বরিশালে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়াঃ বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের শের এ বাংলা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মালামালসহ ৭ টি দোকান ও একটি লেগুনা গাড়ীর আংশিক ভস্মীভুত হয়েছে। বুধবার দিবাগত রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। উদয়কাঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, রাত আনুমানিক ১২ টার দিকে মনিরের মুদি দোকানে আগুন জ¦লতে দেখে পাহারাদার শহীদ ডাক চিৎকার দিলে দোকানীরা ও এলাকাবাসি ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রওয়ানা দিলেও ফেরি চালক না থাকায় তারা ঘটনস্থলে পৌছাতে পারেনি। ইতিমধ্যে আগুনের লেলিহান শিখায় হাফেজ আব্দুল মালেকের মুদি, সুলতানের মুদি, শরীফের কাপড়, মনির হোসেনের মুদি, রাসেলের গার্মেন্টস,সাইদুলের ফার্মেসী, দিপকের মিষ্টি এবং মোস্তফার একটি লেগুনা গাড়ী ভস্মিভুত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.শরীফুল ইসলাম, ওসি মো. খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এলাকার সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ১০ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল দেওয়ার ঘোষনা দেন। এ ছাড়া ইউএনও জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস দেন।

 

অবহেলিত বরিশাল সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদকঃ বর্ধিত ওয়ার্ড হিসাবে নাগরীক সুবিধা থেকে বঞ্চিত ৩ নং ওর্য়াড এর সাধারন জনগন। কাউন্সিলর আসে ,কাউন্সিলর যায় নাগরিক সুবিধা বলতে কি আছে তা এ অঞ্চলের বাসিন্দারা আদৌ জানেনা। তাই হিসাব কষছে সাধারন ভোটাররা। আসন্ন সিটি নির্বাচন কে সামনে রেখে নড়েচড়ে বসছে স্থানীয় বাসিন্দারা। আর আশ্বাসে কাজ হবে না বলে সাফ জানিয়ে দিলেন অত্র অঞ্চলের সাধারন ভোটাররা।

এরইধারাবাহিকতায় নগরীর ৩ নং ওর্য়াডে গাউয়াসার,কাউনিয়া হাউজিং,সোনিয়া মসজীদ এলাকা রাস্তাঘাট,ড্রেনেজ ব্যবস্থা অনান্য যে কোন ওর্য়াডের চেয়ে করুন অবস্থা। এর কারন হিসাবে সাধারন ভোটাররা দুষছেন গত দুই টার্ম বিএনপির মনোনীত প্রার্থীরা কাউন্সিলর হিসাবে নিবার্চীত হয়ে তেমন কোন দৃশ্যমান কাজ করেনি উপরোক্ত এলাকায়। ফলে বর্ষা মৌসুমে গাউয়াসার,সোনিয়া মসজীদ,কাউনিয়া হাউজিং এলাকায় কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দূভোর্গ পোহাতে হয় স্থানীয়দের। ফলে একটু বর্ষা হলেই অত্র অঞ্চলের প্রতিটি বাড়িতে হাটু জল জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাছারা গাউয়াসার রাজ্জাকিয়া মাদ্রাসা মাদানী সড়ক থেকে রোকেয়া আজিম সংযোগ সড়কটি না হওয়ায় অবর্নীয় কষ্টে দিনাতিপাত করছে নতুন নতুন বাড়িঘড় হওয়া স্থানীয় বাসিন্ধারা। কোমর সমান পানিতে কাপড় জাগিয়ে তাদের প্রধান সড়কে উঠতে হয়্ । কাউন্সিলরদের জানালে তারা জানায়,তারা প্রয়োজনীয় বরাদ্ধ পায় না।তাই তারা কাজ করতে পারছে না।
ইতিমধ্যে অত্র ওয়ার্ডে নিবাচর্নী প্রচার প্রচারনায় জমে উঠেছে।প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে রাত দিন ছুটে বেড়াচ্ছে। এদিকে পূর্বের হিসাব নিকাস মিলিয়ে নিতে এ ওর্য়াডের ভোটাররা নড়েচড়ে বসছেন ।অভিযোগ রয়েছে গত পাচঁ বছরে পুরানপাড়া,মতাশায় যত রাস্তাঘাট হয়েছে তার সামান্য কিছু গাউয়াসারে দৃশ্যমান হয়নি।
যতদূর জানাগেছে, তিন নং ওর্য়াডের পুরানপাড়ায় ৩ হাজার ৮ শত ,গাউয়াসারে প্রায় ৩ হাজার ৩ শত ,মতাশায় ১ হাজার ৫ শত ভোটার থাকলে ও অবহেলায় গাউয়াসারবাসী।কারন গত কয়েক টার্ম নির্বাচীত কাউন্সিলররা পুরানপাড়ার বাসিন্ধা হওয়ায় উন্নয়ন যা হওয়ার সে দিকে হয়েছে। অন্যদিকে সুবিধাবঞ্চিত হয়েছে গাউয়াসারবাসী।
এ ব্যাপারে আলাপকালে গাউয়াসার এর একাধীক বাসিন্দা জানায়,জোড়মসজীদ থেকে নগরের পোল ৪ শত গজ হবে।যা বিগত দশ বছরের এই সড়কটির সংস্কার এবং কোন ড্রেনেজ ব্যবস্থা হয়নি।
আলাপকালে ৩ নং ওর্য়াডের বর্তমান কাউন্সিলর সৈয়দ আলহাজ্জ্ব হাবিবুর রহমান ফারুক বলেন,আমার সময় প্রায় ৪৭ কোটি টাকার কাজ হয়েছে। আমি আমার সাধ্য মতো কাজ করেছি।তার মধ্যে এখন ও কিছু কাজ চলছে। গাউয়াসার প্রধান সড়কের ড্রেনের কাজটি পাশ হয়ে আছে। অচীরেই হয়ে যাবে।অভিযোগ রয়েছে আপনার নিজের এলাকা পুরানপাড়া.মতাশায় ব্যাপক কাজ হলে গাউয়াসার,সোনিয়া মসজীদ এলাকায় কাজ হয়নি এমন প্রশ্নের উত্তরে তিনি অস্বীকার করেন।
আসন্ন নির্বাচনে অংশ গ্রহনকারী কাউন্সিলর প্রার্থী মোঃ কামরুজ্জামান জুয়েল.বলেন আমি কাউন্সিলর নির্বাচিত হলে অবহেলিত গাউয়াসার,সোনিয়া মসজীদ সহ ৩ নং ওয়ার্ডে এর বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা ,রাস্তাঘাট,প্রাইমেরী বিদ্যালয় স্থাপন সহ অত্র অঞ্চল মাদকমুক্ত রাখবো।
অন্য প্রার্থী মোঃ মজিবর রহমান মৃধা জানালেন আমি নির্বাচিত হলে ৩ নং ওর্য়াডের গাউয়াসার,সোনিয়া মসজীদ এলাকার প্রধান দাবী রাস্থাঘাট,ড্রেন সবার আগে করবো।তাছারা অত্র এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় নেই। যদি স্থানীয় জনগন আমাকে সহযোগীতা করে তা হলে আমি একটি প্রাথমিক বিদ্যালয় নির্মান করবো এবং মাদকমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলবো।
৩ নং ওর্য়াড এর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.ফিরোজ বলেন তিন নং ওর্য়াড সত্যি অবহেলিত।এখানে উন্নয়নের কোন ছোয়া লাগেনি। যতটুক রাস্তাঘাট তা সাবেক মরহুম মেয়র এ্যাড.হিরনের সময় করা।তাই উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই। সাদিক আবদুল্লাহ নির্বাচিত হলে এই ওর্য়াডের রাস্তাঘাট,ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানো হবে।

আওয়ামী সশ্রস্ত্র সন্ত্রাসীরা আস্তানা গেড়ে অবস্থান করছে- মীর্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশনকে ঘিড়ে বিরোধী দলীয় ধানের শীষ মার্কার প্রচার-প্রচারনায় পুলিশ কর্তৃক বাধা, দলীয় কর্মীদের গ্রেপতার ও হয়রানী করার প্রতিবাদে ধানের শীষ মার্কার নির্বাচনি প্রধান সমন্বয়কারী কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্যা আব্বাস আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে বলেন,বরিশাল সিটি নির্বাচনের দিন ভোটার বিহীন কোন লোক শহরে না থাকার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

সিটি নির্বাচনকে ঘিড়ে এখন আওয়ামী সম্প্রদায়ের উৎসব চলছে। নির্বাচনের কর্মকর্তারা আর অণ্য কান দলের প্রতি কোন খেয়াল রাখছে না।

আওয়ামী সশ্রস্ত্র সন্ত্রাসীরা বরিশালের সিমান্ত এলাকায় আস্তানা গেড়ে অবস্থান করছেন।

নির্বাচনের দিন এরা ধানের শীষ ও নৌকার প্রতীক লাগিয়ে লাইনে দাড়িয়ে জনগনের চোখে ধোকা দিয়ে ভোটের কারচুপি করবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান,বরিশাল সিটি মেয়র প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার,কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল,কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড.বিলকিস জাহান শিরিন,বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান,জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন,মহানগর যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন।

মির্যা আব্বাস আরো বলেন,বরিশাল সিটি নির্বাচনে বিভিন্ন উপজেলা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের ক্যাডারদের নিয়ে এখনো শহরে অবস্থান করার কারনে যে কোন সময়ে নির্বাচনে বিঘ্ন ঘটার আশংকা করছেন তিনি।

 

বরিশাল সিটি নির্বাচনে সংশ্লিষ্টদের কারো কাছে নতি স্বীকার করা চলবে না- ইসি

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার বলেছেন,বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কাজে জড়িতদের কারে কাছে মাথা নত করা চলবে না।
আমার এ নির্দেশ দেয়া সত্বেও কেউ যদি কাজে গাফেলিতার প্রমান পাওয়া যায় তাহলে তার বিরুদ্বে ১৯৯২ সালের নির্বাচনী বিধি বিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার বিকালে বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচনি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় সৌজন্য বক্তব্য কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ নুরুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডি.আই.জি শফিকুল ইসলাম(পিপিএম বিপিএমবার),বরিশাল মেট্রোপলিটন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান,বরিশাল র‌্যাব (৮)এর সিইও অতিরিক্ত ডি.আই.জি আতিকা ইসলাম.বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম,বরিশাল স্থানীয় সরকার মন্ত্রালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ সহ বরিশালে কর্মরত সরকারী সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার আরো বলেন, বরিশালের এবারের সিটি নির্বাচনে গুরুত্ব একটু বেশী থাকায় নির্বাচন পর্যবেক্ষনের জন্য আমি অবস্থান করব।
তাই প্রশাসনের সদস্যরা যে যেখানেই দায়ীত্ব পালন করবেন তা সঠিকভাবে পালন করার আহবান জানান তিনি।

 

রাজাপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু: দুই লাখ টাকায় সমঝোতা

রহিম রেজা, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরের সোহাগ ক্লিনিকে ভুল চিকিৎসায় লামিয়া আক্তার নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে শিশুটির অ্যাপেনডিক্স অপারেশন করতে গিয়ে মৃত্যু হয়। ক্লিনিক মালিক আহসান হাবিব সোহাগ লাশ রেখে রাতেই লামিয়ার স্বজনদের দুই লাখ টাকা দিয়ে বিষয়টি মিমাংসা করেছেন। লামিয়া পার্শ্ববর্তী পিরোজপুর জেলার কাউখালী উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আবুল কালাম চুন্নুর মেয়ে। সে স্থানীয় নেকপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়তো।জানা যায়, গত এক মাস ধরে পেটের ব্যাথায় ভুগছিল শিশু লামিয়া। ১০ দিন পূর্বে শিশুটিকে নিয়ে তাঁর মা রাজাপুরের সোহাগ ক্লিনিকের চিকিৎসক মহিউদ্দিনকে দেখান। মহিউদ্দিন পরীক্ষা নিরীক্ষা শেষে লামিয়ার অ্যাপেনডিক্স হয়েছে বলে জানান। দ্রুততম সময়ের মধ্যে তাঁর অপারেশন করানোর পরামর্শ দিয়ে ওষুধ লিখে দেন ওই চিকিৎসক। লামিয়াকে অপারেশনের জন্য বুধবার বিকেলে ক্লিনিকে নিয়ে আসা হয়। সেখানে রাতে অ্যাপেনডিক্স অপারেশনের জন্য অস্ত্রপচার করা হয়। কিন্তু ভুল অস্ত্রপচারের কারণে শিশু লামিয়ার অপারেশন থিয়েটারে বসেই মৃত্যু হয়। পরে ক্লিনিক মালিক আহসান হাবিব সোহাগ লামিয়া গুরুতর অসুস্থ বলে ক্লিনিকের ম্যানেজারকে সাথে দিয়ে অ্যাম্বুলেন্স ঠিক করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশুটির আগেই মৃত্যু হয়েছে বলে জানান।লামিয়ার মা কমলা বেগম মুঠোফোনে বলেন, সোহাগ ক্লিনিকের ভুল চিকিৎসায় লামিয়ার মৃত্যু হয়েছে। মৃত লামিয়াকেই ক্লিনিক থেকে বের করে বরিশাল পাঠানো হয়। সোহাগ দুইলাখ টাকা দিয়ে সমঝোতা করতে চায়। আমরা পাঁচলাখ টাকার কথা বলেছি। বিষয়টি নিয়ে মিমাংসার জন্য অনেকেই আমাদের বাড়িতে এসেছেন।নাম প্রকাশে অনিচ্ছুক লামিয়ার এক স্বজন মুঠোফোনে বলেন, লামিয়ার মৃত্যুর পরে ক্লিনিক মালিক ও তাঁর লোকজন বরিশালে গিয়ে ধরপাকর করছে। অবশেষে দুইলাখ টাকায় বিষয়টি সমঝোতা হয়েছে। তাই লামিয়ার পরিবার থানায় কোন অভিযোগ করতে রাজি হচ্ছে না।লামিয়ার মৃত্যুকে একটি দুর্ঘটনা বলে দাবি করে ক্লিনিক মালিক আহসান হাবিব সোহাগ মুঠোফোনে জানান, লামিয়ার অপারেশন সঠিকভাবেই হয়েছে। তাঁর অবস্থা খারাপ দেখে বরিশালে পাঠানো হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে তাঁর মৃত্যু হয়। লামিয়ার হার্টে সমস্যা ছিল। এ ব্যাপারে ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, বিষয়টি আমরা শুনেছি। অত্যন্ত গুরুত্বসহকারে ঘটনার তদন্ত করা হবে। দোষী প্রমানিত হলে ক্লিনিকটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিটি নির্বাচনের পরিবেশ ব্যাহত হলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ হবে- চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এর সিনিয়র নায়েবে আমীর ও বিসিসি নির্বাচনে হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পীরে কামেল চরমোনাই বলেছেন- প্রিয় নগরী বরিশাল সিটি কর্পোরেশনকে দুর্নীতি, জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার ঈমানী তাগাদা নিয়ে ৩০জুলাই’র নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কায় প্রার্থী দিয়েছে। সকল বাধা-বিপত্তিকে উপেক্ষা করে তিন সিটিতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোটের লড়াই চালিয়ে যাবে। এ নির্বাচনের পরিবেশ ব্যাহত হলে তার প্রভাবে জাতীয় নির্বাচনে অংশহণ প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, যে নির্বাচন কমিশন একই দিনে তিনটি সিটি নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে পারেনা তাদের দিয়ে একই দিনে তিনশত সংসদীয় আসনে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনা।
আজ ২৬ জুলাই বিকালে নগরীর অশ্বিণী কুমার টাউনহল চত্বরে হাতপাখা মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মডেল থানা উত্তর সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন নূরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিসিসি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব।
এতে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বরিশাল জেলা সভাপতি ও চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওছার, নওমুসলিম আলহাজ্ব ডা. সিরাজুল ইসলাম সিরাজী এবং মুফাস্সিরে কুরআন মুফতী হাবিবুর রহমান মিসবাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর নাতি ও হিযবুল্লাহ জমিয়াতুল মুসলিহীন এর কেন্দ্রীয় নেতা মাওলানা ফয়জুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, ইসলামী কৃষক-মজুর আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সদস্য ও বরিশাল মহানগর সভাপতি- কে এম শরীয়াতুল্লাহ ও জেলা সভাপতি ইবরাহীম হুসাইন।

