সেনা মোতায়েনে আপত্তি নেই সাদিকের

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ধানে শীষ মার্কার প্রধান প্রতিদ্বন্দ্বি মেয়র প্রার্থী বালাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কা প্রতীকের মনোনিত প্রার্থী বরিশাল মহানগর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ তার সমর্থনে বিভিন্ন এলাকা থেকে আসা নৌকার সমর্থনে নগরীতে গনসংযোগ করে যাচ্ছেন।

নৌকার প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গনমাধ্যমের কাছে এসে সময় নষ্ট করার চেয়ে জনগনের কাছে যাওয়া বেশী গুরুত্ব মনে করে গনসংযোগ ও উঠান বৈঠক করে যাচ্ছেন।

আজ মঙ্গলবার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত বেশ ভাল অবস্থায় রয়েছে।
বরিশালের জনতা ও নির্বাচন কমিশন সুষ্ঠ ভোটের জন্য সেনা বাহিনী মোতায়েনের প্রয়োজনবোধ করলে তাদের পক্ষ থেকে কোন আপত্তি নেই।
সাদিক আবদুল্লাহ চান বরিশালে ভোটাররা উৎফুল্ল এবং উৎসব মূখর পরিবেশে ত্রিশ জুলাই ভোট কেন্দে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে সময় যতই কমে আসছে তত প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন।

সকাল থেকে রাত আটটা পর্যন্ত গনসংযোগ ও উঠান বৈঠক সহ দলীয় কর্মী সভা করে যাচ্ছেন জোড় কদমে।
সাদিক আবদুল্লাহ নির্বাচনে কোন ধরনের বিতর্ক সৃষ্টি নিজের সুনাম নষ্ট করতে চান না।

তার বিশ্বাষ বরিশালের উন্নয়নের বিবেচনা করে তাকে বিজয়ী করবে।
তিনি সকাল ১১টায় নেতা-কর্মীদের চোখ ফাকি দিয়ে নগরীর খেটে খাওয়া মানুষের খোঁজ খবর নিতে ছুটে যান।
পরে নগরীর নিফোজি কলোনী,কাজিপাড়া,হযরত কালুশাহ্ সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গনসংযোগ করে নৌকা প্রতীকে ভোট প্রত্যশা করেন।
এছাড়া সাদিক আবদুল্লাহ নগরীতে রিকসায় ঘুড়ে গনসংযোগ করে চমক সৃষ্টি করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *