প্রেমিকার জন্য গরীব কাদিরের নকশি ক্ষেত!

অনলাইন ডেস্ক:

মানসিক ভাবনা আর ভালোবাসার নিদর্শনের রূপ মাঠে ফুটিয়ে তুলেছেন সৃষ্টিশীল মনের অধিকারী কৃষক আব্দুল কাদির (৪০)। ৩৫ শতক জমিতে শৈল্পিক বুননে ফসলের মাঠকে করে তুলেছেন দৃষ্টিনন্দন। প্রতিদিন শত শত মানুষ কৃষক কাদিরের ক্ষেত দেখতে ভিড় করছেন।

এই কৃষকের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের পাড়াখলাবলা গ্রামে। তিনি হাজী তারা মিয়ার দ্বিতীয় পুত্র। সরেজমিন মাঠে গিয়ে কৃষক কাদিরের সঙ্গে কথা হয়। তিনি জানান, তার গ্রামে একটি ’বন্ধুমহল’ ডিজিটাল ক্লাব আছে। তিনি সেই ক্লাবের উপদেষ্টা সদস্য। ক্লাবের সদস্যরা তার কাছে ডিজিটাল পদ্ধতির কিছু করে দেখানোর জন্য আবদার করে। ক্লাবের সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে চিন্তা করতে লাগলেন কি করা যায়। হঠাৎ তার মাথায় এলো স্থানীয় কৃষি বিভাগ থেকে পাওয়া রবি শস্য সরিষার প্রদর্শনী প্লটে চিত্রকলার আলোকে বীজ বপন করে কিছু নতুনত্ব সৃষ্টি করা যায় কি না।

পরিকল্পনা অনুযায়ী ক্লাবের সদস্যদের সহায়তায় ৩৫শতক জমিতে হাল চাষ করে জমির বুকে চিত্রাংকন করেন। তারপর চিত্ররেখার মাঝে বারী-১৫ জাতের সরিষা বীজ বপন করেন। জমিতে সেই বীজ গজানোর পর পুরো ক্ষেত যেন জীবন্ত ছবির রূপ ধারণ করে। ‘বন্ধুমহল’ ক্লাবের সদস্যরা ক্ষেতের নাম দিয়েছেন ‘নকশী কাঁথার মাঠ’। ফসলের এই কারুকার্যময় চিত্ররূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকার শত শত মানুষ ক্ষেতের পাশে ভিড় করছেন।

ক্ষেত ঘুরে দেখা যায় দুপাশে রয়েছে দুটি নৌকা, জাতীয় ফুল শাপলা, চার কোণে চারটি লাভ চিহ্ন এবং ক্ষেতের মধ্যখানে একটি বড় লাভ চিহ্ন। যার ভিতরে রয়েছে কৃষক আব্দুল কাদিরের নাম। জমিতে এই নান্দনিক ছবি আঁকার পেছনে যুক্তি কি? জানতে চাইলে কাদির বলেন, ‘নৌকা আমি ভালোবাসি। নৌকা হলো আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা ও গণমানুষের প্রতীক। শাপলা হলো আমাদের জাতীয় ফুল। ফুলের প্রতি ভালোবাসা থেকেই শাপলা আঁকা।’

ক্ষেতের চার কোণে ও মধ্য ভাগে লাভ চিহ্ন আঁকার ব্যপারে জিজ্ঞাস করা হলে কাদির হেসে বলেন, ‘এর পেছনে একটি মজার গল্প রয়েছে। গল্পটি হলো কিশোর বয়সে উপজেলার সোহাগী গ্রামের এক কিশোরীর প্রেমে পড়েছিলাম। তখন সেই প্রেমের সেতু বন্ধন রচিত হয়েছিল চিঠির মাধ্যমে। প্রেমিকা আমাকে যখন চিঠি লিখতো তখন চিঠির চার কোণে চারটি এবং মাঝখানে একটি বড় লাভ চিহ্ন এঁকে দিতো। লাভ চিহ্নের ভেতরে লেখা থাকতো প্রেমিকার ও আমার নাম। কিশোর বয়সের সেই লাভ চিহ্নকে ফসলের জমিতে ফুঁটিয়ে তুলে ভালোবাসার প্রতি সম্মান দেখালাম। আমার প্রেমিকার নাম মকসুদা বেগম। ভালোবেসে তাকে বিয়ে করে সুখে সংসার করছি। আমাদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। মাকসুদা আমার কাছে মমতাজের মত। সম্রাট শাহজাহান তার স্ত্রীর ভালোবাসার নিদর্শন স্বরূপ পৃথিবী বিখ্যাত সুরম্য তাজমহল তৈরী করেছিলেন। আমি গরীব, আমার সামর্থ্য নেই, কিন্তু আমার স্ত্রীর প্রতি ভালোবাসার কমতি নেই। তাই তাজমহল বানাতে না পারলেও জমিতে সেই লাভ চিহ্নের নকশা এঁকে প্রেমের নিদর্শন হিসেবে প্রেয়সীকে লেখা চিঠির মতোই নিজের জমিতে প্রেমপত্র এঁকেছি।’

কৃষক আব্দুল কাদির আরও জানান, ‘জমিতে দৃষ্টিনন্দন ফসল ফলানোর পর মানুষের কৌতূহল দেখে ক্লাবের সদস্যরাও আমার ক্ষেতের আদলে তারাও ফসল আবাদের প্রত্যয় ব্যক্ত করছেন। গ্রামের যুবকরা বাজে নেশা ছেড়ে যদি কৃষিকাজে মনোযোগী হয়ে আর্থিক ভাবে স্বাবলম্বী হয় তাহলেই আমার প্রয়াস স্বার্থক হবে বলে মনে করি। এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, কৃষক আবদুল কাদির মানসিক ভাবনার সফল বাস্তবায়ন ঘটিয়েছেন নিজের ফসলের মাঠে। তার ব্যতিক্রমী উদ্যোগটি প্রশংসনীয়।’

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে সপ্তাহব্যাপী নানা আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর ভাটিখানা আঞ্চলিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় চত্ত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

এর আগে মাদক বিরোধী সংগঠন নিউ লাইফের উদ্যোগে নগরীর নাজিরের পোল থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, মাদক একটি সামাজিক সমস্যা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগনের মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে বলতে হবে।
আঞ্চলিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এএফএম হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রেপলিটন পুলিশের সহকারী কমিশনার (কাউনিয়া জোন) আব্দুল হালিম। বক্তৃতা করেন নারী শিল্পোদ্যোক্তা রিনা পারভীন ও মাদক বিরোধী সংগঠন নিউ লাইফের সমন্বয়কারী মর্তুজা জুয়েলসহ অন্যান্যরা।

সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সেখানে এক সংবাদ সম্মেলনে ৭দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন আঞ্চলিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এএফএম হাফিজুর রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ প্রথমদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা, মাদক বিরোধী কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংগঠনের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে মাদক বিরোধী মেলার আয়োজন করা হয়।

এছাড়া সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট এবং শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক প্লেসে মাদক বিরোধী প্রচারণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এরশাদের বিশ্বস্ত লোকদের ছাঁটাই করলেন বিদিশা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ১১ কর্মচারীকে বারিধারার বাসভবন ‘প্রেসিডেন্ট পার্ক’ থেকে বিদায় দেয়া হয়েছে। তাদের বেশির ভাগই দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে এরশাদের বাসভবনে কাজ করে তার বিশ্বস্ত হয়ে উঠেছিলেন।

এরশাদের আস্থাভাজন ওই সব কর্মচারী হলেন গাড়িচালক আবদুল আউয়াল, আজিজুর রহমান ও আবদুল মান্না, ব্যক্তিগত সহকারী আবদুল ওয়াহাব ও মতিউর রহমান, পাচক ডিউক রোজারিও ও বিপ্লব হোসেন, ক্যামেরাম্যান আবদুস সাত্তার, কাজের বুয়া নিপা ও রুবিনা এবং মালি আতাউর রহমান।
শেষ জীবনের প্রায় তিন বছর এরশাদ ছিলেন খুবই অসুস্থ। বিদায়ী কর্মচারীরা গণমাধ্যমকে জানান, এ সময়ে প্রায় প্রতিদিন শয্যায় মলমূত্র ত্যাগ করতেন এরশাদ। তাকে দেখভাল করার আপন কেউ থাকতেন না বারিধারার বাসায়। মলমূত্র পরিষ্কার করা থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতির ওষুধ খাওয়ানো এবং সেবা শুশ্রূষা করতেন কর্মচারীরাই। মাঝেমধ্যে গভীর রাতে চালকদের ডেকে বেরিয়ে পড়তেন এরশাদ। চিৎকার করে বলতেন, দ্রুত গাড়ি বের করো, বাসায় থাকলে আমি মারা যাব। সে দিনগুলোতে সারারাত জেগে থাকতে হতো বাসার ১১ কর্মচারীকে।

এরশাদের দুর্দিনে পাশে থাকা ওই কর্মচারীরা চাকরি হারিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা সিদ্দিক এরশাদের সন্তান এরিক এরশাদের মাতৃত্বের দাবি নিয়ে ওই বাসভবনে প্রবেশের পর থেকে তিনি বিদায় দেয়া শুরু করেন কর্মচারীদের। তাদের বলা হয়েছে, ১ জানুয়ারি থেকে বারিধারার বাসায় প্রবেশ না করতে।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, এরশাদের এসব কর্মচারীকে বিদায় দিয়ে বিদিশা সিদ্দিক তার নিজস্ব লোকদের ওই পদগুলোতে নিয়োগ দিয়েছেন। এরশাদের বাসার কর্মচারীদের বেতন দেয়া হয় এরশাদ গঠিত ট্রাস্ট থেকে।

এ বিষয়ে জানতে চাইলে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের পরিচালক মেজর (অব.) খালেদ আকতার বলেন, বারিধারার বাসভবন থেকে এরশাদের বিশ্বস্ত কর্মচারী, যারা সাবেক রাষ্ট্রপতির জীবনের শেষ দিনগুলোতে তার পাশে থেকে সেবা দিয়েছেন বিদিশা তাদের সবাইকে বিদায় দিয়েছেন। ব্যাপারটা খুবই দুঃখজনক। আমরা ট্রাস্ট থেকে তাদের বেতন দিতাম। এখন বিদিশা তার নিজস্ব লোক নিয়োগ দিয়েছেন। আমরা বিদিশার লোকদের বেতন দেব কি না? মিটিং করে সিদ্ধান্ত নেব।

বরিশাল শেবাচিম হাসপাতাল চত্বর থেকে মানব কঙ্কাল উদ্ধার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে মানবদেহের মাথার খুলি ও দু’টি হাড় (কঙ্কাল) উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ইন্টার্ন ডক্টরস হোস্টেলের পেছনে থাকা খাল থেকে এ কঙ্কাল উদ্ধার করে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের (১১ নম্বর ওয়ার্ড) সুপারভাইজার সাইদুল ইসলাম জানান, খালটি পরিষ্কারের সময় মানবদেহের মাথার খুলি ও দু’টি হাড় অর্থাৎ কঙ্কালের অংশবিশেষ ময়লার সাথে উঠে আসে। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

কঙ্কালের অংশ বিশেষ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

বরিশালে ২০১৯ সালের আলোচিত যত হত্যাকান্ড

নিজস্ব প্রতিবেদক:
একটি সুন্দর সকালের মধ্যদিয়ে শুরু হয়েছিলো ২০১৯ সালের ১ জানুয়ারি। দেখতে দেখতে ৩৬৫দিন পর ক্যালেন্ডারের পাতায় চলে এসেছে ২০২০ সাল। বিদায় নেয়া ২০১৯ সালটি বরিশালসহ দক্ষিণাঞ্চলের জন্য বেশ আলোচিত ও সমালোচিত ছিলো। বিশেষ করে বছরের মধ্য এবং শেষ ভাগে বেশকিছু হত্যাকান্ড কাপিয়ে তুলেছিলো গোটা দেশ।
যারমধ্যে অন্যতম বৃহত্তর বরিশাল বিভাগের বরগুনার রিফাত শরীফ হত্যাকান্ড। ২০১৯ সালের ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারী কলেজের সামনে স্ত্রী মিন্নির সামনে তার স্বামী রিফাত শরীফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাং ‘বন্ড গ্র“প’। সেই ঘটনার ভিডিও দেশব্যাপী ছড়িয়ে পরে। পরবর্তীতে যা নিয়ে সরকারের উচ্চ মহলও কেঁপে ওঠে। খোঁদ প্রধানমন্ত্রী নিজেই ওই ঘটনায় দুঃপ্রকাশ করে দ্রুত আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। রিফাত হত্যাকান্ডের প্রধান ঘাতক নয়ন বন্ড পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। তাছাড়া ঘটনার শেষভাগে হত্যা মামলার প্রধান স্বাক্ষী থেকে নিহতের স্ত্রী মিন্নির আসামি হওয়ার বিষয়টি আরও সমালোচিত হয়।

অপরদিকে বছরের শেষভাগে আলোচনার বিষয় ছিলো বরিশালের বানারীপাড়া উপজেলার ট্রিপল মার্ডার। গত ৭ ডিসেম্বর গ্রাম্য এক কবিরাজ রাতের আধারে প্রবাসীর মা, বোন জামাতা এবং খালাতো ভাইকে হত্যা করে। ওই ঘটনায় হত্যার পরিকল্পনাকারী এবং প্রধান ঘাতককে তার সহযোগিসহ গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। একই সাথে প্রবাসীর স্ত্রীকেও গ্রেফতার করা হয়।
এর আগে দেশজুড়ে উত্তাপ ছড়িয়েছিলো ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও মুসল্লীদের সংঘর্ষের ঘটনা। ফেসবুকে মহানবি (স.) অবমাননা করার গুজব ছড়িয়ে গত ২০ অক্টোবর মুসল্লীদের প্রতিবাদ সমাবেশে বাঁধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছিলো।
এছাড়াও ২০১৯ সালের আলোচিত ঘটনার মধ্যে অন্যতম বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাস্টবিনের পাশ থেকে নবজাতকের ভ্রন উদ্ধারের ঘটনা। ১৮ ফেব্রয়ারি পরীক্ষাগারে সংরক্ষিত ২১টি নবজাতকের ভ্রন উদ্ধারের ঘটনা দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিলো। ২২ মার্চ থ্রী-হুইলার মাহেন্দ্রা দুর্ঘটনায় বিএম কলেজের ছাত্রীসহ আটজন নিহতের ঘটনাও ছিলো বেশ আলোচিত। ১৯ এপ্রিল সদর উপজেলার চরমোনাই এলাকায় পরকীয়া প্রেমিককে সাথে নিয়ে খুন করা হয় দলিল লেখক রিয়াজ উদ্দিনকে। গত ৩ জুন যাত্রীবাহী ফারহান লঞ্চে অজ্ঞান পার্টির খপ্পরে পরে প্রাণহারায় বাবুগঞ্জের এক যুবক। বাঙালি শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৯ জুন কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে চীনা নাগরিক ও বাঙালি শ্রমিকদের মধ্যে সংঘর্ষে এক চীনা নাগরিকের মৃত্যু নিয়েও বেশ আলোচনার সৃষ্টি হয়েছিলো। ১৩ জুন বরগুনায় ঘরে আগুন দিয়ে সন্তানকে পুড়িয়ে হত্যা। ১৫ জুলাই বরিশাল বিশ^বিদ্যালয় এলাকায় ট্রাফিক সার্জেন্ট কিবরিয়াকে চাঁপা দিয়ে হত্যা করে কাভার্ডভ্যান চালক। ১৯ জুলাই ঢাকা-বরিশাল নৌ রুটের সুরভী-৮ লঞ্চের স্টাফ কেবিনে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা। ওই বছরের ২ আগস্ট নগরীর কাশিপুরে পিকাপ চালককে হত্যা, ৬ আগস্ট নগরীর এক তেল ব্যবসায়ীকে বাবুগঞ্জে নিয়ে হত্যা করা হয়। ১০ অক্টোবর অতিরিক্ত মদপানে নগরীর ৩ যুবকের মৃত্যু হয়। ৮ আগস্ট র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী গাঁজা মালেক নিহত হয়। ১১ নভেম্বর ঘূর্ণিঝড় ‘বুলবুলের প্রভাবে ভোলার মেঘনায় ট্রলার ডুবে নিখোঁজ ১০ জেলের লাশ মেহেন্দিগঞ্জে উদ্ধার। একইদিন বিয়ে না করায় তরুনীর গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা এবং ঢাকায় নেয়ার পরে মৃত্যু। এছাড়া ১ ডিসেম্বর বাবুগঞ্জে মোবাইল ফোন কেনার টাকা নিয়ে বিরোধের জেরধরে কিশোরকে আগুনদিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিলো। নতুন বছরে ওইসব আলোচিত ও সমালোচিত ঘটনার মতো আর যেন কোন নির্মম ঘটনা না ঘটে এমনটাই আশা করছেন সচেতন বরিশালবাসী।

বরিশালে চেয়ারম্যানের স্ত্রীর ব্যতিক্রম উদ্যোগে নতুন বই পেল ক্ষুদে শিক্ষার্থীরা

শামীম আহমেদ:
নতুন বছরের প্রথমদিনে দুইটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা স্কুলে এসে নতুন বই নিতে পারেনি সেইসব শিক্ষার্থীদের তালিকা নিয়ে বছরের দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) ওইসব শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ খরচে শিক্ষার্থীদের স্কুলে এনে নতুন বই তুলে দেয়া হয়েছে।
একটি শিশুও যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় সেজন্য ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমনই উদ্যোগ গ্রহণ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার স্ত্রী নারী নেত্রী সুলতানা পারভীন হাফিজ। জানা গেছে, পর্যায়ক্রমে ওই ইউনিয়নের প্রতিটি স্কুলে খোঁজখবর নিয়ে এ উদ্যোগকে শতভাগ সফল করার উদ্যোগ গ্রহণ করেছেন ইউপি চেয়ারম্যানের স্ত্রী সুলতানা পারভীন হাফিজ।

শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর নারীরা সম্মানীত হয়েছেন-এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর নারীরা সম্মানীত হয়েছেন। নারীদের কর্ম ক্ষমতা বেড়েছে। রাষ্ট্রীয়ভাবেও নারীদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। দেশের বিশাল জনগোষ্ঠিকে মানব সম্পদে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। নারীরা এখন ঋণ নিয়ে উদ্যোক্তা হচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে অর্ধ শতাধিক নারী উদ্যোক্তাদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
ইউএনও হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবী প্রমুখ।

আগৈলঝাড়ায় নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

শামীম আহমেদ:
“সোনার বাংলার মুজিব বর্ষে, সমাজ কল্যান এগিয়ে চলে” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্তর থেকে সমাজসেবা দিবসের র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক তালুকদার, একাডেমীক সুপার ভাইজার প্রাণ কুমার ঘটক, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, আমার বাড়ি আমার খামার কর্মকর্তা সুব্রত হালদার, সরকারী গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের দুঃস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বৃদ্ধিসহ আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাতার প্রবর্তন করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের দুঃস্থ ও অসহায় মানুষের সেবা নিশ্চিত কল্পে ১৯৭২সালে কল্যানমুখি বিভিন্ন কর্মসূচি চালু করেন। ওই দর্শনে বর্তমানে দেশের দারিদ্র্যের হার ব্যাপকভাবে হ্রাস পেয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এসময় তিনি সামাজিক সেবার পরিধি আরও বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

বাউফলে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলে শহীদ ইব্রাহিম সেলিম ফাউন্ডেশনের আয়োজনে ‘মুজিববর্ষ’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ অনুষ্ঠিত হয়েছে। ১লা জানুয়ারি সন্ধ্যায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পাবলিক মাঠ)’এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন শহীদ সেলিমের সহদর, নাজিরপুর ইউপি চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সভাপতি ইব্রাহিম ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন।
বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক এনায়েত খাঁন সানা, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম।

উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রুবেল, সাবেক সম্পাদক সামসুল কবির নিশাত, পৌর ছাত্রলীগ আহ্বায়ক নিয়াজ মোর্শেদ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ইবনে ফারুক সৌমিক ও সদস্য সচিব ফুয়াদ হাসানের পরিচালনায় উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন পৌর ছাত্রলীগ ও কালাইয়া ইউনিয়ন দল।

গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরন

নাঈম হাওলাদের (শুভ) বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাএ-ছাএীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে অএ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যদের উপস্হিতিতে সভাপতি আলহাজ্ব এস এম কাইয়ূম খান ও প্রধান শিক্ষক মোঃ ফরিদুজ্জামান খান ছাএ-ছাএীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় উপস্হিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গির হোসেন,সিঃ শিক্ষক মোঃ গোলাম মোস্তফা,অরুন দাস, বি এস সি দিলীপ চ্যাটার্জী,বিমল চন্দ্র হালদার, মোঃ মোকছেদ আলী, মোঃ মানজার হোসেন, মোঃ শহিদুল ইসলাম,শিক্ষিকা নিলুফা ইয়াসমিন,পাপিয়া কুন্ডু, জাকিয়া বেগম, রুবি বেগম,মোঃ আশিকুর রহমান, মোঃ রাসেল হাওলাদার,আবদুল্লাহ আল মাহমুদ,মোঃ জহিরুল খান প্রমুখ।