কে হচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশন’র নগর পিতা?

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির দূর্গ হিসাবে পরিচিত বৃহত্তর বরিশাল অঞ্চলের আসন্য সিটিকর্পোরেশন নির্বাচন কে সামনে রেখে সর্বত্রই আলোচনা সমালোচনার ঝড় বইছে ।তার মধ্যে কে হতে যাচ্ছে নগর পিতা-?শেষ মূর্হুতে এমন প্রশ্ন সর্বত্রই।
কে বরিশাবাসীর ভাগ্য ফিরাবে-? গত কয়েক বছরের মতো সন্ত্রাস মুক্ত আদো থাকা যাবে কিনা-? বা নগরীর জলাবদ্ধতা সহ আধূনিক বরিশালের চোখ ধাধানো পরির্বতন এবারের প্রার্থীদের মধ্যে কতোটুক কাজ করবে সেটা নিয়ে চারিদিকে চলছে চুলছেরা বিশ্লেষন।ঘুরে ফিরে একই প্রসঙ্গ ফিরে আসছে,মরহুম সফল জনপ্রিয় মেয়র এ্যাড.শওকত হোসেন হিরনের পথে কতোটুক হাটতে পারবে এ সময়ের পরিশ্রমী,তৃর্নমূলের নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কিংবা এ আসন থেকে বার বার নির্বাচীত বিএনপির প্রার্থী এ্যাড.মজিবুর রহমান সরোয়ার-?
এই কঠিন সমিকরনে হিসাব নিকাষ কষসে বরিশালবাসী।পাওয়া না পাওয়ার সরল সুত্রে প্রথমেই আসে বরিশালের জলাবদ্ধতা,রাস্তাঘাটের করুন পরিস্থিতি,ভোলা থেকে গ্যাস আনার স্বপ্ন যেন এ অঞ্চলের সাধারনের মানুষের সময়ের দাবী হয়ে দাড়িয়েছে।
তবে তৃনমূলে খোজ নিয়ে অনসন্ধানকালে এ কথা স্পষ্ট হয়েছে যে,সাধারন মানুষের মধ্যে আগের চেয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তারা ভালো মন্দ বিচার করেই তাদের যোগ্য প্রার্থী কে এবার সুযোগ দিবেন বলে জানান।
মানুষ এখন আর বোকা নেই। আশ্বাসে নয় বাস্তবে তারা বিশ্বাসী।উন্নয়নের সরকার বাংলাদেশ আওয়ামীলীগ দলের উপর আস্থা বেড়েছে সাধারন মানুষের।বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে যা মিডিয়ার বদৌলতে সাধারন মানুষ পর্যন্ত অবগত রয়েছে।
এরইধারাবাহিকতায় এগিয়ে রয়েছে বরিশালের আওয়ামীলীগ এর তরুন ও পরিশ্রমী তৃনমূলের নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।বয়সে সে তরুন হলেও বরিশালের আওয়ামীলীগের রাজনীতিতে তার দীর্ঘ প্রচেষ্টা মেধামননে পুরো দল কে একট্টাকরনে তার ভূমিকা অপরিসীম।তিনি এখন তৃনমূলের নেতা । যা এ অঞ্চলে বর্ষিয়ান অনেক নেতাদের পর্যন্ত হার মানিয়েছে।বরিশালের তরুন প্রজন্মের কাছে তিনি ইতিমধ্যে যুবরত্ন হিসাবে পরিচিতি পেয়েছেন।মাঠ পর্যায়ে তার পরিশ্রমী আত্মত্যাগে বিএনপির দূর্গ হিসাবে পরিচিত বরিশালবাসীর কাছে বর্তমানে নৌকা মার্কার প্রতি বেশ আস্থা বেড়েছে।তরুন এই নেতা ইতিমধ্যে আবাল বৃদ্ধবনিতার কাছে অতন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন।

আলাপকালে নগরীর নবগ্রাম সড়কের রিকশা চালক মোঃ শহিদুল(৫৫) জানান, কিছু দিন আগে সারাদিন রিকশা চালিয়ে বগুড়া রোডে ঘর্মাক্তবস্থায় দাড়িয়ে ছিলাম। হঠাৎ করে সাদেক ভাই কোথা দিয়ে এসে আমায় জড়িয়ে ধরে কুশল বিনিময় করলেন। দোয়া চাইলেন।তার মধ্যে অহংকার নেই।এ রকম নিরাহংকার মানুষ হয়না।যারা সাধারন মানুষের কষ্ট বোঝে তাদের নির্বাচীত হওয়া উচিৎ।
নামপ্রকাশে অনিচ্ছুক দুজন আমানতগঞ্জ নিবাসী বলেন,সাদিক বয়সে তরুন।তিনি নিবার্চিত হলে বিভিন্ন এলাকায় পাতি মাস্তানরা আবার মাথা তুলে দাড়াতে পারে।ভাইর,লোক বলে স্ব-স্ব এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাবে এ কথা একেবারে উড়িয়ে দেয়া যায় না। তিনি কি ভোলা থেকে গ্যাস এনে বরিশালবাসীকে উপহার দিতে পারবেন কিনা-?
যদি ও বরিশালবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন বরিশালে ভোলার গ্যাস কবে আসবে-? মরহুম মেয়র এ্যাড,শওকত হোসেন হিরন এমন প্রতিশ্রতি বরিশালবাসী কে দিয়েছিলেন। তার অকাল মৃতুর্তে সে স্বপ্ন ভেস্তে যায়।সময়ের জনপ্রিয় মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্র কারনে এ অঞ্চলের মানুষ আবার স্বপ্ন দেখতে শুরু করেছেন।

প্রচারনার কাজে ব্যস্ত থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।তবে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী বলেন..বরিশালে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নির্বাচিত হলে বরিশালের উন্নয়নের জোয়ার বয়ে যাবে।সে নির্বাচিত হলে ন্যায় প্রতিষ্ঠা হবে ।

এ দিকে আওয়ামীলীগের জনপ্রিয় এই নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র হেভিওয়েট প্রার্থী এ্যাড,মজিবুর রহমান সরোয়ার মাঠে নেমেছেন।যদি ও তার দলটি দীর্ঘ দিন ক্ষমতায় না থাকায় এবং দলীয় কোন্দলে জর্জরিত ঐ অঞ্চলের তৃনমূল নেতারা ঝিমিয়ে পড়েছে। পেটের দ্বায়ে তারা দেশের বিভিন্ন জেলায় ছরিয়ে ছিটিয়ে পড়েছে বলে দলটির বিশস্ত সূত্রে জানা গেছে। তাছারা বিএনপিতে কর্মী মূল্যায়ন নেই বলে দলটির র্দুদিনে কর্মীদের উপস্থিতী আশাব্যঞ্জক নয় বলে সংশ্লিষ্ট মহল মনে করেন।শুধূ আশ্বাস দিয়ে এখন জনগন কে বোকা বানানো যাবে না।এ অঞ্চলের সাধারন মানুষ উন্নয়নের হিসাব নিকাস কষসে। কার আমলে দেশে বেশি উন্নয়ন হয়েছে তার হিসাব নিকাস-?
বরিশাল বিএনপির উত্তর জেলা দপ্তর সম্পাদক মোঃনূরুল আলম বলেন ,আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। নাগরীকরা চাচ্ছে ভোট দিতে কিন্তু ভোটের পরিবেশ হবে কিনা তা নিয়ে সর্বএ আশংকা রয়েছে। সেক্ষেত্রে প্রশাসন এর নিরপেক্ষ ভূমিকাই নির্বাচন সুষ্ঠ করতে পারে। আমরা নির্বাচিত হলে বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকাকালীন মজিবুর রহমান সরোয়ার বরিশালের উন্নয়নের যে ব্যাপক ভূমিকা পালন করে ছিলেন তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নতুন প্রজন্মের চাহিদা অনুযায়ী উন্নয়ন করা হবে।

তারপরেও মাঠে দেখা যাচ্ছে দিন দিন অনেক কর্মীরাই ঘড় থেকে বের আসতে শুররু করেছে। মেয়র নির্বাচনে যেহেতু জাতীয় প্রতীক ব্যাবহার করছে সেখানে রাগ ক্ষোভ যাই থাকুক না কেন দলের বাহিরে যাবার কোন সুযোগ নাই।

একারনেই এক সময়ে দুরে থাকা অনেক বিএনপি মাঠের কর্মীরা নির্বাচনে নেমে, এসেছে তাদের একটাই কথা উন্নয়ন আমরা সকলেই চাই কিন্তু আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে উন্নয়ন করবেন সেটা মেনে নেওয়া যায় না।

আমরা গত জাতীয় নির্বাচনে ভোট দেওয়া থেকে বঞ্চিত হয়েছি এবার সরকার সিটি নির্বাচনে সুষ্ট ভাবে ভোট দেয়ার সুযোগ করে দিক।

 

এদিকে লাঙ্গল মার্কা নিয়ে জাপার মনোনীত তরুন প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ইকবাল হোসেন তাপস প্রথমে ঝামেলায় পড়লে ও পরবর্তিতে তিনি নির্বাচনী প্রতিদ্ধন্ধিতায় ফিরেছেন। বর্তমানে তিনি বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন ।ইতিমধ্যে তিনি রাত দিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে গনসংযোগ করে বেড়াচ্ছেন।সম্প্রতি তিনি একটি আলোচনা সভায় বরিশালের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন । তারমধ্যে ভোলা থেকে বরিশালে গ্যাস এনে দেয়ার কথা বলেন। বরিশাল কে আধুনিক শহরে পরিনত করার প্রতিশ্রতি দেন। তার বন্ধুবরেষু মরহুম এ্যাড.শওকত হোসেন হিরনের প্রসঙ্গ টেনে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
এ ব্যাপারে জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃনজরুল ইসলাম বলেন,আমরা সুষ্ঠ নির্বাচন চাই।আমরা নির্বাচিত হলে বর্ধিত অঞ্চলে উন্নয়ন করে বরিশাল কে আধুনিক শহরে পরিনত করবো ।

স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ বশির আহম্মেদ ঝুনু হরিন মার্কা নিয়ে আশাবাদী। তিনি ইতিমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।আলাপকালে তিনি বলেন,আসন্ন সিটি নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোন সংকা নেই।আল্লাহর ইচ্ছায় আমি নির্বাচিত হলে আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করবো। রাস্তাঘাট,ড্রেনেজ ব্যবস্থা আধুনিক হবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা একটু আন্তরীক হলে পাইপ লাইনের মাধ্যমে ভোলার গ্যাস বরিশালে আনা সম্ভব।সুতারাং আমি নির্বাচিত হলে বরিশালবাসীর স্বপ্ন পূরন করবো।

হাতপাখা মার্কা নিয়ে জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসার প্রিন্সিপ্যাল ওবায়দুর রহমান মাহবুব নগরী চষে বেড়াচ্ছেন।তারা আশাবাদী।
আলাপকালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহ বলেন আমরা বিজয়ের স্বপ্ন দেখছি।
তবে গাজীপুর আর খুলনার নির্বাচন দেখে সেই অভিজ্ঞতা থেকে শংকা থেকেই যাচ্ছে। মূলতঃ আমরা শান্তিপূর্ন নিরপেক্ষ নির্বাচন চাই।
আমরা নির্বাচীত হলে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করে যাবো।নাগরীকদের মৌলিক অধিকার পূরনে কাজ করে যাবো।বস্তির মানুষরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে তাদের দুঃখ র্দূদশা লাগব করবো।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ) এর মনোনীত প্রার্থী ডাঃ মনীষা চক্রবর্তী তৃনমূলের খেটে খাওয়া মানুষের মন জয় করে ইতিমধ্যে আলোচনায় এসেছে।সম্প্রতি তার কারাবাস তাকে আরো আলোচনায় এনেছে।তিনি বস্তি অঞ্চলে গরীব রোগীদের ফি চিকিৎষা দিয়ে মেহনতী মানুষের কাছাকাছি পৌছে গেছেন।
আলাপকালে বাসদের জেলা আহব্বায়ক ইমরান হাবিব রোমেন বলেন আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমাদের প্রার্থী উচ্চ শিক্ষিত। সাধারন মানুষ আমাদের পাশে রয়েছে
নির্বাচন নিয়ে শংকা তো প্রথম থেকেই রয়ে গেছে। এক ধরনের পক্ষপাত মূলক আচারন আমরা দেখতে পাচ্ছি। অনেকেই নির্বাচনী আচরনবিধি লংঘন করে চলেছে কিন্তু ব্যবস্থা নেয়া হচ্ছে না। রাতের আধারে চাদমারী কেডিসি এলাকায় কে বা কাহারা আমাদের পোষ্টার ছিরে ফেলেছে। এর কোন প্রতিকার নেই। আমরা সুষ্ঠ নির্বাচন আশা করছি। আমরা বরিশালের গরীব মেহনতী খেটে খাওয়া মানুষের জন্য কাজ করব। যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে আমরা মনে করি আমাদের জয় সু-নিশ্চিত।মানুষের মুখে মুখে আমাদের নিয়ে একটি পজিটিভ আলোচনা হচ্ছে।
আমরা নির্বাচিত হলে বরিশালের সিটিকর্পোরেশন কে লুটপাট মুক্ত করবো। আমরা জনগন কে সম্পৃক্ত করে তাদের মতামত নিয়ে সমস্যা সমাধান করবো।বর্ধিত অঞ্চলের মানুষের নাগরীক সুবিধা পূরন করবো।আমরা নগরীর খাল গুলো সংস্কার করে জলাব্ধতা দূর করবো।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)র মনোনীত প্রার্থী শ্রমিক নেতা এ্যাড,এ.কে আজাদ কাস্তে মার্কায় গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। গতকাল আলাপকালে তিনি বলেন,এই নির্বাচন টাকার খেলা।জনগন ভাবছে নির্বাচন হবে কিনা-? ভোট দিতে পারবে কিনা-? এমন কি এজেন্টরা ভয় পাচ্ছে। আমরা সুষ্ঠ নির্বাচন চাই।
সিটিকর্পোরেশনের প্রশাসনিক অবস্থা ভেঙ্গে পড়েছে সেটা সংশোধন করে আধুনিক বরিশালে পরিনত করা।আমরা নির্বাচীত হলে বরিশাল কে সন্ত্রাস ও মাদক মুক্ত একটি নগরীতে পরিনত করবো।যদি নিরপেক্ষ ভোট হয় তাহলে আমরা মনে করি সাধারন মেহনতী মানুষরা আমাদের ভোট দিয়ে নির্বাচীত করবে।

বীরমুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী বলেন,আমরা সুষ্ঠ নির্বাচন চাচ্ছি।আশা করি নির্বাচন সুষ্ঠ হবে।

উন্নয়নমূলক সংগঠন আইসিডিএ,র নিবার্হী পরিচালক আনোয়ার জাহিদ বলেন,বিগত দশ বছরে বাংলাদেশ যে উন্নয়ন হয়েছে তা পূর্বে হয়নি।এটি একটি প্রতিভাবান নেতৃত্ব ছারা সম্ভব নয় যা প্রধানমন্ত্রী করেছেন। যদি ও বরিশাল নগরীর উন্নয়নে মরহুম মেয়র হিরনের আমলে যা উন্নয়ন হয়েছে সেই গতীধারা ধরে রাখতে হবে।এই মূর্হুতে নৌকার কোন বিকল্প নেই।মুক্তিযুদ্ধের চেতনায় পক্ষের শক্তির জয় হোক।

 

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রী স্বর্ণপদক

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত “প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭” পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ মেধাবী শিক্ষার্থী। আজ ২৫ জুলাই ২০১৮ তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ পদক প্রদান করা হয়। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী স্বর্নপদক প্রাপ্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা হলেন সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন অর্থনীতি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোমা রানী সরকার যার প্রাপ্ত সিজিপিএ-৩.৯৬, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্বী দেবনাথ যার প্রাপ্ত সিজিপিএ-৩.৯৪ এবং কলা ও মানবিক অনুষদের অধীন ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া আক্তার সুমনা যার প্রাপ্ত সিজিপিএ-৩.৬৩। বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির পরীক্ষার চুড়ান্ত ফলাফলে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় এই ৩ শিক্ষার্থী “প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭” এর জন্য মনোনীত হন।

প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নিকট থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ মেধাবী শিক্ষার্থী স্বর্ণপদক গ্রহণ করেন। এসময় শিক্ষামন্ত্রী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান, শিক্ষা সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হকসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন। এক প্রতিক্রিয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ কৃতি শিক্ষার্থীর “প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭” অর্জন অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এ অর্জন শুধুমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের নয়, এ অর্জন সমগ্র বরিশালবাসীর। আর এ অর্জনকে ভবিষ্যতের প্রেরণা হিসেবে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অচিরেই একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে এ প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য । উক্ত অনুষ্ঠানটি বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রজেক্টরের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেন। উল্লেখ্য ইতোপূর্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী হিসেবে গনিত বিভাগের মেধাবী শিক্ষার্থী ফৌজিয়া শারমিন নিরা প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫-২০১৬ গ্রহণ করেন।

 

নৌকা মার্কার সমর্থনে সাবেক ছাত্রলীগ নেতাদের গন সংযোগ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ‘র নৌকা মার্কার সমর্থনে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান আজ নগরীর ২০ নং ওয়ার্ডের সরকারি বিএম কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ছাত্র ছাত্রী সাথে গন সংযোগ ও কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার, উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পালের সাথে সৌজন্য সাক্ষাত শেষে শিক্ষক পরিষদে ভিআইপি লাউঞ্জে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এরপর কলেজ রোড, বৈদ্যাপাড়া, নথুল্লাবাদ, পশ্চিম কাউনিয়া এলাকায় ভোটার ও সাধারণ মানুষের সাথে গন সংযোগ করে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আমিনুল হক কবীর, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ মুন্না, সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক মোকলেসুর রাহমান মনি, মিজানুর রহমান সহ বিএম কলেজের ছাত্রলীগ নেতা কর্মী, বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

সেনা মোতায়েনে আপত্তি নেই সাদিকের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ধানে শীষ মার্কার প্রধান প্রতিদ্বন্দ্বি মেয়র প্রার্থী বালাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কা প্রতীকের মনোনিত প্রার্থী বরিশাল মহানগর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ তার সমর্থনে বিভিন্ন এলাকা থেকে আসা নৌকার সমর্থনে নগরীতে গনসংযোগ করে যাচ্ছেন।

নৌকার প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গনমাধ্যমের কাছে এসে সময় নষ্ট করার চেয়ে জনগনের কাছে যাওয়া বেশী গুরুত্ব মনে করে গনসংযোগ ও উঠান বৈঠক করে যাচ্ছেন।

আজ মঙ্গলবার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত বেশ ভাল অবস্থায় রয়েছে।
বরিশালের জনতা ও নির্বাচন কমিশন সুষ্ঠ ভোটের জন্য সেনা বাহিনী মোতায়েনের প্রয়োজনবোধ করলে তাদের পক্ষ থেকে কোন আপত্তি নেই।
সাদিক আবদুল্লাহ চান বরিশালে ভোটাররা উৎফুল্ল এবং উৎসব মূখর পরিবেশে ত্রিশ জুলাই ভোট কেন্দে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে সময় যতই কমে আসছে তত প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন।

সকাল থেকে রাত আটটা পর্যন্ত গনসংযোগ ও উঠান বৈঠক সহ দলীয় কর্মী সভা করে যাচ্ছেন জোড় কদমে।
সাদিক আবদুল্লাহ নির্বাচনে কোন ধরনের বিতর্ক সৃষ্টি নিজের সুনাম নষ্ট করতে চান না।

তার বিশ্বাষ বরিশালের উন্নয়নের বিবেচনা করে তাকে বিজয়ী করবে।
তিনি সকাল ১১টায় নেতা-কর্মীদের চোখ ফাকি দিয়ে নগরীর খেটে খাওয়া মানুষের খোঁজ খবর নিতে ছুটে যান।
পরে নগরীর নিফোজি কলোনী,কাজিপাড়া,হযরত কালুশাহ্ সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গনসংযোগ করে নৌকা প্রতীকে ভোট প্রত্যশা করেন।
এছাড়া সাদিক আবদুল্লাহ নগরীতে রিকসায় ঘুড়ে গনসংযোগ করে চমক সৃষ্টি করেন।

 

গনসংযোগে বাধা প্রদানের অভিযোগ সরোয়ারের

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীরা ব্যাস্ত সময় পার করছেন।
নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে তত প্রচার-প্রচারনা বৃদ্ধি করছে প্রধান দুটি দলের মেয়র প্রার্থীরা তারা গনসংযোগ সহ বিভিন্ন ওয়ার্ডে করছেন উঠান বৈঠক।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ মার্কার মনোনিত প্রার্থী মজিবর রহমান সরোয়ার গনসংযোগে নেমে কয়েকদফা বৃষ্টি মধ্যে পড়ে গনসংযোগে বাধাগ্রস্থের মধ্যে কিছুটা পিছিয়ে পড়ে।

আজ মঙ্গলবার নগরীর কালীজিরা বাজারে গন সংযোগ কালে তিনি গনমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশন আমাদের বিরোধীদল দেখে সঠিক বিচার করছে না।
তারা সমান ভাবে মাঠে বিচার করছে না। প্রতি নিয়ত আমাদের মিছিল মিটিং গনসংযোগে বাধাগ্রস্থ করছে।
অথচ প্রতিপক্ষ সরকারী দলের প্রার্থী সময় অতিক্রম করে গনসংযোগ ও উঠান বৈঠক করছেন তাদের কিছু বলছে না।

মাঠে লেভেল প্লেয়িং থাকছে না।সেই সাথে ভোটাররা এখনো শঙ্কায় রয়েছে তাই নির্বাচনের দিন মাঠে সেনা বাহিনী থাকলে ভোটাররা শঙ্কা মুক্ত হয়ে কেন্দ্রে ভোট দিতে পারবে।

তিনি আরো বলেন নির্বাচন কমিশন মুখে যা বলে কাজে তারা প্রমান করছে না।
আজ মঙ্গলবার প্রচার-প্রচারনা ও গনসংযোগকালে কয়েক দফা বুষ্টির মধে তিনি আটকা পড়ে পড়ে সময় বিবেচনা করে পুনরায় বুষ্টি মাথায় নিয়ে গনসংযোগে নেমে পড়েন।
সরোয়ারের গনসংযোগে অংশ নেয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন,নির্বাহী সদস্য হায়দার আলী খান লেলিন,বরিশাল মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন, সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড.আলি হায়দার বাবুল, বরিশাল জেলা স্বেচ্ছাবেক দল সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপন,কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ে নগরীর ২১নং ওয়ার্ডে কর্মী সভা সহ বিভিন্ন এলাকায় দিন ব্যাপি গনসংযোগ,পথ সভা ও উঠান বৈঠক করেন।

বিজয়ী হলে ইলেক্ট্রিক ডিসপ্লের মাধ্যমে হিসাব দেবার ঘোষনা মেয়র প্রার্থীর

আজ মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর জর্জ কোর্ট, নগর সাব রেজিষ্টার কার্যালয়, ডিসি অফিস, নগর ভবন ও চকবাজার এলাকায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী প্রিন্সিপাল হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব। এসময় তিনি নগরীর জন্য বরাদ্ধকৃত অর্থের শতভাগ জনগনের জন্য ব্যবহার করার অঙ্গীকার করেন। তিনি বলেন, আমরা বিজয়ী হলে জনগণের জন্য বরাদ্ধকৃত টাকার উপর পার্সেন্টিস বসিয়ে আত্মসাৎ করবোনা। আমরা কথা দিচ্ছি বিগত দিনের সকল রেকর্ড ভঙ্গ করে বরাদ্ধের শতভাগ বাস্তবায়িত করে ইসলামের সুমহান আদর্শের জানান দেব ইনশা-আল্লাহ।
এসময় মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে.এম.আতিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান এবং সদ্যসমাপ্ত গাজীপুর সিটি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী প্রিন্সিপ্যাল মাওলানা মুহাম্মাদ নাসির উদ্দিন।

গণসংযোগকালে মেয়রপ্রার্থী প্রিন্সিপাল হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব বলেন, বিগত সময়ে যারা নগরপিতা ছিলেন তারা জনগনের জন্য কি বরাদ্ধ হলো, তার কতভাগ বাস্তবায়ন হল তা জনগণের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছিল। এর কারন হলো তারা বরাদ্ধের বড় একটা অংশ পার্সেন্টিস প্রথার মাধ্যমে গায়েব করে দিত। কিন্তু আমরা বিজয়ী হলে নগরীর পাবলিক প্লেসে ইলেক্ট্রিক ডিসপ্লের মাধ্যমে পাইপাই করে হিসাব জনগণের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ।

এছাড়াও সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, বরিশাল জেলা সভাপতি ও চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, নওমুসলিম আলহাজ্ব ডা. সিরাজুল ইসলাম সিরাজী এবং আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন মুফাস্সির মুফতী হাবিবুর রহমান মিসবাহ, জাতীয় সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ এর প্রধান পরিচালন রশিদ আহমাদ ফেরদৌস এর উপস্থিতিতে বিকাল ৫.৩০টায় নগরীর পুরানপাড়া হাফেজী মাদ্রাসা প্রাঙ্গণ, গ্যাস টারবাইন, বাঁশের হাট ও দারোগা বাড়ী এলাকায় পথসভা অনুষ্ঠিত হবে।

সকাল থেকে নগরীর ৩০ টি ওয়ার্ডেই ভিন্ন ভিন্ন টিমের মাধ্যমে হাতপাখা প্রতীকের পক্ষে নির্বাচনী দাওয়াতী কাজ চলতে থাকে। সংগঠনের কেন্দ্রীয় ও বরিশাল মহানগর নেতৃবৃন্দ এবং ইসলামী সাংস্কৃতিক জোট এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিক নির্দেশনায় দাওয়াতী কাজে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

গণসংযোগকালে প্রার্থীর সাথে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা জাকারিয়া হামিদী, জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী আইজীবি পরিষদ বরিশাল মহানগর আহবায়ক এ্যাড.শেখ আব্দুল্লাহ নাসির, সদস্য সচিব এ্যাড.আব্দুল করিম, জনপ্রিয় বক্তা মুফতী হেদায়েতুল্লাহ আজাদী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সদস্য ও বরিশাল মহানগর সভাপতি- কে এম শরীয়াতুল্লাহ, জেলা সভাপতি ইবরাহীম হুসাইন, প্রার্থীর বড় সাহেবজাদা- মাওঃ আতিক উল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল অঙ্গ সংগঠন বরিশাল জেলা, মহানগর ও এর আওতাধীন থানা ও ওয়ার্ড শাখা নেতাকর্মীবৃন্দ।

বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রচারণায় গাজীপুর সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদকঃ প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে তাকে সাথে নিয়ে গণসংযোগ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। নগরীর সদর রোড, ফলপট্টি ও পোর্ট রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে মেয়র জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে এবং বরিশাল নগরীকে উন্নত ও আধুনিক এক তিলোত্তমা নগরীতে রূপান্তরিত করতে নৌকা মার্কায় ভোট প্রার্থণা করেন। বরিশাল নগরীর ভোটের মাঠে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের গণসংযোগ রাজনীতিতে নতুন চমক সৃষ্টির পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদের উৎসাহিত ও উজ্জীবিত করেছে। গণসংযোগের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনে নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহসভাপতি এ্যাডভোকেট আফজালুল করিমসহ দলীয় নেতৃবৃন্দরা

 

টাকা উড়াচ্ছে সরকারী দল- সরোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৩০ই জুলাই বরিশাল সিটি নির্বাচনের সময় দ্রুত কমে আসার সাথে সাথে মেয়র প্রার্থীরা তাদের প্রচার-প্রচারনা জোড় কদমে চালিয়ে যাচ্ছে।
শ্রাবনের গুমোট ভ্যাপসা গরম,গুড়ি গুড়ি বৃষ্ঠি মাথায় নিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে গনসংযোগ লিফলেট বিতরন জনগনের সাথে মোলাখাত সহ ভোট প্রত্যাশা কামনা করে নগরীর ওয়াপদা কলোনি,ত্রিশ গোডাউন মেডিকেল সড়ক, বান্দরোড সড়ক সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ চালিয়েছে জাতীয়তাবাদী
দল বিএনপির মনোনিত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব,মজিবর রহমান সরোয়ার।

এছাড়া তিনি নগরীর ২৪নং ওয়ার্ডে দলীয় কর্মীদের নিয়ে উঠান বৈঠক করেন।অন্যদিকে বিকালে নগরীর রসুলপুর কলোনীতে গনসংযোগ এবং রাতে মাহমুদিয়া মাদ্রাসায় ইমাম ওলামায়দের সাথে মেয়র প্রাথী মজিবর রহমান সরোয়ার উঠান বৈঠক করবেন বলে মুখপাত্র আনায়রুল হক তারিন জানান।

আজ সোমবার সকাল সাড়ে ১১টায় নগরীর ওয়াপদা গেট থেকে চৌদ্দতম দিনে সিটি নির্বাচনের গনসংযোগ শুরু করেন।

গনসংযোগ পূর্বে মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার গনমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে বলেন, শহরকে নিরাপত্তা চাদরে এখনি না ঢাকলে নির্বাচন বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে।

তিনি আরো বলেন,আমরা বিরোধী দল আমাদের জনগনের কাছে যাওয়া ছাড়া কোন কৌশল নেই।

আমাদের সেরকম টাকা নেই যে আমরা উড়াবো। টাকা উড়াচ্ছে সরকারী দল।

সরোয়ার আরো বলেন, আমরা প্রধানমন্ত্রী ও সিইসির বক্তব্যতে আস্বস্ত হয়েছিলাম কিন্তু মাঠ প্রর্যায়ের প্রশাসন তা মানছে না।

জনগন সিটি নির্বাচনে খালেদা জিয়ার মুক্তি ও নির্বাসিত গনতন্ত্রকে উদ্ধারের জন্য ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করবে ইনশাআল্লাহ্

ইতি পূর্বে প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানিয়ে ছিলাম কিন্তু আমরা কোন কাংখিত ফলাফল পাচ্ছি না।
আমরা সুষ্ঠ নির্বাচনের জন্য সেনা মোতায়েন করার দাবী জানাই। একই সাথে বহিরাগতদের শহর ত্যাগ করার পাশাপাশি প্রশাসনকে আবারো কঠের ভাবে দায়ীত্ব পালন করা সহ উচ্চ আদালতের আইন মেনে চলার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সাথে এসময় আরো ছিলেন,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সামসুজ্জামানের দুদু, বরিশাল মহানগর বিএনপি সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক,হাসান,যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন,সহ স্থানীয় ও বিভিন্ন উপজেলার বিএনপি নেতৃবৃন্দ গনসংযোগে অংশ নেয়।

 

যিনি জনগনের কষ্ট বুঝবেন তাকেই ভোট দিতে চান নগরবাসী!

নিজস্ব প্রতিবেদকঃ বিগত নির্বাচনগুলোর মতো এবারের নির্বাচনেও বরিশাল নগরের ৫নং ওয়ার্ড পলাশপুরের মোহাম্মাপুর ধান গবেষনা সংলগ্ন উত্তর ও পশ্চিম পাশে ভোটারদের কাছে ভোট প্রার্থীদের জয়-পরাজয়ে বড় ভূমিকা পালন করছে। সে কারণে আ’লীগ ও বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রতিদিনই তাদের কাছে ছুটছেন। তারা মোহাম্মাদপুরবাসীর মশা নিধন, জলাবদ্ধতা দূরসহ মাদক আখড়া উচ্ছেদের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে মোহাম্মাদপুরের ভোটাররা বলছেন, প্রার্থীরা যতই মন ভোলানো প্রতিশ্রুতিই দিক না কেন। তারা এবারের নির্বাচনে সত ও যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে মেয়র ও কাউন্সিলর নির্বাচিত করতে চান। তবে কোন প্রার্থীকে মেয়র পদে ভোট দেয়ার জন্য যোগ্য মনে করছেন, সে ব্যাপারে মুখ খুলতে অনেকটাই কৌশলী ভূমিকা নিচ্ছেন মোহাম্মাদপুরের ভোটাররা। তারা বলছেন, যিনি এই এলাকার জলাবদ্ধতা, দুঃখ ও মাদক আখড়া নির্মূল করতে পারবেন তারা তাকেই ভোট নিয়ে নির্বাচিত করবেন। ৫ নং ওয়ার্ড পলাশপুরের মোহাম্মাদপুরে প্রায় সাড়ে ৪ শো’ দরিদ্র মানুষের বসবাস। এই এলাকায় ভোটার সংখ্যা প্রায় প্রায় ২ হাজারে মত এই এলাাকায় প্রধান সমস্যা জলাবদ্ধতার কারনে শিক্ষার্থীসহ বাসিন্দাদের যাতায়েত পথ বন্ধ হয়ে যাচ্ছে, এরসঙ্গে নিত্যসঙ্গী ড্রেনের ময়লা-আবর্জনার দুর্গন্ধ। আর তারা রাতে ঘুমাতে পারেন না মশার কামড়ে। এক বাসিন্দা অশীতিপর বৃদ্ধা কহিনুর বেগম বলেন, বাবা গত ১০ বছরে আমাদের এলাকায় মশা মারার ওষুধ ছিটানো হইছে কী না তা আমার মনে পড়ে না। আর রাতে মশার কামড়ে ঘুম আসতে চায় না। রাতের বেলায় পানির কারনে চলা ফেরা বন্ধ বলেই বলা যায়। ঘর থেকেতো বের হতেই পারি না পানির কারনে। ছেলে মেয়েদের লেখা পড়া বন্ধ বলেই বলা যায়। শুধু কহিনুরই নয়, তার মতো এমন অভিযোগ সকল এলাকবাসীর। ঐ মোহাম্মাদপুর এলাকার অবস্থিত হাতেমাতুজ যোহরা রহমানিয়া ক্বেরাতুল কোরআন হাফিজি মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোডিং’র প্রতিষ্ঠাতা ও পরিচালক নুরুল ইসলাম ফিরোজী সাহেব বলেন, ছোট ছোট কোমলমতি শিশুদের কোরআর শিক্ষা দেওয়ার জন্য এবছর মাদ্রাসাটি খুলেছি। কিন্তু জলাবদ্ধতা কারনে রাস্তা থেকে কোন ছাত্র মাদ্রাসায় আসতে পারছেনা। তাই বন্ধ করে রেখেছি। শুধু আমার মাদ্রাসাটি নয় পাশে^ রয়েছে এলাকাসীর জন্য মসজিদ,স্কুল সেগুলোও একপর্যায় বন্ধর পথে বলা যায়। তিনি আরো বলেন,চলাচলের রাস্তা গুলো মনে হয় পুকুরের মত। পানি আসলেই হয়ে যায় নদীর মত। এই দূভোগের মধ্যে রয়েছে মোহাম্মাদপুরবাসী। ভোটার হাবিব বলেন, এখন ইলেকশন তাই প্রতিদিনই কোনো না কোনো মেয়র ও কাউন্সিলর প্রার্থী আসতেছেন। সব সমস্যা সমাধানের কথা বলতেছেন। কিন্তু কাউরেই আমরা কথা দিচ্ছি না। যে প্রার্থী আমাদের সমস্যার সমাধান করতে পারবে, আমরা তাকেই ভোট দেব। নগরীর ৫ নম্বর ওয়ার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমজীবী বলেন, তাদের এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। সন্ধ্যার পর তাদের পুরো এলাকা মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে যায়। আর এসব মাদক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক আছে কথিত নেতা ও পুলিশের। তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না। যে মেয়র ও কাউন্সিলর প্রার্থী মাদকমুক্ত করতে পারবেন সেই প্রার্থীকেই আমরা ভোট দেব। এবিষয় বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী মাইনুল হককে একাধিক বার তার ব্যাবহারিত মুঠো ফোনে ফোন দিলে তিনি রিসিভ করেনি।

 

 

 

 

 

 

বিএনপি প্রার্থীর অভিযোগের ভিত্তি নেই- সাদিক

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ৩০ই জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর আনাচে-কানাচে,সর্বত্র ওয়ার্ডগুলোতে মেয়র থেকে শুরু করে সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রর্থীদের প্রচারনা তুঙ্গে উঠেছে।
প্রচার-প্রচারনার মাত্রা বৃদ্ধি পেলেও দলীয় সমর্থক ও কর্মীদের উৎসাহ উদ্দিপনা মাঠে দেখা গেলেও ভোটারদের ভিতর থেকে এখন পর্যন্ত তেমন কোন উৎসাহ দেখা মেলেনি।
আজ রবিবার বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী বরিশাল মহানগর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ নগরীর সদররোডের পথচারীদের সাখে গনসংযোগ করা কালে মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ গনমাধ্যমকে বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশালের উন্নয়নে জনগন যাকে খুশি তাকে ভোট দেবে।
তিনি বলেন বরিশালের নির্বাচন সুষ্ঠ হবে।
সাদিক আরো বলেন প্রতিপক্ষ বিএনপি প্রার্থী যে অভিযোগ করেছে তার কোন ভিত্তি নেই।
আমাদের নেতা-কর্মী সমর্থকদের বলে দিয়েছি আচরন বিধি কোন প্রকার লংঘিত না হয়।
তিনি আরো বলেন বিএনপি অভিযোগ প্রমান করতে পারলে নির্বাচন কমিশন আছেন তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এসময় তিনি আরো বলেন আমি কোন প্রতিশ্রুতি দিয়ে জনগনের সাথে ধোকাবাজি করতে চাই না।
আমি উন্নয়নমূলক কাজের মাধ্যমে বরিশাল নগরবাশীকে সাথে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র সদররোডে গনসংযোগকালে এসময় তার সাখে আরো ছিলেন গাজীপুরের নব নির্বাচিত মেয়র প্রার্থী জাহাঙ্গির আলম,বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতিদ মাহাবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম),কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বলরাম পোদ্দার বাবলু, বরিশাল মহানগর সহ-সভাপতি এ্যাড. আফজালুর করীম সহ বিভিন্ন দলীয় নেতা-কর্মীদের নিয়ে নগরীর সদররোড সহ বিভিন্ন স্থানে গনসংযোগ করেন তিনি।