সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে ববি শিক্ষার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করে  মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা – ভিত্তিহীন অভিযোগ করার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সম্মুখে মানববন্ধন করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এসময় অভিযুক্ত শাহবাজ মিঞা শোভনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা।

বৃহস্পতিবার বেলা ১১ টায় মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী শাহবাজ মিঞা শোভন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত মার্চে সে বিশ্ববিদ্যালয়ের অপর এক শিক্ষার্থীর মেসে গভীর রাতে হামলার ঘটনায় দোষী হিসেবে অভিযুক্ত।

সেই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে অভিযোগ দায়ের হয়েছে সেটির সাক্ষী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিক শফিক মুন্সি।এছাড়া গত ৬ই জুন দৈনিক মানবজমিন পত্রিকায় শাহবাজ মিঞা শোভনের বিরুদ্ধে একটি সংবাদ পরিবেশন করা হয়।  সামাজিক যোগাযোগমাধ্যমে জালিয়াতি বিষয় নিয়ে ক্যাম্পাসের একটি সামাজিক সংগঠন কর্তৃক অভিযোগের ভিত্তিতে নিউজটি করা হয়। যেখানে শোভনের যথাযথ বক্তব্য নেয় পত্রিকাটির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি খাইরুল ইসলাম সোহাগ৷

এসব কারণে ক্ষিপ্ত হয়ে ও প্রতিহিংসার অংশ হিসেবে বিভিন্ন মাধ্যমে শফিক মুন্সি ও খাইরুল ইসলাম সোহাগের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছে শাহবাজ মিঞা শোভন। তাঁর এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন অপমানকর তেমনি দুজন সাংবাদিককে বিনা কারণে হেনস্তার শামিল।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। সেখানে দাবি করা হয়, অনতিবিলম্বে শোভন কর্তৃক দায়েরকৃত অভিযোগটি খারিজ করতে হবে, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ায় দ্রুত শাহবাজ মিঞা শোভনকে ক্ষমা চাইতে হবে এবং সহপাঠীর মেসে হামলার ঘটনায় শোভনের বিরুদ্ধে চলমান বিচারকাজ দ্রুত সম্পন্ন করতে হবে।

মানববন্ধনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক কাজি হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ মিলান, বাংলা বিভাগের আল আমিন, সয়েল সাইন্স বিভাগের সিয়াম জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী শফিক মুন্সি সহ অন্যান্যরা।

বরিশালের বাবুগঞ্জে ঢাক-ঢোল পিটিয়ে সাপে কাটা রোগীর চিকিৎসা, পুলিশ দেখে পালালেন কবিরাজ

শামীম আহমেদ ॥

বরিশালের বাবুগঞ্জে ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সাপে কাটা এক তরুণীর চিকিৎসা করছিলেন কথিত কবিরাজ ও তার দল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দল নিয়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ অসুস্থ তরুনীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বুধবার (৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কথিত কবিরাজ মো. আলী আকবর হোসেন (৩৫) মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের বাসিন্দা। তার দলের সদস্যরা হলেন- দক্ষিণ রমজানপুর গ্রামের মো. তফেল, মো. হাফিজুল, মো. বাপ্পি, মো. হানিফ ও মো. শাজাহান।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে ওই তরুণীকে সাপ বা বিষাক্ত কোনো পোকা কামড় দেয়। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। ওই রাতেই তাকে কবিরাজ মো. আলী আকবর হোসেনের কাছে নিয়ে যাওয়া হয়। ঝাড়ফুঁক শেষে আবার বাড়ি ফিরে যান। ফের অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার (৮ জুন) তরুণীর স্বজনরা গিয়ে কবিরাজ মো. আলী আকবর হোসেনকে বাড়িতে নিয়ে আসেন। ওই দিন বেলা ১১টার দিকে বাড়ির উঠানে সামিয়ানা টাঙানো হয়। কলা গাছের সামনে মোমবাতি, আগরবাতি ও ধূপ জ্বলানো হয়। ঘেরাও দেয়া সীমানার মধ্যে একটি চেয়ারে বসানো হয় তরুণীকে। এরপর শুর“ হয় ‘আধ্যাত্মিক’ চিকিৎসা। কিছুক্ষণ পর পর ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে মন্ত্র পড়ে তরুণীকে ও কলাগাছকে ঝাড়ফুঁক করতে থাকেন কবিরাজ। এভাবে মঙ্গলবার গড়িয়ে চলে বুধবার। জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক বিষয়টি জানতে পেরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ নিয়ে আসেন। এ সময় পুলিশ দেখে দল নিয়ে পালিয়ে যান কবিরাজ।

এদিকে, সাপে কাটা রোগীর অদ্ভুত এই চিকিৎসার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার হাজার হাজার মানুষ ভিড় জমে ওই বাড়িতে।

তারুণীর স্বজনরা জানান, মঙ্গলবার সকালে কবিরাজ মো. আলী আকবর হোসেনকে জানালে তিনি বাড়িতে এসে ঝাড়ফুঁক করেন। জানান তাকে বিষধর সাপে কামড়েছে শুধু ঝাড়ফুঁকে নয় লাগবে ‘আধ্যাত্মিক’ চিকিৎসা। এ জন্য তরুণীর বাবার কাছ থেকে ৪৫ হাজার টাকা দাবি করেন। পরে তার সঙ্গে ৩৭ হাজার টাকার চুক্তি হয়। শর্ত অনুযায়ী, কবিরাজের সঙ্গে ছয় সদস্যের দল রোগীর বাড়িতে থাকবে, খাওয়াদাওয়া করবে। বাদ্য-বাজনার তালে তালে মন্ত্র পড়ে ‘আধ্যাত্মিক’ চিকিৎসা দেয়া হবে। এসময় খাবার, ডেকোরেশনসহ বিভিন্ন ব্যবস্থা ও এর ব্যয় রোগীর অভিভাবককে বহন করতে হবে। তিন, পাঁচ বা সাত দিনের মধ্যে তরুণীকে পুরোপুরি সুস্থ করে তোলার গ্যারান্টিও দেন কবিরাজ মো. আলী আকবর।

এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার সকালে তরুণীর বাবা জানান, এই কবিরাজ এমন অনেক রোগী এর আগেও ভালো করেছেন বলে তিনি শুনেছিলেন। আগে তার গ্রামের দুজন ও পাশের গ্রামের একজন এই কবিরাজের চিকিৎসায় সুস্থ হয়েছে বলে তিনি জেনেছেন। তার গ্রামের এক ব্যক্তির মাধ্যমে তিনি যোগাযোগ করেন। এরপর কবিরাজের সঙ্গে তার ৩৭ হাজার টাকার চুক্তি হয়েছিল। চুক্তির ৩৭ হাজার টাকা চিকিৎসার আগেই নিয়ে নেন কবিরাজ।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার রাত পর্যন্ত কবিরাজের চিকিৎসায় তার মেয়ের শারীরিক অবস্থার উন্নতি ঘটেনি। তবে কবিরাজ পালিয়ে গেলে বুধবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হয়। বৃহস্পতিবার ভোরে চিকিৎসকদের অনুমতি নিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। তার মেয়ে এখন পুরোপুরি সুস্থ।

জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক বলেন, ‘সাপে কাটা রোগীর চিকিৎসার নামে যা করা হচ্ছিল তা চিকিৎসা নয়, ভন্ডামি চলছিল। গ্রামের মানুষ খুব সহজে এসব কবিরাজের কথায় বিশ্বাস করে প্রত্যারিত হচ্ছে। বিষয়টি জানতে পেরে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হই। তবে পুলিশ দেখে ভিড়ের মধ্যে কবিরাজ তার দল নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক মহিদুল আলম বলেন, ‘চেয়ারম্যানের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। কিন্ত তার আগেই কথিত কবিরাজ তার দল নিয়ে পালিয়ে যায়। এলাকার মানুষকে পুলিশের মোবাইল ফোন নম্বর দেয়া হয়েছে। কবিরাজ ওই এলাকায় ঢোকা মাত্রই তাকে আটক করা হবে। আর অসুস্থ ওই তরুণীকে উদ্ধার করে প্রথমে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

