ভ্রমণ পিপাসুদের পছন্দ ভাসমান পেয়ারা বাগান

মোঃ আল হাদী,ঝালকাঠি:
নতুন নতুন জায়গায় ভ্রমণ কার না পছন্দ।কর্মজীবনের বদ্ধ শৃঙ্খল হতে মুক্তি লাভের অন্যতম মাধ্যম হচ্ছে ভ্রমণ। আর তাই মনের মরিচা দূর করতে চলে আসতে পারেন এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান এ। ঝালকাঠি,বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এ বৃহত্তম পেয়ারা বাগান। ঝালকাঠি জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভিমরুলিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাগান ও এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান। তিন দিক থেকে আসা খালের মোহনায় বসে এই ভাসমান পেয়ারা বাজার।জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ বাজার চলে।সকাল ১১ টার আগে বাজারে যাওয়াই উত্তম। এছাড়া ব্যাকওয়াটারে ঘুরে খালের সাথে লাগোয়া ঘরবাড়ি, স্কুল, ব্রিজ এবং রাস্তার সম্মোহনী রুপ উপভোগ করতে পারেন। খালের মধ্য দিয়ে চলার সময় চাইলে হাত বাড়িয়ে আমরা কিংবা পেয়ারা ধরতে পারবেন। আর যদি বৃষ্টি হয় তবে চারপাশটা আরো অপার্থিব সৌন্দর্য্যে মোহনীয় হয়ে উঠবে।পথে কুড়িয়ানা বাজারের ঋতুপর্ণা দোকানের গরম গরম রসগোল্লার স্বাদ নিতে ভুল করবেন না আর বাজারে বৌদির হোটেলে খেতে পারেন দুপুরের খাবার। ভাসমান পেয়ারা বাজার থেকে বরিশাল আসার পথে গুঠিয়া মসজিদ ও দুর্গাসাগর দিঘী ঘুরে আসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *