ষা করায় ব্যবসায়ী‌দের ধন্যবাদ জানান তি‌নি।

উ‌ল্লেখ্য, নগরীর চকবাজার, কাঠপ‌ট্টি, লাইন‌রোড , হেমা‌য়েত উ‌দ্দিন রোড ও পদ্মাবতী এলাকায় ৫ শতা‌ধিক দোকান র‌য়ে‌ছে। ঈদ কেনাকাটায় প্র‌তিবছর নগরবাসী এখা‌নেই ভির জ‌মি‌য়ে থা‌কেন।

বরিশালে মার্কেট ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত

করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় বরিশাল নগরীর সব শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী নেতৃবৃন্দ।

শনিবার (৯ মে) রাতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও পুলিশ প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা।

জানা গেছে, শনিবার রাতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও পুলিশের সঙ্গে নগরীর গির্জা মহল্লা, চকবাজার, মহসিন মার্কেট, বাজার রোড ও কাটপট্টি রোডে ব্যবসায়ী নেতৃবৃন্দের পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে করোনার সংক্রমণ এড়াতে মেয়রের নির্দেশে এ সিদ্ধান্ত নেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

শনিবার রাতের বৈঠক আর মার্কেট বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে নগরীর চকবাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ তবারক জানান, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আমন্ত্রণে তার বাসভবনে করোনার মধ্যে মার্কেট বন্ধ রাখা সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেয়র ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মতামতে করোনার মধ্যে সব শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, বরিশালে করোনার বিস্তার রোধে সকল শপিংমল ও মার্কেট বন্ধ রাখার জন্য স্থানীয় ব্যবসায়ীদের ডেকে বৈঠক করে তাদেরকে অনুরোধ করা হয়। অনুরোধের প্রেক্ষিতে ব্যবসায়ীরা দোকানপাট শপিংমল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

কোম্পানি চালাতে মাসে ১৭ কোটি টাকা লাগে : অনন্ত

দেশের বন্ধ পোশাক কারখানা খুলতে শুরু করেছে গত মাসের শেষের দিক থেকেই। সীমিত আকারে রপ্তানিমুখী পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। কারখানা মালিকরা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনেই কারখানাগুলো চালু রাখছেন তারা।

করোনাকালে নানা কারণে প্রায় সব সময় আলোচনায় ছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল। অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে অনেক ভালোবাসা পেয়েছেন মানুষের কাছে। অন্যদিকে ১ মে ফ্যাক্টরি খুলে রাখার অভিযোগে বিতর্কের মুখে পড়েছিলেন অনন্ত। পরে অবশ্য এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

এর মধ্যে কতোটা নিয়ম মেনে কারখানা পরিচালনা করা সম্ভব হচ্ছে। এ বিষয়ে চিত্রনায়ক অনন্ত জলিল বলেন, ‘আমরা শতভাগ কেয়ার নিয়ে কারখানা চালাচ্ছি। সারাদেশের গার্মেন্টস মালিকরা যেন দেখতে পারেন। সাংবাদিকরাও দেখতে পারেন, তারা প্রচার করতে পারেন। আমরা শতভাগ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কারখানা পরিচালনা করছি।’

অনন্ত জলিল বলেন, ‘গার্মেন্টস মালিকদের বিরুদ্ধেই একদল মানুষ ফেসবুক- ইউটিউব ও বিভিন্ন নিউজে অযথা বাজে মন্তব্য করছে। এসব অযথা বাজে মন্তব্য করা মানুষগুলো কিন্তু এই অসহায় কর্মচারীদের একবেলা খাবারের ব্যবস্থাও করে না। এসব কথা আসলে আমি বলতে চাই না। কিছু কথা না বললেই নয়, কিছু কথা বলতে না পারলে মনে হয় যে বুক ফেটে মারা যাব। যখন ফেসবুকে আমাদের নিয়ে উল্টাপাল্টা মন্তব্য পড়ি তখন মনে হয় এরা কি বুঝে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্বন্ধে? বাংলাদেশের অর্থনীতিতে তাদের কন্ট্রিবিউশন কি?’

অনন্ত জলিল আরও বলেন, ‘আমার কোম্পানি চালাতে মাসে ১৭ কোটি টাকা লাগে এটা তো ছোটখাটো কোন ব্যাপার নয়। সব মিলিয়ে ১৩ কোটি টাকা বেতন দিতে হয়। ১ কোটি ৩৫ লাখ টাকা গ্যাস বিল দিতে হয়। বিদ্যুত বিলও আসে প্রায় কোটি টাকারও বেশি। আমি আমার শ্রমিকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। কারণও ওদের মাধ্যমেই এতো বড় ফ্যাক্টরি চলে।’

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় অনন্ত জলিল অভিনয় করেছেন ‘দিন-দ্য ডে’ সিনেমায়। আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। এর আগেই ছবির প্রচারণা শুরু করতে চান। সিনেমার পোস্টার দিয়ে শুরুতেই হলিউডের সঙ্গে পাল্লা দিতে চান অনন্ত।

হলিউড মানের পোস্টার ডিজাইনার খুঁজছেন জনপ্রিয় এই চিত্রনায়ক ও প্রযোজক। ডিজাইন পছন্দ হলে সিনেমাটির পোস্টারিংয়ের সব কাজ এবং তার সঙ্গে স্থায়ীভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে ডিজাইনারকে।

সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে এর শুটিং হয়েছে। ছবিটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা তুলে ধরা হবে।

যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন বর্ষা, অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে। এছাড়া ইরান-লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম কাতারের তারকারা এতে যুক্ত আছেন।