শেবামেকে বিকৃত মুখাকৃতির শিশুর জন্ম, গ্রহণ করতে অপারগতা অভিভাবকদের

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে অদ্ভুত মুখাকৃতির এক নবজাতকের জন্ম হয়েছে। শিশুটির নাক ও চোখ নেই। মুখের আকারও বিকৃত। মাথার উপর বড় আকারের একটি টিউমারের মত রয়েছে। অস্বাভাবিক সন্তান হওয়ায় তাকে নিতে অপারগতা প্রকাশ করে তার অভিভাবকরা। হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে নেওয়ার অনুরোধ করেছেন তার অভিভাবকদের। তবে আপাতত তাকে নবজাতক ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১০ জুন) ভোর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। নবজাতকের বাবা ও মা হলেন- ভোলার কলাকোপা গ্রামের রিকশাচালক মো. জাফর এবং তার স্ত্রী মুন্নী বেগম। বর্তমানে মুন্নী লেবার ওয়ার্ডে এবং শিশুটি শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। জাফর মুন্নীর সংসারে ৬ বছর বয়সের আরও একটি ছেলে সন্তান রয়েছে।

হাসপাতালের এ্যানেসথিয়া চিকিৎসক ডা. সজল পান্ডে জানান, বিকৃত মুখ মন্ডলের শিশুটি যখন সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ভূমিষ্ট করা হয় তখন তারাও আতঙ্কিত হয়ে পড়েন। নিজেদের সামলে অপারেশন সম্পন্ন করেন। এর আগেও বিকৃতাঙ্গ নিয়ে অনেক শিশুর জন্ম হয়েছে হাসপাতালে। শিশুটিকে তার অভিভাবকের কাছে দেয়া হলে তাৎক্ষণিক তারা গ্রহণে অস্বীকৃতি জানান। পরে বুঝিয়ে শিশুটিকে অভিভাবকদের কাছে দেয়া হয়। বর্তমানে শিশুটিকে নবজাতক ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুটির নাক ও চোখ কিছুই নেই। মুখের আকারও বিকৃত। মাথার উপর বড় আকারের একটি টিউমারের মত রয়েছে।

তবে এ বিষয়ে কিছুই জানা নেই হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলামের।বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সংশ্লিস্ট বিভাগের কেউ তাকে এ বিষয়ে জানায়নি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি মানববন্ধন

বরিশালে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘জাগ্রত তারুণ্য’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহাবাজ মিঞা শোভনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে শোভনের অভিযোগ দেওয়ার প্রতিবাদে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের একাংশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ‘জাগ্রত তারুণ্য’ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহাবাজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহরিয়ার মাহিদ, সহ-সভাপতি সিফাত ইমন মঞ্জু ও আরিফুর রহমানসহ অন্যান্যরা।

 

বক্তারা স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত তারুণ্য নিয়ে ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। একই সাথে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। পরে একই দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেন তারা।

অপরদিকে, একটি জাতীয় দৈনিকের বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধির বিরুদ্ধে শাহাবাজ মিঞা শোভনের অভিযোগ দায়েরের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদ জানানো হয়।

ঘোষিত বাজেট প্রত্যাখ্যান করে বরিশালে বিক্ষোভ সমাবেশ

জাতীয় সংসদে পেশ করা প্রস্তাবিত বাজেট গণবিরোধী উল্লেখ করে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। সংগঠনের জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক জলিলুর রহমান, দেওয়ান আ. রশিদ নিলু, বিশ্ব নাথ দাশ মুন্সি, এ কে আজাদ, প্রকৌশলী ইমরান হাবীব রুমন, ডা. মনিষা চক্রবর্তী, হারুন অর রশিদ ও জসিম উদ্দিন।

সমাবেশ শেষে ঘোষিত বাজেট প্রত্যাখ্যান করে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।

সাতলা ইউনিয়ন আ’লীগের প্রতিনিধি সভা ও বীরমুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত

খবর বিজ্ঞপ্তি:
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য  বীর মক্তিযোদ্ধা  অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী   শেখ হাসিনা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বার বার ক্ষমতায় আসার কারণেই দেশের সকল দূর্যোগ মোকাবিলা করতে সক্ষম হয় । এছাড়াও পদ্মা সেতুর মতো বড় বড় অবকাঠামো বাস্তবায়ন  হয়।  তাই দেশের সুষম ও সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে বিজয়ের কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে আরাে শক্তিশালী করতে সকল নেতাকর্মী কে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করে সাতলা ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে  আগামী ২১ জুন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ভোট কেন্দ্রে সকলে উৎসব মূখর পরিবেশে উপস্থিত হয়ে  সাতলা ইউনিয়ন পরিষদ  নির্বাচনে আওয়ামী লীগ মনােনীত চেয়ারম্যান   প্রার্থী  মোঃ শাহিন হাওলাদারকে   নৌকা মার্কায় বিপুল ভােট দিয়ে  বিজয়ী করার আহ্বান জানান
 
বুধবার (৯ জুন ) বিকেলে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আসন্ন ১ নং সাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো শাহীন হাওলাদারের সমর্থনে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতা এসব কথা বলেন তিনি।
সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ছালাম খন্দকারের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক  আব্দুল মজিদ শিকদার বাচ্চু, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান,  উজিরপুর পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সাবেক সহ-সভাপতি পরিমল কুমার বাইন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, সাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খায়রুল বাশার লিটন, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস সরদার ও নৌকা মার্কায় ভোট প্রার্থণা করে সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন সাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো শাহীন হাওলাদার।  এসময় উপজেলা ও  সাতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক( মাননীয় মন্ত্রী),  বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নির্দেশ ও পরামর্শে সভা শেষে সাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী খায়রুল বাশার লিটন তার প্রার্থিতা প্রত্যাহার করে নৌকা বিজয়ের লক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শাহিন হাওলাদারকে সমর্থন দেন।
 
 
এরপর পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক( মাননীয় মন্ত্রী),  বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সহধর্মিণী ও বরিশাল সিটি মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক   সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মাতা, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ।

৫০ মিনিটে ‘জিন এক্সপার্ট’ মেশিনের সাহায্যে করোনা পরীক্ষা

শামীম আহমেদ ॥ মাত্র ৫০ মিনিটে ‘জিন এক্সপার্ট’ মেশিনের সাহায্যে করোনা পরীক্ষা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত ‘জিন এক্সপার্ট’ প্রযুক্তির মাধ্যমে জেলার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৫০ মিনিটে করোনা পরীক্ষার রিপোর্ট দেয়া হচ্ছে।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযুক্ত ব্র্যাকের মেডিক্যাল টেকনোলজিস্ট মোঃ রেমন জানান, মঙ্গলবার সকাল থেকে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ‘জিন এক্সপার্ট’ মেশিনের সাহায্যে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু করা হয়েছে। পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় আট ঘণ্টা সময় লাগলেও জিন-এক্সপার্ট মেশিনে নমুনা প্রক্রিয়াকরণ করতে পাঁচ মিনিট এবং রিপোর্ট পেতে সর্বোচ্চ ৫০ মিনিট সময় লাগছে। তিনি আরও জানান, নতুন এ পদ্ধতিতে ভিটিএম টিউব থেকে নমুনা সরাসরি কার্টিজে দেওয়া হয়। একধাপে নমুনা পরীক্ষা (টেস্ট) হয়। পরে সরাসরি কম্পিউটার থেকে ফলাফল পাওয়া যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন জানান, কম খরচে অধিক সংখ্যক পরীক্ষার জন্য ‘জিন এক্সপার্ট’ সময়োপযোগী। উপজেলার জনগণ নতুন মেশিনের সুফলভোগ করছে।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম জানান, উপজেলা থেকে এখন আর বরিশালে নমুনা পাঠিয়ে অপেক্ষা করতে হবেনা। নতুন এ মেশিনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই করোনা পরীক্ষা হচ্ছে। কম খরচ ও স্বল্প সময়ে অধিকসংখ্যক পরীক্ষার জন্য ‘জিন এক্সপার্ট’ মেশিনটি খুবই কার্যকর বলেও তিনি উল্লেখ করেন।

বৃদ্ধি হওয়া মেয়াদেও শেষ হচ্ছে না ৩৮৬ কোটি টাকা ব্যয়ে মেহেন্দিগঞ্জের উলানিয়া ভাঙ্গন প্রতিরোধ প্রকল্প

রাতুল আহম্মেদ ॥
মেহেন্দিগঞ্জের ১৬টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নই নদী ভাঙ্গন কবলিত। এরমধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়ন। মেঘনা নদী সহ কালাবদর, গজারিয়া, ইলিশা, মাছকাটা নদীর ভাঙ্গনে প্রতি বছর বহু স্থাপনা বিলীন হচ্ছে। মেঘনার কড়াল গ্রাসে গোবিন্দপুরের সিংহভাগ এলাকা আগেভাগেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনকবলিত এলাকা রক্ষায় বিভিন্ন প্রকল্প আমলাতান্ত্রিক জটিলতায় আর আলোর মুখ দেখেনি। ২০১০ সালের পর মেহেন্দিগঞ্জের শত শত কোিট টাকার সম্পদ ও ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষায় স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সংগঠনের নানান দাবীর ফলে কয়েকটি প্রকল্পের প্রস্তাবনা আসলেও তা আর বাস্তবায়িত হয়নি। সর্বশেষ মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের মেঘনা নদীর ভাঙ্গনরোধে ২০১৮ সালে পানি সম্পদ মন্ত্রনালয় ভাঙ্গন প্রতিরোধে দুই বছর মেয়াদী একটি প্রকল্প গ্রহন করেন। ঐ প্রকল্প একনেকে পাস হয়ে ৩৮৬ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে ১৭টি প্যাকেজের মাধ্যমে ভাঙ্গন কবলিত তিন কিলোমিটার এলাকা ব্লক এবং জিও ব্যাগ এর মাধ্যমে রক্ষার জন্য দুই বছর সময় বেধে দেয়া হয়। গত বছর প্রকল্পের মেয়াদ শেষ হলেও তা এক বছর বৃদ্ধি করে ২০২১ সালের জুন মাস পর্যন্ত সময় বেধে দেয়া হয়। কিন্তু এ সময় শেষ হলেও ৬৫ ভাগ কাজ সমাপ্ত হওয়ায় আরো একবছর বৃদ্ধি করে ২০২২ সালের জুন মাস পর্যন্ত সময় চেয়ে চিঠি দিয়েছে বরিশাল পানি উন্নয়ন বোর্ড। বরিশাল পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, উলানিয়া – গোবিন্দপুর ইউনিয়নের মেঘনা নদীর ভাঙ্গনরোধ প্রকল্পের তিন কিলোমিটার জুড়ে সাড়ে ৯ লাখ জিও ব্যাগের অনুকুলে ইতিমধ্যেই ৯ লাখ জিও ব্যাগ ফেলা হয়েছে। মোট ৩১ লাখ ব্লকের মধ্যে ইতিমধ্যেই ২০ লাখ ব্লক তৈরী হয়েছে। যার মধ্যে ১৫ লক্ষ ডাম্পিং করা হয়েছে এবং বাকি ৫ লক্ষ ব্লক দ্রুতই ডাম্পিং করা হবে।

এদিকে নিম্নমানের ব্লক তৈরী করায় উলানিয়ার লঞ্চঘাটস্থ ৪নং প্যাকেজের কাজ গতমাসে বন্ধ করে দিয়ে পানি উন্নয়নবোর্ডকে জানায় এলাকাবাসী। স্থানীয় আশা গ্রামের বাসিন্দা সজল ও জসিম উদ্দিন জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে নিম্ন মানের ঐ ব্লকে চিহ্ন দিয়ে তা বাতিল করে। পারিসা কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার ইমন আফরোজ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কিছু ব্লক বাতিল করেছে মর্মে সত্যতা স্বীকার করে জানান বাতিলের পর তাৎক্ষনিক তা সরিয়ে নেয়া হয়।
উলানিয়া অংশের অপর ঠিকাদারী প্রতিষ্ঠান বিজে জিও টেক্সটাইল লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার মো. মনির হোসেন জানান, তাদের প্রতিষ্ঠানের ৫টি প্যাকেজের মধ্যে ৪টি প্যাকেট আগামী দুই মাসের মধ্যে সমাপ্ত হবে। বর্তমানে ৩টি মেশিনের মাধ্যমে ব্লক তৈরীর কাজ চলছে তবে আবহাওয়া অনুকুলে না থাকায় কাজে কিছুটা ধীরগতি হচ্ছে। তিনি জানান, তাদের প্রতিষ্ঠানের ইতিমধ্যেই ৩০ কোটি টাকার বিল বকেয়া পড়ে আছে। বিলের টাকা পাওয়া গেলে কাজে আরো গতি আসবে বলে তিনি জানান।

পানি উন্নয়ন বোর্ড দক্ষিনাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার ইত্তেফাককে জানান, বর্ষা ও জোয়ারের প্রভাব সহ নানান কারনে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের মেঘনা নদীর ভাঙ্গনরোধ প্রকল্পের কাজে ধীরগতি হচ্ছে। বিশেষ করে সম্প্রতি ঘূর্নিঝড় ‘ইয়াস’ এবং পূর্নিমার জো’র কারনে পানি বৃদ্ধি পাওয়ায় কাজে শ্লোথ গতি হয়েছে। সেজন্য আগামী এক বছর সময় চেয়ে চিঠি প্রেরণ করা হয়েছে এবং এ সময়ের মধ্যে এ প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। নিম্ন মানের ব্লক সম্পর্কে তিনি বলেন ঠিকাদারী প্রতিষ্ঠান ব্লক তৈরীর পর টাস্কফোর্সের সদস্যরা তা পরীক্ষা করে অনুমোদন দিলে ডাম্পিং করা হয়। টাস্কফোর্সের অনুমতি ছাড়া ব্লক ডাম্পিং করা হয় না। ঠিকাদারী প্রতিষ্ঠানের বকেয়া সম্পর্কে তিনি বলেন ঠিকাদারী প্রতিষ্ঠানের কিছু টাকা বকেয়া পড়েছে। পানি সম্পদ মন্ত্রনালয়ে ও পানি উন্নয়ন বোর্ড সমন্বয় করে তা দেয়ার উদ্যোগও নিয়েছে। আগামী আগস্টে ২৫ ভাগ বরাদ্দ আসলেই ঠিকাদারদের বিল পরিশোধ করা সম্ভব হবে।

প্রসঙ্গতঃ মেহেন্দিগঞ্জের উলানিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ঘেরা ঐতিহ্যবাহী একটি ঐতিহাসিক ভবন রয়েছে। যুক্ত ফ্রন্টের নির্বাচনের সময় ১৯৫৪ সালে ঐ ভবনেই জাতির জনক অবস্থান নিয়েছিলেন। উলানিয়ার বাসিন্দা পিএইচডি গবেষক বারেক কায়সার জানান, উলানিয়া হাইস্কুল মাঠে যুক্ত ফ্রন্টের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আরও জানান সেই স্মৃতি ঘেরা ভবন সহ দু’টি মাধ্যমিক বিদ্যালয়, একটি ডিগ্রী কলেজ, ৮টি প্রাথমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, ১২টি মসজিদ, দু’টি মন্দির, হাসপাতাল, খাদ্য গুদাম, ভূমি অফিস, ডাকঘর, দু’টি ব্যাংক, দু’টি সিনেমা হল ও বিভিন্ন বেসরকারী সংস্থার কার্যালয় সহ দু’সহস্রাধিক স্থাপনা ঐতিহ্যবাহী উলানিয়ার ঐতিহাসিক জমিদার বাড়ি ও বাড়ির নিকটবর্তী ৩০ বিঘা জমির উপর বিশাল দিঘী রয়েছে এখানে। উলানিয়ার এই জমিদার বাড়িতে জন্ম গ্রহণ করেছেন লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী, কবি আসাদ চৌধুরী ও বরিশালের সাবেক জেলা গভর্নর আমিনুল হক চৌধুরী, নাট্যকার মরহুম আতিকুল হক চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও মেহেন্দিগঞ্জের ভাঙ্গন কবলিত এলাকা নিয়ে দৈনিক ইত্তেফাকে একাধিক সচিত্র প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ইত্তেফাকে প্রকাশিত প্রতিবেদনের ফটোকপি সহ উলানিয়ার বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শফিউর রহমান পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন সহ নানান কর্মৎপরতা ফলে বিভিন্ন সময়ে ভাঙ্গন প্রতিরোধে জরুরী বরাদ্দ আসলেও বর্তমান প্রকল্পই সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখবে বলে জানান এ এলাকার বিশিষ্টজনরা।

 

হিজলায় এমপি পঙ্কজ দেবনাথের গাড়ি বহরে হামলা ॥ আটক-৫ ॥ মামলা দায়ের

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের গাড়ি বহরে মঙ্গলবার রাত ৯টার দিকে হিজলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে খুন্না বন্দর নামক স্থানে হামলার ঘটনা ঘটেছে। এসময় এমপিকে বহনকারী গাড়ির গ্লাস ভেঙ্গে চালক শুক্কুর আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় হিজলা থানা পুলিশ ঐ রাতেই ৫ জনকে আটক করেছে। বুধবার বিকেলে হিজলার সার্কেল এসপি মো. মতিউর রহমান জানিয়েছেন, হিজলা উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম সরদারের সাথে বড়জালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন হাওলাদারের সাথে দ্বন্দ্বের জেরে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে তা তদন্ত পূর্বক মামলার প্রস্তুতি চলছে বলে জানান সার্কেল এসপি। এমপি পঙ্কজন দেবনাথ জানান, ইব্রাহিম এবং এনায়েতের মধ্যে হামলার ঘটনার সময় তিনি সেখান থেকে যাওয়ার পথে এ অনাকাঙ্খিত ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার রাতে ৬দফা কর্মসূচী উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতা শেষে এমপি পঙ্কজ দেবনাথ খুন্নাবন্দরস্থ ডাকবাংলোতে বিশ্রাম করেন। রাত ৯টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তার গাড়ি বহর হামলার শিকার হয়। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে শ্রীপুর গ্রামের মোশাররফ হোসেন, সৈয়দ মঞ্জুর মোরশেদ, মহিম দেওয়ান, বড়জালিয়া ইউনিয়নের মো. অলিউদ্দিন, হেলাল সিকদারকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন হিজলা থানার অফিসার ইনচার্জ অসিম কুমার সিকদার। তিনি জানান এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
মামলার বাদী হিজলা উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম সরদার জানান, স্থানীয় খেয়াঘাট নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী এনায়েত হোসেন হাওলাদারের সাথে তার দ্বন্দ্বের জেরেই তার উপর উদ্দেশ্যে প্রনোদিত হামলা চালানো হয়। হামলায় এমপি পঙ্কজ দেবনাথের গাড়ির গ্লাস ভাংচুর হয়। এ ঘটনায় ২৪ জন নামধারী সহ অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বড়জালিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার জানান, তাকে পরাজিত করতেই এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন এমপি পঙ্কজ দেবনাথ ঐ রাতে সভায় চশমা প্রতীকের প্রার্থী শাহাবুদ্দিন পন্ডিতকে বিজয়ী করতে ভোট চেয়ে বক্তৃতা করেন। এতে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। এ সংক্রান্ত ভিডিও তিনি জেলা আওয়ামী লীগের কাছে প্রেরণ করেছেন। তিনি বলেন এ মালা সাজানো এর সাথে তাদের কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও পুলিশ দু’ মেম্বর প্রার্থী সহ তার কর্মীদের গ্রেফতার করেছে।

সাহান আরা বেগমের মৃত্যুবার্ষিকীতে বরিশাল মহানগর আওয়ামী লীগের মিলাদ মাহফিল

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক মন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত অবদুল্লাহর সহধর্মিনী ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম সাহান আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ – মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বুধবার শহীদ সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে বাদ জোহর দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনজাতে মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও মঙ্গলবার বরিশাল সিটি করপোরেশনের হল রুমে কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে এবং মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুলের আয়োজনে পোর্ট রোড এলাকায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মঙ্গলবার বাঘিয়া মুসলিম গোরস্থানে সাহান আরা বেগম পাঞ্জেগানা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিটি মেয়র।
উল্লেখ্য, সাহান আরা বেগম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার থেকে বুধবার পর্যন্ত মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কালো ব্যাচ ধারন, বুধবার পর্যন্ত দলীয় কার্যালয়ে ফজর থেকে আসর পর্যন্ত ও সোমবার ৩০টি ওয়ার্ডে দিনব্যাপী কোরআন খতম এবং সকল ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও পার্থনা ও জোহর বাদ দলীয় কার্যালয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করেন।