বরিশাল সিটি নির্বাচনে নৌকার গনজোয়ার, সক্রিয় দুই হাজারের বেশি জনপ্রতিনিধি

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নৌকা মার্কার পক্ষে গণ জোয়ার সৃষ্টি হয়েছে। সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে বিজয়ী করতে নৌকার পক্ষে কাজ করতে মাঠে নেমেছেন বরিশাল অঞ্চলের ২হাজারের বেশি জনপ্রতিনিধি।

বরিশাল নগরীর ভোটার নিজ নিজ এলাকার বাসিন্দাদের ভোট নৌকা মার্কায় নিশ্চিত করতে নগরীর রাজপথ থেকে শুরু করে অলিগলিতে ছুটে যাচ্ছেন তারা। সিটি কর্পোরেশন নির্বাচনে নেতা কর্মীদের নিয়মিত নির্দেশনা দিচ্ছেন দখিনা জনপদের আওয়ামী লীগের অভিভাবক জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। ইতিমধ্যে বরিশাল সফর করেছেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি, ব্যারিস্টার ফজলে নুর তাপস এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম এমপি সহ  শতাধিক কেন্দ্রীয় নেতা।

নির্বাচনী আচরন বিধির কারনে প্রচার প্রচারনায় অংশ না নিলেও সক্রিয়ভাবে কাজ করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মো ইউনুস এমপি, বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ এমপি সহ দক্ষিন অঞ্চলের এমপি মন্ত্রীরা।

 

তবে নির্বাচনী মাঠে বিশাল কর্মীবাহিনী নিয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কর্মীদের নিয়ে নিয়মিত মাঠে কাজ করছেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান, বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সামসুল আলম চুন্নু, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান এস এম খালেদ হোসেন, গৌরনদী উপজেলা চেয়ারম্যান মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা খান, মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম মিঠু, হিজলা উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু, মেহেন্দীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট মনসুর আহমেদ, পটুয়াখালীর বাউফল উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার, দুমকি উপজেলা চেয়ারম্যান শাজাহান শিকদার, রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, মীর্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুবকর সিদ্দিক,গলাচিপা উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান লিখন, দশমিনা উপজেলা চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান, নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ ইউনুস লস্কর, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া, বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, তালতলী উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান আব্বাস উদ্দিন মন্টু, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান। গৌরনদী পৌর মেয়র হারিসুর রহমান উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন, বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, বানারীপাড়া পৌর মেয়র শুভাস চন্দ্র শীল, মুলাদী পৌর মেয়র শফিকুজ্জামান রুবেল, মেহেন্দীগঞ্জ পৌর মেয়র কামাল উদ্দিন খান, ভোলা পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, পটুয়াখালী পৌর মেয়র ডা. শফিকুর রহমান, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, কলাপাড়া পৌর মেয়র বিমল চন্দ্র হালদার, কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা, আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, বরগুনা পৌর মেয়র শাহাদাত হোসেন, পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন, বেতাগী পৌর মেয়র গোলাম কবির, ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত হোসেন তালুকদার, পিরোজপুর  পৌর মেয়র হাবিবুর রহমান মালেক সহ বিভিন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্যবৃন্দ, দল সমর্থিত দুই শতাধিক ইউপি চেয়ারম্যান, দুই হাজারেরও বেশি ইউপি সদস্য বিভিন্ন জেলা ও উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগের নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠন বিজয়ের লক্ষ্যে মাঠে কাজ করছে।

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *