ভ্রমণ পিপাসুদের পছন্দ ভাসমান পেয়ারা বাগান

মোঃ আল হাদী,ঝালকাঠি:
নতুন নতুন জায়গায় ভ্রমণ কার না পছন্দ।কর্মজীবনের বদ্ধ শৃঙ্খল হতে মুক্তি লাভের অন্যতম মাধ্যম হচ্ছে ভ্রমণ। আর তাই মনের মরিচা দূর করতে চলে আসতে পারেন এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান এ। ঝালকাঠি,বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এ বৃহত্তম পেয়ারা বাগান। ঝালকাঠি জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভিমরুলিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাগান ও এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান। তিন দিক থেকে আসা খালের মোহনায় বসে এই ভাসমান পেয়ারা বাজার।জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ বাজার চলে।সকাল ১১ টার আগে বাজারে যাওয়াই উত্তম। এছাড়া ব্যাকওয়াটারে ঘুরে খালের সাথে লাগোয়া ঘরবাড়ি, স্কুল, ব্রিজ এবং রাস্তার সম্মোহনী রুপ উপভোগ করতে পারেন। খালের মধ্য দিয়ে চলার সময় চাইলে হাত বাড়িয়ে আমরা কিংবা পেয়ারা ধরতে পারবেন। আর যদি বৃষ্টি হয় তবে চারপাশটা আরো অপার্থিব সৌন্দর্য্যে মোহনীয় হয়ে উঠবে।পথে কুড়িয়ানা বাজারের ঋতুপর্ণা দোকানের গরম গরম রসগোল্লার স্বাদ নিতে ভুল করবেন না আর বাজারে বৌদির হোটেলে খেতে পারেন দুপুরের খাবার। ভাসমান পেয়ারা বাজার থেকে বরিশাল আসার পথে গুঠিয়া মসজিদ ও দুর্গাসাগর দিঘী ঘুরে আসতে পারেন।

উপকূলীয় অঞ্চলের অর্থনীতিতে পরিবর্তন ঘটাবে তালতলীর পর্যটন কেন্দ্র সোনাকাটা

কে.এম.রিয়াজুল ইসলাম,বরগুনা: দেশের অর্থনীতির বিশাল সম্ভবনাময় খাত পর্যটন শিল্প। বাংলার অপরূপ প্রাকৃতিক নৈসর্গ যেন শিল্পীর রঙতুলির মতো আকা শিল্পকর্ম। এতো বৈচিত্রময় প্রাকৃতিক নৈসর্গ পৃথিবীর আর কোথাও দেখা যায় কি না তাতে সন্দেহ রয়েছে। আর এ কারনেই বাংলাদেশকে পযর্টন শিল্পের অমিত সম্ভাবনাময় দেশ বলা হয়। পৃথিবীর কোথাও এতো দীর্ঘ রূপালী বালুকনাময় আবৃত সমুদ্র সৈকত আর পাওয়া যাবে কিনা সন্দেহ। কক্সবাজার ও কুয়াকাটার পাশাপাশি প্রস্তাবিত পর্যটন কেন্দ্র তালতলীর সোনাকাটা সমুদ্র সৈকতকে পর্যটন নগরীর বৈশিষ্ট নিয়ে সাজাতে পারলে এক সময় জাতীয় বাজেটের অধিকাংশই যোগার হয়ে যাবে। পর্যটনকে দেশের অর্থনীতির প্রধান খাত হিসেবে প্রতিষ্ঠার লক্ষে কক্সবাজার ও কুয়াকাটার সামাজিক উন্নয়ন কর্মকান্ডে নিবেদিত অনেক মেধাবী ও পরিশ্রমী ধনাট্য উদ্যোক্তা এগিয়ে আসলে ও তালতলীর সোনাকাটায় তেমন কোন উদোক্তা এখন পর্যন্ত এগিয়ে আসেননি। তবে পর্যটন শিল্পের বিশাল সম্ভবনাকে কাছে লাগানোর জন্য তালতলীর সোনাকাটার প্রতি বেশ কিছু উদ্যোগতাদের দৃষ্টি পড়েছে বলে মন্তব্য করেছেন অনেকেই। দেশি বিদেশী পর্যটকদের আকৃষ্ট করার জন্য এখানে বিশেষ কিছু সুযোগ সুবিধা থাকা একান্ত দরকার। বিভিন্ন গ্র“প কোম্পানী গুলো কক্সবাজার ও কুয়াকাটার বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করার পাশাপাশি তালতলীর সোনাকাটাকে একটু প্রাধান্য দিয়ে কাজ শুরু করলে এতোদিনে কক্সবাজার ও কুয়াকাটার কাছাকাছি না হলেও উন্ন্য়ন কর্মকান্ডে সোনাকাটা এতটা পিছিয়ে থাকতো না। কক্সবাজারের মত কুয়াকাটায় ও পর্যটকদের থাকা খাওয়ার জন্য অনেক হোটেল-মোটেল-গেষ্ট হাউস রয়েছে। আর ও নতুন নতুন তৈরি হচ্ছে। সোনাকাটায় সে অনুযায়ী তেমন কোন হোটেল-মোটেল ও গেষ্ট হাউস এখোনে গড়ে ওঠেনি। যার কারনে সোনাকাটার উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন উদোক্তাদের ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা অতিব জরুরী। সরকারের পাশাপাশি উদোক্তদের বিভিন্ন প্রকল্প গ্রহনের মাধ্যমে এক সময় সোনাকাটা পর্যটন শিল্পের একটি বিশাল বিল্পব ঘটবে। হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে এখানে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেরেও পুড়ো অর্থণীতি বদলে যাবে। উপকূলীয় অঞ্চলের অর্থনীতিতে ব্যাপক পারিবর্তন আসবে। দেশের অর্থনীতিকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য এখানে নিরবে কাজ করে যাচ্ছেন স্থানীয় উপজেলা প্রসাশন সহ সমাজ সচেতন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার সার্ভিস,হাসপাতালসহ এখানে অনেক কিছু এখন ও স্থাপন করা হয়নি। মধ্যবিত্ত শ্রেণীর পর্যটকদের জন্য এখানে কিছু কিছু সুবিদা একান্ত প্রয়োজন। সকল ধর্মের উপাসনালয় এখানে এখনো গড়ে ওঠেনি, প্রস্তাবিত পর্যটন কেন্দ্রে কবরস্থান থেকে শুরু করে শশানঘাট পর্যন্ত সরকারের তত্তাবধানে পরিচালিত হওয়া দরকার। বড় ধরনের হোটেল-মোটেল না থাকার পর্যটকদের ম্যানেজ মেন্ট করার ও তেমন লোকবল এখানে নেই। পর্যটকদের প্রয়োজনীয় জিনিস পত্র কেনাকাটা ও রান্নবান্না করারও লোক মিলছেনা। এখানে ম্যানেজমেন্ট সার্ভিসে লোক নিয়োগ দিয়ে সরকারী ভাবে প্রশিক্ষন দেয়া উচিত। সোনাকাটায় যদি বড় বড় হোটেল-মোটেল-গেষ্ট হাউস থাকতো আর প্রতিটি রুমে বিশুদ্ধ পানি,নিজিস্ব বিদ্যুৎ সরবাহ সহ প্রতিটি রুমে ইন্টারনেট থাকতো তাহলে অতি কম খরচে দেশ বিদেশের পর্যটকরা তালতলী সোনাকাটায় এক মাস অবকাস জীবন যাপন করতে ও কোনরূপ দিধাবোধ করতো না। পর্যটকরা নদীমাতৃক প্রাকৃতিক সৌন্দার্য উপভোগ করে সোনাকাটা সমুদ্র সৈকতে ভ্রমন করে একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যোঅস্থ দেখতে পাড়েন। সারা বিশ্বের পর্যটকদের এখানে সংযুক করার জন্য আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পর্যটকদের অবকাশ যাপনে বাংলার সুন্দরতম স্থান তালতলীর ফাতরার জঙ্গল নামে এক সময়ের পরিচিত সোনাকাটা পর্যটন কেন্দ্র, সরকারের মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দেয়া উচিত। সরকার যদি তালতলীর সোনাকাটার সঙ্গে উন্নত যোগাযোগের জন্য কুয়াকাটার সাথে আন্দার মানিক নদীতে নিশানবাড়িয়া ব্রীজ বা ফেরী তৈরি করে দেয়,তাহলে দেশের দক্ষিণাঞ্চলে আর দারিদ্র বেকারত্ব অশিক্ষা থাকবেনা। পযর্টকদের জন্য যে সামাজিক নিরাপত্তা ও সুন্দার পরিবেশ দরকার তা ইতিমধ্যে এখানে তৈরি হতে শুরু করেছে। সময়ের চাহিদার সাথে সকল ধরনের আনন্দ বিনোদনের ব্যবস্থা থাকা এখানে একান্ত দরকার। এখানে বিনিয়োগ কারী উদোক্তরা বিনিয়োগ করলে সোনকাটা সহ গোটা বরিশাল বিভাগে অর্থনীতিতে এক সময় একটি ব্যাপক পরিবর্তন আসবে বলে অভিজ্ঞ মহলের ধারণা। সরকার যোগাযোগ অবকাঠানো সোনাকাটার সঙ্গে আরও উন্নত করলে অদুর ভবিষৎতে এখানে ব্যাপক উন্ন্য়ন কর্মকান্ড সৃষ্টি হবে, ফলে এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে। ঢাকা,কলকাতা, পাটনা,কাঠমুন্ড এই চারটি রাজধানী শহরের কাছের সমূদ্র সৈকত কুয়াকাটা ও সোনাকাটা। আর একারনেই এক সময় উপকূলীয় অঞ্চলের জন্য বিশাল অর্থনৈতিক সম্পদ হতে পারে প্রস্তাবিত পর্যটন কেন্দ্র তালতলীর সোনাকাটা। ###

