পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বেল্লাল ওরফে রুবেলকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট।

জানা যায়, গতকাল রোববার রাত দুইটার দিকে পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর থেকে জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি বেল্লাল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। বেল্লাল খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার চংড়াছড়ি বৈদ্যটিলা এলাকার নুরুল আলম মোয়াজ্জেমের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঘটনার পর বেল্লাল আত্মগোপনে চলে যায়। ২০১৯ সালের অক্টোবর মাসে রুবেল নাম ব্যবহার করে পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় রাজমিস্ত্রির কাজ নেয়। এর পর বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা তাকে দীর্ঘদিন ধরে নজরদারীতে রাখার পর গতকাল রোববার গ্রেফতার করে।

উল্লেখ্য, বোমা হামলার পর খাগড়াছড়ি থানায় একটি মামলায় জেএমবির ৯ সদস্যের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড হয়। এর মধ্যে ৮ জন আগেই জেলখানায় বন্দি এবং বেল্লাল পলাতক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *