বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠা বাষির্কী র‌্যালিতে পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী উপলক্ষে আয়োজিত জেলা ছাত্রদলের র‌্যালিতে পুলিশের বাধা লাঠিচার্যের মধ্যেদিয়ে দলীয় কার্যলয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সমাবেশ করেছে জেলা ছাত্রদলের সাধারন মোঃ সম্পাদক কামরুল আহসান ও তার অনুসারীরা।

আজ বুধবার (১লা) জানুয়ারী সকাল ১১টার সময় ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ারোড দিয়ে একটি র‌্যালি সহকারে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে আসার পথে সদররোডের ডাচ বাংলা ব্যাংকের নিকট আসলে কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত তানজিল সহ একদল পুলিশ জেলা ছাত্রদলের মিছিল না করার জন্য বাধা প্রদান করে।

এক প্রর্যায়ে ছাত্রদলের মিছিলে পুলিশ লাঠিচার্য করে র‌্যালি ছত্রভংগ করে দেয়। পরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কর্মীরা এক হয়ে পুনরায় র‌্যালি করে দলীয় কার্যলয়ের সামনে আসে।

এসময় পুলিশ সদস্যরা ছাত্রদলের ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে বলে সাধারন সম্পাদক কামরুল আহসান অভিযোগ করে।

দলীয় কার্যলয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের আয়োজিত অনুষ্ঠানে কামরুল আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান,মোঃ আলাউদ্দিন মৃধা,আরজু মৃধা,কামরুল সিকদার,সোহেল রানা,ইমরান হোসেন,ফজলুল হক,সরকারী বরিশাল কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক সহ বিভিন্ন উপজেলার ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অপরদিকে জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠুর সভাপতিত্বে শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।

অনুষ্ঠানে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ারকে প্রধান অতিথি করা হলেও বিশেষ কারনে তিনি না আসায় উক্ত অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নানু উপস্থিত ছিলেন।

বরিশালে সাংবাদিক কন্যা ও পুত্রের জিপিএ-৫ লাভ

শামীম আহমেদ,বরিশাল:
জেলার গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এসএম মিজানের একমাত্র কন্যা সুমাইয়া ইসলাম মৌ এবারের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ লাভ করেছে। টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মৌ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চান।
অপরদিকে এবারের পিএসসি পরীক্ষায় গৌরনদী পৌর এলাকার সুন্দরদী মহল্লার বাসিন্দা সাংবাদিক ডাঃ মনোতোষ সরকারের পুত্র প্রিতম সরকার জিপিএ-৫ পেয়েছে। বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র প্রিতম উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হতে চায়।
এছাড়াও জেলার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের পুত্র তকী তাহমিদ তোফা এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তোফা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবা করতে চায়। এজন্য সে সকলের কাছে দোয়া চেয়েছে।

পা দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছে সেই মুক্তামনি

শামীম আহমেদ:
দুটি হাত না থাকার পরেও অদম্য ইচ্ছাশক্তি আর চেষ্টায় পা দিয়ে লিখেই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেছে ১২ বছরের মুক্তামনি। শুধু পরিবার নয়; জেলার হিজলা উপজেলার পূর্ব পত্তণীভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও মুক্তামনিকে নিয়ে এ বিজয়ের স্বপ্ন দেখেছিলেন। মুক্তামনিকে নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকার গত ২৪ নভেম্বর একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
মুক্তামনির বিদ্যালয়ের প্রধানশিক্ষক নাছিমা খানম বুধবার সকালে বলেন, অবশেষে আমাদের সকল শিক্ষকের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। মুক্তামনি পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। আমরা আশাকরি সামনের দিনগুলো তার আরও ভালোভাবে কাটবে এবং ভবিষ্যত তার উজ্জল হবে। তিনি বলেন, ফলাফল পাওয়ার পর মুক্তামনি ও তার পরিবারের সাথে কথা হয়েছে। রেজাল্ট ভালো করায় তারা যেমন খুশি হয়েছেন তেমনি এখন বৃত্তি পাওয়ার আশা করছেন। মুক্তামনির পরীক্ষা শেষ হওয়ার দুইদিন পর তার গ্রামের একমাত্র আশ্রয়স্থল দাদী মারা যাওয়ায় এখন সে (মুক্তা) তার মায়ের সাথে ঢাকার রয়েছে। সেখানে সাভারের একটি স্কুলেও ভর্তি হয়েছে মুক্তামনি। প্রধানশিক্ষক জানান, তার বিদ্যালয় থেকে এবার ১৪ জন শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। তাদের মধ্যে মুক্তামনির দুটি হাত না থাকায় সে পা দিয়েই লিখেছে। অন্যান্যদের চেয়ে মুক্তার লেখা অনেক সুন্দর। আর ১৪ জন শিক্ষার্থীর মধ্যে মুক্তা একাই জিপিএ-৫ পেয়েছে।
তিনি (প্রধানশিক্ষক) আরও জানান, মুক্তামনি এতোটাই ভালো ছাত্রী যে, সে কখনো বিনাকারণে স্কুলে অনুপস্থিত থাকেনি। সে নিজের যেকোনো সমস্যা খাদিজা বেগম নামের এক শিক্ষিকার সাথে আলোচনা করে নিতো।
সূত্রমতে, শুরুতে মুক্তামনি গ্রামেই থাকতো। তার মা ঝুমুর বেগম জীবিকার তাগিদে সাভারে বসবাস করে গার্মেন্টসে চাকরি করেন। দুই বছর আগে তৃতীয় শ্রেণিতে পড়াকালীন সময় মুক্তামনি ঢাকার সাভারে যায়। সেখানেই বৈদ্যুতিক তারে জড়িয়ে মুক্তামনি তার দুই হাত হারিয়েছে। চিকিৎসার প্রয়োজনে প্রথমে কনুই থেকে দুটি হাত কেটে ফেলা হলেও ক্ষত ঠিক না হওয়ার একপর্যায়ে পুরোপুরি দুটো হাতই শরীর থেকে কেটে ফেলা হয়েছে। পরবর্তীতে পত্তনীভাঙ্গা গ্রামে দাদী জাহানারা বেগমের কাছে থেকে ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠলে পুনরায় পড়াশোনা করতে চায় মুক্তামনি। তার ইচ্ছেতেই ২০১৮ সালে বাবা সেন্টু মিয়া ও মা ঝুমুর বেগম পূর্ব পত্তণীভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ভর্তি করে মুক্তামনিকে।
সূত্রে আরও জানা গেছে, দুই হাত হারিয়ে নতুন স্কুল জীবনের শুরু থেকেই ডান পায়ের আঙ্গুলের ফাঁকে কলম দিয়ে লেখার অভ্যাস করতে থাকে মুক্তামনি। আর এখন হাতে লেখা যে কারো মতো স্বাভাবিক গতিতেই পা দিয়ে অনায়াসে সে লিখে যেতে পারে। মুক্তার চিকিৎসাসহ আরও এক বোনের পড়াশোনার খরচ চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে তার হতদরিদ্র পরিবার। তবুও মেয়েদের উচ্চশিক্ষিত করতে চান তার মা। মুক্তামনির স্বপ্ন একদিন সে শিক্ষক হবে।

প্রধানমন্ত্রী ১ হাজার কোটি টাকা ব্যায়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

পাণি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেছেন, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার নেতৃত্বে সারা দেশে ১ হাজার কোটি টাকা ব্যায়ে বই নতুন প্রজন্ম শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে তুলে দিচ্ছে।

আমাদের প্রধানমন্ত্রী সব সময়ে ভাবেন যেন স্কুলে গরীব ও ধনী শ্রেনীর মাঝে কোন পার্থক্য না থাকে ধনী ছেলেদের হাতে বই থাকবে আর গরিবের ছেলে-মেয়েদের হাতে বই থাকবে না এই কারনে নতুন বছরে সকল শিক্ষার্থী এক সাথে যেন বই উৎসব করতে পারে সেই লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেই প্রথমেই নতুন প্রজন্ম শিক্ষার্থীদের দিকে নজর দেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম শিক্ষার্থীদেরকে বলেন তোমরা পড়া-শুনার দিকে ভাল করে নজর দিবে সেই খেলা-ধুলার মাধ্যমে নিজেদের শরীর ও মন সুস্থ রাখতে হবে।

তোমাদের স্বাস্থ যদি ভাল নাথাকে তাহলে কখনো পড়ার প্রতি মন বসবে না। তাই অভিভাবক সব সময়ে সন্তানদের পড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী করে তোলার আহবান জানান।

সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল অভিভাবকর তাদের সন্তানদেরকে সব সময় দূর্নীতিকে আশ্রয় না দেয়র জন্য শিক্ষায় শিক্ষিত করে তুলবেন।

তিনি শিক্ষার্থীদেরকে আরো তোমরাই এদেশের আগামী দিনের ভবিষৎ তোমরাই একদিন এদেশ পরিচালনা করবে তাই সেই মানষিকতা নিয়ে শিক্ষা অর্জন করবে।

আজ বুধবার (১লা) জানুয়ারী সকাল ১১ টায় বরিশাল সরকারী জিলা স্কুলে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক উৎসব ২০২০ইং বই তুলে দেবার পূর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।

জিলা স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের মাধ্যমিক উচ্চ শিক্ষা পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন,বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস,বরিশাল জেলা শিক্ষ অফিসার মোঃ আনোয়ার হোসেন,বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ডিসি সাউথ) জাহাঙ্গীর হোসেন মল্লিক, অতিরিক্ত পুলিশ উপ- পুলিশ কমিশনার আকরাম হোসেন।

এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খাঁন মামুন, মহানগর ছাত্রলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন

এর পরপরই প্রধান অতিথি পাণি সম্পদ প্রতিমন্ত্রী ও বিশেষ অতিথিদের নিয়ে বেলুন-ফেস্টুন অবমুক্ত করে পাঠ্যপুস্তক উৎসবের উদ্ধোধন করেন।

একই সময় প্রতিমন্ত্রী নিজ হাতে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেয়া সহ শিক্ষার্থীদের নিয়ে উৎসব আনন্দ করেন।

বরিশালে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

ইংরেজি নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত বরিশালের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। আজ বুধবার (০১ জানুয়ারি) সকাল থেকে বরিশাল নগরের বিভিন্ন বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বছরের নতুন বই। আর নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা ছিলো আনন্দে উদ্বেল, বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠে বরিশাল নগরী। প্রতিটি স্কুলেই বিরাজ করে উৎসবের আমেজ। সকাল ৯টায় বরিশাল নগরের বটতলা এলাকার নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম শুরু হয়। এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। এরপর সকাল ১০টায় জেলা প্রশাসকের উপস্থিতিতে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত স্কুল ও সকাল সাড়ে ১০টায় বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়। আঞ্চলিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গোটা বরিশাল বিভাগে ২০২০ সালের শিক্ষাবর্ষে প্রাথমিক-মাধ্যমিক, ইবতেদায়ি-দাখিল, ভোকেশনাল-কারিগরি পর্যায়ে ২ কোটি ২২ লাখ ১২ হাজার ১২১ কপি নতুন বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে শুধু মাধ্যমিক স্তরেই বরিশাল অঞ্চলের ছয় জেলার ১৩ লাখ ৩৭ হাজার ৪১২ জন শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হচ্ছে। যেখানে ছষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা ভার্সনে এক কোটি এক লাখ ১১ হাজার ২২৭টি বই ও ইংরেজি ভার্সনে ১০ হাজার ১২৭ পিস বই এবং দাখিলে ৪০ লাখ ৭৪ হাজার ৮৭৬ পিস বই বিতরণ করার হবে। এছাড়া এসএসসি ভোকেশনালের (নবম শ্রেণি) জন্য দুই লাখ ৫৯ হাজার ৩৯৬ পিস, দাখিল ভোকেশনাল (নবম শ্রেণি) তিন হাজার সাতশ পিস এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের (ট্রেড) জন্য ৯৩ হাজার ১৮৮ পিস বই বিতরণ করা হবে। এর বাইরে ইবতেদায়ি (১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত) ২২ লাখ ৬০ হাজার ৫৮৮ পিস বই বিতরণ করা হবে। অপরদিকে বিভাগের ছয় জেলায় প্রাথমিক স্তরে অর্থাৎ প্রথম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫১ লাখ ৯৭ হাজার ১৮৫ পিস বই এবং প্রাক-প্রাথমিকে এক লাখ ৯৪ হাজার ৩৮৫ পিস বই বিতরণ করা হচ্ছে। এর বাইরে ইংরেজি ভার্সনে সাত হাজার ৪৪৯ পিস বই বিতরণ করা হবে। এদিকে বরিশাল জেলায় প্রাথমিক-মাধ্যমিকসহ সব কয়টি স্তরে ৫৮ লাখ ১৩ হাজার ১১২ পিস নতুন বই বিতরণ করা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ বিল্লাহ জানান, নিয়মানুযায়ী সব উপজেলায় সময়মতো চাহিদা অনুযায়ী নতুন বই এসে পৌঁছেছে। বছরের প্রথম দিনে বই উৎসব আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে- এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বছরের প্রথম দিনে বর্তমান সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। যার ফলে শিক্ষা থেকে ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে। একমাত্র জননেত্রী শেখ হাসিনাই সকল অসম্ভবকে সম্ভব করেছেন।
বুধবার সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে প্রায় সাড়ে ৮ লক্ষ নতুন বই বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরৗ শাওন এসব কথা বলেন। পরে লালমোহন উপজেলার কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোন করেন তিনি।
এসময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আইয়ুব আলীসহ সরকারী কর্মকর্তা, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আগৈলঝাড়ায় বেবী হোমের শিশুদের শীতের পোশাক দিলেন এসপি সাইফুল ইসলাম

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় বেবী হোমে আশ্রিত অনাথ শিশুদের মাঝে শীতের পোশাক, বিভিন্ন খাবার ও উপকরণ বিতরণ করলেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম।
বুধবার দুপুরে বরিশাল বিভাগীয় বেবী হোমে আশ্রিত অনাথ শিশুদের শীতের কষ্টের কথা ভেবে বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম (বিপিএম) শীতের জামা কাপড় ও খাবার ও বিভিন্ন উপকরণ বিতরণ করেন।
এসময় আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, গৌরনদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, বীর প্রতীক মহিউদ্দিন মানিক, আগৈলঝাড়া থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন ও পুলিশ সুপারের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

আগৈলঝাড়ায় বই উৎসবে সাড়ে ৩ লাখ নতুন বই বিতরণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় কোন ঘাটতি ছাড়াই বছরের প্রথম দিন ১৮০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে প্রায় ৩লাখ ৫০হাজার কপি নতুন বই তুলে দিয়ে ‘বই উৎসব’ পালন করা হয়েছে। বুধবার সকালে বই উৎসবে আগৈলঝাড়া উপজেলার ১শ ৮০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ৩লাখ ৪১হাজার ৯শ ৬পিচ নতুন বই বিতরণের উদ্ভোধন করা হয়েছে।
বিতরণকরা বিদ্যালয়গুলোর মধ্যে ৯৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১টি শিশু কল্যান বিদ্যালয়, ২টি আন-রেজিষ্ট্রি প্রাথমিক বিদ্যালয়, ১টি হাই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, ১৮টি কিন্টার গার্ডেন, ১৬টি এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যলয়, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি মদ্রাসাসহ মোট ১৮০টি বিদ্যালয়। এসকল বিদ্যালযের শিক্ষার্থীদের জন্য মোট ৩লাখ ৪১হাজার ৯শ৬পিচ নতুন বই বিতরণ করা হয়।
সংশ্লিষ্ঠ শিক্ষা বিভাগের দেয়া তথ্য মতে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১লাখ ৩হাজার ৩শ ৩৬কপি, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২লাখ ১২হাজার ২শ পিচ নতুন বই, ৬টি দাখিল মাদ্রাসায় ১৮হাজার ৯শ ৫০পিচ নতুন বই ও ৬টি এবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ৭হাজার ৪শ ২০পিচ নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়। বছরের প্রথম দিনে বই উৎসবে নতুন বই পেয়ে কোমলমতি শিশুসহ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অত্যান্ত খুশি। এবছরই প্রথম কোন বইয়ের ঘাটতি ছাড়া শিক্ষার্থীদের সকল বই বিতরণ করা সম্ভব হয়েছে বলে জনিয়েছেন শিক্ষা কর্মকর্তা।
বই উৎসব উপলক্ষে বুধবার সকালে উপজেলার সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নবাগত নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বই বিতরনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, বিদ্যালয় সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যন বিপুল দাস।
এসময় সহকারী শিক্ষা কর্মকর্তাগণ, বিদ্যালয়রে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উল্লেখিত অতিথিরা সরকারী গৈলা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন।
এদিকে দুপুরে পাকুরিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে নতুন বই বিতরণের উদ্ভোধন করেন শিক্ষা অফিসার মো. সিরাজুল হক তালুকদার। বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তপন বসু।
একই দিন উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়, ভেগাই হালদার পাবলিক একাডেমী, রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারী ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে সরকারের বিন্যামূল্যের বই বিতরনের উদ্বোধন করেন কর্মকর্তাগণ ও অতিথীবৃন্দ। এর আগে অতিথীবৃন্দ সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার, শিশু সংস্কৃতি কেন্দ্র শেখ রাসেল শিশু কানন, ফুল বাগানসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ঘুরে দেখে ভুয়ষী প্রসংশা করেন।
শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার জানান, ২০২০ সালে বিদ্যালগুলোর চাহিদানুযায়ি বই উৎসবের আগেই ওই সকল স্কুলে নতুন বই প্রেরণ করা হয়েছিল।

তালতলীতে বর্নাঢ্য আয়োজনে বই উৎসব

আবু হানিফ নয়ন:
বরগুনার তালতলীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে উৎসব মুখর পরিবেশে বই বিতরন করা হয়েছে । সকাল ১০টা থেকে প্রাক প্রাথমিক,প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে স্কুল কমিটির সভাপতি গনমান্য ব্যাক্তিবর্গ ও অভিবাকদের উপস্থিতিতে বই বিতরন করা হয় । এর আগে গতকাল ৩১ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর হাতে শিক্ষা মন্ত্রী প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মহোদয় বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন । নতুন বই গুলো ১৫ইডিসেম্বর থেকেই উপজেলা শিক্ষা অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে আসতে শুরু করে ।

পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মত বিনা মূল্য এত সংখ্যক বই অন্য কোন দেশে ছাপা হয়নি । সাধারন শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবন্দ্বীদের জন্যও আলাদা বই করে দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। তালতলী উপজেলা প্রাথমিক মাধ্যমিক,ইবতেদায়ী, প্রাক প্রাথমিক ও ইসলামি ফাউন্ডেশন শিক্ষা অফিস সূত্রে নিশ্চিত হয়েছি তারা তাদের অধিনস্ত স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে আগে থেকেই বই পৌছে দিতে সক্ষম হয়েছেন । উপজেলা সদরের ছাতনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সরকারী মডেল স্কুল এন্ড কলেজে সহ সকল প্রতিষ্ঠানে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বই উৎসব সম্পন্ন হয়েছে ।তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির জমাদ্দার উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম মিঞা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ । এদিকে গতকাল জেএসসি জেডিসি প্রাথমিক ও ইবতেদায়ী পরিক্ষার ফল প্রকাশ করার পর থেকে বরগুনার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে । বরিশাল শিক্ষা বোর্ডের মধ্য বরগুনা জেলা প্রথম হয়েছে তাই বরগুনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিবাবক শিক্ষকমন্ডলী সহ কর্মকর্তা কর্মচারীগন উৎসব মূখর সময় পার করছেন ।

চর চাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব

কামাল হাসান রনি:
শিশির সিক্ত সকালে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয় চর চাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বই উৎসব ২০২০।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আলী আহম্মেদ,প্রতিষ্ঠাকালীন সভাপতি আজাহার খলিফা,প্রতিষ্ঠাকালীন সদস্য এস এম আহসান,করিম আকন,বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী,ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে নতুন পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
ইংরেজি নতুন বছরের প্রথম দিন সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব পালন করছে সরকার। গত বছরের তুলনায় এবার ২০ লাখের বেশি বই নিয়ে উৎসব হবে।এবারের এই বই উৎসবে সোয়া ৪ কোটি শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক-অভিভাবকও অংশ নেবে। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ৩৫ কোটিরও বেশি বই বিতরণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এ বই ছাপিয়ে বিতরণ হচ্ছে।