কুয়াকাটায় বইছে উৎসবের আমেজ

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের রাস মেলা ও গঙ্গাস্নান। আগত পূন্যার্থী, দর্শনার্থী, সাধু-সন্যাসী ও ভক্তবৃন্দের বরণ করতে আয়োজকরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ উৎসবকে ঘিরে কলাপাড়া ও পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে সাজানো তোলা হয়েছে নতুন সাজে। সর্বত্র বইছে উৎসবের আমেজ। পঞ্জিকা মতে ২২ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টা ৫৮ মিনিটে পূর্ণিমা শুরু হবে। আর পূর্নিমা থাকবে পরদিন শুক্রবার বেলা ১২টা ১৩ মিনিট পর্যন্ত। এ হিসাব মতে পূনার্থীরা শুক্রবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটায় সমুদ্রের নীল জলে স্নান পূন্যের আশায় ঝাপিয়ে পরবে। এ বছর গঙ্গা¯œান ও রাস মেলায় লক্ষাধিক পূন্যার্থী, দর্শনার্থী, সাধু সন্যাসী ও ভক্তবৃন্দের সমাগম ঘটবে বলে আয়োজকরা জানান।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গঙ্গাস্নান ও রাসমেলায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফ থেকে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরী করা হয়েছে। যে কোন নাশকতা রোধে পুলিশের পাশাপাশি আনসার বিডিভি, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য কাজ করবে। আগত পূন্যার্থী, দর্শনার্থী, সাধু সন্যাসী ও ভক্তবৃন্দের স্বাস্থ্য সেবা দিতে একটি মেডিকেল টিমও থাকবে। এছাড়া কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসানো হয়েছে। এদিকে যত্রতত্র গাড়ী পার্কিং ইতোমধ্যে পৌরসভা থেকে নির্দেশনা জারি করেছে। অন্যান্য বছরের তুলনায় এবার অধিক লোক সমাগমের আশা করছেন মেলা উদযাপন কমিটি।
কলাপাড়া শ্রী শ্রী মদন মোহন সোবাশ্রমের আঙ্গিনায় রাস উদ্যাপন কমিটির আহবায়ক হীরা হাওলাদার স্বপন জানান, শ্রীকৃষ্ণ ও রাধারানী এ ধরাধামে দাপরযুগে মানবকুল শান্তির অমিয়বানী প্রচারে নেমেছিলেন। তাদের সেই ম্মৃতি ধরে রাখতে যুগ যুগ ধরে এ পূর্নিমা তিথীতে রাস উৎসব পালন করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছর ৫ দিন ব্যাপী রাস উৎসব পালন করার লক্ষ্যে পুরোদমে কাজ চলছে। এছাড়া রাধা কৃষ্ণের ১৭ জোড়া যুগল প্রতিমা রং তুলির আঁচরে সাজিয়ে তোলা হচ্ছে। ২২ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টা ৫৮ মিনিটে পূর্ণিমায় অধিবাসের মধ্যদিয়ে রাস উৎসবের শুভ সুচনা হবে। ইতোমধ্যে মেলায় যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চলের ভাসমান দোকানিরা আসতে শুরু করেছে।
কুয়াকাটা রাস পূজা ও রাস মেলা উদ্যাপন কমিটির সভাপতি এ্যাড. কাজল বরণ দাস জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পূন্যার্থীদের থাকা এবং খাওয়ার সু-ব্যবস্থা করা হয়েছে। রাস পূজাঁ ও মেলা উদযাপনের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোশিয়েশনের সাধারন সম্পাদক মোতালেব শরীফ জানান, আমাদের হোটেল মোটেল গুলোতে ইতিমধ্যে বুকিং শুরু হয়েছে। আগত দর্শনার্থী ও পূন্যার্থীদের বরণ করতে তাদের হোটেল মোটেল প্রস্তুত রাখা হয়েছে।
কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, রাস মেলা ও গঙ্গা স্œান পটুয়াখালী জেলার একটি ঐতিহ্যবাহী উৎসব। এটি এখন একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের তরফ থেকে কয়েক দফা মিটিং করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছর উৎসবকে নিরাপদ ও বিড়ম্বনা মুক্ত রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মহিপুর থানার ওসি মো.সাইদুল ইসলাম জানান, দর্শনার্থীদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভির রহমান জানান, গঙ্গাস্নান ও মেলায় আগত পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা, জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয় একটি নিরাপত্তা বেষ্ঠনী তৈরী করা হয়েছে। আশা করি কোন ধরনের সমস্য হবে না বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

ভেসে ভেসে লাল শাপলার দেশে

আকিব মাহমুদ,বরিশাল: গতবছর অক্টোবরের শেষ সপ্তাহে শাপলার রাজ্যে যাবার পরিকল্পনা করলাম। তখন কেবল শীত পরতে শুরু করেছে। শেষরাতে কাথা গায়ে জড়াতে হয়। ভোররাতের দিকে কুয়াশা পরতে শুরু করে। কুয়াশার ঘনত্ব খুব বেশি না হলেও কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে চারদিক। সকাল ৮টার আগে যেন সেই আচ্ছন্নতা কাটতেই চায় না।

কুয়াশার আচ্ছন্নতা কাটুক আর নাই কাটুক খুব ভোরে ঘুম থেকে জেগে ফ্রেশ হয়ে বেড়িয়ে পরলাম যাত্রা শুরু করবার জন্য পূর্বনির্ধারিত স্থানে। সকাল সকাল পৌছুতে না পারলে শাপলার সৌন্দর্য্য দেখাটাই মিস হয়ে যাবে।
বলে রাখা ভাল সেপ্টেম্বর মাসের শেষের দিকে বরিশালের উজিরপুরের সাতলায় লাল শাপলায় ছেয়ে যায় চারদিক। সেপ্টেম্বরের শেষের দিকে থেকে শাপলা থাকে নভেম্বর মাস পর্যন্ত। এই সময়টাতেই যেদিকে চোখ যায় শুধু লাল শাপলা আর লাল শাপলা। দূর থেকে দেখলে মনে হবে লাল শাপলা দিয়ে বিছানা সাজিয়ে রাখা হয়েছে। খুব ভোরে শাপলা ফুটতে শুরু করে, কিন্ত বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শাপলার ফুটন্ত পাপড়িগুলো নিজেদের গুটিয়ে নিতে শুরু করে। তাই শাপলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে খুব ভোরে ভোরে পৌছুতে হবে শাপলার বিলে।
সকাল ৬টায় রওয়ানা দিলাম বিএম কলেজের শহীদ মিনার গেট থেকে। দুই বাইকে করে মোট চারজন যাচ্ছি। আমি আর ফয়সাল ভাই একটাতে, মোকলেস ভাই আর তুহিন ভাই অন্যটাতে। বরিশাল বিমানবন্দর এলাকার হাইওয়ের পাশে থাকা একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিয়ে পুনুরোদ্দমে যাত্রা শুরু। দোহারিকা শিকারপুর ব্রীজ পেরিয়ে আমরা ছুটে চলেছি শাপলার রাজ্য জয় করতে। উজিরপুর বাজারের পর সানুহার বাজার। সেখান থেকে আমাদের সাথে যোগ দিলে আরো একজন। এরপর আকাবাকা পিচঢালা পথ মাড়িয়ে ছুটে চলা। মাঝখানে হস্তিশুন্ড বাজারে ক্ষানিক সময় চা বিরতি। ( হস্তিশুন্ডর কলা খুব বিখ্যাত )। এরপর ডানে বায়ে ছোটখাট অনেকগুলো বাজার পেরিয়ে যখন এগিয়ে যাচ্ছি তখন চোখে পরল লাল শাপলার হাতছানি। যতদূর চোখ যায় শুধু লাল শাপলার সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকে। সাধারনত দিঘী ও ছোটছোট খালে শাপলা ফুটতে দেখা যায়। কিন্তু উজিরপুরের সাতলা অঞ্চলের বিশাল বিল জুড়ে ফুটে থাকে শাপলা। চারিদিকে পানি থৈথৈ করছে কিন্তু শাপলা আর শাপলা পাতায় ঢেকে রেখেছে সবটা।
বাইক দুটো পার্ক করে হালকা কিছু খাবার নিয়ে ছোট ছোট দুটো নৌকা রিজার্ভ করে নেমে গেলাম লাল শাপলার সৌন্দর্য্য কাছ থেকে দেখতে। শাপলার বুক চিরে আমাদের নৌকা এগিয়ে চলছে, আর নৌকার কারনে দুইপাশে সরে যাচ্ছে শাপলা। নৌকার একপাশে বসে হাত বাড়িয়ে দিয়ে স্পর্শ করতে লাগলাম প্রাকৃতিক সৌন্দর্যের আধার বরিশালের লাল শাপলা। আহা কি রুপ!! বিমোহিত করে প্রান, উদ্দেলিত করে হৃদয়। শাপলার পাপড়িগুলোতে জমে থাকা শিশিরবিন্দুগুলো শাপলাকে দিয়েছে অপরুপ সৌন্দর্য। ধীরে ধীরে আমাদের নৌকা এগুচ্ছে আর শাপলা গুলো ছুয়ে যাচ্ছে আমাদের। তুহিন ভাই আর ফয়সাল ভাই ড্রেস চেঞ্জ করে নেমে গেলেন শাপলা তুলতে। বিলের পানি তখন কমে এসেছে, তাই কোনো কোনো স্থানে হাটু সমান আবার কোনো কোনো স্থানে বুক সমান পানি। দুজনে বেশ প্রতিযোগীতার মত করেই শাপলা তুলছেন। আমি তখন নৌকায় বসে তাদের ছবি তুলে ব্যস্ত সময় পার করছি। শাপলা তোলা হয়ে গেলে বিলের মাঝে দ্বিপের মত একটা বাড়িতে নৌকা ভেড়ালাম, সেখান কিছুক্ষন কাটিয়ে আবারো শাপলার মাঝে হারিয়ে গেলাম। ক্রমশ বেলা বাড়ছিল, তাই শাপলাগুলো নিজেদের সৌন্দর্য লুকিয়ে ফেলছিল, মাথার উপর খোলা আকাশের উত্তপ্ত রোদ আমাদের দূর্বল করে দিচ্ছিল। অতঃপর আমরা নৌকা ছেড়ে শাপলাগুলো আটি বেঁধে বাইকে চেপে বসলাম। আর তারই মধ্য দিয়ে জয় করলাম শাপলার রাজ্য।

যেভাবে যাবেন: বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে সরাসরি সাতলার বাস যায়। সাতলাগামী বাসে উঠে বসে পরলেই হল। তবে যেতে হবে খব ভোরে। খুব ভোরে গেলে শাপলার সত্যিকারের সৌন্দর্য্য অবলোকন করতে পারবেন। বাসে যেতে ঘন্টাখানেক বা তার একটু বেশি সময় লাগবে। ভাড়া ৬০-৭০টাকা। আর নৌকার ভাড়া মাঝির সাথে দরদাম করে মিটিয়ে নিতে হবে। ৩০০-৫০০টাকার মধ্যে দেড় দুই ঘন্টা ঘোড়ার জন্য নৌকা ভাড়া পাওয়া যাবে।

পেয়ারার সাম্রাজ্যে একদিন …

আকিব মাহমুদ, বরিশাল: ছোটবেলা থেকে ঘুরে বেড়াতে বেড়াতে ঘুরে বেড়ানোটা অন্যতম একটা সখে পরিনত হয়ে গিয়েছিল কখন সেটা টের পাইনি। বাবার চাকরি সূত্রে সিলেটে বড় হওয়া, আর মামা বাড়ি চট্টগ্রামে থাকায় বছরের বিভিন্ন সময়েই সিলেট চট্টগ্রাম ভ্রমন করতে হত। সেই ছোটবেলা থেকে দুই পাহাড়ের মাঝখান থেকে পাহাড়িকা ট্রেনের ছুটে চলা আমার উদ্দমতা, প্রাণচাঞ্চল্যের খোড়াক যোগাতে শুরু করে। এরপর থেকেই বিভিন্ন এলাকা ভ্রমন নেশায় পরিনত হতে শুরু করে।

