গনসংযোগে বাধা প্রদানের অভিযোগ সরোয়ারের

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীরা ব্যাস্ত সময় পার করছেন।
নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে তত প্রচার-প্রচারনা বৃদ্ধি করছে প্রধান দুটি দলের মেয়র প্রার্থীরা তারা গনসংযোগ সহ বিভিন্ন ওয়ার্ডে করছেন উঠান বৈঠক।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ মার্কার মনোনিত প্রার্থী মজিবর রহমান সরোয়ার গনসংযোগে নেমে কয়েকদফা বৃষ্টি মধ্যে পড়ে গনসংযোগে বাধাগ্রস্থের মধ্যে কিছুটা পিছিয়ে পড়ে।

আজ মঙ্গলবার নগরীর কালীজিরা বাজারে গন সংযোগ কালে তিনি গনমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশন আমাদের বিরোধীদল দেখে সঠিক বিচার করছে না।
তারা সমান ভাবে মাঠে বিচার করছে না। প্রতি নিয়ত আমাদের মিছিল মিটিং গনসংযোগে বাধাগ্রস্থ করছে।
অথচ প্রতিপক্ষ সরকারী দলের প্রার্থী সময় অতিক্রম করে গনসংযোগ ও উঠান বৈঠক করছেন তাদের কিছু বলছে না।

মাঠে লেভেল প্লেয়িং থাকছে না।সেই সাথে ভোটাররা এখনো শঙ্কায় রয়েছে তাই নির্বাচনের দিন মাঠে সেনা বাহিনী থাকলে ভোটাররা শঙ্কা মুক্ত হয়ে কেন্দ্রে ভোট দিতে পারবে।

তিনি আরো বলেন নির্বাচন কমিশন মুখে যা বলে কাজে তারা প্রমান করছে না।
আজ মঙ্গলবার প্রচার-প্রচারনা ও গনসংযোগকালে কয়েক দফা বুষ্টির মধে তিনি আটকা পড়ে পড়ে সময় বিবেচনা করে পুনরায় বুষ্টি মাথায় নিয়ে গনসংযোগে নেমে পড়েন।
সরোয়ারের গনসংযোগে অংশ নেয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন,নির্বাহী সদস্য হায়দার আলী খান লেলিন,বরিশাল মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন, সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড.আলি হায়দার বাবুল, বরিশাল জেলা স্বেচ্ছাবেক দল সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপন,কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ে নগরীর ২১নং ওয়ার্ডে কর্মী সভা সহ বিভিন্ন এলাকায় দিন ব্যাপি গনসংযোগ,পথ সভা ও উঠান বৈঠক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *