বরগুনায় শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ!

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে (১৩) বিয়ের প্রলোভন দিয়ে সহকারী শিক্ষক সফিউল বাশার দিনের পর দিন ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ শিক্ষকের বিচার দাবী করে বিদ্যালয় এলাকায় লিফলেট বিতরন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
জানাগেছে, খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রী প্রতিদিন সন্ধ্যায় স্কুলে কোচিং করতে যেত। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিউল বাশার কৃষি শিক্ষা বিষয়ে ক্লাস নিত। কোচিং ক্লাস শেষে শিক্ষক শফিউল বাশার ছাত্রীকে তার খেকুয়ারী বাজারের ফার্মেসীর নিয়ে যেত। ওই ফার্মেসীর পিছনে নিয়ে শিক্ষক সফিউল দিনের পর দিন বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করতো বলে জানা গেছে। ধর্ষনের শিকার হওয়া ওই ছাত্রী কিছুদিন পূর্বে অসুস্থ্য হয়ে পড়লে শিক্ষক শফিউলকে ছাত্রীর পরিবার বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু শিক্ষক সফিউল বিয়ে করতে অস্বীকার করেন এবং ছাত্রীকে এ বিষয়টি কাউকে না জানানোর জন্য চাপ প্রয়োগ এবং ভয়ভীতি দেখান। ধর্ষনের শিকার হওয়া ছাত্রী অসুস্থ্য হয়ে পড়লে সোমবার ছাত্রীর বাবা স্কুলের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন স্বপনকে জানান। শিক্ষকের এ অনৈতিক ঘটনার বিচার দাবীকে বিদ্যালয় এলাকার লিফলেট বিতরন করা হয়েছে। এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিচার দাবী করেছেন। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ধর্ষনের শিকার হওয়া ছাত্রী জানান, স্কুলের স্যার সফিউল বাশার দীর্ঘদিন আমাকে তার ফার্মেসীর পিছনের একটি কক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করেছে।
ধর্ষনের শিকার হওয়া ছাত্রীর বাবা মো. রিপন ঘটনার সত্যতা স্বীকার করে এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেছেন।
অভিযুক্ত শিক্ষক সফিউল বাশারের কাছে এ বিষয়টি জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে স্থানীয় একটি মহল যড়যন্ত্র করেছে।
খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা স্বীকার করে ওই শিক্ষকের বিচার দাবী করেছেন।
খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন স্বপন বলেন, বিষয়টি আমি শুনেছি, এ বিষয়ে এলাকায় লিফলেটও বিতরন হয়েছে। স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতির অনুমতি নিয়ে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রশাসনের একচোখা নীতিতে আমরা শঙ্কিত- মাহবুব

আগামীকাল ৩০ অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক দেয়া আচরণবিধির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা নির্বাচনী প্রচারণা ও অন্যান্য কার্যক্রম চালিয়েছি। তারপরেও বিভিন্নভাবে আমাদের কর্মীদের হয়রানী করেছে প্রশাসন। শুরু থেকেই সরকারী দল তাদের নিজেদের মনমত নির্বাচনী কার্যক্রম চালিয়েছে। মটর সাইকেল মহড়া ও মিছিল শো-ডাউন ছিল তাদের প্রতিদিনের কার্যক্রমের একটি অংশ। কিন্তু তাদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রশাসনের নাকের ডগায় করলেও প্রশাসন ছিল নিরব দর্শকের ভূমিকায়। কোন কোন ক্ষেত্রে প্রশাসন আচরনবিধি লঙ্ঘনকারীদের সহায়তা করেছে, যা প্রত্যক্ষ করেছে নগরবাসী।

আমরা দেখেছি নৌকার পাশাপাশি ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় একই সাথে ৫/৬টি অটো গাড়ী একত্রে শো-ডাউন স্টাইলে শ্লোগান দিয়েছে। এ ব্যাপারেও প্রশানকে নিরব দেখেছি। কিন্তু আমরা ৮টার সময় মাইকিং অটো গাড়ী নিয়ে আমাদের অফিসের দিকে ঢোকার সময় আমাদের জরিমানা করা হয়েছে। তাই আমরা মনে করছি যে আমাদের বিজয়ের সম্ভাবনায় ঈর্ষান্বিত হয়ে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের একপেশে নীতিতে আমরা শঙ্কিত।

প্রশাসন সকল দলের সকল মানুষের সহযোগীতা করবে এটাই স্বাভাবিক। তারা শুধুমাত্র বিরোধী দলগুলোর প্রতি দমননীতি চালাচ্ছে। ইসির আচরণবিধি সকলের প্রতি সমানভাবে প্রয়োগ করা উচিৎ। প্রশাসন সেটা না করে আচরণবিধির আইনকানুন আমাদের উপরই আবর্তন করতে চায়। প্রশাসনের দায়সারা এমন ভাবে আমরা মনে করছি ইসির আচরণবিধি শুধুমাত্র সরকারের বাহিরে থাকা দলের প্রার্থীদের জন্যই।

আজ বিকাল ৩টায় বরিশাল নগরীর চায়না প্যালেস রেস্টুরেন্টে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর ও বরিমশাল মহানগর সভাপতি মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, দলের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওছার, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা জাকারিয়া হামিদী, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মূখপাত্র মুফতী হাবিবুর রহমান মিছবাহ, শ্রমিক নেতা মাসুদ হাসান ফিরোজ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সদস্য ও বরিশাল মহানগর সভাপতি- কে এম শরীয়াতুল্লাহ ও জেলা সভাপতি ইবরাহীম হুসাইন, প্রার্থীর বড় সাহেবজাদা- মাওঃ আতিক উল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল অঙ্গ সংগঠন বরিশাল জেলা, মহানগর ও এর আওতাধীন থানা ও ওয়ার্ড শাখা নেতাকর্মীবৃন্দ।

স্ত্রীর গাল ও কান কেটে দিলেন পাষন্ড স্বামী!

আমতলী প্রতিনিধিঃ টাকা না দেয়ায় কুপিয়ে তিন সন্তানের জননী স্ত্রী ছকিনা বেগমের গাল ও কান কেটে দিলেন পাষন্ড স্বামী হাবিব খাঁন। অসহায় এ নারী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অর্থাভাবে সঠিক চিকিৎসা হচ্ছে না তার। খেয়ে না খেয়ে হাসপাতালের বেডে অসহ্য যন্ত্রনায় কাতরাচ্ছেন। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামে।
জানাগেছে, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের হানিফ হাওলাদারের কন্যা ছকিনা বেগম। জন্মের দু’বছরের মাথায় পিতা-মাতাকে হারিয়ে এতিম হয় ছকিনা। আলীপুরের রাখাইন সম্প্রাদায়ের মইয়্যা নামের এক পরিবারে বেড়ে উঠে। ২০০৩ সালে আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামের হাবিব খানের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে ছকিনা দিন মজুরের কাজ করে স্বামীর সংসার পরিচালনা করে আসছে। তাদের দাম্পত্যে তিনটি সন্তানের জন্ম দেয় ছকিনা। এদিকে স্বামী হাবিব খান ২০০৬ সালে কক্সবাজারে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় স্ত্রী খাদিজা বেগমকে নিয়ে স্বামী হাবিব খান দিন যাপন করে। প্রথম স্ত্রী ছকিনাকে ভরণপোষন দেয় না। প্রায়ই স্বামী হাবিব খান সকিনার কাছে টাকা দাবী করে আসছে। গত মঙ্গলবার রাতে হাবিব খান ছকিনার কাছে টাকা দাবী করে। সকিনা তাকে টাকা দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে হাবিব খান সকিনাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ছকিনার বাম গাল ও কান কেটে যায়। সকিনার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ হাবিব খানকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
রবিবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখাগেছে, গত পাঁচ দিন ধরে ছকিনা হাসপাতালে বিষম ব্যথায় কাতরাচ্ছেন। অর্থাভাবে তার সঠিক চিকিৎসা হচ্ছে না। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজড়া বলেন, ছকিনার মুখের বাম অংশ থেকে শুরু করে কান পর্যন্ত কেটে গেছে।
আহত ছকিনা বেগম জানান, জন্মের পরেই মানে মোরে পালছে। মানের বাড়ী কাম হরে বড় অইছি। মানে মোরে বিয়ে দেছে। বিয়ের পর অইতে স্বামীর লগে দিন মজুরের কাম হইর‌্যা সোংসার চালাই। স্বামী দ্বিতীয় বিয়া হরছে।হেইয়্যার পর হইতেই মোরে স্বামী এ্যাকছের জালায়। প্রায়ই আইয়্যা টাকা চায়। টাহা না দিলে মারে। গত মঙ্গলবার টাকা চাইছে মুই টাহা দিতে রাজি না অওয়ায় মোরে মাইর‌্যা হালানোর জন্য ধাহান দিয়া কোপাইয়্যা গাল ও কান কাইট্টা দেছে। মুই এ্যাইয়্যার বিচার চাই।
আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলাম বাদল বলেন, খবর পেয়ে স্বামী হাবিব খানকে গ্রেফতার করা হয়েছে।

জুয়া খেলার প্রতিবাদ করায় বৃদ্ধর পা ভাঙল সন্ত্রাসীরা

আমতলী প্রতিনিধিঃ জুয়া খেলায় প্রতিবাদ করায় বৃদ্ধ মোঃ শাহজাহান গাজীকে পিটিয়ে দু’পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামে শনিবার সন্ধ্যায়। রাতে বৃদ্ধকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার নাচনাপাড়া গ্রামে জুয়েল গাজী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া খেলে আসছিল। এতে ওই এলাকায় চুরি, হাইজ্যাকসহ অনৈতিক কাজ কর্ম বৃদ্ধি পায়। শুক্রবার সকালে জুয়েল গাজীর নেতৃত্বে ৮/১০ যুবক নাচনাপাড়া ব্রীজ সংলগ্ন একটি পরিত্যাক্ত ঘরে জুয়া খেলার আসর বসায়। এতে বাঁধা দেয় বৃদ্ধ শাহজাহান গাজী। এ সময় শাহজাহান গাজী ও জুয়ারী জুয়েল গাজীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় খেলা পন্ড হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয় জুয়েল গাজী ও তার সহযোগীরা। শনিবার সন্ধ্যায় বৃদ্ধ শাহজাহান গাজী নাচনাপাড়া ব্রীজের উপরে দাড়িয়ে ছিল। এ সময় পিছন দিক থেকে জুয়েল গাজী লোহার রড দিয়ে বৃদ্ধকে পিটিয়ে দু’পা ভেঙ্গে দেয়। তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পরপর সন্ত্রাসী জুয়েল ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়েছে।
রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, বৃদ্ধ শাহজাহান গাজী শরীরের যন্ত্রনায় কাতরাচ্ছেন। তার দু’পায়ে ব্যান্ডেজ রয়েছে।
আহত শাহজাহান গাজী জানান, জুয়া খেলার প্রতিবাদ করায় জুয়েল গাজী ও তার সহযোগীরা আমাকে পিটিয়ে দু’পা ভেঙ্গে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ গৌরাঙ্গ হাজড়া বলেন, বৃদ্ধ শাহজাহান গাজীর দু’পায়ের হাটুর নিচে ভেঙ্গে গেছে।
আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলাম বাদল বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

‘কোনো পোলিং এজেন্টকে বাধা দেয়ার সুযোগ নেই’

নিজস্ব প্রতিবেদকঃ জানিয়েছেন, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রবিবার বেলা সাড়ে তিনটা থেকে নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয় । আজ রবিবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। রিটার্নিং কর্মকর্তা বলেন, ঢাকা থেকে আমাদের নিজস্ব পর্যবেক্ষক আসছেন। তারা সার্বিক পরিস্থিতি কিছুক্ষণ পর পর্যবেক্ষণ করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা জানান, শনিবার পর্যন্ত যেসব অভিযোগ পাওয়া গেছে সেসবের কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কিছু পাওয়া যায়নি। যেগুলোর সত্যতা পাওয়া গেছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পোলিং এজেন্টের বিষয়ে তিনি বলেন, ‘কোনো পোলিং এজেন্টকে বাধা দেওয়ার সুযোগ নেই। বিষয় হচ্ছে অনেক প্রার্থী পোলিং এজেন্টই দেন না। সে বিষয়টাও আমরা খেয়াল করছি। এদিকে সকাল থেকেই বরিশাল নগরের এলাকাগুলোতে টহল দিচ্ছে র‌্যাব, পুলিশ ও বিজিবি। এছাড়া নগরের পয়েন্ট থেকে বহিরাগতদের এলাকা ছাড়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

বরিশাল সিটি নির্বাচন: ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জামদী

নিজস্ব প্রতিবেদকঃ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আজ সোমবার ৩০ জুলাই বরিশাল সিটি করর্পোরেশন (বিসিসি) ভোট। এখন শুধু ভোট দেওয়ার অপেক্ষা ভোটররা। প্রার্থীরা বলেন শঙ্কা-উৎসবের ভোট কাল ৩০ জুলাই। রোববার সকাল থেকেই বরিশালে সুনসান নীরবতা বিরাজ করছে। টানা কদিনের জমজমাট প্রচারণা শেষে সবই যেন থমকে আছে আজ ৩০ জুলাই নির্বাচনের জন্য। তবে রবিবার দিবাগত রাতে কৌশলী প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। বরিশাল সিটিতে মোট ৬ জন মেয়র প্রার্থী ও সাধারণ কাউন্সিলর পদে ৯৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৫ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটার তাদের ভোট দিয়ে আজ নগর পিতা নির্বাচিত করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। এরমধ্যে ৪টি ওয়ার্ডের ১টি কেন্দ্রে ৭৮টি বুথে ভোট গ্রহণ করা হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে। ১২৩টি কেন্দ্রের মধ্যে ৫০টি অধিক গুরুত্বপূর্ন (ঝুঁকিপূর্ণ) ও ৬২টি গুরুত্বপূর্ণ এবং ১১টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে পুলিশের বিশেষ শাখা। অধিক গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে পুলিশ, এপিবিএন এবং আনসার মিলিয়ে ১৪ জন সশস্ত্রসহ মোট ২৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্রে ১২ জন সশস্ত্র পুলিশ, এপিবিএন ও আনসারসহ মোট ২২ জন সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবেন। কেন্দ্রে দায়িত্ব পালন ছাড়ও পুলিশের একাধিক দলকে টহল দায়িত্ব পালনের পাশাপাশি রিজার্ভ এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর ও অনাকাঙ্খিত ঘটনার বিচারের জন্য ১০ জন নির্বাহী এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া ১৯ প্লাটুন বিজিবি ছাড়াও র‌্যাবের ৩৫টি টহল দল ও সাদা পোশাকধারীসহ প্রায় সাড়ে ৩শ সদস্য কেন্দ্রের বাইরে নির্বাচনী এলাকায় দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
এছাড়া সকালে বরিশাল জেলা পুলিশ লাইন থেকে দুর-দুরান্ত থেকে আসা আনসার সদস্যদেরকে অস্ত্র(হাতিয়ার) সরবরাহ করা হয়।
অন্যদিকে নগরীর নথুল্লাবাদ প্রধান নির্বাচন কার্যলয় থেকে ১২৩টি ভোট কেন্দ্রের জন্য দেয়া হয়েছে ভোটের বক্স,অমোচনীয় কালি,ব্যালট পেপার সহ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ব্যবহিত যাবতীয় সরঞ্জামদী প্রিজাইডিং অফিসার,পোলিং অফিসার সহ নিরাপত্তা থাকা পুলিশ ও আনসার সদস্যদের হাতে এসব তুলে দেন।

বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডে বিপ্লবের পক্ষে গনজোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক জিয়াউর রহমান বিপ্লবের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। জিয়াউর রহমান বিপ্লবের ঠেলাগাড়ি মার্কার সমর্থনে গতকাল ২০ নং ওয়ার্ডে বিশাল গনমিছিল অনুষ্ঠিত হয়।গতকাল সকাল ১০টায় নগরীর কলেজ রোড এলাকা থেকে বিশাল মিছিল বের হয়ে বিএম কলেজ রোড,কলেজ রো,বগুরা রোড, গোরস্থান রোড, কলেজ এভিনিউ,সিএন্ডবি রোড,নথুল্লাবাদ বৈদ্যপাড়া হয়ে বিপ্লবের বাসায় এসে শেষ হয়। মিছিলে বিশিষ্ট ক্রীড়াবিদ গাজী শফিউর রহমান দুলাল, সাবেক কাউন্সিলর আবদুর রহমান আজিম, সাবেক ছাত্রনেতা মুকুল, আজিজুর রহমান এলাকার শতশত নারী পুরুষ অংশগ্রহন করেন। মিছিল শেষে পথসভায় জিয়াউর রহমান বিপ্লব বলেন আমি আপনাদের সন্তান, আমি জন্ম থেকে আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম, আমৃত্যু আপনাদের পাশে থেকে সেবা করব। তিনি এসময় নেতাকর্মীদের সজাগ থাকার অনুরোধ জানান। যাতে কালো টাকার বিনিময়ে কেউ ভোট না কিনতে পারে। বৃষ্টিভেজা মিছিলে নেতাকর্মীরা তার জয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যাক্ত করেন।

বরিশাল সিটি নির্বাচনে নৌকার সমর্থনে গণজোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে গতকাল প্রচার প্রচারনার শেষদিনে নগরীতে রাজনৈতিক কর্মকাণ্ডের মূল স্থান হিসেবে পরিচিত সদর রোডে নৌকার প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে আওয়ামী লীগ ও সরকার সমর্থক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের প্রচারে ব্যস্ত থাকতে দেখা গেছে।

সদর রোড ছাড়াও নগরীর পুরো এলাকা জুড়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে প্রচার রয়েছে চোখে পড়ার মত। এর আগে শেষমুহূর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়েন সরকার সমর্থক নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নৌকার পক্ষে খণ্ড খণ্ড দলে বিভিক্ত হয়ে ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়া-মহল্লা, বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন। এছাড়া রিকশা ও অটোরিকশায় মাইকিংও চলছে শহরজুড়ে। নগরীর প্রতিটি অলগলিতেও নৌকা প্রতীকের প্রার্থী সাদিক আবদুল্লাহর পোস্টার ঝুলছে। তবে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও নগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাছ চৌধুরী দুলাল বলেন, “এই নির্বাচন ঘিরে নগরীতে উৎসব বিরাজ করছে। আমাদের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নৌকার পক্ষে ভোটের প্রচারে নেমেছেন। পুরো নগরীতে নৌকার জোয়ার বইছে।” এদিকে গতকাল ফজলুল হক এভিনিউর নগর ভবনের সামনে মুক্তাঙ্গনে পথসভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। দুপুরের পর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নারী পুরুষ,আবাল বৃদ্ধ বনিতা ও বিভিন্ন বয়সের শ্রেনী পেশার মানুষ উপস্থিত হয়। বিকাল ৪টার পর সভাস্থল জনসমূদ্রে পরিনত হয়। নৌকা নৌকা স্লোগানে মুখরিত হয় বরিশাল নগরী। বিকাল ৪টায় অনুষ্ঠিত পথসভায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এড.গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক এড আফজাল হোসেন, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, এড. বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড আফজালুল করীম, সাধারন সম্পাদক এড একে এম জাহাঙ্গীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বরিশাল সিটি নির্বাচনে দক্ষিনাঞ্চলের আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ বিভিন্ন জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা বরিশালের নির্বাচনে প্রথমবারের মত তরুন নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। বরিশালের অলিগলিতে শুধু নৌকার স্লোগান। প্রচারনার শেষদিনে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশালের উন্নয়ন ও সমৃদ্ধশালী নগরী গড়ার লক্ষ্যে নৌকায় ভোট প্রার্থনা করেন। নেতৃবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকায় ভোট চান।

নানা সমস্যায় জর্জরিত বরিশালের জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদকঃ ঝুঁকিপূর্ণ ভবন এবং শ্রেনীকক্ষের সংকটসহ নানা সমস্যায় জর্জরিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৫৬ নং পাতারহাট জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন এবং শিক্ষকদের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে,জানা গেছে, উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের সোনামুখি এলাকায় ৫৯ শতাংশ নিজস্ব জমির উপর ১৯৭০ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানের দু’টি ভবন রয়েছে। এরমধ্যে ১৯৯৮ সালে দুই তলা বিশিষ্ট একটি এবং ২০০৫-৬ সালে একতলা ভবন নির্মাণ করা হয়। এছাড়া টিনশেটের একটি ঘর থাকলেও সেখানে পাঠদান করা সম্ভব না। দুইতলা বিশিষ্ট ভবনটিতে শিক্ষক মিলনায়তন এবং শিক্ষার্থীদের ক্লাশরুম রয়েছে। তবে এই ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। এর প্রতিটি দরজা,জানালা, খাম্বাএবং ক্লাশরুমের পয়েস্তারা খসে পড়ছে। অপরদিকে ২০০৫-৬ সালে নির্মিত একতলা ভবনটির অবস্থাও ভাল না। বৃষ্টি নামলেই ছাদ দিয়ে পানি পড়ে। তখন শিক্ষার্থীদের পাঠদান করতে পারেন না শিক্ষকরা। জানা গেছে, প্রায় ৫ বছর পূর্বে এক ভূমিকম্পের কারনে বিদ্যালয়ের ভবনগুলো ক্ষতিগ্রস্থ হয়। এ জন্যই ভবনগুলো বর্তমানে ঝুঁকিপূর্ণ ভবনে পরিনত হয়েছে। এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ শ। শ্রেণী কক্ষের সংকটের কারনে ঠাসাটাসি করে পাঠদান দিতে হচ্ছে শিক্ষকদের। অপরদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৫-১৬ অর্থ বছরে টয়লেট নির্মাণ করা হয়। যা অসম্পন্ন না করেই ঠিকাদার চলে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে কিন্তু তারা আর কোন উদ্যোগ নেয়নি। এ সকল সমস্যার কথা জানিয়ে, পুরাতন ভবন সংস্কার এবং শিক্ষার্থী অনুপাতে একটি নতুন ভবন নির্মাণের দাবি করে উপজেলা শিক্ষা অফিসে একাধিকবার আবেদন করা হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করা হলেও এখন পর্যন্ত কোন উদ্যোগ করা হয়নি। সর্বশেষ ২০১৬ সালের ২ ফেব্রুয়ারী স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ’র কাছেও লিখিত আবেদন করা হয়েছে। তাতেও কোন সাড়া মেলেনি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হক সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়ে বলেন, যতোদ্রুত সম্ভব বিদ্যালয়ের পুরাতন ভবন সংস্কারের পাশাপাশি নতুন ভবন নির্মাণ এবং টয়লেটের বাকি সম্পন্ন করার জন্য। যাতে করে শিক্ষার্থীরা সুন্দরভাবে তাদের শিক্ষা গ্রহন করতে পার

বরিশাল সিটি নির্বাচনে বিজিবির টহল শুরু

 

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি করপোরেশেন নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে বিজিবি সদস্যরা নগরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। এরপাশাপাশি র‌্যাব-পুলিশের সদস্যরাও তাদের টহল অব্যাহত রাখার পাশাপশি তাদের যেসব ভোট কেন্দ্রে দায়ীত্ব পালন করার জন্য দেয়া হয়েছে তারা সেসব বুঝে নিতে শুরু করেছে বলে জানিয়েছেন বিসিসি রিটানিং কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান তালুকদার।
এছাড়া শনিবার শ্রাবনের বৃষ্টি মাথায় বহন করে নগরীর বিভিন্ন সড়কে বিজিবি ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব মোটর সাইকেল নিয়ে মহড়া প্রদর্শন করতে দেখা গেছে।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৯ জন বিচার বিভাগীয় (জুডিশিয়াল) হাকিম ও ৫৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি নির্বাচনে অপ্রিতীকর যেকোন ঘটনা এড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশালে ৪ শত সদস্যের ১৯ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন। এরমধ্যে ১৫ প্লাটুন মাঠ পর্যায়ে নিরাপত্তার দায়িত্ব প্লাটুন করবেন। পাশাপাশি ৪ প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হবে, যারা বিশেষ প্রয়োজনে বের হবেন। অপরদিকে র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স জানান,তাদের প্রায় ৩ শত সদস্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে কাজ করবেন। যার মধ্যে ৩০ টি টিম স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং ৪ টি টিম রিজার্ভ রাখা হবে। এরইমধ্যে র‌্যাবের টহল নগরজুড়ে অব্যাহত রয়েছে পাশাপাশি নগরের প্রবেশদ্বারে ৩ টি চেকপোষ্ট বসানো হয়েছে। অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানাগেছে, নির্বাচনে পুলিশের ২ হাজারের ওপর সদস্য দায়িত্ব পালন করবেন। মোট সদস্যের মধ্যে ২ হাজার ১৩ জন পুলিশ ও ১৫৬ জন আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্য রয়েছে। এছাড়াও আনসারের ২হাজার ১৫৯ সদস্য কাজ করবে। যাদের মধ্যে ৪৩৭ জন ব্যাটেলিয়ান আনসার রয়েছে। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দুই লাখ ৪২ হাজার ১৬৬ ভোটার১২৩টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। যারমধ্যে ১১২টিকেই ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ন) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্র গুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে।