বাংলাদেশ থেকে এক বাসেই যাওয়া যাবে দার্জিলিং

ডেস্ক নিউজ:

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং শিলিগুড়িতে সরাসরি বাস সেবা চালু হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে যাত্রীদের আর বাস পরিবর্তন করতে হবে না। অর্থাৎ এক বাসেই বাংলাদেশ থেকে শিলিগুড়ি-দার্জিলিং যাওয়া যাবে।

ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার বাংলাদেশ থেকে দার্জিলিং এবং শিলিগুড়িতে সরাসরি বাস সেবা চালু হবে। সীমান্তে যাত্রীদের আর বাস পরিবর্তন করতে হবে না; যা আগে দরকার হতো।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক বৈঠকে আঞ্চলিক নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা-শিলিগুড়ি-গ্যাংটক (সিকিম)-ঢাকা এবং ঢাকা-শিলিগুড়ি-দার্জিলিং-ঢাকা রুটে পরীক্ষামূলক বাস চালুর পরিকল্পনা করেছে ঢাকা।

২০১৫ সালের ১৫ জুনে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল মোটরযান চুক্তিতে স্বাক্ষর করে। চার দেশের মধ্যে অবাধ পণ্য ও যাত্রীসেবার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। কিন্তু পরবর্তীতে ভুটান চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ায় তা থমকে আছে।

টিকটকের ফাঁদে নিখোঁজ গৃহবধূ, পুলিশের দ্বারস্থ স্বামী

অনলাইন ডেস্ক:

টিকটকের ফাঁদে পড়ে নিখোঁজ গৃহবধূ, পুলিশের দ্বারস্থ হলেন স্বামী। জানা গেছে, সারাদিনই টিকটক ভিডিওতে ব্যস্ত থাকতেন ভারতের চুঁচুড়া ভগবতীডাঙায় এলাকার বাসিন্দা প্রসেনজিৎ মন্ডলের স্ত্রী প্রতিমা মন্ডল, তাদের একটি পাঁচ বছরের মেয়েও রয়েছে। তার প্রোফাইলের নাম ছিল জাসমিন। মাত্র ৯ মাসেই ৪ লাখ ২৮ হাজার ফলোয়ার জাসমিনের।

খুব অল্প সময়ে ভাল পরিচিতি ছড়িয়ে পড়ায় পাটনা, দিল্লিসহ বিভিন্ন জায়গায় ডাক আসত তার। কখনও স্বামীর সঙ্গে, কখনও বা একাই বিমানে চেপে শো করে বেড়াতেন এই গৃহবধূ। ভিডিও বানিয়ে প্রতি মাসে হাজার হাজার টাকাও আয় হওয়ায় আপত্তি ছিল না স্বামীরও। বরং উৎসাহ দিতে দু’টো দামি মোবাইলও কিনে দেন স্ত্রীকে।
এরপরেই ঘটল বিপত্তি, গত ৩১ ডিসেম্বর দিল্লি যাবে বলে বাড়ি থেকে বের হয় জাসমিন। ফিরে এসে রাজারহাটে যাওয়ারও কথা ছিল তার। তবে তার পরিবার সূত্রে খবর, এদিন হাওড়া থেকে ট্রেন ধরার পরই ফোন বন্ধ হয়ে যায় তরুণীর। মাঝে একদিন ফোনে পাওয়া গেলে সে জানায় নিউ দিল্লিতে রয়েছে। সেখানে র‍্যাম্প শো করাবে বলে নিয়ে যায় এক অপরিচিত যুবক। তারপর থেকে আর যোগাযোগ করা যায়নি জাসমিনের সঙ্গে। শেষে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন স্বামী প্রসেনজিৎ মন্ডল। এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

সূত্র : জি নিউজ।

পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বেল্লাল ওরফে রুবেলকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট।

জানা যায়, গতকাল রোববার রাত দুইটার দিকে পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর থেকে জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি বেল্লাল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। বেল্লাল খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার চংড়াছড়ি বৈদ্যটিলা এলাকার নুরুল আলম মোয়াজ্জেমের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঘটনার পর বেল্লাল আত্মগোপনে চলে যায়। ২০১৯ সালের অক্টোবর মাসে রুবেল নাম ব্যবহার করে পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় রাজমিস্ত্রির কাজ নেয়। এর পর বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা তাকে দীর্ঘদিন ধরে নজরদারীতে রাখার পর গতকাল রোববার গ্রেফতার করে।

উল্লেখ্য, বোমা হামলার পর খাগড়াছড়ি থানায় একটি মামলায় জেএমবির ৯ সদস্যের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড হয়। এর মধ্যে ৮ জন আগেই জেলখানায় বন্দি এবং বেল্লাল পলাতক ছিলেন।

বরিশালে ম্যাশনরী ও রডবাইন্ডিং এবং ফেব্রিকেশন ট্রেডের সার্টিফিকেট বিতরণী

মোঃ শাহাজাদা হীরা:

আজ ১৩ জানুয়ারি সকাল ১০ টায় কারিতাস মটস বাসিছসিইপ প্রকল্পের আয়োজনে। কারিতাস বরিশাল আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে। মটস বাসিছসিইপ প্রকল্পের, ম্যাশনরী ও রডবাইন্ডিং এবং ফেব্রিকেশন ট্রেডের ৮ম ব্যাচের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক কারিতাস বরিশাল ফ্রান্সিস বেপারী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ম্যানেজার ও অফিস ইন চার্জ সেইভ দ্যা চিলড্রেন বরিশাল মোঃ ফারুক হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ আতাউর রাব্বিসহ অংশগ্রহণকারী বেকার যুবক যুবতীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভায় অতিথিরা ৩ মাস মেয়াদি মটস বাসিছসিইপ প্রকল্পের, ম্যাশনরী ও রডবাইন্ডিং এবং ফেব্রিকেশন ট্রেডের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। পরে জেলা প্রশাসক বিভিন্ন ট্রেড এর প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

বরিশালে বঙ্গবন্ধু জাতীয় চাম্পিয়নশীপ ২০২০ উদযাপন উপলক্ষে আনন্দ র‌্যালি

মোঃ শাহাজাদা হীরা:
আগামী ১৭ জানুয়ারি ২০২০ তারিখ হতে দেশব্যাপী একযোগে শুরু হবে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০।

এ উপলক্ষে আজ ১৩ জানুয়ারি সোমবার সকাল সাড়ে নয়টায়। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে। বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০ উপলক্ষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ আতাউর রাব্বিসহ সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়ার, কোচ, ম্যানেজার, রেফারি ধারাভাষ্যকার এবং বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

বসে থেকেও ওজন নিয়ন্ত্রনে রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:
ঘণ্টার পর ঘণ্টা ডেস্কে বসে কাজ করলে ওজন বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। ওজন যেহেতু শরীরের জন্য ক্ষতিকর অবশ্যই তা নিয়ন্ত্রণে রাখতে হবে। কিন্তু উপায় কী? ডেস্কেই যাদের কাজ তাদের তো টানা কাজ করতেই হবে। টানা কাজ করেও ওজন নিয়ন্ত্রণ করা যায়।

আসুন জেনে নিই সেই উপায়-

১. সকালে অফিসে যাওয়ার তাড়া থাকলেও খাবার না খেয়ে যাবেন না। একটু বেলা করে অফিসে রওনা হলে ভাত খেয়ে যেতে পারেন। এতে সারাদিন খিদে পাওয়ার প্রবণতা কমবে।

২. কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে সারাদিন এনার্জির ঘাটতি হবে না।

৩. অফিসে প্রতি এক ঘণ্টা কাজের পর কিছুসময় ব্রেক নিতে পারেন। সেই সময় হাঁটতে পারেন, দেখবেন শরীর ভালো থাকবে।

৪. বাড়িতে তৈরি খাবার খেলে সুস্থ থাকা যায়। রাস্তার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন।

৫. চেয়ারে বসেই হালকা স্ট্রেচিং ও হালকা ঘাড়ের ব্যায়াম করে নিতে পারেন। এতে দীর্ঘক্ষণ বসে কাজ করার ক্লান্তি আপনাকে ছুঁবে না।

৬. সপ্তাহে দু-একদিন অফিসের লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে উঠুন। দেখবেন শরীর ঝড়ঝড়ে লাগছে।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

কামাল হাসান রনি:
দেশের সবচেয়ে বড় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র উৎপাদন শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় জাতীয় গ্রিডের সঙ্গে  সংযুক্ত(সিনক্রোনাইজিং)করা হয়। প্রাথমিক ভাবে কেন্দ্রটি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবি থেকে দেশে ফিরলে পায়রা বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের করবেন।পাওয়ার প্রকল্প পরিচালক শাহ আব্দুল মাওলা বলেন, ‘আজকে বেশ কিছুক্ষণ কেন্দ্রের প্রথম ইউনিট চালানো হয়েছে। এখন ১০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যাচ্ছে।প্রতিদিন অল্প অল্প করে বিদ্যুৎ সরবরাহ করা হবে, এরপর বাড়ানো হবে। পাশাপাশি যন্ত্রপাতিগুলোও চলবে এই মাসজুড়েই’।দুপুরের পর বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয়া হবে। আগামীকাল মঙ্গলবার আবারও  চালু করা হবে।বিসিপিসিএল) বাংলাদেশ-চায়না  কোম্পানির নির্বাহী কর্মকর্তা এ এম খোরশেদুল আলম কেন্দ্রটির উৎপাদন শুরুর খবর নিশ্চিত করেন।সফলভাবে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। বিভিন্ন ধাপে এখন উৎপাদন বৃদ্ধি করা হবে বলে জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে সুবিধাজনক সময়ে কেন্দ্রটি উদ্বোধন করবেন।ইতোমধ্যে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু হওয়া নিয়ে এক ধরনের উচ্ছ্বাস ছিল সবার মাঝে। কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র তো বটেই, এটি দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র। সব মিলিয়ে পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এর আগে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা ছিল ৪৫০ মেগাওয়াট, যা গ্যাসচালিত।এই বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিট ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। সমান ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি উৎপাদনে আসবে আগামী মে মাসে।উল্লেখ্য,পায়রা বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের ৩০ মার্চ।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রুইয়ান (৫৪) নামে এক চীনা নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ জানুয়ারি) রাতে রাবনাবাদ নদের তীরে জেটি নির্মাণ কাজে ব্যস্ত থাকা অবস্থায় ওই চীনা শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অন্য শ্রমিকরা দ্রুত তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।

তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত অন্য চাইনিজ শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, মৃত রুইয়ানের বাড়ি চায়নার বেইজিংএর গুয়াংডং এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার মরদেহ চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান ছিনো হারবার কর্তৃপক্ষ স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করেছেন।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক অনুপ সরকার বলেন, মৃত অবস্থায় ওই চাইনিজ শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ধারণা করা হচ্ছে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, স্বাভাবিকভাবে মৃত্যু হওয়ায় ওই চায়না শ্রমিকের মরদেহ কর্তৃপক্ষ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছে।

পরিচয় মিলেছে মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় নিহত ২ জনের

নিজস্ব প্রতিবেদক:

মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে রোববার (১২ জানুয়ারি) রাতে দুই যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত দুইজনের পরিচয় মিলেছে। নিহতরা দুইজনে মা-ছেলে। এ দুর্ঘটনায় আহত হন আরও তিন।

নিহতরা হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভান্ডারিকাঠি এলাকার রুবেলের স্ত্রী মাহমুদা খাতুন (২৪) ও তার ছেলে মমিন (৬)। আহতরা হলেন, নুর জাহান বেগম (২৮), আইফুনা বেগম (৬০) ও হযরত আলী (৭০)।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের খান বলেন, রোববার রাতে চাঁদপুর হাইমচর উপজেলার মাঝের চর ও মিয়ার বাজার এলাকার মধ্যবর্তী স্থানে এমভি কীর্তনখোলা-১০ ও এমভি ফারহান-৯ নামক লঞ্চ দু’টির সংঘর্ষ হয়। এতে কীর্তনখোলা-১০ লঞ্চের দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন।

নিহত দুইজনের মরদেহ ওই লঞ্চে করে বরিশাল নেওয়া হয়েছে। গুরুতর আহত নুর জাহান বেগমকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে প্রাথমিক চিকিৎসার পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৈশ্বিক শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গতবছর ৯৭ এ থাকলেও এবার এর অবস্থান ৯৮তম। একইসঙ্গে শীর্ষে রয়েছে অর্থাৎ সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মালিক এশিয়া দেশ জাপান। আর সবচেয়ে পেছিয়ে রয়েছে আফগানিস্তান।

ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে বিদেশ ভ্রমণের সুবিধার ভিত্তিতে বিশ্বপ্যাপী এই সূচক তৈরি করা হয়েছে। এ হিসেবে বিনা ভিসায় বিশ্বের ৪১টি দেশ ভ্রমণের সুবিধা নিয়ে কঙ্গো, ইরিত্রিয়া ও ইরানের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে আছে বাংলাদেশ। অবশ্য গতবছরও ৪১ দেশ ভ্রমণের সুবিধায় ছিল বাংলাদেশ।

বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে ৩২টি দেশ ভ্রমণের সুবিধা নিয়ে ১০৪তম অবস্থানে আছে পাকিস্তান। তবে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে। ৮৪টি দেশে ভ্রমণ সুবিধা নিয়ে বৈশ্বিক পাসপোর্ট সূচকে ৫৮তম তম অবস্থান নিয়েছে দেশটি। যার গতবছরের অবস্থান ছিল ৭৯তম।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, বিনা ভিসায় বা অন-অ্যারাইভাল ভিসায় বিদেশ ভ্রমণ সুবিধার ভিত্তিতে বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন করে যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনা বিষয়ক ফার্ম হেনলি অ্যান্ড পার্টনারস। আর ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্য ব্যবহার করে তৈরি একমাত্র সূচক এটি। আইএটিএ’র সহায়তায় ২০০৬ সাল থেকে এ জরিপ করছে প্রতিষ্ঠানটি। অপরদিকে, বিশ্বের পর্যটকদের তথ্যভিত্তিক সবচেয়ে বড় ডাটাবেজ এই আইএটিএ।

সূচক অনুযায়ী, বাংলাদেশের পাশাপাশি অবস্থানে আছে শ্রীলঙ্কা। ৪২ দেশে ভ্রমণ সুবিধা নিয়ে এশিয়ার এ দেশটি আছে ৯৭তম অবস্থানে। এছাড়া নেপাল রয়েছে ১০১তম স্থানে। তাদের ভিসা ছাড়া পাসপোর্ট দিয়ে ভ্রমণ সুবিধা আছে ৩৮টি দেশে। পাশাপাশি মিয়ানমার আছে ৯৪তম অবস্থানে। দেশটির ভ্রমণের অধিকার আছে ৪৭ রাষ্ট্রে।

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের। এ দেশের পাসপোর্ট দিয়ে ১৯১টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। এরপরেই আছে সিঙ্গাপুর ১৯০টি দেশভ্রমণ সুবিধা নিয়ে। এছাড়া তৃতীয় অবস্থানে আছে যৌথভাবে জার্মানি ও দক্ষিণ কোরিয়া। তাদের দেশভ্রমণ সুবিধা ১৮৯টি। এ হিসেবে শক্তিশালী পাসপোর্ট সূচকের শীর্ষ তিনে এশিয়ার তিন দেশ।

এছাড়া চার নম্বরে আছে ফিনল্যান্ড ও ইতালি (১৮৮)। পাঁচে আছে ডেনমার্ক, লুক্সেমবার্গ ও স্পেন (১৮৭)। ছয় অবস্থানে জায়গা পেয়েছে ফ্রান্স ও সুইডেন (১৮৬)। এছাড়া অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল ও সুইজারল্যান্ড (১৮৫) সাতে, বেলজিয়াম, গ্রিস, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র (১৮৪) আটে, অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, মাল্টা ও নিউজিল্যান্ড (১৮৩) নয়ে অবস্থান করছে। এছাড়া ১০ নম্বরে যৌথভাবে আছে হাঙ্গেরি, লিথুয়ানিয়া ও স্লোভাকিয়া (১৮১)।

সবচেযে কম শক্তিশালী পাসপোর্ট হলো- আফগানিস্তান (১০৭তম), ইরাক (১০৬), সিরিয়া (১০৫), পাকিস্তান ও সোমালিয়া (১০৪), ইয়েমেন (১০৩) ও লিবিয়া (১০২)।

এদিকে, সূচকে পিছিয়ে গেলেও বাংলাদেশকে ভিসা ফ্রি অর্থাৎ শুধু পাসপোর্টে ভ্রমণ সুবিধা দেওয়া দেশের সংখ্যা একই রয়েছে। বাংলাদেশকে এশিয়ায় এই সুবিধা দেয় ভূটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। এছাড়া আফ্রিকার ১৬টি, ওশেনিয়া অঞ্চলের সাতটি ও ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশে বাংলাদেশের পাসপোর্টে ‘ভিসা ফ্রি’ সুবিধা মেলে।

>> HENLEY PASSPORT INDEX 2020