পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান কিলিয়ান এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক :
পিএসজির সবচেয়ে বড় তারকা কে— এমন প্রশ্নের জবাবে অনেকেই বলবেন লিওনেল মেসির নাম। কিন্তু বাস্তবতা হচ্ছে, মেসি নয়, পিএসজির ভাবনা আবর্তিত কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে। এতটাই যে, গুঞ্জন আছে মৌসুম শেষে মেসি পিএসজি ছাড়তে পারেন যার অন্যতম কারন তাকে এমবাপ্পের সমান বেতন না দেওয়া। ঘরের ছেলেকে নিয়ে পিএসজি যতটা ভাবছে, এমবাপ্পেও কি ততটাই ভাবেন?

সম্প্রতি ফরাসি টিভি চ্যানেল ফ্রান্স থ্রি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে জানালেন পিএসজিকে নিয়ে তার ভাবনা কতটুকু। সেই সাক্ষাৎকারের অংশ নিয়ে গতকাল বুধবার (১২ এপ্রিল) ক্রীড়াবিষয়ক স্প্যানিশ পোর্টাল মার্কা’র করা একটি প্রতিবেদনে জানা যায়, এমবাপ্পের ভবিষ্যৎ পরিকল্পনার বড় অংশ জুড়ে আছে পিএসজি। বিশেষত, ফরাসি ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে চান তিনি।

এমবাপ্পে বলেন, ‘পরবর্তী ভাবনা সম্পর্কে যদি বলতে হয়, তাহলে আমি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কথাই বলব। আমি ইতোমধ্যে ফাইনাল খেলেছি। সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, শেষ ষোলো— সবই খেলেছি। ফাইনালে জেতা ছাড়া সবই করেছি আমি । আমার এখন শিরোপা দরকার। আশাকরি, খুব শিগগিরই জিততে পারব এটি।’

প্রতিবার মৌসুম শেষের সময় ঘনিয়ে আসলে দলবদলের বাজারে এমবাপ্পেকে নিয়ে গুঞ্জন শুরু হয়। তিনি পিএসজি ছেড়ে দেবেন, রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন; এমন কথা বাতাসে নিয়মিতই ভাসে। তাই এমবাপ্পে যখন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কথা বললেন, স্বভাবতই কৌতূহল জাগে, কাদের হয়ে জিততে চান তিনি!

বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন এমবাপ্পে নিজেই। ফরাসি এই তারকা বলেন, ‘অবশ্যই পিএসজিতে। আমি একজন প্যারিসিয়ান এবং এখানে আমি চুক্তিবদ্ধ। সুতরাং, পিএসজির হয়েই চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই।’

আইপিএলে কেমন অনুশীলন হচ্ছে লিটনের?

স্পোর্টস ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গেল বর্তমানে কলকাতার ইডেন গার্ডেনসে অবস্থান করছেন টাইগার ওপেনার লিটন দাস। সেখানে পৌঁছানোর পর অবশ্য বেশ সাড়া জাগিয়েই লিটনকে বরণ করতে দেখা যায় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে। এরপর বুধবার সন্ধ্যায় দ্বিতীয় দিনের মতো ব্যাটিং অনুশীলন করেছেন লিটন।

নেটে এদিন উমেশ যাদব, লকি ফার্গুসন, টিম সাউদিদের বল মোকাবিলা করেছেন লিটন। এ সময় অবশ্য জেসন রয়ও ছিলেন তার সাথে।

এরপর কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পোস্টের একটি ভিডিওতে লিটন নিজের ব্যাটিং নিয়ে বলেন, প্রাকটিসটা আমার দরকার ছিল, সেন্টার উইকেটে ব্যাটিং করেছি। সবকিছু মিলিয়ে খুব ভালো অনুশীলন হয়েছে।

এর আগে বুধবার দিনের শুরুতে কেকেআর ক্যাম্পে ‌‘বাংলাদেশের বাঘ’ শিরোনামের ভিডিওতে লিটন বলেছেন, ‘অনেক ভালো লাগছে, এটির জন্য অপেক্ষা করছিলাম। কখন কেকেআরে আসব।’

লিটন যেদিন ভারতে যান, সেদিনই গুজরাট টাইটানসের বিপক্ষে সেই অবিশ্বাস্য জয় পায় নাইট রাইডার্স। সেই ম্যাচ নিয়ে লিটন বলেন, ‘যখন ল্যান্ড করেছি, তখন জানতে পারি যে কেকেআর কঠিন ম্যাচটা জিতে গেছে। খুবই ভালো অনুভূতি।’

ধোনির ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক :
আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে কোনো একটি ফ্র্যাঞ্চাইজিকে ২০০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব গড়েছেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস করতে নেমে এমন বিরল নজির গড়েন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।

নিজের মাইলফলক ছোঁয়ার ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ধোনি। এদিন ২০০তম ম্যাচে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি-স্মারক তুলে দেওয়া হয় তার হাতে।

আইপিএলের শুরুর বছর থেকে চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। মাঝে ২০১৬ আসরে রাইজিং পুনে সুপারজায়ান্টসের নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। আইপিএলে ধোনি অধিনায়কত্ব করেছেন এখন পর্যন্ত ২১৪টি ম্যাচে। এর মধ্যে ১৪ ম্যাচ রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে।

২০০তম ম্যাচে নেতৃত্ব দেওয়ার মাইলফলক ছোঁয়ার দিনে ধোনি বলেন, খুব ভাল লাগছে। দর্শকরা সবসময় পাশে থেকেছেন। ক্রিকেটের একটা বিবর্তনের সাক্ষী থেকেছি। টি-টোয়েন্টি ক্রিকেট ধীরে ধীরে কীভাবে বদলেছে সেটা দেখতে পেয়েছি।

এদিকে, অধিনায়কের মাইলফলকের ম্যাচটা রাঙাতে চায় চেন্নাই। এ প্রসঙ্গে দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা বলেন, ধোনি একজন কিংবদন্তি। শুধু চেন্নাই সুপার কিংস নয়, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। ধোনিকে শুভেচ্ছা জানাই। আশা করি আমরা রাজস্থানের বিরুদ্ধে জিতব। অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ খেলছেন ধোনি, জয়টাই সব থেকে বড় উপহার হতে পারে ওর জন্য। আশা করব ধারাবাহিকভাবে জিততে পারব আমরা।

মার্চের সেরা খেলোয়াড় সাকিব

স্পোর্টস ডেস্ক :
মার্চ মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আজ বুধবার (১২ এপ্রিল) তাদের অফিশিয়াল ওয়েবসাইটে সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে তারা। মার্চের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

পেছনে ফেলেছেন বাকি দুই প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড তারকা কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে।

মার্চে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৫০ রানের জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে ৭১ বলে ৭৫ রান করার পাশাপাশি বল হাতে ৪ উইকেট শিকার করেন সাকিব। এরপর ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তিন ম্যাচেই উইকেট পাওয়া সাকিব প্রথম টি-টোয়েন্টিতে খেলেন ২৪ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস।
সাকিবের ধারাবাহিকতা বজায় ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই। প্রথম ওয়ানডেতে খেলেছিলেন ৯৩ রানের অসাধারণ ইনিংস। ওয়ানডে শেষে টি-টোয়েন্টিতেও দেখান নৈপুণ্য। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাকিবের দুর্দান্ত অলরাউন্ড শো দেখে ক্রিকেটবিশ্ব। ব্যাট হাতে ২৪ বলে অপরাজিত ৩৮ রানের ঝড়ের পর বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট পান তিনি।

সাকিবের এমন পারফরম্যান্সে আইরিশদের হারিয়ে বাংলাদেশ জিতে নেয় টি-টোয়েন্টি সিরিজ। পায় টানা দুই সিরিজে জয়ের স্বাদ। মার্চে সাকিব খেলেছেন মোট ১২ ম্যাচ। রান করেছেন ৩৫৩, উইকেট পেয়েছেন ১৫টি। সবমিলিয়ে সেরার হাতেই আরও একবার উঠলো সেরার স্বীকৃতি।

আইসিসির র‍্যাঙ্কিংয়ে সুখবর তিন বাংলাদেশির

স্পোর্টস ডেস্ক :
সময়টা দারুণ কাটছে বাংলাদেশের ক্রিকেটের। মাঠের খেলার পাশাপাশি মাঠের বাইরেও ভালো খেলার স্বীকৃতি পাচ্ছেন ক্রিকেটাররা। সম্প্রতি আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাং কিংয়ে সুখবর পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।

টেস্ট র্যাংওকিংয়ে উন্নতি করেছেন তিনজনই। চলতি মাসের শুরুতে ঢাকায় অনুষ্ঠিত আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ভালো খেলার পুরস্কার পেলেন তারা। টেস্ট ব্যাটারদের তালিকায় ২২ নম্বর থেকে ৫ ধাপ এগিয়ে মুশফিকের অবস্থান এখন ১৭ তম। এই তালিকায় মুশফিকের একধাপ উপরে ১৬ তম অবস্থানে আছেন লিটন দাস।

আয়ারল্যান্ড টেস্টে ভালো বোলিং করায় বোলারদের তালিকায় তিন ধাপ উপরে উঠে এলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২৩ থেকে এখন তিনি আছেন ২০ এ। সাকিব আল হাসানও তিন ধাপ এগিয়েছেন বোলারদের র্যাংখকিংয়ে। ২৯ তম অবস্থান থেকে ২৬ এ উঠে এলেন সাকিব।

ওয়ানডেতেও ব্যাটারদের তালিকায় মুশফিকের অবস্থান ১৭ তম। তামিম ইকবাল ২০ ও সাকিব আল হাসান আছেন ২৬ নম্বরে। একদিনের ক্রিকেটে বোলারদের তালিকায় সেরা দশে একমাত্র বাংলাদেশি সাকিব। তার অবস্থান ১০। মেহেদী হাসান মিরাজ আছেন ১৮ তে ও মুস্তাফিজুর রহমান ২০ তম অবস্থানে।

টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় লিটন আছেন ২১ নম্বরে। বোলারদের মধ্যে মুস্তাফিজের অবস্থানও ২১। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে অবস্থান করলেও টেস্টে সাকিব আছেন ৩ নম্বরে।

ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ খেলতে পাকিস্তানের নতুন শর্ত

স্পোর্টস ডেস্ক :

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। নিরপেক্ষ ভেন্যু ছাড়া ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার হুঁশিয়ারি পাকিস্তানের। এই ইস্যুতে কোনোভাবেই মিলছে না সমাধান। তবে শেষমেষ ভারতের মাটিতে খেলার বিষয়ে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান, কিন্তু জুড়ে দিয়েছে নতুন শর্ত।

গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চলতি বছর পাকিস্তানে হবে এশিয়া কাপ। আর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। ভারত চায় না পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে, তাদের চাওয়া নিরপেক্ষ ভেন্যুতে হোক এশিয়া কাপ। কিন্তু নাছোড়বান্দা পাকিস্তান। তারা চায় ভারত এসে খেলুক পাকিস্তানে। আর এখানেই শুরু বিপত্তির।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, পাকিস্তানে পাঠানো হবে না রোহিত শর্মাদের। নতুন খবর, ভারতে দল পাঠাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আপত্তি না থাকলেও শহর নিয়ে কিছুটা পছন্দ-অপছন্দ রয়েছে তাদের।

ভারতের ১২টি শহরে হবে একদিনের বিশ্বকাপের ম্যাচগুলো। সব শহরে নাকি দল পাঠাতে রাজি নয় পিসিবি। লিগ পর্বের ম্যাচগুলোর জন্য পিসিবি কর্তারা আইসিসির কাছে তাদের পছন্দের কথা জানিয়েছেন। এশিয়া কাপ আয়োজন ও একদিনের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আইসিসি কর্তাদের সঙ্গে কিছু দিন ধরে আলোচনা চালাচ্ছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

আইসিসির এক কর্মকর্তা বলেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারত সরকার পছন্দ করার সুযোগ দেবে কি না জানা নেই। সুযোগ থাকলে ভারতের দুটি শহরে বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচগুলো খেলতে চায় পাকিস্তান। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে কলকাতা ও চেন্নাইয়ে খেলতে তারা সব থেকে স্বাচ্ছন্দ্য বলে জানিয়েছে।’

ওই কর্মকর্তা আরও জানান, ‘এই দুই শহরের আতিথেয়তায় সব থেকে খুশি পাকিস্তানের ক্রিকেটাররা। নকআউট পর্বের ম্যাচের কেন্দ্র নিয়ে অবশ্য পাকিস্তানের ক্রিকেট কর্তারা কোনও পছন্দের কথা জানাননি।’

আইসিসি চায় ভারত-পাকিস্তান ম্যাচ হোক আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ১ লাখ ৩২ হাজার দর্শক আসনের স্টেডিয়ামে এই ম্যাচ হলে বাণিজ্যিকভাবে সব থেকে লাভবান হবে তারা। যদিও বিশ্বকাপ ফাইনালের কেন্দ্র হিসেবে আহমেদাবাদ আগেই চিহ্নিত হয়ে যাওয়ায় সেখানেই ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে কিছুটা সংশয় রয়েছে।

শেষ পর্যন্ত এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে দল পাঠাবে কি না আর অন্যদিকে একদিনের বিশ্বকাপের ম্যাচ খেলতে পাকিস্তান দল ভারতে আসবে কি না এই প্রশ্নের উত্তর এখনও অজানা।

মুস্তাফিজকে না খেলানোয় ‘ক্ষেপেছেন’ ওমর সানী

স্পোর্টস ডেস্ক :
চলতি আইপিএলে এখনও জয়ের মুখ দেখেনি মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। হেরেছে তিন ম্যাচের সবকটিতে। বোলাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন প্রতি ম্যাচেই। তবুও মুস্তাফিজকে মাঠে নামানোর ব্যাপারে নিরব দিল্লি। সেই দিল্লিই আবার ফেসবুকে সরব মুস্তাফিজকে নিয়ে। প্রায় প্রতিদিনই পোস্ট করছে তার ছবি দিয়ে। অদ্ভুত এক নাটকের মঞ্চায়ন করছে যেন তারা!

মুস্তাফিজকে না খেলানোয় বাংলাদেশি ভক্তরা একই সঙ্গে হতাশ এবং ক্ষুব্ধ। মুস্তাফিজকে নিয়ে করা দিল্লির পোস্টগুলোতে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে দেখা যায় প্রায়ই। এবার মুস্তাফিজকে বসিয়ে রাখায় ক্ষোভ প্রকাশ করলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল অভিনেতা ওমর সানী।

গতকাল সোমবার(১০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন ওমর সানী। তিনি লিখেন, ‘পৃথিবীর এক নাম্বার ব্যাটসম্যান হন আর বোলার হন কোন লাভ নেই। আইপিএলে তোমাকে বসায় রাখবে ৯০% । এটা ওদের অহংকার যে বাঙ্গালীদের আমরা বসায় রাখছি, নিজের দল হারবে তারপরও আমাদের প্লেয়ার নামাবে না। আজকের থেকে তো আর খেলা দেখি না। সেই ইমরান খান, জাবেদ মিয়াঁদাদ, সুনীল গাভাস্কার, কাপিল দেব, অ্যালান বর্ডার, মার্শাল, লারা, শচীন টেন্ডুলকার, আরো অনেক।’

শেষে দুই শব্দে লিখেন ‘ক্ষুদ্র অভিজ্ঞতা।’

কারও নাম উল্লেখ না করলেও মুস্তাফিজকে নিয়েই যে তিনি এটি লিখেছেন তাতে কোনো সন্দেহ নেই। কারণ, চলতি আসরের শুরু থেকেই দিল্লির সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজ। কিন্তু এখনও এক ম্যাচও খেলার সুযোগ পাননি কাটার মাস্টার।

এবার লিটনকে ঘিরে কলকাতার উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক :
এবারের আইপিএলে দুই বাংলাদেশি ক্রিকেটারকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। একজন সাকিব আল হাসান, আরেকজন লিটন দাস। দলে নেওয়ার পর থেকেই দুজনকে নিয়ে উচ্ছ্বসিত ছিল ওপার বাংলার দলটি। কিন্তু নানা জটিলতায় শেষ পর্যন্ত খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। কিন্তু লিটন দাসকে ঠিকই পেয়েছে কলকাতা। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। বাংলাদেশি তারকাকে পেয়ে উচ্ছ্বাসে ভাসছে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএল খেলতে গতকাল রোববার (৯ এপ্রিল) দেশ ছাড়েন বাংলাদেশি ওপেনার লিটন দাস। এটি তাঁর প্রথম আইপিএল যাত্রা। কিন্তু গিয়েই সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারেননি। কারণ দল ছিল তখন আহমেদাবাদে। সেখানেই রিঙ্কু সিংহের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ইতিহাস রচনা হয় কেকেআরের।

ওমন ম্যাচের ঘোর কাটিয়ে এবার লিটনের যোগ দেওয়ার ভক্তদের দিল কলকাতা। আজ সোমবার (১০ এপ্রিল) বাংলাদেশি তারকার কয়েকটি ছবি পোস্ট করে দলটি লিখেছে, ‘পৌঁছে গেছেন লিটন দা’। সঙ্গে জুড়ে দিয়েছে লাভ ইমোজি। ছবিতে কলকাতার জার্সিতে হাসিমুখে দেখা যায় বাংলাদেশি তারকাকে।

২৪ দিনের জন্য আইপিএল খেলার ছাড়পত্র পেয়েছেন লিটন। তার পজিশনটা ওপেনিং। পাশাপাশি সামলান উইকেটের পেছনটাও। এই উইকেটরক্ষক ব্যাটারের মতোই আরেকজন বিদেশি আছেন কলকাতায়। রহমতউল্লাহ গুরবাজ ব্যাট হাতে প্রথম দুই ম্যাচে মোটামুটি আলো ছড়িয়েছেন। সাকিব আল হাসানের পরিবর্তে কলকাতা কিনেছে হার্ডহিটার জেসন রয়কে।

রহমতউল্লাহ ও রয়ের মতো দুইজন ওপেনার থাকতে বিদেশি হিসেবে ওপেনিংয়ে নিজের সম্ভাবনা কতটুকু দেখছেন এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘একজন ওপেনার হিসেবে সবসময়ই আত্মবিশ্বাসী থাকতে হবে। আমি আগে কখনও বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলিনি। এটি সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। দল যদি আমাকে খেলায়, আমি চেষ্টা করব ভালো খেলার। শুধু ওপেনিংয়ে নয়, তারা যে পজিশনেই সুযোগ দেবে, আমি ভালো খেলার চেষ্টা করব।’

লিটনের যাওয়ার পর কলকাতার প্রথম ম্যাচ আগামী ১৪ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

মেসিকে পেতে মরিয়া বার্সা

স্পোর্টস ডেস্ক :
চলতি বছরই ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। ফরাসি ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি না করায় গুঞ্জন রয়েছে পুনরায় বার্সেলোনায় যোগ দিতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এদিকে, আর্জেন্টিনার তারকা এই ফুটবলারকে পেতে মরিয়া বার্সাও। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে পেতে বর্তমান দলের তিন ফুটবলারকে ছেড়ে দিতেও রাজি স্প্যানিশ ক্লাবটি।

মেসিকে বার্সায় ফেরাতে রাফিনহা, ফেরান তোরেস ও আনসু ফাতিকে বিক্রি করার পরিকল্পনা রয়েছে স্প্যানিশ ক্লাবটির। একই সঙ্গে জোয়াও কানসালোকে ধারে অন্য ক্লাবে পাঠানোর কথাও ভাবছে বার্সেলোনা। পাশাপাশি তারা নতুন কিছু খেলোয়াড়কেও দলভুক্ত করবে, যেখানে প্রথম অগ্রাধিকার হিসেবে রয়েছেন মেসি। স্প্যানিশ ক্লাবটি অতি দ্রুতই আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিবে মেসিকে।