সকাল থেকে নগরীর ৩০ টি ওয়ার্ডেই ভিন্ন ভিন্ন টিমের মাধ্যমে হাতপাখা প্রতীকের পক্ষে নির্বাচনী দাওয়াতী কাজ চলতে থাকে। সংগঠনের কেন্দ্রীয় ও বরিশাল মহানগর নেতৃবৃন্দ এবং ইসলামী সাংস্কৃতিক জোট এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিক নির্দেশনায় দাওয়াতী কাজে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

এছাড়াও সকালে নগরীর রসুলপুর বস্তি, হাটখোলা ও পোর্ট রোড এলাকায় গণসংযোগ করেন মেয়র প্রার্থী প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব। গণসংযোগকালে প্রার্থীর সাথে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী আইজীবি পরিষদ বরিশাল মহানগর আহবায়ক এ্যাড.শেখ আব্দুল্লাহ নাসির, সদস্য সচিব এ্যাড.আব্দুল করিম, জনপ্রিয় বক্তা মুফতী হেদায়েতুল্লাহ আজাদী, প্রার্থীর বড় সাহেবজাদা- মাওঃ আতিক উল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল অঙ্গ সংগঠন বরিশাল জেলা, মহানগর ও এর আওতাধীন থানা ও ওয়ার্ড শাখা নেতাকর্মীবৃন্দ।

কুয়াকাটায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সামিয়া আফরিন, কুয়াকাটাঃ নিখোঁজের ১৮ ঘন্টা পরে আজ সকালে কুয়াকাটা সমুদ্র সংলগ্ন মাঝিবাড়ি এলাকা থেকে নিখোঁজ পর্যটক সোহাগের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । কুয়াকাটায় কনস্ট্রাকশন এর কাজ করে ভাগিনা সোহাগ ও মহসিনের কাছে বেড়াতে এসে গতকাল বুধবার সমুদ্রে গোসলে নামলে নিখোজ হয় এই পর্যটক। পর্যটক সোহাগের বাড়ি সাভার আশুলিয়ার জামতলা এলাকায়।

বরিশাল সিটি নির্বাচনে নৌকার গনজোয়ার, সক্রিয় দুই হাজারের বেশি জনপ্রতিনিধি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নৌকা মার্কার পক্ষে গণ জোয়ার সৃষ্টি হয়েছে। সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে বিজয়ী করতে নৌকার পক্ষে কাজ করতে মাঠে নেমেছেন বরিশাল অঞ্চলের ২হাজারের বেশি জনপ্রতিনিধি।

বরিশাল নগরীর ভোটার নিজ নিজ এলাকার বাসিন্দাদের ভোট নৌকা মার্কায় নিশ্চিত করতে নগরীর রাজপথ থেকে শুরু করে অলিগলিতে ছুটে যাচ্ছেন তারা। সিটি কর্পোরেশন নির্বাচনে নেতা কর্মীদের নিয়মিত নির্দেশনা দিচ্ছেন দখিনা জনপদের আওয়ামী লীগের অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। ইতিমধ্যে বরিশাল সফর করেছেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি, ব্যারিস্টার ফজলে নুর তাপস এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম এমপি সহ  শতাধিক কেন্দ্রীয় নেতা।

নির্বাচনী আচরন বিধির কারনে প্রচার প্রচারনায় অংশ না নিলেও সক্রিয়ভাবে কাজ করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মো ইউনুস এমপি, বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ এমপি সহ দক্ষিন অঞ্চলের এমপি মন্ত্রীরা।

 

তবে নির্বাচনী মাঠে বিশাল কর্মীবাহিনী নিয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কর্মীদের নিয়ে নিয়মিত মাঠে কাজ করছেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান, বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সামসুল আলম চুন্নু, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান এস এম খালেদ হোসেন, গৌরনদী উপজেলা চেয়ারম্যান মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা খান, মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম মিঠু, হিজলা উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু, মেহেন্দীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট মনসুর আহমেদ, পটুয়াখালীর বাউফল উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার, দুমকি উপজেলা চেয়ারম্যান শাজাহান শিকদার, রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, মীর্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুবকর সিদ্দিক,গলাচিপা উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান লিখন, দশমিনা উপজেলা চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান, নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ ইউনুস লস্কর, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া, বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, তালতলী উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান আব্বাস উদ্দিন মন্টু, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান। গৌরনদী পৌর মেয়র হারিসুর রহমান উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন, বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, বানারীপাড়া পৌর মেয়র শুভাস চন্দ্র শীল, মুলাদী পৌর মেয়র শফিকুজ্জামান রুবেল, মেহেন্দীগঞ্জ পৌর মেয়র কামাল উদ্দিন খান, ভোলা পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, পটুয়াখালী পৌর মেয়র ডা. শফিকুর রহমান, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, কলাপাড়া পৌর মেয়র বিমল চন্দ্র হালদার, কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা, আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, বরগুনা পৌর মেয়র শাহাদাত হোসেন, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন, বেতাগী পৌর মেয়র গোলাম কবির, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত হোসেন তালুকদার, পিরোজপুর  পৌর মেয়র হাবিবুর রহমান মালেক সহ বিভিন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্যবৃন্দ, দল সমর্থিত দুই শতাধিক ইউপি চেয়ারম্যান, দুই হাজারেরও বেশি ইউপি সদস্য বিভিন্ন জেলা ও উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগের নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠন বিজয়ের লক্ষ্যে মাঠে কাজ করছে।

 

 

 

 

 

 

কলাপাড়ার লালুয়া ইউপি নির্বাচনে নৌকা-ধানের শীষের ভরাডুবি

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শওকত  হোসেন তপন বিশ্বাস ঘোড়া মার্কা প্রতীক নিয়ে ৪৭৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী জসিম উদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে ৩৭৭৩ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান তারেকুজ্জামান তারা মিরা নৌকা প্রতীক নিয়ে ৭৭২ ভোট পেয়ে তৃতীয় এবং বিএনপি মনোনীত প্রার্থী সজল বিশ্বাস ধানের শীষ প্রতীক নিয়ে ৪৫১ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন। এই ইউনিয়নে মোট ১১৮১৫জন ভোটারের মধ্যে ৫৮৫৫পুরুষ এবং ৬৯৬০জন মহিলা ভোটার ছিলেন। এরমধ্যে ৯২২১জন ভোটার ভোট প্রদান করেন। সকাল ৮টা থেকে ভো শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা আবদুর রশিদ মিয়া এতথ্য নিশ্চিত করেছেন।

কে হচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশন’র নগর পিতা?

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির দূর্গ হিসাবে পরিচিত বৃহত্তর বরিশাল অঞ্চলের আসন্য সিটিকর্পোরেশন নির্বাচন কে সামনে রেখে সর্বত্রই আলোচনা সমালোচনার ঝড় বইছে ।তার মধ্যে কে হতে যাচ্ছে নগর পিতা-?শেষ মূর্হুতে এমন প্রশ্ন সর্বত্রই।
কে বরিশাবাসীর ভাগ্য ফিরাবে-? গত কয়েক বছরের মতো সন্ত্রাস মুক্ত আদো থাকা যাবে কিনা-? বা নগরীর জলাবদ্ধতা সহ আধূনিক বরিশালের চোখ ধাধানো পরির্বতন এবারের প্রার্থীদের মধ্যে কতোটুক কাজ করবে সেটা নিয়ে চারিদিকে চলছে চুলছেরা বিশ্লেষন।ঘুরে ফিরে একই প্রসঙ্গ ফিরে আসছে,মরহুম সফল জনপ্রিয় মেয়র এ্যাড.শওকত হোসেন হিরনের পথে কতোটুক হাটতে পারবে এ সময়ের পরিশ্রমী,তৃর্নমূলের নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কিংবা এ আসন থেকে বার বার নির্বাচীত বিএনপির প্রার্থী এ্যাড.মজিবুর রহমান সরোয়ার-?
এই কঠিন সমিকরনে হিসাব নিকাষ কষসে বরিশালবাসী।পাওয়া না পাওয়ার সরল সুত্রে প্রথমেই আসে বরিশালের জলাবদ্ধতা,রাস্তাঘাটের করুন পরিস্থিতি,ভোলা থেকে গ্যাস আনার স্বপ্ন যেন এ অঞ্চলের সাধারনের মানুষের সময়ের দাবী হয়ে দাড়িয়েছে।
তবে তৃনমূলে খোজ নিয়ে অনসন্ধানকালে এ কথা স্পষ্ট হয়েছে যে,সাধারন মানুষের মধ্যে আগের চেয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তারা ভালো মন্দ বিচার করেই তাদের যোগ্য প্রার্থী কে এবার সুযোগ দিবেন বলে জানান।
মানুষ এখন আর বোকা নেই। আশ্বাসে নয় বাস্তবে তারা বিশ্বাসী।উন্নয়নের সরকার বাংলাদেশ আওয়ামীলীগ দলের উপর আস্থা বেড়েছে সাধারন মানুষের।বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে যা মিডিয়ার বদৌলতে সাধারন মানুষ পর্যন্ত অবগত রয়েছে।
এরইধারাবাহিকতায় এগিয়ে রয়েছে বরিশালের আওয়ামীলীগ এর তরুন ও পরিশ্রমী তৃনমূলের নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।বয়সে সে তরুন হলেও বরিশালের আওয়ামীলীগের রাজনীতিতে তার দীর্ঘ প্রচেষ্টা মেধামননে পুরো দল কে একট্টাকরনে তার ভূমিকা অপরিসীম।তিনি এখন তৃনমূলের নেতা । যা এ অঞ্চলে বর্ষিয়ান অনেক নেতাদের পর্যন্ত হার মানিয়েছে।বরিশালের তরুন প্রজন্মের কাছে তিনি ইতিমধ্যে যুবরত্ন হিসাবে পরিচিতি পেয়েছেন।মাঠ পর্যায়ে তার পরিশ্রমী আত্মত্যাগে বিএনপির দূর্গ হিসাবে পরিচিত বরিশালবাসীর কাছে বর্তমানে নৌকা মার্কার প্রতি বেশ আস্থা বেড়েছে।তরুন এই নেতা ইতিমধ্যে আবাল বৃদ্ধবনিতার কাছে অতন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন।

আলাপকালে নগরীর নবগ্রাম সড়কের রিকশা চালক মোঃ শহিদুল(৫৫) জানান, কিছু দিন আগে সারাদিন রিকশা চালিয়ে বগুড়া রোডে ঘর্মাক্তবস্থায় দাড়িয়ে ছিলাম। হঠাৎ করে সাদেক ভাই কোথা দিয়ে এসে আমায় জড়িয়ে ধরে কুশল বিনিময় করলেন। দোয়া চাইলেন।তার মধ্যে অহংকার নেই।এ রকম নিরাহংকার মানুষ হয়না।যারা সাধারন মানুষের কষ্ট বোঝে তাদের নির্বাচীত হওয়া উচিৎ।
নামপ্রকাশে অনিচ্ছুক দুজন আমানতগঞ্জ নিবাসী বলেন,সাদিক বয়সে তরুন।তিনি নিবার্চিত হলে বিভিন্ন এলাকায় পাতি মাস্তানরা আবার মাথা তুলে দাড়াতে পারে।ভাইর,লোক বলে স্ব-স্ব এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাবে এ কথা একেবারে উড়িয়ে দেয়া যায় না। তিনি কি ভোলা থেকে গ্যাস এনে বরিশালবাসীকে উপহার দিতে পারবেন কিনা-?
যদি ও বরিশালবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন বরিশালে ভোলার গ্যাস কবে আসবে-? মরহুম মেয়র এ্যাড,শওকত হোসেন হিরন এমন প্রতিশ্রতি বরিশালবাসী কে দিয়েছিলেন। তার অকাল মৃতুর্তে সে স্বপ্ন ভেস্তে যায়।সময়ের জনপ্রিয় মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্র কারনে এ অঞ্চলের মানুষ আবার স্বপ্ন দেখতে শুরু করেছেন।

প্রচারনার কাজে ব্যস্ত থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।তবে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী বলেন..বরিশালে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নির্বাচিত হলে বরিশালের উন্নয়নের জোয়ার বয়ে যাবে।সে নির্বাচিত হলে ন্যায় প্রতিষ্ঠা হবে ।

এ দিকে আওয়ামীলীগের জনপ্রিয় এই নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র হেভিওয়েট প্রার্থী এ্যাড,মজিবুর রহমান সরোয়ার মাঠে নেমেছেন।যদি ও তার দলটি দীর্ঘ দিন ক্ষমতায় না থাকায় এবং দলীয় কোন্দলে জর্জরিত ঐ অঞ্চলের তৃনমূল নেতারা ঝিমিয়ে পড়েছে। পেটের দ্বায়ে তারা দেশের বিভিন্ন জেলায় ছরিয়ে ছিটিয়ে পড়েছে বলে দলটির বিশস্ত সূত্রে জানা গেছে। তাছারা বিএনপিতে কর্মী মূল্যায়ন নেই বলে দলটির র্দুদিনে কর্মীদের উপস্থিতী আশাব্যঞ্জক নয় বলে সংশ্লিষ্ট মহল মনে করেন।শুধূ আশ্বাস দিয়ে এখন জনগন কে বোকা বানানো যাবে না।এ অঞ্চলের সাধারন মানুষ উন্নয়নের হিসাব নিকাস কষসে। কার আমলে দেশে বেশি উন্নয়ন হয়েছে তার হিসাব নিকাস-?
বরিশাল বিএনপির উত্তর জেলা দপ্তর সম্পাদক মোঃনূরুল আলম বলেন ,আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। নাগরীকরা চাচ্ছে ভোট দিতে কিন্তু ভোটের পরিবেশ হবে কিনা তা নিয়ে সর্বএ আশংকা রয়েছে। সেক্ষেত্রে প্রশাসন এর নিরপেক্ষ ভূমিকাই নির্বাচন সুষ্ঠ করতে পারে। আমরা নির্বাচিত হলে বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকাকালীন মজিবুর রহমান সরোয়ার বরিশালের উন্নয়নের যে ব্যাপক ভূমিকা পালন করে ছিলেন তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী উন্নয়ন করা হবে।

তারপরেও মাঠে দেখা যাচ্ছে দিন দিন অনেক কর্মীরাই ঘড় থেকে বের আসতে শুররু করেছে। মেয়র নির্বাচনে যেহেতু জাতীয় প্রতীক ব্যাবহার করছে সেখানে রাগ ক্ষোভ যাই থাকুক না কেন দলের বাহিরে যাবার কোন সুযোগ নাই।

একারনেই এক সময়ে দুরে থাকা অনেক বিএনপি মাঠের কর্মীরা নির্বাচনে নেমে, এসেছে তাদের একটাই কথা উন্নয়ন আমরা সকলেই চাই কিন্তু আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে উন্নয়ন করবেন সেটা মেনে নেওয়া যায় না।

আমরা গত জাতীয় নির্বাচনে ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছি এবার সরকার সিটি নির্বাচনে সুষ্ট ভাবে ভোট দেয়ার সুযোগ করে দিক।

 

এদিকে লাঙ্গল মার্কা নিয়ে জাপার মনোনীত তরুন প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ইকবাল হোসেন তাপস প্রথমে ঝামেলায় পড়লে ও পরবর্তিতে তিনি নির্বাচনী প্রতিদ্ধন্ধিতায় ফিরেছেন। বর্তমানে তিনি বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন ।ইতিমধ্যে তিনি রাত দিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে গনসংযোগ করে বেড়াচ্ছেন।সম্প্রতি তিনি একটি আলোচনা সভায় বরিশালের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন । তারমধ্যে ভোলা থেকে বরিশালে গ্যাস এনে দেয়ার কথা বলেন। বরিশাল কে আধুনিক শহরে পরিনত করার প্রতিশ্রতি দেন। তার বন্ধুবরেষু মরহুম এ্যাড.শওকত হোসেন হিরনের প্রসঙ্গ টেনে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
এ ব্যাপারে জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃনজরুল ইসলাম বলেন,আমরা সুষ্ঠ নির্বাচন চাই।আমরা নির্বাচিত হলে বর্ধিত অঞ্চলে উন্নয়ন করে বরিশাল কে আধুনিক শহরে পরিনত করবো ।

স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ বশির আহম্মেদ ঝুনু হরিন মার্কা নিয়ে আশাবাদী। তিনি ইতিমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।আলাপকালে তিনি বলেন,আসন্ন সিটি নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোন সংকা নেই।আল্লাহর ইচ্ছায় আমি নির্বাচিত হলে আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করবো। রাস্তাঘাট,ড্রেনেজ ব্যবস্থা আধুনিক হবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা একটু আন্তরীক হলে পাইপ লাইনের মাধ্যমে ভোলার গ্যাস বরিশালে আনা সম্ভব।সুতারাং আমি নির্বাচিত হলে বরিশালবাসীর স্বপ্ন পূরন করবো।

হাতপাখা মার্কা নিয়ে জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসার প্রিন্সিপ্যাল ওবায়দুর রহমান মাহবুব নগরী চষে বেড়াচ্ছেন।তারা আশাবাদী।
আলাপকালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহ বলেন আমরা বিজয়ের স্বপ্ন দেখছি।
তবে গাজীপুর আর খুলনার নির্বাচন দেখে সেই অভিজ্ঞতা থেকে শংকা থেকেই যাচ্ছে। মূলতঃ আমরা শান্তিপূর্ন নিরপেক্ষ নির্বাচন চাই।
আমরা নির্বাচীত হলে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করে যাবো।নাগরীকদের মৌলিক অধিকার পূরনে কাজ করে যাবো।বস্তির মানুষরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে তাদের দুঃখ র্দূদশা লাগব করবো।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ) এর মনোনীত প্রার্থী ডাঃ মনীষা চক্রবর্তী তৃনমূলের খেটে খাওয়া মানুষের মন জয় করে ইতিমধ্যে আলোচনায় এসেছে।সম্প্রতি তার কারাবাস তাকে আরো আলোচনায় এনেছে।তিনি বস্তি অঞ্চলে গরীব রোগীদের ফি চিকিৎষা দিয়ে মেহনতী মানুষের কাছাকাছি পৌছে গেছেন।
আলাপকালে বাসদের জেলা আহব্বায়ক ইমরান হাবিব রোমেন বলেন আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমাদের প্রার্থী উচ্চ শিক্ষিত। সাধারন মানুষ আমাদের পাশে রয়েছে
নির্বাচন নিয়ে শংকা তো প্রথম থেকেই রয়ে গেছে। এক ধরনের পক্ষপাত মূলক আচারন আমরা দেখতে পাচ্ছি। অনেকেই নির্বাচনী আচরনবিধি লংঘন করে চলেছে কিন্তু ব্যবস্থা নেয়া হচ্ছে না। রাতের আধারে চাদমারী কেডিসি এলাকায় কে বা কাহারা আমাদের পোষ্টার ছিরে ফেলেছে। এর কোন প্রতিকার নেই। আমরা সুষ্ঠ নির্বাচন আশা করছি। আমরা বরিশালের গরীব মেহনতী খেটে খাওয়া মানুষের জন্য কাজ করব। যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে আমরা মনে করি আমাদের জয় সু-নিশ্চিত।মানুষের মুখে মুখে আমাদের নিয়ে একটি পজিটিভ আলোচনা হচ্ছে।
আমরা নির্বাচিত হলে বরিশালের সিটিকর্পোরেশন কে লুটপাট মুক্ত করবো। আমরা জনগন কে সম্পৃক্ত করে তাদের মতামত নিয়ে সমস্যা সমাধান করবো।বর্ধিত অঞ্চলের মানুষের নাগরীক সুবিধা পূরন করবো।আমরা নগরীর খাল গুলো সংস্কার করে জলাব্ধতা দূর করবো।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)র মনোনীত প্রার্থী শ্রমিক নেতা এ্যাড,এ.কে আজাদ কাস্তে মার্কায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। গতকাল আলাপকালে তিনি বলেন,এই নির্বাচন টাকার খেলা।জনগন ভাবছে নির্বাচন হবে কিনা-? ভোট দিতে পারবে কিনা-? এমন কি এজেন্টরা ভয় পাচ্ছে। আমরা সুষ্ঠ নির্বাচন চাই।
সিটিকর্পোরেশনের প্রশাসনিক অবস্থা ভেঙ্গে পড়েছে সেটা সংশোধন করে আধুনিক বরিশালে পরিনত করা।আমরা নির্বাচীত হলে বরিশাল কে সন্ত্রাস ও মাদক মুক্ত একটি নগরীতে পরিনত করবো।যদি নিরপেক্ষ ভোট হয় তাহলে আমরা মনে করি সাধারন মেহনতী মানুষরা আমাদের ভোট দিয়ে নির্বাচীত করবে।

বীরমুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী বলেন,আমরা সুষ্ঠ নির্বাচন চাচ্ছি।আশা করি নির্বাচন সুষ্ঠ হবে।

উন্নয়নমূলক সংগঠন আইসিডিএ,র নিবার্হী পরিচালক আনোয়ার জাহিদ বলেন,বিগত দশ বছরে বাংলাদেশ যে উন্নয়ন হয়েছে তা পূর্বে হয়নি।এটি একটি প্রতিভাবান নেতৃত্ব ছারা সম্ভব নয় যা প্রধানমন্ত্রী করেছেন। যদি ও বরিশাল নগরীর উন্নয়নে মরহুম মেয়র হিরনের আমলে যা উন্নয়ন হয়েছে সেই গতীধারা ধরে রাখতে হবে।এই মূর্হুতে নৌকার কোন বিকল্প নেই।মুক্তিযুদ্ধের চেতনায় পক্ষের শক্তির জয় হোক।