বরিশালে জাসদ নেতার মৃত্যুতে কেন্দ্রীয় জাসদ নেতার শোক

শামীম আহমেদ:

বরিশাল জেলা কমিটি জাসদ নেতা কাজী বাকি উল্লাহ (বাক্কু কাজী) (৬৫), হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনিষ্ট্রটিউটটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (১৪) জানুয়ারী সকাল সাড়ে ৮ টায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।

তার মৃত্যুতে আজ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সাধারন সম্পাদক এ্যাড, মোঃ আব্দুল হাই মাহাবুব এক বিবৃতি শোক প্রকাশ করে বলেন, আজন্ম জাসদ রাজনীতির পক্ষে লড়াই –সংগ্রামে অবিচল থাকা জাসদ নেতা কাজী বাকী উল্লাহ’র মৃত্যুতে জাসদ এবং দেশবাসী সমাজতন্ত্রের পক্ষের রাজনীতির একজন যোদ্ধাকে হারিয়েছে।

জাসদ নেতা কাজী বাকী উল্লাহ পিতা-মাতার এক মাত্র সন্তান সহ তিনি মৃত্যু কালে চিরকুমার ছিলেন।

বুধবার সকাল ৮টায় বরিশাল জেলার হিজলা থানার বড়জালিয়া ইউনিয়নের নুরু কাজী বাড়ি মসজিদ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

বরিশালে স্মার্ট ফোন না পেয়ে ও অভিমানে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:
আগৈলঝাড়ায় এসএসসি দুই স্কুল শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যার ব্যার্থ চেষ্টা। মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের আবুল কাশেম ফকিরের ছেলে ও বিএইচপি একাডেমীর এসএসসি পরীক্ষার্থী রবিউল ইসলাম পরিবারের কাছে একটি স্মার্টফোন মোবাইল ফোন দাবি করেন।

পরিবার থেকে মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমান করে সোমবার রাতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে রবিবউল। অন্যদিকে উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের শাহিন তালুকদারের মেয়ে ও পয়সা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রী হাফিজা আক্তার ভাবীর সাথে ঝগড়া করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

মুমুর্ষ অবস্থায় দু’জনকে সোমবার রাতেই উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশালে সাবেক ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে রাজিহার ইউনিয়নের সাবেক মেম্বর মহিউদ্দিন তালুকদারকে গ্রেফতার করেছে।
থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ তালুকদারের ছেলে ও ওই ইউনিয়নের সাবেক মেম্বর টিএম মহিউদ্দিন তালুকদারকে এএসআই মাকসুদুর রহমান গ্রেফতার করেছে।
সোমবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতারকৃত মহিউদ্দিন একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত মহিউদ্দিনকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

শীতার্তদের পাশে বরিশাল রেঞ্জ ডিআইজি

নিজস্ব প্রতিবেদক:
গত ১২ জানুয়ারী ২০২০ খ্রিঃ রবিবার রাত সাড়ে ১১টায় বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম বরিশাল নগরীর লঞ্চঘাট, শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহরের বিভিন্ন স্থানে শীতার্ত ও অসহায় গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় মোঃ হাবিবুর রহমান প্রাং, পুলিশ সুপার (ফিন্যান্স এন্ড ডিসিপ্লিন), জনাব মোঃ ফয়েজ আহমেদ,অতিরিক্ত সুপার (পুলিশ সুপার পদন্নোতি প্রাপ্ত) রেঞ্জ অফিস, এবং জনাব মোঃ রকিব আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদন্নোতি প্রাপ্ত) বরিশাল জেলা সহ রেঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বরিশালে জেলা প্রশাসনের সহায়তায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ শাহাজাদা হীরা:
আজ ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন বরিশালের সহায়তায়, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন বরিশাল অঞ্চলের আয়োজনে। ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ও ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুস্থ অসহায় ছাত্র ছাত্রীদের মাঝে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় ২ শতাধিক দুস্থ অসহায় শীতার্ত শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিশনার বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন বরিশাল অঞ্চল রাবেয়া খাতুন, জেলা কমিশনার বরিশাল বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন লুৎফর নাহার আফরোজা, আঞ্চলিক সচিব বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন বরিশাল হাসিনারা বেগম, স্থানীয় কমিশনার বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন বরিশাল মমতাজ পারভীন, জেলা সচিব বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন বরিশাল জেসমিন নাহার, ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমানসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীরা এবং বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন বরিশালের সদস্যরা উপস্থিত ছিলেন।

পা ফাটা রোধ করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:

শীতের সময় পায়ের চামড়া ফাটা খুবই কমন সমস্যা। বিরক্তিকর এই ফাটা পায়ের যন্ত্রণা থেকে মুক্তি পেতে যা করতে হবে:

•    ঘুমানোর আগে অবশ্যই পায়ে খানিক ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। এতে পা নরম ও কোমল থাকবে।

•    পা ঢাকা জুতা ব্যবহার করুন। বুট জুতো হলে আরও ভালো। এতে পাও ভালো থাকবে এবং ধুলা-ময়লাও লাগবে না। এটি শীতে পায়ের সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদ্ধতি।

•    অনেকেই মোজা পরতে চান না। অন্তত শীতে পায়ে মোজা পরার অভ্যাস তৈরি করুন। বাজারে বেশ কিছু ডিজাইন ও রঙের মোজা পাওয়া যায়, পছন্দ করে কিনে নিন।

•    প্রচুর পানি পান করুন, এতে আপনার ত্বক ভেতর থেকে সতেজ ও প্রাণবন্ত থাকবে।

•    সারাদিনের ক্লান্তি দূর করতে ও পা ময়েশ্চারাইজার লাগানোর আগে গরম পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন।

এছাড়াও এই শীতে মাসে অন্তত দু’দিন ঘরে পায়ের বিশেষ যত্ন নিন

•    প্রথমে নখে নেইল পলিশ থাকলে তুলে নিন
•    এবার নখগুলো পছন্দমতো শেপে কেটে নিন
•    নখে ক্রিম লাগিয়ে পাত্রে গরম পানিতে শ্যাম্পু, লবণ ও লেবুর রস মিশিয়ে তাতে পা ১০ মিনিট ডুবিয়ে রাখুন
•    তোয়ালে দিয়ে পা মুছে নিন
•    নখে ক্রিম দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। সতর্কতার সঙ্গে নখের গোড়ায় জমে থাকা ময়লা পরিষ্কার করে নিন
•    হাত-পায়ে ক্রিম ম্যাসাজের পর চালের গুঁড়া, চিনি, লেবুর রস মিশিয়ে স্ক্র্যাব দিয়ে ঘষে মৃত কোষ তুলে ফেলুন
•    তারপর বাফার দিয়ে নখের ওপর লেগে থাকা ময়লা ঘষে পরিষ্কার করুন
•    মুলতানি মাটি মধু এবং গোলাপ জলের পেস্ট তৈরি করে পায়ে মেখে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নিন।

এবার পা মুছে ময়েশ্চারাইজিং লোশন লাগিয়ে নিন।

ওয়ানডে বর্ষসেরা ব্যাটিং তালিকায় সাকিব

স্পোর্টস ডেস্ক:

২০১৯ সালটা স্বপ্নের মতো কেটেছিল সাকিব আল হাসানের। বিশেষ করে বিশ্বকাপে তো নজর কাড়া পারফরম্যান্সে সবাইকে মাতিয়ে রেখেছিলেন। তার এমন সাফল্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাকে বর্ষসেরা ওয়ানডে পারফরম্যান্সের পুরস্কার দিয়েছে। এমনকি ঐতিহ্যবাহী উইজডেন সাময়িকীও তাকে দশক সেরা ওয়ানডে দলে রাখে।এবার ক্রিকেটের সবচেয়ে বড় নিউজি পোর্টাল ক্রিকইনফো ২০১৯ সালের ১০টি ব্যাটিং পারফরম্যান্স মূল্যায়ন করেছে। যেখানে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে সাকিবের ১২৪ রানের অপরাজিত ইনিংসটিও আছে। টনটনের সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের টার্গেট বাংলাদেশ সাকিবের কল্যাণে ৫১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। চতুর্থ উইকেট জুটিতে সাকিবের সঙ্গে ১৮৯ রানের পার্টনারশিপ গড়েন লিটন দাশ।

বিশ্বকাপে সাকিব ৮ ম্যাচে ৫ ফিফটি ও ২ সেঞ্চুরিতে প্রায় ৮৭ গড়ে ৬০৬ রান করেছিলেন। আর সেই ম্যাচে ৯৯ বলে ১৬ টি চারে ১২৪ রান করেন।

সাকিবের ইনিংসের পারফরম্যান্স নিয়ে ক্রিকইনফো লিখে, তিন নাম্বারে ব্যাটিংয়ে নেমে সাকিব বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি করে। যেখানে বাংলাদেশ রান তাড়া করতে নেমে সবচেয়ে বড় জয় পায়। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তার পাঁজর লক্ষ্য করে বল করছিল, তবে টনটনের ছোট মাঠে সেই সুবিধা ভালোই কাজে লাগিয়েছেন সাকিব।

সাকিব ছাড়া অন্য ৯টি ইনিংসের মধ্যে ৮টি ইনিংসই ছিল বিশ্বকাপের।

পেছাচ্ছে না ঢাকা সিটি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পেছানোর রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অশোক কুমার ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

আগামী ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা রয়েছে উল্লেখ করে গত ৫ জানুয়ারি (রোববার) সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ এ রিট করেন।

পরদিন ৬ জানুয়ারি তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।

‘দেশের সমস্ত বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা হয়। নির্বাচন উপলক্ষে যেহেতু শিক্ষা-প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে বিধায় এটি সাংঘর্ষিক।’

আইনজীবী অশোক কুমার ঘোষ বলেন, এ অবস্থায় পঞ্চমী শেষ না হওয়া পর্যন্ত প্রতিমা বিসর্জন দেওয়া যায় না। তাই নির্বাচনের তারিখ পরিবর্তন করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্ধারণের জন্য হাইকোর্টে রিট (নম্বর-১৩১/২০২০) করা হয়েছে।

বরিশাল শিশু একাডেমির জন্য নিজস্ব জমি-ভবনের দাবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল জেলা কার্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য সরকারি অর্পিত (ভিপি) সম্পত্তি লিজ দেওয়ার দাবি জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গন ও সুশীল সমাজের ব্যক্তিরা।  পাশাপাশি তারা একটি ভবনের দাবিও জানিয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে এ নিয়ে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেছে সাংস্কৃতিক অঙ্গন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতার মাধ্যমে আগামী প্রজন্মকে শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে গড়ে তোলার জন্য এবং বরিশালের শিশুদের মেধা ও মননশীলতা বিকাশ ও সৃজনশীল দেশপ্রেমিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমির বরিশাল কার্যালয় কাজ করে আসছে।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অন্যান্য জেলার মতো শিশুদের অন্য অত্যন্ত প্রয়োজনীয় হলেও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল জেলা কার্যালয়ের নিজস্ব কোনো ভবন নেই। বর্তমানে একটি ভাড়া বাড়িতে জেলা কার্যালয়ের কার্যক্রম পরিচালনার ফলে সীমিত পরিসরের মধ্যে শিশুদের বিভিন্ন কর্মকাণ্ড (যেমন-বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক প্রশিক্ষণ কার্যক্রমসহ, প্রাক-প্রাথমিক ও শিশু বিকাশ কার্যক্রম, কম্পিউটার প্রশিক্ষণ, নাশনাল চিলড্রেন টাঙ্কফোর্স কার্যক্রম, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসহ অন্যান্য কর্মকাণ্ড) পরিচালিত হচ্ছে। ফলে শিশু অধিকার বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

শিশু একাডেমির নিজস্ব ভবন না থাকায় প্রয়োজনের তুলনায় সীমিত হয়ে পড়ছে শিশু অধিকার বাস্তবায়ন সংক্রান্ত সরকারি বিভিন্ন কর্মপ্রক্রিয়াও। জেলা পর্যায়ে একটি মানসম্মত শিশু পাঠাগার এবং শিশু যাদুঘর যেমন স্থাপন করা যাচ্ছে না পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল জেলা কার্যালয় শহরের মধ্যবর্তী স্থানে না হওয়ায় শহরের সব স্থান থেকে একাডেমি কার্যালয়ে শিশুদের গমনাগমন এবং অভিভাবকদের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।

বরিশাল একটি বিভাগীয় শহর। শিল্প সংস্কৃতির ক্ষেত্রে এ জেলার অসামান্য অবদান জাতীয় ক্ষেত্রে প্রতিফলিত হচ্ছে। এর প্রাসঙ্গিকতায় বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের কাছে এ জেলার মানুষের প্রত্যাশা অনেক বেশি। এ প্রত্যাশা পুরণে তথা শিশু অধিকার বাস্তবায়ন সংক্রান্ত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ শিশু একাডেমির জন্য এ শহরে একটি নিজস্ব ভবন থাকা অপরিহার্য্য হয়ে পড়েছে।

বরিশালের সাংস্কৃতিক সংগঠন, শিশু সংগঠন এবং সুশীল সমাজের পক্ষ থেকে স্মারকলিপিতে জেলা প্রশাসকের কাছে বরিশালের শিশুদের স্বার্থে বাংলাদেশ শিশু একাডেমি, বরিশালের জন্য একটি ভবন বরাদ্দের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি দেওয়ার সময় বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, সহ-সভাপতি মিন্টু কর, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দে, বরিশাল শিশু থিয়েটারের সভাপতি সৈয়দ দুলাল, বরিশাল থিয়েটারের সভাপতি শুভংকর চক্রবর্তী, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, ব্রজমোহন থিয়েটারের সাংগঠনিক সম্পাদক প্রদীপ হাওলাদার প্রমুখ।

বরিশালবাসীর স্বপ্নের পদ্মাসেতুতে বসছে ২১তম স্প্যান

নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুর ২১ তম স্প্যান ৩২ ও ৩৩ নম্বর পিলারের উপর বসানোর কাজ চলছে। স্প্যানটি বসানো গেলে দৃশ্যমান হবে সেতুর ৩ হাজার ১৫০ মিটার।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে আবহাওয়া জনিত কারণে কিছুটা দেরিতে ১১টায় স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়।

সকাল ৯টা ২০ মিনিটের দিকে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটিকে নিয়ে যায় ‘তিয়ান ই’ ভাসমান ক্রেন। নির্ধারিত পিলারের কাছে পৌঁছায় সকাল ১১টার দিকে। ২০ তম স্প্যান বসানোর ১৪ দিনের মাথায় বসতে যাচ্ছে ২১ তম স্প্যানটি।

পদ্মাসেতুর ৪২টি পিলারের মধ্যে কাজ শেষ হয়েছে ৩৬টি পিলারের। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।