আমতলীতে সরকারী ধান ক্রয়ে অনিয়ম ১৯৫ বস্তা ধান জব্দ, ১ জনের কারাদন্ড

মো: মহসীন মাতুব্বর, আমতলী প্রতিনিধি:
আমতলীতে সরকারী ধান ক্রয়ে অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন খাদ্য গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে ক্রয়কৃত ১শ’৯৫ বস্তা ধান জব্দ করেন। এ অনিয়ের সাথে জড়িত থাকার অভিযোগে উপ-খাদ্য পরিদর্শক অঞ্জন কুমার ডাকুয়াকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের বিনা শ্রম কারাদন্ড ও ধান সরবরাহকারী ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, আমতলী উপজেলায় কৃষকের নিকট থেকে সরকারীভাবে এবছর ১ হাজার ৪০ টাকা মন দরে ২ হাজার ৯১ টন ধান ক্রয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। খাদ্য বিভাগের লোকজন ওই ধান কৃষকের নিকট থেকে না কিনে এক শ্রেণির দালালের মাধ্যমে নি¤œ মানের ধান ক্রয় করছেন। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলা নির্বাহী অফিসার বৃহস্পতিবার সকাল ১০টায় এ খবর পেয়ে টিএন্ডটি সড়কে অবস্থিত খাদ্য গুদামে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি অবৈধ ভাবে ধান সরবরাহকারী ফেরদৌস এর নিকট থেকে ১শ’ ৯৫ বস্তা ধান ক্রয়ের সত্যতা পান। ফেরদৌস আমতলীর উত্তর টিয়াখালী গ্রামের ৫ জন কৃষকের কার্ড সংগ্রহ করে ওই কার্ডের অনুকুলে খাদ্য গুদামে ধান সরবরাহের জন্য গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার মেসার্স দীপ্ত এন্টার প্রাইজের মালিক সুনিল সমদ্দার এর আড়ৎ থেকে ধান ক্রয় করে ট্রাক যোগে আমতলী এনে খাদ্য গুদামে সরবরাহ করে। এসময়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন সরবরাহকৃত ১শ’ ৯৫ বস্তা ধান জব্দ করেন। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে খাদ্য বিভাগের উপ-খাদ্য কর্মকর্তা অঞ্জন কুমার ডাকুয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ধান সরবরাহকারী ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত) মো. শফিকুল ইসলাম এবং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিসএলএসডি) রবীন্দ্র নাথ মন্ডলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করেন।

এ বিষয়ে আমতলী উপজেলা ওসিএলএসডি রবীন্দ্র নাথ মন্ডলকে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। (০১৭৩৪৬৭৮০৬৪)
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, জব্দ করা ধান পুলিশের হেফাজতে রয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন জানান, কৃষকের নিকট থেকে ধান না কিনে খাদ্য বিভাগের লোকজন দালালের মাধ্যমে নি¤œ মানের ধান ক্রয় করে খাদ্য গুমামে মজুদ করার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এবং ঘটনার সত্যতা পেয়ে উপ-খাদ্য কর্মকর্তা অঞ্জনকে ১০ দিনে কারাদন্ড ও ধান সরবরাহকারী ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করি। তিনি আরো বলেন, জব্দকৃত ধান পুলিশের হেফাজতে রয়েছে।এ ধান পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে।

মাদক পাচারকালে যুবলীগ সম্পাদকসহ আটক ৯

নিজস্ব প্রতিবেদক:

ভোলা বোরহানউদ্দিন থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সহ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইসমাইল সহ ৯ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত অনুমান ১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মোকাম্মেল ভুঁইয়ার পরিত্যাক্ত ঘর থেকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে মাদক মামলায় ভোলা কোর্টে প্রেরণ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত পোনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো: রাসেলুর রহমানের নেতৃত্বে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম.এনামুল হক, এস.আই মোহাইমিনুল ইসলাম, এস.আই মো: হেমায়েত উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে টবগী ইউনিয়নের চকঢোষ গ্রামের মাদক বিরুদ্ধে অভিযান চালায়। ওই সময় ওই এলাকার মোকাম্মেল ভুঁইয়ার পরিত্যক্ত করতে থেকে ৯ মাদক পাচারকারীকে আটক করা হয়। তাদের শরীর তল্লাশি করে ৩১৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ২৫ গ্রাম গাঁজা, ৯টি মোবাইল সেট, মাদক ক্রয়বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এসময় আটকৃতরা হলেন, উপজেলার কাচিয়া এলাকার আবু তাহের ভুইয়ার ছেলে মোকাম্মেল ভুঁইয়া (৩৬), বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইসমাইল খান (৪৮), তজুমদ্দিনের আ: রব তালুকদারের ছেলে মো: সবুজ তালুকদার (৩৫), একই উপজেলার কেয়ামুল্লা গ্রামের সেরাজল হকের ছেলে মো: সাহাবুদ্দিন (৩৫), চরফ্যাশনের শষীভুষন থানার চর মঙ্গল গ্রামের ছিদ্দিক ব্যাপারির ছেলে মো: কবির ব্যাপারী (২৫), একই উপজেলার রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাইনউদ্দিনের ছেলে মোশারফ হোসেন মঞ্জ (৩৫),

বোরহানউদ্দিন পৌরসভার ৫নংওয়ার্ডের ইউনুছ মিয়ার ছেলে মামুন (৩৬), একই উপজেলার গংগাপুর ইউনিয়নের জয়া গ্রামের মো: মজিল হক মৃধার ছেলে মো: মাকসুদুর রহমান (৩৫), উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো:ছিদ্দিকের ছেলে মো: সাদ্দাম (৩২)। এদের মধ্যে মাকসুদুর রহমান উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাদ্দাম হোসেন প্রচার সম্পাদক পদে রয়েছেন। এদিকে বৃহস্পতিবার মাদক মামলায় তাদের ৯ জন কে জেল হাজতে প্রেরণ করা হয়। বোরহানউদ্দিন থানায় মাদক মামলা নং ১১ তারিখ: ০৯-০১-২০২০।

এব্যাাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বরিশাল বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মেয়র সাদিক আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

দুই দিনের সফরে বরিশালে এসেছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি।

আজ বিকেলে তিনি বিমানযোগে বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরে তাকে অভ্যর্থণা জানিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

 


এসময় বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোক্তার হোসেন, ট্রাফিকের ডিসি খায়রুল ইসলাম সহ প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরিশালে র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

বরিশাল র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

৮ জানুয়ারী রাত পৌনে ২ টার দিকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন নলীকে আটক করা হয়।

আটককৃত গিয়াস উদ্দিন নলীর বাসায় ১ টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড কার্তুজ, ১ টি পিস্তলের ম্যাগাজিন এবং ৭৮ (আটাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে গিয়াস উদ্দিন নলী (৪৩) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার, দক্ষিণ চর আইর কান্দি গ্রামের মৃত ওমর আলী নলীর পুত্র।

এব্যাপারে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে মাদারীপুর জেলার কালকিনি থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকেলে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবালসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত এবং দুইজন আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ১৬/৬এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের এনামুল সরকারের পাড়া গ্রামের তোফজুল হকের ছেলে সেলিম রেজা (২৪) ও পাঁকা পোড়াপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে সুমন (২৩)।

আহত সাকির ও দেলবরকে রাজশাহী মেডিকেল কেলজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন বাংলাদেশি রাখাল ভারত থেকে গরু নিয়ে আসার সময় ৭৮বিএসএফ চাঁদনীচক বিওপি’র বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে।
এতে ঘটনাস্থলেই সেলিম রেজা ও সুমন মারা যান এবং সাকির ও দেলবর গুলিবিদ্ধ হন।

৫৩বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে নিহতদের পরিবার থেকে বিজিবিকে কিছু জানানো হয়।

শনিবার থেকে ফের আসছে শৈত্যপ্রবাহ

আবহাওয়া ডেস্ক:

আগামী শনিবার থেকে সোমবার (১১-১৩ জানুয়ারি) শৈত্যপ্রবাহে শীতের দাপট বাড়তে পারে বলে বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। এর আগে রাজধানী ঢাকাসহ সারাদেশে ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির শুরুতে দুই দফা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।

এদিকে, তাপমাত্রা সামান্য ওঠানামার মধ্যে থাকলেও পুরো জানুয়ারি মাসে শীতের দাপট থাকবে। শৈত্যপ্রবাহ ছাড়াও দিন ও রাতে শীতের অনুভূতি কিছুটা বেশি থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
গত বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, যশোর, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে।

সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশালে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সদস্যরা এই মানববন্ধনে অংশ নেন।

প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল ইলেক্টনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, বরিশাল টেলিভিশন মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, সমকালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, যুগান্তরের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন, রিপোর্টার্স ইউনিটির সধারন সম্পাদক মিথুন সাহা ও ফটো সাংবাদিক নেতা মো. মনিরুজ্জামান সহ অন্যান্যরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন ঢাকা, খুলনা, মাদারীপুরসহ সারা দেশে ধারাবাহিকভাবে সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের হাতকড়া পরাচ্ছে, কাউকে ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠাচ্ছে। বক্তারা সাংবাদিক নির্যাতনকারীদের দৃস্টান্তমূলক শাস্তি এবং অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।

একই সাথে খুলানায় ৭১ টেলিভিশনের ব্যুরো প্রধান রাকিব উদ্দিন পান্নুর উপর হামলাকারী চীনা নাগরিককে বাংলাদেশ থেকে বহিষ্কারের দাবি জানান বক্তারা।

শুক্রবার থেকে শুরু বিশ্ব ইজতেমা, আসছেন ৬৪ জেলার মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক:

তুরাগ নদীর তীরে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরুর দুই-তিনদিন আগেই ময়দানে প্রবেশ শুরু করেছেন মুসল্লিরা। তাবলিগ জামাতের তিন দিনব্যাপী এ ইজতেমার প্রথম পর্ব আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। কনকনে শীত উপেক্ষা করে এরই মধ্যে পৌঁছে গেছেন কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ।

ইজতেমা আয়োজকরা জানান, এবার দেশের ৬৪ জেলার মুসল্লিদের সুবিধার জন্য ইজতেমা ময়দান ৯২টি খিত্তায় ভাগ করা হয়েছে। মুসল্লি বেশি হয়ে গেলে তাদের জন্য আরও পাঁচটি খিত্তা রিজার্ভ রাখা হয়েছে।
আয়োজক কমিটির ধারণা, গতবারের চেয়ে এবার কয়েকগুন বেশি মুসল্লি ময়দানে অবস্থান নিবেন। ১০ জানুয়ারি শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১২ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। প্রথম পর্বে মাওলানা জুবায়েরের অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। এরপর ৪ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি শুরু হয়ে ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে।

এদিকে, বিভিন্ন জেলার মুসল্লিরা তাদের সামানা নিয়ে ময়দানে অবস্থান করতে দেখো গেছে। একদিকে চলছে ময়দানে সর্বশেষ প্রস্তুতি, অপরদিকে চলছে মুসল্লিদের প্রবেশ।

ফুলকপি প্রতিরোধ করবে ক্যান্সার

লাইফস্টাইল ডেস্ক:

ফুলকপি একটি শীতকালিন সবজি। ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটকেমিকেলসহ বিভিন্ন পুষ্টিকর উপাদানে ভরপুর এই সবজিটি।

জেনে নিন ফুলকপির বিভিন্ন উপকারিতা;
ক্যান্সার প্রতিরোধক
ফুলকপিতে আছে এমন কিছু উপাদান যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। ফুলকপির সালফোরাফেন ক্যান্সারের স্টেম সেল ধ্বংস করতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের টিউমারের বৃদ্ধি প্রতিহত করে।

হৃদযন্ত্র ভালো রাখে
হৃদপিণ্ড ভালো রাখতে ফুলকপি বেশ সহায়ক। এর সালফোরাফেন উপাদান রক্ত চাপ কমায় এবং কিডনি ভালো রাখে। তাছাড়া ধমনীর ভিতরে প্রদাহ রোধ করতেও সাহায্য করে ফুলকপি।

মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে
ফুলকপিতে আছে কলিন (এটি ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ এক ধরনের পানিজাতীয় পুষ্টি উপাদান) ও ভিটামিন-বি, যা মস্তিষ্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কলিন মস্তিষ্কের কগনিটিভ প্রক্রিয়ায় সাহায্য করে। অর্থাৎ এতে স্মৃতিশক্তি বাড়ে ও দ্রুত শিখতে সাহায্য করে।

হজমে সহায়ক
ফুলকপিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার-জাতীয় উপাদান। যা খাবার হজম প্রক্রিয়ায় সাহায্য করে। তাছাড়া ফুলকপির ফাইবার খাবার হজম হতে কার্যকর ভূমিকা পালন করে।