বরিশালবাসীর স্বপ্নের পদ্মাসেতুতে বসছে ২১তম স্প্যান

নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুর ২১ তম স্প্যান ৩২ ও ৩৩ নম্বর পিলারের উপর বসানোর কাজ চলছে। স্প্যানটি বসানো গেলে দৃশ্যমান হবে সেতুর ৩ হাজার ১৫০ মিটার।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে আবহাওয়া জনিত কারণে কিছুটা দেরিতে ১১টায় স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়।

সকাল ৯টা ২০ মিনিটের দিকে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটিকে নিয়ে যায় ‘তিয়ান ই’ ভাসমান ক্রেন। নির্ধারিত পিলারের কাছে পৌঁছায় সকাল ১১টার দিকে। ২০ তম স্প্যান বসানোর ১৪ দিনের মাথায় বসতে যাচ্ছে ২১ তম স্প্যানটি।

পদ্মাসেতুর ৪২টি পিলারের মধ্যে কাজ শেষ হয়েছে ৩৬টি পিলারের। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *