তালতলীতে বর্নাঢ্য আয়োজনে বই উৎসব

আবু হানিফ নয়ন:
বরগুনার তালতলীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে উৎসব মুখর পরিবেশে বই বিতরন করা হয়েছে । সকাল ১০টা থেকে প্রাক প্রাথমিক,প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে স্কুল কমিটির সভাপতি গনমান্য ব্যাক্তিবর্গ ও অভিবাকদের উপস্থিতিতে বই বিতরন করা হয় । এর আগে গতকাল ৩১ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর হাতে শিক্ষা মন্ত্রী প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মহোদয় বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন । নতুন বই গুলো ১৫ইডিসেম্বর থেকেই উপজেলা শিক্ষা অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে আসতে শুরু করে ।

পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মত বিনা মূল্য এত সংখ্যক বই অন্য কোন দেশে ছাপা হয়নি । সাধারন শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবন্দ্বীদের জন্যও আলাদা বই করে দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। তালতলী উপজেলা প্রাথমিক মাধ্যমিক,ইবতেদায়ী, প্রাক প্রাথমিক ও ইসলামি ফাউন্ডেশন শিক্ষা অফিস সূত্রে নিশ্চিত হয়েছি তারা তাদের অধিনস্ত স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে আগে থেকেই বই পৌছে দিতে সক্ষম হয়েছেন । উপজেলা সদরের ছাতনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সরকারী মডেল স্কুল এন্ড কলেজে সহ সকল প্রতিষ্ঠানে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বই উৎসব সম্পন্ন হয়েছে ।তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির জমাদ্দার উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম মিঞা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ । এদিকে গতকাল জেএসসি জেডিসি প্রাথমিক ও ইবতেদায়ী পরিক্ষার ফল প্রকাশ করার পর থেকে বরগুনার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে । বরিশাল শিক্ষা বোর্ডের মধ্য বরগুনা জেলা প্রথম হয়েছে তাই বরগুনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিবাবক শিক্ষকমন্ডলী সহ কর্মকর্তা কর্মচারীগন উৎসব মূখর সময় পার করছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *