বরিশালে শিল্প মালিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বিষয়ক আলোচনা

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরিশাল জেলা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটি ও বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বিপিইউএসএর আয়োজনে বরিশালের শিল্প মালিক ও বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের বেকারত্ব দূর তথা কর্মসসংস্থান সৃষ্টি সংক্রান্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ বুধবার (২২ই) জানুয়ারী বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিসিকের শিল্প মালিকগণ ,কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ীগণ, চাকুরি প্রত্যাশি প্রতিবন্ধী ব্যক্তিবর্গ,এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত শিল্প মালিক ও কর্মকর্তাগণ তাদের নিজ নিজ প্রতিতষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকুরি দেওয়ার প্রতিশ্র“তি দেন। বরিশাল সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক আল- মামুন তালুকতদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জালিস মাহমুদ উপ-মহাব্যবস্থাপক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বরিশাল ও মিঃ সায়মন ব্রিজার প্রতিনিধি এসইএস জার্মানী উপস্থিত ছিলেন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখাসহ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ে আলোচনা করেন বদিউল আলম প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিপিইউএস ও রাষ্ট্রিয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তি।

অনুষ্ঠানের মূলপ্রবন্ধ পাঠ করেন মিস মিঠু মধু প্রধান সমন্বয়কারী বিপিইউএস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজ্জাদ পারভেজ প্রবেশন অফিসার (জেলা) সমাজসেবা অধিদপ্তর,বরিশাল।

বরিশালে তৃতীয় দিনের মতো কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক:
পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টানা তৃতীয় দিন দুই ঘণ্টার কর্মবিরতি পালন করছে বরিশাল জেলা প্রশাসনের কর্মচারীরা। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটির আহ্বানে বুধবার তৃতীয় দিনের মতো বরিশাল জেলা প্রশাসন কার্যালয় চত্ত্বরে কর্মবিরতি পালন করেন আন্দোলকারীরা।

এ সময় বক্তব্য দেন বরিশাল জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মাহফুজুর রহমান ও সাধারন সম্পাদক বারেক মোল্লাসহ অন্যান্যরা।
আন্দোলনকারীরা বলেন, ২০১৩ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত স্থায়ী কমিটির সভায় যে সব সুপারিশ করেছিল তা আজও বাস্তবায়ন হয়নি। এরপর ২০১৮ সালে মন্ত্রী পরিষদের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যেসব নির্দেশনা প্রদান করা হয়েছিলো তাও বাস্তবায়িত হয়নি। তাদের দাবি মেনে না নেয়া হলে পরবর্তীতে লাগাতার কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন আন্দোলনকারী নেতৃবৃন্দ।

পটুয়াখালীতে মাটির নিচ থেকে নববধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

পটুয়াখালীতে বিয়ের ২১ দিনের মাথায় চম্পা বেগম নামের এক নববধূকে পরিকল্পিতভাবে হত্যার পর মাটিতে পুতে রাখার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর স্বামী ও তার প্রথম স্ত্রী পলাতক রয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের গামরবুনিয়া বিল থেকে মাটি চাপা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, গত ১লা জানুয়ারি বরগুনা জেলার তালতলী উপজেলার কলারাম গ্রামের চান মিয়ার মেয়ে চম্পা বেগম (৩২) কে দ্বিতীয় বিবাহ করেন পূর্ব চাকামইয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে কৃষক বাবুল হাওলাদার। স্বামী ও প্রথম স্ত্রী পলাতক থাকায় ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে চম্পাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ মাটি চাপা দেয়া হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই আসল রহস্য বেরিয়ে আসবে বলেও জানান ওসি।

সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:: সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও ঝালকাঠি রিপোটার্স ইউনিটি।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিমের সঞ্চালনায় এবং ঝালকাঠি জেলা শাখা সাধারন সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর, ঝালকাঠি নাগরিক ফোরামের সভাপতি সামসুল হক মনু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি এস এম মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক সরওয়ার হোসেন স্বপন, ঝালকাঠি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর রেজাউল করিম জাকির, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার।

মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবী জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাংবাদিক দুলাল সাহা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির আইসিটি সম্পাদক গোলাম মাওলা শান্ত, জেলা সহ-সভাপতি রুহুল আমিন রুবেল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপ-প্রচার সম্পাদক ইমাম বিমান, কোষাধ্যক্ষ এইচ এম গিয়াস উদ্দীন, ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক আব্দুল মান্নান তাওহীদ, জেলা যুব মহিলা লীগের সাবেক সভানেত্রী লুৎফুন্নাহার লুনা, ঝালকাঠি নাগরিক ফোরাম সহ-সম্পাদক এম জাকির হোসেন, ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জেলা সভাপতি রুবেল খান, নাগরিক ফোরাম নেতা আতাউর রহমান, কুদ্দুস মোল্লা, নেত্রী হাসিনা আক্তার, নাজমা আক্তার, ফাতেমা আক্তার, সিঙ্গাপুর প্রাবাসী ইকবাল মাহমুদ, জেলা বিএমএসএফ সদস্য এমরান হোসেন আদনান ও কামরুল হাসান মুরাদ।

একাত্মতা প্রকাশ করেছেন দৈনিক অজানা বার্তা সম্পাদক ডেইলী অবজারভার প্রতিনিধি এসএম এ রহমান কাজল, জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক শেখ জামাল উদ্দীন, চ্যানেল ৩৬৫ চেয়ারম্যান মো. জামাল শরিফ, সৈয়দ রুবেল ও যুবলীগ নেতা খন্দকার ইয়াদ মোরশেদ প্রিন্স।

বক্তারা বলেন, ইউনেস্কোর তথ্যমতে ২০১৮ সালে বিশ্বে ৯৯ সাংবাদিক নিহত হয়েছেন। ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত ৮৯৪ সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে স্বাধীনতা পরবর্তী সমযে বাংলাদেশে ৩৮ সাংবাদিক নিহত হয়েছেন তবে এরমধ্যে হাতেগোনা ৪-৫ সাংবাদিক হত্যার বিচার হলেও বাকি হত্যার বিচার হয়নি। দেশের গণতন্ত্র রক্ষা, দূর্ণীতি, অনিয়ম বন্ধ করতে হলে অবিলম্বে সরকারকে সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়ন করতে হবে। দেশে যে হারে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন, হুমকি, মামলা ও লাঞ্ছিতের ঘটনা ঘটছে তাতে আমরা উদ্বিগ্ন।

গত ১৯ জানুয়ারী নড়াইলে দৈনিক জনকন্ঠের সহ-সম্পাদক রেজা নওফল হায়দারের ওপর সন্ত্রাসি হামলা চালায়। তিনি সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে যাওয়া সেনাবাহিনীতে চাকরীর প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান টাকা আত্মসাৎকারী নড়াইলের কালিয়া উপজেলার কলবাড়িয়া গ্রামের সন্ত্রাসি রাজু ও তার সহযোগিরা নওফেলের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা চালিয়ে আহত ও লাঞ্ছিত করে।

রাজধানীর পরীবাগে বাংলা ট্টিবিউনের ষ্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম ও আলোকিত বাংলাদেশের ষ্টাফ রিপোর্টার মাহমুদ খানকে ২০ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা মহানগর মিডিয়া সেন্টার থেকে মোটর সাইকেলযোগে পান্থপথ কর্মস্থলে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা পোষাকধারী পুলিশ সদস্য [ঢাকা মেট্টো-হ-১২-৭৫০৫] মোটর সাইকেলকে ধাক্কা দেয় এবং অকথ্য গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দেয়।

নারায়নগঞ্জের ফতুল্লা থানার অভ্যন্তরে ২১ জানুয়ারি ধর্ষকের ছবি তুলতে গিয়ে পুলিশের সামনে হামলা ও লাঞ্ছিতের শিকার হন কতিপয় সাংবাদিক।

১৭ জানুয়ারি এক সাংবাদিক দম্পত্তি লক্ষ্মীপুরে ডাক্তার দেখাতে গিয়ে ক্লিনিকপক্ষের লোকজনের হামলায় আহত ও লাঞ্ছিত হন। অর্থের বিনিময়ে রোগি দেখা সিরিয়াল ভঙ্গ করায় প্রতিবাদ করলে তারা এ হামলার শিকার হন।

বিবাড়িয়ার আখাউড়ায় জেএসসি পরীক্ষায় নকলের সংবাদ প্রকাশ করায় ২৫ দিন পর দু সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আশুলিয়ায় বিএমএসএফ সভাপতি ইয়াসিন পুলিশের উপস্থিতিতে জমি দখলের ভিডিওচিত্র ধারন করায় পুলিশ তার ক্যামেরা ছিনিয়ে নেয় এবং অনুমতি ছাড়া ভিডিও ধারন করায় তাকে লাঞ্ছিত করে পরে ফিরিয়ে দেন।

সম্প্রতি টাঙ্গাইলের ডিবিসি চ্যানেলের প্রতিনিধি শেলু আকন্দের উপর বর্বরোচিত হামলায় দু’পা পঙ্গু হয়ে তিনি এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মানববন্ধন থেকে এ সকল হামলার দ্রুত বিচার দাবি করা হয়।

বাবার কষ্ট হতে পারে ভেবে বিয়েই করলেন না রাশেদ!

বিনোদন ডেস্ক:

ঘরে বউ আসলে যদি বদমেজাদি হয় সেক্ষেত্রে বাবার কষ্ট হতে পারে-এমনটা ভেবে বিয়েই করলেন না অভিনেতা রাশেদ সীমান্ত। তবে সেটা বাস্তবে নয়, নাটকের পর্দায়। ‘আমার বাবা’নামের একটি নাটকে তাকে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

গত ঈদুল আজহায় বৈশাখী টিভিতে প্রচারিত মধ্য রাতের সেবা নাটকের মাধ্যমে ভারইরাল হন রাশেদ সীমান্ত। এ নাটক প্রচারের পরপরই আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। মিডিয়া প্রচারণাও ছিল চোখে পড়ার মতো। ২৪ জানুয়ারি বৈশাখী টিভিতে রাত সাড়ে ৮টায় প্রচার হবে সেই রাশেদ সীমান্তের নতুন নাটক ‘আমার বাবা’। সৈয়দ ইকবালের গল্পে সুবাতা রাহিক জারিফার রচনায় এবং আল হাজেনের পরিচালনায় এ নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ।
এখানে রাশেদ সীমান্তকে দেখা যাবে বরিশালের প্রত্যন্ত অঞ্চল থেকে স্ট্রোকে আক্রান্ত বাবাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন। আব্দুল হান্নান এবং আব্দুল মান্নান সম্পর্কে পিতা-পুত্র। তারা বরিশালের প্রত্যন্ত এক অঞ্চলে বসবাস করেন। পুত্র আব্দুল মান্নান তার মাকে হারিয়েছে ছোট বেলায়। কিন্তু বাবা আব্দুল হান্নান ছেলে মান্নানের কথা ভেবে আর দ্বিতীয় বিয়ে করেননি। বাবা আব্দুল হান্নান ছেলেকে কোলে পিঠে করে মানুষ করেন। কখনও ছেলেকে মায়ের অভাব বুঝতে দেননি। পিতা-পুত্রের যে ভালোবাসার বন্ধন তাদের গ্রামের অন্য লোকজন আদর্শ হিসেবে মানে। বাবা আব্দুল হান্নান ছেলে আব্দুল মান্নানকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু ছেলে আব্দুল মান্নান বাবার সবকিছু মেনে নিলেও বিয়েতে রাজি হয় না। কারণ, সে যদি বিয়ে করে এবং বউ যদি বদমেজাজের হয় তাহলে সে তার বাবার সাথে বেয়াদবি করতে পারে, যা মান্নানের পক্ষে কোন অবস্থাতেই মেনে নেওয়া সম্ভব না। এরই মধ্যে একদিন বাবা আব্দুল হান্নান ধান ক্ষেতে কাজ করার সময় স্ট্রোক করেন। ছেলে আব্দুল মান্নান মনে করেন তার বাবার ঘুমের কোন রোগ হয়েছে। সে বাবাকে দ্রুত ঢাকায় হাসপাতালে নিয়ে আসেন। দুই-তিনদিন অতিবাহিত হলে বাবার ঘুম না ভাঙায় ছেলে মান্নান খুব চিন্তায় পড়ে যায়। সে ডাক্তার নার্স সবার দ্বারে দ্বারে ঘুরে এবং বলে তাদের গাছের ফল, পুকুরের মাছ, গরুর দুধ ইত্যাদি উপহার দেবে কিন্তু তার বিনিময়ে ডাক্তার-নার্সরা যেন তার বাবার ঘুম ভাঙার ব্যবস্থা করেন। কিন্তু শেষ পর্যন্ত তার বাবার ঘুম কি আদৌ ভাঙে? এমনই দুঃখ জাগানিয়া কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আমার বাবা’। বাবার চরিত্রে অবিনয় করেছেন অভিনেতা কে. এস ফিরোজ।

প্রথমবারের মতো বরিশাল জিলা স্কুলের তৃতীয় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ

মোঃ শাহাজাদা হীরা:
হে নবীন এসো আলোর মিছিলে এই স্লোগান নিয়ে আজ ২২ জানুয়ারি বুধবার সকাল ১১ টায়। বরিশাল জিলা স্কুলে এর আয়োজনে, জিলা স্কুল প্রাঙ্গনে বরিশাল জিলা স্কুলের আয়োজনে তৃতীয় ও ৬ষ্ঠ শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ২০২০ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্বকরেন প্রধান শিক্ষক বরিশাল জিলা স্কুল বিশ্বনাথ সাহা। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, প্রভাতি শাখার প্রধান শিক্ষক, হিরো রোকসানা, দিবা শাখার সহকারী শিক্ষক, এ কে এম কামরুল আলম চৌধুরীসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের বরণ করে নেয়া হয়।

 

বরন শেষে অতিথিবৃন্দরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীবন গঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অবশেষে ভাঙা হচ্ছে বিজিএমইএ ভবন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন- বিজিএমইএর ভবন ভাঙার কাজ আজ বুধবার শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টায় বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। এসময় ফায়ার সার্ভিসসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজউক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ ভবন ভাঙার কাজ ‘ফোর স্টার’ গ্রুপকে দেয় রাজউক। তাদের দরপত্রে টাকার পরিমাণ ছিল ১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা। এখন তারা ১ কোটি দুই লাখ টাকায় ভবনটি ভাঙার কাজ শুরু করবে। সনাতন পদ্ধতিতে ভাঙা হবে ভবনটি।
গত বছরের ১২ এপ্রিলের মধ্যে বিজিএমইএ ভবন সরিয়ে নিতে সময় দেয় সর্বোচ্চ আদালত। এর পরিপ্রেক্ষিতে সময় পার হওয়ার পর নির্দেশনা বাস্তবায়নে গত ১৬ এপ্রিল মাঠে নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বরিশালে ভূমি ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে ভূমি ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগবিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই কোর্সের উদ্বোধন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের উপ- ভূমি সংস্কার কমিশনার তরফদার মো. আকতার জামিল।
এছাড়া জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা উর্মি ভৌমিক এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কর্মশালায় বরিশাল জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরি অংশগ্রহণ করেন।
কর্মশালার আয়োজকরা জানান, এখন থেকে ভূমি ব্যবস্থাপনায় ই-নথির প্রচলন হচ্ছে। নতুন ভূমি ব্যবস্থাপনায় কর্মকর্তা-কর্মচারিদের দক্ষতা অর্জন করতে এই প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষনেণ ফলে জনগণ ভূমি সংক্রান্ত সকল সেবা সহজে পাবেন। তাদের আর ভোগান্তি কিংবা হয়রানির শিকার হতে হবে না।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) পলাতক ১১ আসা‌মিকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ নির্দেশ দিয়েছেন।

এর আগে ৫ জানুয়ারি তাদের বিরু‌দ্ধে গ্রেফতা‌রি প‌রোয়ানা জা‌রির নি‌র্দেশ দেন আদালত। সে সময় পরোয়ানা কার্যকরের বিষয়ে প্রতিবেদন জমা দিতে ২২ জানুয়ারি দিন ধার্য করা হয়।
মামলায় মোট ১১ আসা‌মির ম‌ধ্যে সাবেক ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেড) নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী) অন্য মামলায় কারাগা‌রে আছেন।

এর আগে গত ৯ ডিসেম্বর ১১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।

 

 

বাউফলে শিক্ষকের বাসায় ‘কোচিং বানিজ্য’

এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলে অতিরিক্ত পাঠদানের নামে ব্যবসা কেন্দ্র খুলে বসছে অর্থলোভী শিক্ষকেরা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে বসত ঘরের আড়ালে চেয়ার টেবিলে সুসজ্জিত করে গড়ে তুলেছেন এসব ব্যবসা কেন্দ্র। আধো- আলো সকাল থেকে শুরু করে বেলা ১০টা, বিকাল থেকে শুরু করে রাতভর পর্যন্ত ঘন্টাব্যাপী ব্যাচে ব্যাচে চলে তাদের পঠদানের নামে অর্থ হাতানোর কাজ। প্রতি ব্যাচে অংশ নেয় ২৫-৪০ জন করে শিক্ষার্থী। জনপ্রতি নেওয়া হয় ৫’শ থেকে হাজার টাকা।
কিছু অতি উৎসাহিত অভিভাবক ভালো ফলাফলের আশায় পা দিচ্ছেন শিক্ষার নামে এ প্রতারণার ফাঁদে। আবার কোন কোন অভিভাবক আর্থিক টানাপোড়া থাকা সত্বেও বাধ্য হচ্ছেন ফাঁদে পা দিতে হচ্ছে।
বিশিষ্টজনেরা মনে করেন, কোচিং’ই যদি শিক্ষা অর্জণের বড় মাধ্যম হয় তাহলে সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে স্কুল কলেজ মাদ্রাসা না চালিয়ে বন্ধ করে দেওয়া ভালো।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, কাক ডাকা ভোরে ঘর থেকে প্রাইভেটের উদ্দ্যেশে বের হয় উঠতি বয়সী ছেলে-মেয়ে। যাতে করে সুযোগ হচ্ছে অনৈতিক সর্ম্পক’সহ নানান সামাজিক অপরাথে জড়ানোর।

বুধবার (২২জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার কালাইয়া হায়াতুনেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (র্ধম) মো. নুরে আলমের বন্দরের মার্চেনপট্্ির রোডস্থ বাসায় গিয়ে দেখা যায়, ২৫ থেকে ৩৫ জন (৬ষ্ঠ-১০ম) শিক্ষার্থীদের নিদিষ্ট টাকার বিনিময় পড়াচ্ছেন। একই চিত্র একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক (গনিত) রমেন চন্দ্র দাস, সহকারি প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাস ও কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়েল সহকারি শিক্ষক মোসা. বিথী আক্তারের বাসাও।
এসময় শিক্ষক নুরে আলম ও রমেন চন্দ্র সাংবাদিকের প্রশ্নের কোন সদোত্তর দিতে পারেন নি।
তবে সুভাষ চন্দ্র বলেন, প্রধান শিক্ষক ও কমিটির অনুমতিক্রমে ২ব্যাচে ১৬জন এস.এস.সি পরীক্ষার্থীদের বিশেষ পাঠদান দিচ্ছি।

এমন চিত্র শুধু কালাইয়াতে না। উপজেলার বগা, নুরাইনপুর, বাউফল পৌর শহর, নাজিরপুর’সহ শতাধিক স্থানে রমরমা কোচিং বানিজ্যের খবর পাওয়া গেছে।

এব্যাপারে অত্র বিদ্যাললেয় প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুনুর রশিদ বলেন, ‘তাদের কোচিং বানিজ্য করতে নিষেধ করা হয়েছে। যদি কেউ করে থাকে তার দ¦ায়ভার বিদ্যালয়ের না।’

বিষয়টি সদ্য যোগদানকৃত বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের দৃষ্টি আর্কষণ করলে তিনি বলেন,‘ বিষয়টি প্রথম জানলাম। জড়িতদের সর্তক করা হবে। পুনরয় কোচিং ব্যনিজ্যের সাথে জড়ালে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’