মহিপুরে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

কলাপাড়া প্রতিনিধিঃ মৎস্য বন্দর মহিপুরের পান বাজার সংলগ্ন একটি ঘরে জুয়ার আসর থেকে পুলিশের অভিযানে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মহিপুর থানা পুলিশ এ অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৬শ’ টাকা, ২০ বান্ডিল তাস জব্দ করা হয়। অভিযানে আটককৃতরা হলেন- বেলায়েত হোসেন (৩০), রফিকুল ইসলাম (২৫) ও বশার হাং (২৬)সাইফুল ইসলাম (২২), মিরাজ খাঁ (২৫), ইউসুফ আকন (২৭), রশিদ হাং (৪০)। আটককৃতদের বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী পুলিশের উপ-পরিদর্শক এনায়েত হোসেন ও উপ-পরিদর্শক কামাল হোসেন সাত জুয়াড়িকে আটকের কথা স্বীকার করে বলেন, এখন থেকে মহিপুর-আলীপুরের কোথাও জুয়াড় আসর বসতে দেওয়া হবে না। দীর্ঘদিন ধরে চলতে থাকা ডজন খানেক জুয়াড় আসর এতদিন বন্ধে কেন উদ্যোগ নেয়নি পুলিশ-এমন প্রশ্নের কোন জবাব দিতে পারেনি তারা।

বরিশালসহ সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

বৈরি আবহাওয়ার কারনে বরিশালসহ সারাদেশে সবধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। বুধবার (১০ অক্টোবর) বেলা পৌনে ৩ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার। তিনি এক ক্ষুতে বার্তায় জানান, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বরিশালে ৪ নম্বর হুঁশিয়ারি

বাংলাদেশের খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘তিতলি’ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এ কারণে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদফতরের ১০ নম্বর বিশেষ বুলেটিনে এ হুঁশিয়ারি সংকেত জারির কথা বলা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করে  বলেন, ‘মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থিত তীব্র ঘূর্ণিঝড় তিতলি আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে। এটি আরও কিছুটা উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি খুব ধীরে ধীরে আগাচ্ছে। এটি আরও শক্তি সঞ্চয় করে হয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

Tittlie-2

তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়টি আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে ভূ-ভাগে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত যে গতিপথ তাতে এটি ভারতের উরিষ্যা ও পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের খুলনা অঞ্চলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে নিম্নচাপ আকারে বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করবে। এ কারণে চট্টগ্রামসহ দেশের উপকুলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের ১০ নম্বর বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সামান্য অগ্রসর একই এলাকায় অবস্থান করছে। এটি আজ (বুধবার) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯০০ কিমি দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

Tittlie-3

বুলেটিনে আরও বলা হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৬৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টা ৯০ কিমি যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১০০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে গতকাল (মঙ্গলবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৩ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে।

সাদিক আবদুল্লাহকে মেয়র ঘোষণা করে গেজেট

স্টাফ রিপোর্টার: ব‌রিশাল সি‌টি কর্পোরেশনের (বি‌সি‌সি) মেয়র পদে আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন প্রশাসন শাখা থেকে এই গেজেট প্রকাশ করা হয়। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৪৩ বিধি অনুযায়ী প্রকাশিত গেজেটে নির্বাচিত মেয়রসহ ৩১ জন কাউন্সিলরের নাম ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে। এরআগে বুধবার ৩ অ‌ক্টোবর ব‌রিশাল নির্বাচন অ‌ফিসা‌রের কার্যাল‌য়ের আঞ্চ‌লিক নির্বাচন কর্মকর্তা ও সি‌টি কর‌পোরেশন নির্বাচ‌নের রিটা‌র্নিং অ‌ফিসার মু‌জিবুর রহমান ব‌রিশাল সি‌টি করপো‌রেশন নির্বাচ‌নে আওয়ামী লী‌গের মেয়র প্রার্থী সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ‌কে বিজয়ী ঘোষণা ক‌রেন। একই সাথে সংরক্ষিতসহ ৩১ কাউন্সিলরের ফলাফল ঘোষণা করা হয়। ১২৩টি কে‌ন্দ্রের ম‌ধ্যে ১১৪ কে‌ন্দ্রের ফলাফল অনুসা‌রে আওয়ামী লী‌গের সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ পে‌য়ে‌ছেন ১ লাখ ১১ হাজার ৯৫৬ ভোট। অন্য‌দি‌কে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএন‌পিসহ ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার পে‌য়ে‌ছেন ১৩ হাজার ৭৭৬ ভোট।

বরিশালে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর গুচ্ছ গ্রামে বৃদ্ধা অবলা রানী (৭০) কে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (০৮ অক্টোবর) সকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পুল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। এরা হলো উত্তর রহমতপুরের গুচ্ছ গ্রামের বাসিন্দা ও নিহত অবলা রানীর প্রতিবেশি কমলা বেগম(৪৫), হেলেনা আক্তার (২৬) ও শিল্পি বেগম (৩০)। এরআগে রোববার (০৭ অক্টোবর) রাতে নিহত বৃদ্ধার ছেলে তাপস চন্দ্র দাস বাদী হয়ে গ্রেফতার ৩ জনসহ ৭ জনকে আসামি করে বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর মুকুল।

 

তালতলীতে মাকে পিটিয়ে আহত করল ছেলে

মো.মিজানুর রহমান নাদিম, তালতলী: বরগুনা তালতলী উপজেলা কলারং গ্রামে সম্পত্তির লোভে লাইলি বেগমকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন সৎ ছেলে জাকির হাওলাদার ও তার সহযোগীরা। স্থানীয়রা সন্ধ্যায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
জানা গেছে, উপজেলার কলারং গ্রামের আবদুস ছত্তার হাওলাদার ৩২ বছর আগে লাইলি বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। গত ১০ বছর আগে লাইলি বেগম তার বাবার বাড়ির জমি বিক্রি করে ছত্তার হাওলাদারের সংসারে খরচ করে। ওই সময় এ টাকার পরিবর্তে লাইলিকে ১৫ শতাংশ জমি দেয়ার কথা ছিল। কিন্তু ছত্তার হাওলাদার ওই জমি তাকে দেয়নি। এ বছর আগস্ট মাসে ছত্তার হাওলাদার গোপনে তার বড় স্ত্রীর মেয়ে শাহিদাকে এক একর ২৮ শতাংশ জমি দলিল করে দেয়। শনিবার ছেলে জাকির হাওলাদার তার স্ত্রী সাবিনা বেগম ও বোন শাহিদা বেগমের সঙ্গে জমি নিয়ে লাইলি বেগমের কথা কাটাকাটি হয়।এক পর্যায় তাকে আহত করে ফেলে।

সিনেমার কাহিনীকেও হার মানাল কুয়াকাটার মরিয়ম

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় সিনেমার কাহিনীকেও হার মানায় মরিয়ম (১৫) নামের এক স্কুল ছাত্রী। পরিবারের সদস্যরা খালাতো ভাই এর সাথে বিয়ে দিতে চাইলে একটি রাজাহাস জবাই করে তার রক্ত আর মাংসের টুকরা ঘরের মেজেতে রেখে পালিয়ে যায় সে। যাতে সবাই বুঝতে পারে মরিয়মকে হত্যা পরবর্তী গুম করা হয়েছে। এ ঘটনায় মরিয়মের মা একটি হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার ১৫ দিন পর মরিয়মকে ঢাকা থেকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হয়েছে।
পটুয়াখালী পুলিশ সুপার মইনুল হাসান সাংবাদিকদের বলেন, ঢাকার মুগদা থানার মদিনা বাগের খালপাড় রোডস্থ রুনা ফ্যাশন নামের একটি গার্মেন্টে কর্মরত অবস্থায় ৫ অক্টোবর রাতে কথিত লাশ গুমের পরিকল্পনাকারী ও আত্মগোপনকারী মরিয়মকে উদ্ধার করা হয়েছে। মরিয়মের ইচ্ছের বিরুদ্ধে তার পরিবার এক খালাতো ভাইয়ের সাথে জোরপূর্বক বিয়ে দেবার আয়োজন করায় পালাতেই নিজেকে হত্যাকান্ডের নাটক সাজায় মরিয়ম। ঘটনার রাতে বাড়ির একটি সাদা রংয়ের রাজাহাঁস জবাই করে তার বুকের দুই টুকরো মাংশ রক্ত ঘরে ছড়িয়ে ছিটিয়ে এবং পায়ের নূপুর ও অন্যান্য আলামত ঘরের মেঝেতে রেখেই ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যায় মরিয়ম। ১৯ সেপ্টেম্বর ভোররাতে এসব পরিকল্পনা সবার অজান্তে সম্পাদন করে। এরপর সকালে কুয়াকাটা খানাবাদ কলেজ সংলগ্ন বাড়ি থেকে বেরিয়ে আলীপুরে হয়ে বাসযোগে প্রথমে কলাপাড়া পৌঁছায় মরিয়ম। ওইদিন সকাল ৮টার দিকে কলাপাড়া থেকে ঢাকাগামী ঈগল পরিবহনে ঢাকায় গিয়ে নিজেই গার্মেন্টন্সে কাজ খুঁজে নেয়।
উদ্ধার হওয়া মরিয়মকে আদালতে সোপর্দ করার কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, মরিয়ম এতই ধূর্ত যে, কারও সহায়তা ছাড়াই সে এই চাঞ্চল্যকর এবং দুঃসাহসিক পরিকল্পনা একাই সম্পন্ন করেছে।
জানা গেছে, মহিপুর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী মরিয়ম গত ১৮ সেপ্টেম্বর রাতের খাবার খেয়ে মায়ের পাশে ঘুমায়। সকালে তার মা নুরজাহান বেগম মেয়েকে না দেখে খুঁজতে বের হতেই ঘরের মেজেতে বিভিন্ন আলামত দেখতে পায়। ঘরে ছোপছোপ রক্ত, পায়ের নূপুর, দুই টুকরো মাংস, রক্তমাখা দুটি ছুড়ি পড়ে আছে মেজেতে। সবাই ধারনা করে, মরিয়মকে হত্যার পর তার লাশ গুম করা হয়েছে। এ ঘটনার পরদিন মহিপুর থানা পুলিশ মা’কে বাদী বানিয়ে একটি হত্যা মামলা গ্রহণ করে। ব্যাপক চাঞ্চল্য সৃষ্টিকারী ঘটনায় সাংবাদিকদের পাশাপাশি পুলিশও প্রকৃত রহস্য উদঘাটনে মাঠে নামে। এর সর্বশেষ কিনারা হয় মরিয়মকে উদ্ধার এবং পুলিশ সুপারের প্রেস ব্রিফিংয়ের মধ্য দিয়ে।

কলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার দুই

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া থেকে ইয়াবার বড় চালান পাচারকালে রোহিঙ্গা উখিয়ার আলমসহ তার সহযোগী টেকনাফের ইব্রাহিমকে র‌্যাব বরিশালের সদস্যরা আটক করেছে। শনিবার ভোর রাতে কলাপাড়া-কুয়াকাটা মহা সড়কের শেখ কামাল সেতুর টোল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ছয় লাখ ৭৭ হাজার ৫৬ পিস ইয়াবাসহ ওই দু’জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার,একটি বিদেশী পিস্তল,দুইটি ম্যাগজিন,চার রাউন্ড গুলি, চারটি মোবাইল সেট, চারটি সীমকার্ড ও নগদ ১৯৭৫ টাকা জব্দ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে।
র‌্যাব-৮বরিশালের অভিযানিক দল ধারনা করছেন, মৎস্যবন্দর মহিপুর-আলীপুরের শিববাড়িয়া নদী থেকে ট্রলারযোগে ইয়াবার এই বিশাল চালান এসেছে।
কলাপাড়া থানা ওসি মো. মনিরুল ইসলাম জানান, র‌্যাবের হাতে আটককৃত ইব্রাহিমের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম পানখালী গ্রামে ও আলমের বাড়ি উখিয়া থানার বালুখালী ক্যাম্পের তিন নম্বর সাইটের ৩০ নম্বর বাড়ি। এ ঘটনায় মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

নানান সমস্যায় জর্জরিত সরকারি মহিলা কলেজের কবি সুফিয়া কামাল ছাত্রী নিবাস

আসমা আফরোজ,বরিশালঃ আবাসন সংকট,অপর্যাপ্ত বৈদ্যুতিক ব্যবস্থা , খাবারের নিম্ন মানসহ একাধিক সমস্যায় জর্জরিত সরকারি মহিলা কলেজের কবি সুফিয়া কামাল ছাত্রী নিবাস। সরেজমিনে জানা যায় বর্তমানে সুফিয়া কামাল ছাত্রীনিবাসের চতুর্থ তলা বিশিষ্ট ভবনে ৪০০জনেরও বেশি আবাসিক শিক্ষার্থী রয়েছে। প্রতি রুমে ৪জন করে থাকার কথা থাকলেও বাস্তবে প্রতি রুমে রয়েছেন ৮-১০জন। নাম প্রকাশ না করার শর্তে সম্মান চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী জানান প্রথম বর্ষে শিক্ষার্থীরা ভর্তি হলে একরুমে ১৫জন করেও থাকতে হয়। প্রতিবছর শিক্ষার্থীরা হলের ভাড়া বাবদ ৪৮০০টাকা পরিশোধ করলেও পাচ্ছেনা নূন্যতম সুযোগ সুবিধা। পানি, বিদ্যুৎ, বাথরুম সংকট চরম আকারে ধারন করেছে। ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থী অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তামান্না রহমান বরিশাল অবজারভার’কে বলেন হলের নিরাপত্তা ব্যাবস্থা খুবই নাজুক। অধিকাংশ সময় বখাটে ছেলেরা হলের সামনে দাঁড়িয়ে থাকে এবং ছাত্রীদের হয়রানী করে। বাংলা বিভাগের অপর এক শিক্ষার্থী জানান, হলের বিভিন্ন দরজা জানাল ভাঙ্গা, এবং অনেক জানালার কাঁচ ভেঙ্গে গেছে। ফলে বৃষ্টির পানি রুমের ভিতরে ঢুকে বই খাতা,জামা কাপড়সহ অন্যান্য জিনিসপত্র ভিজিয়ে দেয়। তাছাড়া অধিকাংশ বাথরুমেই নেই ছিটকিনি। আর বাথরুমের লাইট গুলোও প্রায় অকেজো। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন হোস্টেলের খাবারের মান ও খুব নিম্ন। সকালে আলু ভর্তা আর ডাল, দুপুরে পাঙ্গাস অথবা তেলাপিয়া মাছ আর রাতে শুধুমাত্র সবজি। অনেকসময় রান্নার খারাপ মানের কারনে এসব খাবার খেয়ে অসুস্থ্য হয়ে পরে শিক্ষার্থীরা।

ছাত্রীনিবাস নিয়ে আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে হোস্টল সুপার মোঃ বাশার বলেন হোস্টেলের খাবার ম্যানেজমেন্টের দায়িত্ব হলের ছাত্রীদের হাতেই থাকে। বাজার করা ও রান্নার লাকড়ি কেনার দায়িত্ব তারাই পালন করে।

বরিশালে শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

বিভাগীয় শহর বরিশালে শিক্ষা ব্যবস্থা জাতীয় করনের দাবীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি বরিশাল বিভাগীয় শাখার আয়োজনে অবস্থান কর্মসূচি ও নগরীতে বিক্ষোভ প্রদর্শন।

আজ শুক্রবার (৫ই অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির বিভাগীয় আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শিক্ষক নেতারা বলেন,আগামী জাতীয় নির্বাচনের পূর্বে বেসরকারী স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের দাবী পূরণ করা না হলে শিক্ষকরা সেসময়ে নতুন করে সিদ্বান্ত নিতে বাধ্য হবে।
তারা বলেন স্বাধীনতার ৪৭ বছরেও শিক্ষকদের দাবী কেহ পুরন করেনি। তাই অভিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ নয় আমরা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে মৃত্যু না হওয়া পর্যন্ত কোন শিক্ষক ঘড়ে ফিরবে না।
এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় যুগ্ম আহবায়ক হানিফ হোসেন তালুকদার, রেজাউল করীম,অধ্যাপক জলিলুর রহমান,অধ্যাপক আমিনুর রহমান খোকন,অধ্যাপক সামসুল আলম ও বিভাগীয় যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক।

পড়ে তারা এক বিক্ষোভ মিছিল বেড় করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদররোড এসে শেষ করে।

বরিশাল/এএমএস