এরপর ধীরে ধীরে বড় হবার পরে নাগরিক জীবনের কর্মব্যস্ততা, যানজট, কোলাহল থেকে ছুটি নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতেই চলে যেতাম অচেনা কোনো যায়গায়। প্রকৃতি থেকে বুকভরা নিঃশ্বাস নিতেই ছুটে চলা এদিক থেকে ওদিক। তেমনি এক অচেনা জায়গা চষে বেড়ানোর ভূত মাথায় চেপে বসে একদিন … ।

একদিন টেলিভিশনে ভাসমান পেয়ারার বাজার নিয়ে একটি প্রতিবেদন দেখে চোখ আটকে যায়। ঝালকাঠিতেই দেশের একমাত্র ভাসমান পেয়ারার বাজার! নৌকা ভরা পেয়ারা বেচা কেনা হচ্ছে। ছোট ছোট নৌকা তাও পেয়ারার ভারে প্রায় ডুবুডুবু অবস্থা। এক অপরুপ সৌন্দর্য। এমন সৌন্দর্য নিজ চোখে না দেখলে যে জীবনটাই বৃথা। যেই ভাবা সেই কাজ, সাথে সাথে ফোন করে রাজি করালাম বাংলার বাণী’র সম্পাদক ও প্রকাশক মোকলেসুর রাহমান মনি ও নির্বাহী সম্পাদক তুহীন মিত্রকে।

পেয়ারার রাজ্যে ভ্রমন করবার তারিখ ফিক্সড হল। ভ্রমনের আগেরদিন রাতে আমার ঠিক করে ঘুমই হল না নতুন জায়গা দেখব সেই খুশিতে। ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে জাগলাম। ফ্রেশ হয়ে দুজনকে ফোন করলাম। সম্পাদক সাহেব বললেন রুমে চলে আয়। ওনার রুমে গিয়ে দেখি উনি তখনো ঘুমোচ্ছেন। সকাল তখন ৭টা। অনেক কষ্টক্লেশ করে তাকে ঘুম থেকে তুলে যখন রওয়ানা করলাম তখন সকাল সাড়ে ৮টা।

 

একটা মোটর বাইকে ৩জন চেপে বসলাম। তুহীন মিত্র ড্রাইভ করছেন, তার পেছনে মনি রহমান, আর তার পেছনে আমি ক্যামেরা হাতে বসে আছি। ৪০/৪৫ গতিতে মোটরবাইক ছুটে চলেছে বাইপাস সড়ক দিয়ে। মহাসড়কে না গিয়ে একটু নিরিবিলি আর যাত্রা সহজ করতেই বাইপাস দিয়ে আমরা ছুটছি পেয়ারার রাজ্যের সন্ধানে।

পথে যেতে যেতে চোখে পরল রাস্তার দুধারে থাকা আমড়া গাছ। বুঝতে পারলাম ঝালকাঠি এলাকায় প্রবেশ করেছি। সারাদেশে বরিশালের আমড়া বিখ্যাত হলেও সর্বাধিক পরিমানে আমড়া উৎপাদন হয় ঝালকাঠি জেলাতেই। কিন্তু ঝালকাঠি জেলা বরিশাল বিভাগের অন্তর্গত হওয়াতে কৃতিত্বটা বরিশালের ঘাড়েই রয়েছে।
রাস্তার পাশে টং দোকানের কাছে বাইক থামিয়ে ক্ষনিকের চা বিরতি। ফাঁকে ফাঁকে আমড়া গাছের ছবি তোলা। বিরতি শেষে আবারো ছুটে চলা পুনোরোদ্যমে।

 

 

ছোট নদীর পাশে রাস্তা দিয়ে ছুটে চলেছি আমরা। নদীতে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে। কিছুদুর যেতেই চোখ পরল সারি সারি নৌকার। নদীর পারে রশি দিয়ে বেধে রাখা হয়েছে নৌকাগুলো।

দেখতে একই রকম নৌকাগুলো দেখে মনে হতে পারে একই মিস্ত্রীর গড়া এসব নৌকা। নদীর পাড়ে দাড়িয়েই বেচাকেনা হচ্ছে নৌকার।
একজন বিক্রেতার সাথে কথা বলে জানতে পারলাম নৌকাগুলোর আকার ও কাঠের ধরন অনুযায়ী দাম  ১হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ পর্যন্ত হয়ে থাকে। বছরের জৈষ্ঠ্য থেকে কার্তিক মাস পর্যন্ত নৌকার এই হাটের বেচাকেনা চলমান থাকে। বিভিন্ন জেলা থেকে পাইকার ব্যবসায়ীরা এসে ১৫-২০টা নৌকা কিনে বড় ট্রলারে করে নিয়ে গিয়ে অন্য জেলায় বিক্রি করে থাকেন।

আটঘর এলাকায় এভাবেই সারিসারি করে নৌকা সাজিয়ে রাখা হয় বিক্রির জন্য – ছবিঃ আকিব মাহমুদ

নৌকার হাটের বিক্রেতাদের সাথে কথা বলতে বলতে টের পেলাম বেলা বাড়ছে। তাই দেরি না করে আবার ছুটে চলা শুরু করলাম পেয়ারার রাজ্যের দিকে। কিছুদুর যেতেই নদীর লাগোয়া পেয়ারার আড়ত দেখতে পেলাম। পেয়ারা বোঝাই ছোট ছোট নৌকা থেকে পেয়ারা তুলে নিয়ে যাওয়া হচ্ছে আড়তে। স্থানীয় একলোক জানাল, এই হাটটা ভীমরুলীর হাট থেকে ছোট। আপনারা দেরি না করে বোট নিয়ে ভিমরুলী বাজারে চলে যান, তাহলেই দেখতে পারবেন পেয়ারার সাম্রাজ্য।

 

                              আড়তদাররা পেয়ারা কিনছেন নৌকা থেকে- ছবিঃ আকিব মাহমুদ

বাইক রেখে এবার বেশ বড়সড় দেখে ট্রলার ভাড়া নিলাম। মানুষ মোটে ৩জন কিন্তু বেশ বড়সড় ট্রলার হওয়াতে একদম খালি খালি লাগছে। ট্রলার চলতে শুরু করলে একদম মাথায় গিয়ে বসলাম। তখন সম্পাদক সাহেব ট্রলারের হাল ধরেছেন সখের বসে। আর নির্বাহী সম্পাদক ক্যামেরা হাতে ব্যস্ত বিভিন্ন ছবি ও ভিডিওগ্রাফীর কাজে।

 

নদীর বুক চিরে আমাদের নিয়ে ছুটে চলেছে ভীমরুলী বাজার সেই পেয়ারার সাম্রাজ্যে। যেতে যেতে চোখে পরল নদীর দুপাশেই পেয়ারা বাগান। সাধারনত সমান্তরল ভূমির পেয়ারা বাগানের মত নয়। উচু ঢিবিতে লাগানো হয়েছে পেয়ারা গাছ। তার পাশেই লম্বা নালা করা রয়েছে। দুই পাশে লাগানো পেয়ার গাছ আর মাঝখানে নালা রাখা হয়েছে। কিন্তু অতবড় নালা কেন সেটা নিয়ে ভাবতে চোখে পরল পেয়ারা চাষীর পেয়ারা সংগ্রহের দৃশ্য। দুপাশ থেকে পেয়া্রা সংগ্রহ করার জন্যই এই ব্যবস্থা রাখা হয়েছে সেটা পরিষ্কার হল। চলতে চলতে নদীতেই দেখা মিলল অনেক দর্শনার্থীদের সাথে, যারা আমাদের মতই এমন নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে এসেছেন এই রাজ্যে।

                    পেয়ারা নিয়ে বাজারে যাচ্ছেন চাষীরা- ছবি : আকিব মাহমুদ

প্রায় ঘন্টা দেড়েক ট্রলার চলার পরে একটা বাজারে এসে ভিড়ল। বাজারের কাছাকাছি যেতেই টেলিভিশনের পর্দায় দেখা সেই দৃশ্যের দেখা মিলল স্বচক্ষে। আহা!! একি অপরুপ প্রকৃতি। চারিদিকে অসংখ্য ছোটবড় পেয়ারা ভর্তি নৌকার সমাহার। কাচা পেয়ারার ঘ্রান নাকে এসে লাগল। প্রান ফিরে পেল চাঞ্চল্য। দুচোখ যতদূর যায় শুধু ছোট ছোট নৌকা ভর্তি পেয়ার আসছে দেখা যাচ্ছে। বেলা তখন ১১টা। জমে উঠেছে পেয়ারার বাজার। খুচরা বিক্রির থেকে এই বাজারে পাইকারি বিক্রি হয় বেশি। বড় বড় পাইকাররা বড় বড় ট্রলার নিয়ে আসেন পেয়ারা ভর্তি করে নিয়ে যান শহরে। সেখান থেকে পাঠানো হয় দেশের রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায়। এক ক্রেতার সাথে কথা বলা জানা যায় মণ প্রতি পেয়ারা বিক্রি হয় ৩০০টাকা দরে (কেজি সাড়ে সাত টাকা)। তবে পেয়ারার সরবারহ বেশি থাকলে দর নেমে আসে ৫০থেকে ১০০টাকায়।

      ভীমরুলী ভাসমান পেয়ারা বাজারে ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা- ছবিঃ আকিব মাহমুদ

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভাসমান পেয়ারা বাজারের ব্যস্ততা কমে আসল। পেয়ারা বিক্রি শেষে চাষীরা ফিরে যাচ্ছিল খালি নাকি নৌকা নিয়ে। এসব দেখতে দেখতেই আবার ট্রলারে চলা শুরু করলাম। এবার উদ্যেশ্য পেয়ারার বাগানে প্রবেশ করব। একটা বাগানে প্রবেশ করার জন্য নদীতে ছোট একটা জেটিতে ট্রলার থামানো হল। ছোট নালা দিয়ে বড় ট্রলার ঢুকবে না, তাই এবার সরু নৌকা নিতে হবে বাগানে ঢুকতে চাইলে।

সরু একটা নৌকাতে উঠে বসলাম ৩জন। মাঝিসহ চারজন হবার ফলে একটু এদিক সেদিক হলেই নৌকায় পানি উঠছিল। মাঝি নির্দেশনা দিলেন চুপ করে বসে থাকার জন্য। বাধ্য হয়ে চুপচাপ বসে রইলাম। নৌকাটি আমাদের নিয়ে বাগানে প্রবেশ করছে, দুপাশে পেয়ারা গাছ, মাঝখান দিয়ে আমরা চলছি। কখনোবার পেয়ারা ডাল, পেয়ারা পাতা, কাচা পাকা পেয়ারাও আমাদের শরীর ছুয়ে দিচ্ছে। নৌকোতে বসেই আমরা সরাসরি গাছ থেকে পেয়ারা পেরে খেতে শুরু করে দিলাম। বাগানে প্রবেশের সময় টিকেট কেটে ঢুকেছিলাম, তাই পেয়ারা খাওয়া আমাদের জন্য আপাতত বিনামূল্যে। তবে সঙ্গে নিয়ে যেতে চাইলে পেয়ারার দাম পরিশোধ করতে হবে।

                                               সরু নৌকাতে ভয়ে ভয়ে পেয়ারা বাগানে প্রবেশ

 

প্রায় ৪৫ মিনিট পেয়ারার বাগানে নৌকায় চরে ঘুরে বেড়ানো শেষে আবারো ফিরে এলাম সেই জেটিতে। উঠে পরলাম ট্রলারে।  ফিরতে ফিরতে আমাদের মত অনেক পর্যটককে চোখে পরল যারা কেউবা আমাদের মত ফিরছেন কেউবা আবার সবেমাত্র যাচ্ছেন।

                       ভীমরুলী বাজার পরিদর্শন করতে যাচ্ছেন পর্যটকরা- ছবিঃ আকিব মাহমুদ

নদীর দুপাশের দৃশ্য দেখতে দেখতে চলে এলাম আটঘর স্কুলের সামনে। ট্রলারের ভাড়া পরিশোধ করে আবারো মোটর বাইকে উঠে বসলাম। ঘন্টাখানেক বাদে দুপুর ২টায় পৌছলাম বরিশালে।

                  পেয়ারার রাজ্য জয় করে ফিরছি আমরা ৩জন। মুখে বিজয়ের হাসি …

মাত্র কয়েকঘন্টার রোমাঞ্চকর ভ্রমনে পরিতৃপ্ত হল হৃদয়।তাইতো রুপসী বাংলার কবি জীবনানন্দ দাসের  সুরে সুর মিলিয়ে বলতে ইচ্ছে করে বাংলার মুখ দেখিয়াছি আমি,তাই আমি পৃথিবীর রুপ খুঁজিতে যাই না আর।