শোনা যাচ্ছে, আনসু ফাতিকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের একাধিক ক্লাব। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড বার্সেলোনার এই ফুটবলারকে দলে পেতে আগ্রহী। এদিকে, রাফিনহাকে দলে নিতে আগ্রহী চেলসি। গত মৌসুমেই তাকে দলে পেতে চেয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে সেবার লিডস ইউনাইটেড থেকে রাফিনহা চেলসির পরিবর্তে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। বার্সেলোনার আরেক ফুটবলার ফেরান তোরেসকে দলে নিতে আগ্রহী অ্যাটলেটিকো মাদ্রিদ। বিশ্বকাপজয়ী মেসিকে পুনরায় পেতেই বার্সেলোনার এমন পরিকল্পনা বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।

কলকাতার একাদশে নিজের জায়গা নিয়ে যা বললেন লিটন

স্পোর্টস ডেস্ক :
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে আজ রোববার (৯ এপ্রিল) দেশ ছেড়েছেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। লিটনের এটি প্রথম আইপিএল যাত্রা। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন লিটন, কথা বলেছেন কলকাতার একাদশে নিজের জায়গা পাওয়া ও অন্যান্য বিষয় নিয়ে।

২৪ দিনের জন্য আইপিএল খেলার ছাড়পত্র পেয়েছেন লিটন। তার পজিশনটা ওপেনিং। পাশাপাশি সামলান উইকেটের পেছনটাও। এই উইকেটরক্ষক ব্যাটারের মতোই আরেকজন বিদেশি আছেন কলকাতায়। রহমতউল্লাহ গুরবাজ ব্যাট হাতে প্রথম দুই ম্যাচে আলো ছড়িয়েছেন। সাকিব আল হাসানের পরিবর্তে কলকাতা কিনেছে হার্ডহিটার জেসন রয়কে।

রহমতউল্লাহ ও রয়ের মতো দুইজন ওপেনার থাকতে বিদেশি হিসেবে ওপেনিংয়ে নিজের সম্ভাবনা কতটুকু দেখছেন এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘একজন ওপেনার হিসেবে সবসময়ই আত্মবিশ্বাসী থাকতে হবে। আমি আগে কখনও বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলিনি। এটি সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। দল যদি আমাকে খেলায়, আমি চেষ্টা করব ভালো খেলার। শুধু ওপেনিংয়ে নয়, তারা যে পজিশনেই সুযোগ দেবে, আমি ভালো খেলার চেষ্টা করব।’

সাকিব ও লিটন একসঙ্গে খেলার কথা থাকলেও সাকিবের আইপিএলেই যাওয়া হচ্ছে না। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিটন যাচ্ছেন অবশেষে। সাকিব প্রসঙ্গে এই ওপেনার বলেন, ‘একসঙ্গে খেলতে পারলে অবশ্যই ভালো লাগতো। দেশের পাশাপাশি বাইরেও একই ড্রেসিংরুম শেয়ার করা যেত। কিন্তু হয়তো কোনো কারণে তিনি যাচ্ছেন না। তবে সব ঠিকঠাক আছে।’

আয়ারল্যান্ড সিরিজে লিটনের ব্যাটিং টি-টোয়েন্টি স্টাইলেই হয়েছে। আসন্ন ক্রিকেট বিশ্বকাপও অনুষ্ঠিত হবে ভারতে। দুইয়ে দুইয়ে চার মিলে প্রথম আইপিএল যাত্রা লিটনের জন্য বেশ ভালো কিছু বয়ে আনতে পারে। সুযোগ পেলে তা কাজে লাগাবেন লিটন, এটিই সবার প্রত্যাশা।

লিটনের যাওয়ার পর কলকাতার প্রথম ম্যাচ আগামী ১৪ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।