বরিশালে ভূমি ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে ভূমি ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগবিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই কোর্সের উদ্বোধন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের উপ- ভূমি সংস্কার কমিশনার তরফদার মো. আকতার জামিল।
এছাড়া জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা উর্মি ভৌমিক এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন। কর্মশালায় বরিশাল জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরি অংশগ্রহণ করেন।
কর্মশালার আয়োজকরা জানান, এখন থেকে ভূমি ব্যবস্থাপনায় ই-নথির প্রচলন হচ্ছে। নতুন ভূমি ব্যবস্থাপনায় কর্মকর্তা-কর্মচারিদের দক্ষতা অর্জন করতে এই প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষনেণ ফলে জনগণ ভূমি সংক্রান্ত সকল সেবা সহজে পাবেন। তাদের আর ভোগান্তি কিংবা হয়রানির শিকার হতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *