তালতলীতে থামছেনা মৎস্য শিকার

মো.মিজানুর রহমান নাদিম, তালতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলী’র বঙ্গপসাগরের মোহনায় থামছে না ইলিশ শিকার। দিনে রাতে সমানতালে চলছে এ মৎস্য শিকার। প্রতিদিনই জেলেরা মৎস্য অফিসের টহলরত লোকজনদের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ শিকার করছে। জানাগেছে, বিগত ৭ অক্টোবর গভীর রাত থেকে ইলিশ সম্পদ সংরক্ষণ অভিযান শুরু হয়। এ অভিযান ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।

সরেজমিনে গিয়ে গতকাল  দুপুরে এমনি চিত্র দেখা যায় উপজেলার নলবুনিয়া শুভসন্ধা সি বিচের সামনেই বঙ্গপসাগরের মোহনায় স্থানীয় জেলে আশ্রাব আলীসহ ৭-৮জন গোপনে মা ইলিশ শিকার করতে দেখা গেছে তাদের। মৎস্য অফিস কর্তৃপক্ষের তপরতা উপেক্ষা করে প্রতিনিয়ত দিনে ও রাতে সমানতালে বঙ্গপসাগরের মোহনায় ইলিশ শিকার করছেন জেলেরা। রাতে মোহনায় জোয়ার আসার সাথে সাথে জেলেরা খুটা দিয়ে গাতা করে কারেন্টজাল ফেলে বসে থাকে। ঘন্টাখানেক অপেক্ষার পরে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে সাঁতার কেটে জাল তুলে কিনারে ফিরে এসে পাশেই ঝাউবনের বালুর নিচে জাল ও মাছ লুকিয়ে ফেলে।

এতে প্রতিদিন সাগরের মোহনা থেকে অনেক মা ইলিশ ধরা পরছে ও ওই মাছ গ্রামে গিয়ে গোপনে বিক্রি করে দেওয়া হচ্ছে। নৌ পুলিশ এবং কোস্টগার্ডের পাশেই নলবুনিয়া শুভসন্ধা সি বিচে চলছে এ মৎস্য শিকার। অভিযুক্ত আশ্রাব আলী বলেন আমি অবরোধের ভিতরেও নদীতে জাল পেতেছি এটা আমার ভুল হইছে আর আজকে মাছ কম পাইছি। তিনি আরও বলেন এখানে প্রতিনিয়ত অনেক জেলেরা খুটা দিয়ে কারেন্টজাল দিয়ে মাছ ধরেন।

তালতলী উপজেলা সিনিয়ারর্ (ভারপ্রাপ্ত) মৎস্য কর্মকর্তা বীরেন্দ্র নাথ বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করি। মাঝে মধ্যে কিছু অসাধু জেলেরা নদীতে জালা পাতে। আর এ বিষয় আমার জানা নেই খোঁজখবর নিয়ে অভিযান পরিচালনা করে এদেরকে আইনের আওয়াতায় আনা হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালী

নিজস্ব প্রতিবেদকঃ ২২ অক্টোবর “জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮” উপলক্ষ্যে সড়কে নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মার্কেটিং বিভাগের শিক্ষক মোঃ মহিউদ্দিন সাব্বির এর নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিতে রোভার স্কাউটের লিডারবৃন্দসহ অন্যান্য সদস্য ও বিভিন্ন বিভাগের সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। র‌্যালিতে শিক্ষার্থীরা সড়কে সচেতনতা বিষয়ক বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন ও স্টিকার বহন করে। ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি পার্শ্ববর্তী মহাসড়ক প্রদক্ষিন শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। ইতোপূর্বেও বিভিন্ন জনসচেতনামূলক কর্মকান্ডে বরিশাল বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ নিজেদেরকে সম্পৃক্ত রাখতে সদা সচেষ্ট ছিল।

রাজাপুরে কার্গোর ধাক্কায় ব্রীজ বিধ্বস্ত

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠিঃ ঝালকাঠির রাজাপুরে বালু বহন কারী কার্গোর ধাক্কায় এলজিইডি বিভাগের গুরুত্বপূর্ন একটি ব্রীজ বিধ্বস্ত হয়েছে। এ ব্রীজটি বিধ্বস্ত হওয়ার কারনে উপজেলার ২টি ইউনিয়নের ৭টি গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার সকাল সাড়ে ৬টায় উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনার পর রাজাপুর থানা পুলিশ কার্গোর ২শ্রমিক সায়মুন ও হাছানকে আটক করেছে। এলজিইডি বিভাগের উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক ভাবে দূর্ঘটনার দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬ টার দিকে কার্গোটি ঐ ব্রীজের ওপর ধাক্কা দিলে ব্রীজটি সম্পূর্নরুপে বিধ্বস্ত হয়। এঘটনার জের ৭টি গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্ধস্ত ব্রীজের চাপায় কার্গোটি আটকে পরে। এঘটনায় উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান রাজাপুর থানায় সাধারন ডাইরী করেছেন।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুল আরেফিন জানান, কার্গোর দুই শ্রমিককে জিজ্ঞাবাদ করার জন্য আটক করা হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হতে পারে।
উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান জানান, প্রাথমিক ভাবে দূর্ঘটনার দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনসহ কার্গো এমভি হিযরত-১ এর মালিক মাসুদের কাছে ব্রীজে ক্ষতি পূরন আদায়ের পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে।

বরিশালে সনাক এর উদ্যোগে ভূমি বিষয়ক প্রচারণামূলক কর্মসূচি

ডেস্ক রিপোর্টঃ ২২ অক্টোবর ২০১৮, সোমবার বিকাল ৩:৩০ মিনিটে সনাক বরিশালের উদ্যোগে বরিশাল সদর উপজেলার সাহেবের হাটে ভূমি বিষয়ক প্রচারণামূলক কর্মসূচির আয়োজন করা হয়। প্রচারণার অংশ হিসেবে সনাক বরিশালের ইয়েস সদস্যগণ সাধারণ জনগণের মধ্যে বরিশাল সদর উপজেলা ভূমি অফিস এর সেবা সম্পর্কিত তথ্যপত্র বিতরণ করে এবং জনগণের কাছে ভূমি অফিস এর সেবা সম্পর্কিত তথ্যের গুরুত্ব তুলে ধরে সচেনতামূলক প্রচারণা চালান। ইয়েস সদস্যরা ভুমি রেজিস্ট্রেশন, মিউটেশন, খাজনা ইত্যাদি ভূমি সংক্রান্ত বিষয়ে তথ্য সাধারণ জনগণে নিকট তুলে ধরেন। তারা সাধারণ জনগণের কাছ থেকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সম্পর্কে জানেন এবং সেসব সমস্যা সমাধানের জন্য পরামর্শ প্রদান করেন। সাধারণ জনগণ সনাক এর এ উদ্যোগকে স্বাগত জানান এবং এরকম প্রচারণা সাধারণ জনগণকে সচেতন করার পাশাপাশি ভূমি খাতে দুর্নীতি কমিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূূমিকা রাখবে বলে মতামত ব্যক্ত করেন। প্রচারণায় অংশগ্রহণ করেন ইয়েস সদস্য মেহেদী হাসান রনি, মো. ফাহিম আহমেদ. মো. মাসুদ রেজা, মো. ফয়সাল আহমেদ, মেহেদী হাসান, ইয়েস ফ্রেন্ডস সমন্বয়ক মো. বাদশাহ ফয়সাল, সদস্য কে. এম. নিয়াজ আমীন, মো. মারুফ হোসেন প্রমূখ।

 

বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহর শপথ গ্রহন

বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা সোমবার সকালে শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ৪০ কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বেশ কয়েকদিন থেকেই রাজধানীতে অবস্থান করছেন। গতকাল রোববার জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ কয়েক হাজার নেতাকর্মী রাজধানীতে আসেন। এছাড়া নির্বাচিত ৪০ জন কাউন্সিলরের সঙ্গে তাদের কয়েকশ নেতাকর্মী ঢাকায় রয়েছেন।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামালের মেয়াদকাল শেষ হচ্ছে ২৩ অক্টোবর। একইদিনে দায়িত্ব নেবেন নতুন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

গত ৩০ জুলাইয়ের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জয়লাভ করেন। তিনি এক লাখ ১১ হাজার ৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছিলেন ১৩ হাজার ৭৭৬ ভোট।

বরিশালে স্কুল মাঠ থেকে বোমা উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিয়নের একটি বিদ্যালয়ের মাঠ থেকে বিষ্ফোরিত
ও অবিষ্ফোরিত অবস্থায় কয়েকটি বোমা উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২১
অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামের সোনার বাংলা
মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়। যারমধ্যে ২ টি
বিষ্ফোরিত হাতবোমা (ককটেল) এবং ২ টি অ-বিষ্ফোরিত হাতবোমা (ককটেল) ও ৩ টি
পেট্রোলবোমা রয়েছে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির
কুমার পাল জানান, স্থানীয়রা বোমা বিষ্ফোরনের শব্দ পেয়ে থানা পুলিশকে
অবহিত করেন। পরে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে সোনার বাংলা
মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের একপাশ থেকে বোমাগুলো উদ্ধার করে। তিনি বলেন,
দুর্বৃত্তরা জনমনে আতংক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরন ঘটিয়েছে।
দুর্বৃত্তদের চিহিৃত করে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
এছাড়াও এ ঘটনায় মামলা করা হবে।

বরিশালে ইয়াবাসহ যুবক আটক

বরিশালের গৌরনদীতে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-৮ এর সদস্যরা। আটক
মোঃ আসাদ খান(৩১) গৌরনদী থানাধীন কসবা এলাকার মৃত আলাউদ্দিন খানের ছেলে।
আটকের সময় তার কাছ থেকে ৪ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।রোববার
(২১ অক্টোবর) দুপুরে র‍্যাবের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়,
গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে গৌরনদী বাসষ্টান্ড সংলগ্ন এলাকায়
অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর
চেষ্টাকালে র্যা ব সদস্যরা ঘেরাও পূর্বক আসাদ খানকে আটক করে। পরবর্তীতে
স্থানীয় তার দেহ তল্লাশী করে ২টি ছোট নীল রংয়ের পলিপ্যাকে রক্ষিত ৪ শত
পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হ। এ ঘটনায় র‍্যাব-৮ এর ডিএডি মোঃ আমজাদ
হোসেন বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে
একটি মামলা দায়ের করেছেন।

৩শ’ কোটি টাকা দেনা মাথায় নিয়ে নগর পিতার আসনে বসবেন সাদিক আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচনে বিজয়ী হওয়ার প্রায় ৩ মাস পর সোমবার শপথ গ্রহণের মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিচ্ছেন আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। একই সঙ্গে তার ঘাড়ে চাপছে নগরভবনের প্রায় সাড়ে ৩শ’ কোটি টাকার দেনা।

আগেকার মেয়রদের ধারাবাহিকতায় সদ্য সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামাল যা রেখে গেছেন নগরভবনে। অবশ্য এবারের এ দেনা অতীতের সব রেকর্ড ভেঙেছে। এর আগে এত দেনা রেখে যাননি অন্য কোনো মেয়র। দায়িত্ব গ্রহণের পর এই দেনা মেটানোই নতুন মেয়র সাদিকের জন্য বড় চ্যালেঞ্জ হবে মনে করছেন অনেকে।

৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিএনপির মেয়র প্রার্থী দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে হারিয়ে মেয়র নির্বাচিত হন সাদিক আবদুল্লাহ। যদিও এ নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ হয় ভোটের প্রায় ২ মাস পর ৮ অক্টোবর। ওইদিন ঘোষণা হয় মেয়রসহ ৩০ কাউন্সিলরের ফলাফল।

বাকি ১০ কাউন্সিলরের ফলাফলের গেজেট হয় আরও পরে। সাংবিধানিক বিধিবিধান অনুযায়ী নগরভবনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে আগামী ২২ অক্টোবর। ২৩ অক্টোবর শূন্য হয়ে যাবে মেয়রের পদ। এর আগে ৪ অক্টোবর মেয়াদপূর্তির প্রায় ১ মাস আগেই পদত্যাগ করেন মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামাল। নতুন মেয়র বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ বলেন, ‘আমার প্রো-পিতামহ ছিলেন রাজনীতিবিদ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আমার দাদা ১৫ আগস্টের শহীদ আবদুর রব সেরনিয়াবাত ছিলেন মন্ত্রী। আমার বাবা মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নবিষয়ক পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। আমার পরিবার যেমন পুরুষানুক্রমিকভাবে রাজনৈতিক পরিবার তেমনি শত্র“রাও আছে পুরুষানুক্রমিকভাবেই। রাজনীতিতে নেমেই বিনা কষ্টে আমি যা পেয়েছি তা হল শত্রু।

তবে আমি মনে করি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি যেখানে রয়েছে সেখানে এটা হয়তো বড় কোনো ব্যাপার নয়। বর্তমান নির্বাচন কমিশন যে স্বচ্ছ ও নিরপেক্ষতার প্রমাণ হিসেবেই এই দেরি। নির্বাচনের পর ৫৭টি কেন্দ্রের ভোট গ্রহণ নিয়ে অভিযোগ ওঠে। সেসব অভিযোগের নিষ্পত্তি এবং ৯ কেন্দ্রে পুনঃভোট শেষ করেই তারা পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেছে। এতে করে কমিশনের জবাবদিহিতার বিষয়টি আরেকবার প্রমাণ হল।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ। এ পর্যন্ত পাওয়া কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শপথ পড়ানোর পর নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ধানমণ্ডির ৩২ নম্বরে যাবেন মেয়র সাদিক আবদুল্লাহ।

সেখানে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর যাবেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে। দোয়া মোনাজাত শেষে অর্পণ করবেন পুষ্পমাল্য। সবশেষে বরিশালে এসে দায়িত্ব নেবেন মেয়র হিসেবে। নগরভবন সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, নতুন মেয়রকে উষ্ণ সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিয়েছে বঙ্গবন্ধু পরিষদ নগরভবন শাখা। আর এ দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে মেয়রের কাঁধে চেপে বসবে বিসিসির প্রায় সাড়ে ৩শ’ কোটি টাকার দেনা।

যদিও বিপুল অঙ্কের দেনা নিয়ে মেয়রের দায়িত্বে বসা এবারই প্রথম নয়। এর আগের মেয়ররাও একইভাবে দেনার বোঝা নিয়ে বসেছেন দায়িত্বে। তবে এবারের এই দেনার পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। সদ্য সাবেক মেয়র আহসান হাবিব কামাল যখন দায়িত্ব নেন তখন দেনার পরিমাণ ছিল দেড়শ’ কোটি টাকার কিছু বেশি। এর আগের মেয়র আওয়ামী লীগের শওকত হোসেন হিরনও প্রায় ১শ’ কোটি টাকার দেনা নিয়ে বসেছিলেন দায়িত্বে।

হিরনের সাড়ে ৪ বছরের দায়িত্ব পালনকালে রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে প্রায় পৌনে ৩শ’ কোটি টাকা বরাদ্দ পায় নগরভবন। সদ্য সাবেক মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামালের সময়ে এ বরাদ্দ প্রায় ৩শ’ কোটি টাকা হলেও দেনার পরিমাণ না কমে বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৩শ’ কোটিতে। দায়িত্ব গ্রহণের পর সে দেনা পরিশোধই হবে নতুন মেয়র সাদিক আবদুল্লাহর জন্য বড় চ্যালেঞ্জ।

নগরভবনের হিসাব বিভাগ সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, দেনার মধ্যে উন্নয়ন খাতে বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন করা ঠিকাদারদের পাওনার পরিমাণই প্রায় আড়াইশ’ কোটি টাকা। তাছাড়া অর্থের অভাবে বর্তমানে বহু প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। এছাড়া বহু বছর ধরে নগরভবনের কাছে মোটা অঙ্কের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বিদ্যুৎ বিভাগের। কেবল পানি শাখার কাছেই তাদের ওয়াটার জেনারেশন পাম্পগুলো পরিচালনার বিদ্যুৎ বিল বাবদ পাওনা প্রায় ২৩ কোটি টাকা।

২ মাসেরও বেশি সময় ধরে বেতন বকেয়া রয়েছে নগরভবনের কর্মকর্তা-কর্মচারীদের। এর সঙ্গে সদ্য সাবেক মেয়র ও কাউন্সিলরদের সম্মানী ভাতাসহ মোট পাওনার পরিমাণ প্রায় ৭ কোটি। এক্ষেত্রে উল্লেখ্য যে, শুক্রবার শেষ হওয়া শারদীয় দুর্গোৎসবের আগ মুহূর্তে বকেয়া বেতন ও অন্য ভাতার অভাবে যখন ম্লান হচ্ছিল সনাতন ধর্মাবলম্বী নগরভবন কর্মীদের উৎসবের আনন্দ, ঠিক সেই মুহূর্তে তাদের পাওনা পরিশোধের ব্যবস্থা নেন নতুন মেয়র সাদিক আবদুল্লাহ।

শপথ কিংবা মেয়রের দায়িত্বে না বসলেও তাদের সমুদয় পাওনা পরিশোধের ব্যবস্থা নেন তিনি। এছাড়া পরিবহনের জ্বালানি, স্টেশনারি ও অন্যান্য মিলিয়ে দেনার পরিমাণ যেখানে প্রায় সাড়ে ৩শ’ কোটি টাকারও বেশি সেখানে নগরভবনের উন্নয়ন এবং রাজস্ব খাত মিলিয়ে ব্যাংকে জমা আছে মাত্র ৬২ কোটি টাকা। অর্থাৎ তারপরও ৩শ’ কোটি টাকার পাওনাদার সামলাতে হবে নতুন মেয়রকে।

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের অভিভাবক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অজানা কিছু নেই। বরিশাল সিটি কর্পোরেশনের সমস্যা সম্পর্কেও তিনি অবশ্যই অবগত। আমার বিশ্বাস বরিশালের আপামর জনসাধারণের জন্য তিনি অবশ্যই এমন কোনো উদ্যোগ নেবেন যাতে নগরভবনের এই সমস্যা আর থাকবে না। তাছাড়া আমি সিদ্ধান্ত নিয়েছি যে, সমুদয় দেনা পরিশোধ এবং নগরভবন স্বাবলম্বী না হওয়া পর্যন্ত মেয়র হিসেবে সম্মানী ভাতা নেব না।’

কলাপাড়ায় নৌকায় ভোট চাইলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান

আরিফ বিল্লাহ নাছিমঃ ১১৪পটুয়াখালী ৪ আসনের এম,পি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজুড়া-কুয়াকাটা হাট রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও ১৬৬ নং খাজুরা আশ্রায়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ঠ নতুন একাডেমিক ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন। নতুন এ ভবনটি উদ্বোধনীর মধ্যদিয়ে এ এলাকার শিশুদের লেখাপড়ার সুন্দর পরিবেশ এবং ভবন সমস্যার সমাধান হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির জোয়ার বইছে।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রাথমিক ও গন শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল আহম্মেদ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহবুবুর রহমান তালুকদার এম,পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সরকারী মোজাহার উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন,কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা,কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.মঞ্জুরুল ইসলাম,কলাপাড়া উপজেলা ওলামালীগের সভাপতি মাওঃ শেওে আলম, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক আঃ মন্নান, ধুলাসার ইউপি চেয়ারম্যান আঃ জলিল,লতাচাপলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডা.ছিদ্দিকুর রহমান,কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহম্মেদ ভুইয়া,কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সুজন মোল্লা,মহিপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ফকির প্রমুখ।
নতুন স্কুল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার এম,পি বলেন, শেখ হাসিনার সরকার মানেই উন্নয়ন বান্ধব সরকার। তার নির্বাচনী এলাকায় যে উন্নয়ন কর্মকান্ড হয়েছে, পার্শ্ববর্তী তিনটি নির্বাচনী এলাকায় এত উন্নয়ন হয় নাই। কলাপাড়া উপজেলায় যে উন্নয়নের জোয়ার বইছে চলমান এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামীলীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহবান জানান তিনি। তিনি আরো বলেন,বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকতে কলাপাড়া উপজেলা তথা পর্যটন নগরী কুয়াকাটায় ব্যপক সন্ত্রাস ও চাঁদাবাজি চালিয়েছে। কুয়াকাটায় বিএনপির সন্ত্রাসীরা ছাত্রলীগ কর্মি নুরুজ্জামানকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে। এখন এই এলাকায় কোন চাঁদাবাজ ও সন্ত্রাসী নাই। মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারছেন। তাই আগামী নির্বাচনে আওয়ামীলীগ তথা শেখ হাসিনাকে ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য অনুরোধ করেন তিনি।

 

বিএম কলেজের বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

আকিব মাহমুদ,বরিশাল:  আবাসন সংকট, অপর্যাপ্ত বৈদ্যুতিক ব্যাবস্থা ও খাবারের নিম্নমান নিয়ে  সরকারি বিএম কলেজের ডাঃ বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসের বিরুদ্ধে একেরপর এক অভিযোগ তুলে আসছেন ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থীরা। তবে অভিযোগের পাহাড় থাকা স্বত্বেও প্রশাসন রয়েছেন নির্বিকার অবস্থানে এমনটাই অভিযোগ শিক্ষার্থীদের। প্রশাসনের এমন গাছাড়া ভূমিকায় হতাশা ও ক্ষোভে ফুসছেন শিক্ষার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন আমাদের ডাইনিং এর খাবারের মান খুবই নিম্ন তাছাড়া একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য প্রতিদিন যতটুকু খাবার দরকার হয় সেই পরিমান খাবার আমরা পাচ্ছি না। সকালে ১ প্লেট ভাত,ছোট এক গোল্লা আলু ভর্তা আর পানির মত পাতলা ডাল যা মুখে তোলা যায় না। দুপুরের খাবার মেন্যুতেও একই অবস্থা, ছোট একটুকরা মাংস আর আলুর ছোট ছোট ২-৩ টুকরা। আর রাতে দেয়া হয় শুধুমাত্র সবজি। যা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাছাড়া এমন মানহীন খাবার খেয়ে প্রায়শই অসুস্থ্য হয়ে পড়ছে শিক্ষার্থীরা, ভুগছে নানান পেটের অসুখে। বারবার শিক্ষার্থীরা অভিযোগ দেয়া স্বত্তেও কোনো সুরাহা করেনি প্রশাসন। হল সুপারের কাছে ছাত্রীরা অভিযোগ করলে তিনি বলেন, ডাইনিং তো তোমাদের মধ্য থেকে মেয়েরাই চালায়, যার অভিযোগ আছে সে ডাইনিং এর দায়িত্ব নাও। শিক্ষার্থীরা আরো জানান, বাইরে থেকে কিনে আনা কোনো খাবার শিক্ষার্থীদের ভেতরে আনতে দেয়া হয় না। গেটে কর্মরত রক্ষী মেয়েদের ব্যাগ চেক করে সেগুলো রেখে দেন। শর্মী নামে এক শিক্ষার্থী বলেন অনার্সে পড়ুয়া একটা মেয়ের ব্যাগে পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে, প্রতিবার হোস্টেলে প্রবেশের সময় ব্যাগ চেক করার কারনে যেমন আত্মসম্মানে লাগছে তেমনি প্রাইভেসীও নষ্ট হচ্ছে। আমরা এমন ব্যবস্থার প্রতিকার চাই।

ফাতিমা নামে এক শিক্ষার্থী জানান হলের বিভিন্ন রুমসহ বাথরুমের লাইটগুলো অকেজো হয়ে পরে আছে তাছাড়া একই রুমে গাদাগাদি করে থাকতে হয়। কখনো কখনো মেঝেতেও রাত্রীযাপন করতে হয়। ফলে বিঘ্নিত হচ্ছে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চেয়ে বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসের হল সুপারের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার বলেন আগের থেকে মান উন্নত হয়েছে তাছাড়া ছাত্রীনিবাসের উন্নয়নের লক্ষ্যে আমাদের কার্যক্রম অবহ্যত রয়েছে। পূজার ছুটি শেষ হলে আমাদের সেমিনার করার কথা রয়েছে। ছাত্রীনিবাসের শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধান করা হবে বলেও জানান তিনি।