নলছিটিতে ইসরাইলি হামলার প্রতিবাদে মানববন্ধন

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে ফিলিস্তিনের গাজায় নিরীহ সাধারণ মানুষের ওপর ইসরাইলি বাহিনীর ধ্বংসযজ্ঞ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ জনতা।

বুধবার (১৯ মে) বিকেলে উপজেলার বিজয় উল্লাস চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইসরায়েলি বোমা হামলায় গাজায় শিশুসহ নিরীহ সাধারণ মানুষের হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য দেন, বালী তাইফুর রহমান তূর্য, এফ এইচ রিভান, শাহরিয়ার নাঈম ।

এসময় বক্তারা বলেন , ইসরায়েলি বাহিনী রমজানের শেষার্ধে এবং ঈদুল ফিতরের দিন পবিত্র বায়তুল মোকাদ্দাসে হামলা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড চালায়। পরবর্তীতে ফিলিস্তিন এলাকায় একাধারে স্থলভাগে তাণ্ডবলীলা ও হত্যাকাণ্ড চালায়, অন্যদিকে বিমান ও রকেট হামলা করে বহু ঘর বাড়ি ধ্বংস করে। নৃশংস ইসরায়েলি বাহিনীর আক্রমণে শিশু ও নারী-পুরুষসহ দুই শতাধিক ফিলিস্তিনি নাগরিককে হত্যা করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় হাসপাতাল ও মিডিয়া ভবন ধ্বংস হয়ে গেছে। অনবরত হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে বিশ্ব মানবতাকে ধ্বংস করেছে।

সিটিজেন ফাউন্ডেশনের রানাপাশা ইউনিয়ন শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন

আরিফুর রহমান আরিফ।।

অরাজনৈতিক অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিটিজেন ফাউন্ডেশনের রানাপাশা ইউনিয়ন শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৭ মে) সকালে সিটিজেন ফাউন্ডেশনের রানাপাশা ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ পূর্নাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রীয় কমিটির নিকট হস্তান্তর করে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সুপ্রিমকোর্টের আইনজীবি এডভোকেট মোঃ কাওসার হোসাইন,কেন্দ্রীয় সদস্য সচিব ইন্জিনিয়ার গোলাম মাওলা শান্ত,কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মনির হোসেন,মোঃ আরিফুর রহমান পৌরকমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আরিফুর রহমান,রানাপাশা ইইনিয়ন কমিটির সভাপতি ইমদাদুল হক সুজন,সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান রিপন,সহ-সভাপতি মোঃ কাওসার আলম,যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সাগর,দপ্তর সম্পাদক মোঃ উজ্জল,প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈম মৃধা,সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম নয়ন,শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম প্রমূখ।

রানাপাশা ইউনিয়ন কমিটির সভাপতি ইমদাদুল হক সুজন বলেন যোগ্য ও সক্রিয় সদস্যদের অন্তর্ভূক্ত করে উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটির পূনাঙ্গ তালিকা অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির নিকট হস্তান্তর করা হয়েছে,আশাকরি খুব দ্রুত উক্ত কমিটি অনুমোদিত হবে।

এবিষয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক বলেন ইতিপূবে কাউন্সিলের মাধ্যমে রানাপাশা ইউনিয়ন শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে,কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নবগঠিত আংশিক কমিটি কেন্দ্রীয় অনুমোদনের জন্য পূর্নাঙ্গ কমিটির তালিকা আজ কেন্দ্রীয় কমিটির নিকট হস্তান্তর করেছে,যথাযথ যাচাই বাচাই শেষে স্বল্প সময়ের মধ্যে কমিটির অনুমোদিত করে প্রকাশ ও প্রচার করা হবে।এর মাধ্যমে রানাপাশা ইউনিয়ন শাখা কমিটি আরো শক্তিশালী হবে এবং কার্যক্রম আরো গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নলছিটিতে ঈদ বস্ত্র বিতরণ

আরিফুর রহমান আরিফ।।

ঝালকাঠির নলছিটিতে অরাজনৈতিক অলাভজনক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিটিজেন ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ মে) সকালে উপজেলার নাচনমহল রানা পাশা সংযোগ স্থল বায়তুল মামুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে দুই শতাধিক মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি ছিলেন সংগঠনের আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. কাওসার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শিক্ষক সাংবাদিক মিলন কান্তি দাস, সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্ত, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এস আর সোহেল,পৌর কমিটির সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আরিফুর রহমান,কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুর রহমান।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রানা পাশা শাখার সভাপতি ইমদাদুল হক সুজন খলিফা,সহ-সভাপতি আরিফুর রহমান রিপন, কাওসার আলম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার চপল, নাচন মহন ইউনিয়ন শাখার সদস্য সচিব মো. কামরুল হাসান,যুগ্ম আহবায়ক মাহবুব হোসাইন, সদস্য সেতু প্রমুখ।

সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট কাওসার হোসেন জানান,মানবিক ও সামাজিক কাজে ঐক্যবদ্ধ সিটিজেন ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও ঈদ বস্ত্র বিতরণ করা হয়ছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষ অসহায় হয়ে পরেছে, যাতে একটু ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে এরজন্য সংগঠনের পক্ষ থেকে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

ঝালকাঠিতে চিংড়ি বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে চিংড়ির মধ্যে ম্যাজিক বল ঢুকিয়ে বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ঝালকাঠি পৌরসভার বড় বাজারে সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময়ে বাজারের মাছ বিক্রেতা খানজু মিয়াকে চিংড়ি মাছের ভেতরে ক্ষতিকর বিষাক্ত কৃত্রিম ম্যাজিক বল দেওয়ার অপরাধে ৫০ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। পরে অভিযুক্ত খানজু মিয়া জরিমানার টাকা পরিশোধ করে আদালত থেকে মুক্তি লাভ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বাজারে অবস্থানরত সকল মাছ বিক্রেতাকে সঠিকভাবে ভেজালমুক্ত মাছ বিক্রি করার জন্য সচেতনমূলক নির্দেশনা প্রদান করেন।

অসহায়দের বাড়িতে বাড়িতে ত্রান পৌঁছে দিচ্ছেন নলছিটির ইউএনও

আরিফুর রহমান, নলছিটি।।
সারা দেশে করোনাভাইরাসে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ, অভাব-অনটন। এর থেকে নলছিটিবাসীকে রক্ষা করতে সরকারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।কারো ঘরে খাবার না থাকলে খবর পেয়ে গ্রামগঞ্জে ত্রাণ নিয়ে ছুটে যান ওই কর্মকর্তা।

বুধবার (৫ মে) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে অসহায়, হতদরিদ্র, কর্মহীন পরিবারের মধ্যে নিজস্ব গাড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে হাসি ফুটিয়েছেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কুমার খরাতি উপস্থিত ছিলেন।

কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের মৃত হেমায়েত হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম ও মৃত আঃ কুদ্দুস মোল্লার স্ত্রী কোহিনুর বেগম জানান,আমাদের পরিবারে আয় করার মত কেউ নাই।ইউএনও স্যার আমাদের সমস্যার কথা শুনে নিজেই খাদ্যসামগ্রী নিয়ে আমাদের বাড়িতে হাজির হয়েছেন। এই সময়ে আমাদের অনেক উপকার হবে। আমরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এ বিষয়ে ইউএনও রুম্পা সিকদার জানান,বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি প্রত্যাখান করেছে দলীয় নেতাকর্মীরা। বুধবার দুপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত আহবায়ক কমিটির ১ নম্বর সদস্য শাহজাহান মাষ্টার। তিনিসহ আহবায়ক কমিটির ২১ সদস্যই এ কমিটি প্রত্যাখ্যান করেন। সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে শাহজাহান মাষ্টার দাবি করেন, গত ৪ এপ্রিল গোপনে বিনয়কাঠি ইউনিয়ন বিএনপি ৩১ সদস্যের একটি আহবায়ক কমিটির অনুমোদন দেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির আহবায়ক এস.এম এজাজ হাসান ও যুগ্ম-আহবায়ক খোকন মলি­ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এ বিষয়টি জানতে পারেন।

এর পর থেকেই নেতাকর্মীরা ক্ষুব্দ হয়। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোন রকম আলোচনা ছাড়াই অগঠনতান্ত্রিকভাবে কমিটি করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সদ্য ঘোষিত বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির আহবায়ক খন্দকার মাহমুদ হোসেন কোন দিন এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এমনকি তাকে নেতাকর্মীরা চিনেনও না।

১ নম্বর যুগ্ম-আহবায়ক আবদুর রহিম ওরফে রফিক সরদারসহ এ কমিটির তিন সদস্য সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সংবাদ সম্মেলনে নবগঠিত ৩১ সদস্যের আহবায়ক কমিটির ২১ জন উপস্থিত থেকে কমিটি প্রত্যাখান করেন। স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি গঠনের দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন তারা। এ ব্যাপারে সদর উপজেলা বিএনপির আহবায়ক এস.এম এজাজ হাসান জানান, সবার সঙ্গে আলোচনা করেই নতুন আহবায়ক কমিটি করা হয়েছে। যোগ্যদের স্থান দেওয়া হয়েছে। পূর্নাঙ্গ কমিটিতে সবাই থাকবেন।

সাগরে নিখোঁজ রাজাপুরের দুই জেলে পরিবারে হাহাকার

ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের মৃত সামসু মিরার ছেলে জেলে আবুল বাশার (৫০) ও পুটিয়াখালি গ্রামের ৪ নং ওয়ার্ডের নিম হাওলা এলাকার মৃত ময়নুদ্দিন হাওলাদারের ছেলে জেলে ইউনুচ হাওলাদারের (৪৯) বঙ্গোপসাগরে মাছ ধরার জাহাজ ডুবে প্রায় ৪ মাস ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে ও সন্ধান না পেয়ে ছোট ছোট শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন ওই দুই পরিবারের সদস্যরা।

জানা গেছে, এ বছরের ২৩ জানুয়ারি শনিাবর ভোররাতে কক্সবাজারের সেন্টমার্টিনের ৬৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফভি যানযাবিল নামের মাছ ধরার জাহাজটি ডুবে যায়। ওই জাহাজে মাছ ধরার জেলে হিসেবে কর্মরত ছিলেন বাসার ও ইউনুচ।

জেলে আবুল বাশারের (৫০) স্ত্রী দুলু বেগম জানান, আবুল বাশার একজন পেশায় জেলে। আবুল বাশার বিগত প্রায় ত্রিশ বছর ধরে বিভিন্ন জাহাজে চাকুরী করেছেন। তিনি চট্টগ্রামের এফভি যানযাবিল নামক ফিসিং জাহাজে এইবার প্রথম চাকুরিতে যোগদান করেন। বিগত দিনে এক একবার গিয়ে ৩/৪ মাস পরে বাড়িতে আসতেন। একমাত্র তার উপার্জন দিয়ে ৫ সন্তানসহ ৭ জনের সংসার চলতো। এবারেও তিনি ২০২০ সালের আনুমানিক সেপ্টেম্বর মাসের দিকে ওই জাহাজে যান। সব সময় তার পরিবারের লোকজনের সাথে মোবাইলে কথা হতো।

২০২১ সালের জানুয়ারী মাসের শুরুর দিকে ফোনে বলেন, আবার চট্টগ্রাম থেকে সাগরে মাছ ধরতে যাবে এবং সেখান থেকে ফিরে কক্সবাজার হয়ে বাড়িতে আসবেন। ২২ জানুয়ারী শুক্রবার দিনগত রাত সাড়ে দশটার দিকে শেষ কথা হয় আবুল বাশারের সাথে। স্বামী বাশার তাকে তখন জানিয়েছিলেন, তিনি সাগরে আছেন এবং মাছ ধরছেন। কিন্তু ওই রাতেই তিনটার দিকে এফভি এফভি যানযাবিল নামক ফিসিং জাহাজটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে সাগরে ডুবে যায়।

প্রথমে এ দুর্ঘটনার খবর অন্য জাহাজের আত্মীয়ের ফোনের মাধ্যমে জানতে পারেন তারা। পরে বিভিন্ন পত্রিকা, টিভির খবরের মাধ্যমে এবং জাহাজের মালিকের সাথে কথা বলে ওই জাহাজটি ডুবে যাওয়ার খবর নিশ্চিত হন। এর পর থেকেই অপেক্ষার পালা শেষ হচ্ছে না। তাদের ৪টি মেয়ে বিয়ে দেয়া হলেও জামাইরা সবাই শ্রমিকের কাজ করছেন। একমাত্র ছেলে তাওহিদ হাসান রাকিবে রাজাপুর সরকারী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তার লেখাপড়া এখন অনিশ্চিত হয়ে পড়েছে। তাওহীদের আকুতি নিজে বাঁচতে ও মায়ের মুখে খাবার তুলে দিতে একটি চাকুরীর খুবই প্রয়োজন। তাদের পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটিকে হারিয়ে পরিবারটি দিশেহারা হযে পড়েছেন।

তাওহিদ জানান, বাবাকে সেই প্রমত্তা নিষ্ঠুর সাগরে কেড়ে নিয়ে গেছে। তার জীবনে বাবাকে আর ফেরত পাবে না। বাবার স্নেহমাখা আদর থেকে চিরতরে বঞ্চিত হলন। লেখাপড়া করে বড় হয়ে চাকরি করবেন এবং মা-বাবার দুঃখ মুছে দিয়ে তাদের মুখে হাসি ফোটাবেন। সে স্বপ্ন যে আর পূরণ হবে না। শেষ বারের মতো তার বাবার লাশটিও দেখতে পেলেন না।

অপর জেলে ইউনুচ হাওলাদারের (৪৯) স্ত্রী সাথী বেগম জানান, ইউনুচ হাওলাদার এফভি যানযাবিল জাহাজে ২২ বছর চাকুরী করেন। শেষবার জাহাজে গিয়েছেন ২০২০ সালের করোনার আগে। করোনার কারণে তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, করোনা শেষ হলে বাড়িতে ফিরে আসবেন। সাথী বেগমের সাথে তার স্বামী ইউনুচ হাওলাদারের শেষ কথা হয় ওই ২২ জানুয়ারী শুক্রবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে। পরে জাহাজ ডুবে যাওয়ার খবর পান তারা।

সাথী আরো বলেন, ইউনুচ হাওলাদারের উপার্জন দিয়ে ৩ সন্তানসহ ৫ জনের সংসার চলতো। একটি মেয়ে বিয়ে দেয়া হয়েছে। ২য় সন্তান তামিম হোসেন (১৭) সে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধি। তারপরেও সে উপজেলার বড়ইয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর ছাত্র। ৩য় ছেলে রাবেত হাসান তাসিম (১৫)। সে স্থানীয় পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। মেধাবী রাবেত হাসান তাসিমের আশা সে একদিন ডাক্তার হবে। সে ওই বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীর পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। ইউনুচ হাওলাদারের ইচ্ছাছিলো রাবেতকে ডাক্তারী পড়াবেন। একমাত্র কর্মক্ষম মানুষটিকে হারিয়ে সংসারের সবাই দিশেহারা। হয়তো রাবেত হাসান তাসিমের ডাক্তার হওয়ার স্বপ্ন আর পূরণ হবে না।

দুলু বেগম ও সাথী বেগম বলেন, ওই জাহাজে ২৬ জন লোক ছিলো। জাহাজ ডুবে যাবার পরে ১৪ জন জীবিত ফিরেছেন, ৪ জনের লাশ পাওয়া গেছে এবং ৮ জনের আজও কোন খোঁজ পাওয়া যায়নি। ওই ৮ জনের মধ্যেই আবুল বাশার ও ইউনুচ হাওলাদার রয়েছেন। তাই তারা আশায় বুক বেধে আছেন। হয়ত তারা ফিরে আসতেও পারেন। অনেক দৌড় ঝাঁপ করার পরে জাহাজ মলিক মোহাম্মদ আলি পরিবার দুটিকে গত মার্চ মাসে দুই লাখ টাকা করে ক্ষতি পূরণ দিয়েছেন।

এ বিষয়ে মোবাইলে জানতে চাইলে চট্টগ্রাম জেলার কর্ণফুলি উপজেলার জাহাজের মালিক ও কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, আমি খুবই অসুস্থ। আমার ম্যানেজারের কাছ থেকে জেনে নিন।

ম্যানেজার মোঃ শেখ আহম্মদ জানান, গত ২৩ জানুয়ারী শনিবার ভোররাত ৩ টারদিকে হঠাৎ সাগরে ঘণ কুয়াশা ও বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়। সে কারনেই জাহাজটি সাগরে ডুবে যায়। এসময় জাহাজে ২৬জন লোক ছিলন। এদের মধ্যে ১৪ জন জীবিত ফিরে আসেন, ৪ জনের লাশ পাওয়া গেছে এবং ৮ জন নিখোঁজ হয়েছেন। অনেক খোজা-খুজি করেও তাদের লাশও পাওয়া যায়নি এবং তাদের বেঁচে থাকার সম্ভাবনাও নেই। ওই ক্ষতিগ্রস্থ ১২ টি পরিবারের পাওনা বেতন-ভাতা আলাদা পরিশোধ করে ক্ষতিপূরণ হিসাবে প্রত্যেক পরিবারকে ২লাখ টাকা করে দেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন বলেন, ওই দুটি পরিবারের খোঁজ নিয়ে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করা হবে।

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ

 ঝালকাঠির নলছিটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে তাজ সুপার আইসক্রিম নামের একটি আইসক্রিম প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে কারখানাটিতে অবৈধ কেমিক্যাল ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম প্রস্তুত করার আলামত পাওয়া যায়।

এছাড়াও বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ ও ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

সোমবার (৩ মে) উপজেলার লঞ্চঘাট বাজারে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনবিহীন আইসক্রিম তৈরি, পণ্যের মোড়ক ব্যবহার না করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে ভোক্তা-অধিকার আইন-২০০৯ অনুযায়ী তাজ সুপার আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো. রুস্তম আলী হাওলাদারকে ৩০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, বাজার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নলছিটিতে বৃষ্টির জন্য নামাজ আদায়

আরিফুর রহমান, নলছিটি।।

ঝালকাঠির নলছিটিতে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে সরকারি নলছিটি মাচেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ধর্মপ্রাণ মানুষ এ নামাজ আদায় করেন। নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম ও নলছিটি সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা বাহাউদ্দীন।

জানা গেছে, বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই ঝালকাঠির কোনো এলাকায়। অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করা হয় বলে জানিয়েছে অংশগ্রহণকারী মুসল্লিরা।

কাউখালীতে জেলা পরিষদের স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ

 করোনা ভাইরাস (কোভিট-১৯) এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধ কল্পে বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে স্বাস্ব্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান এর সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা

উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, নার্গিস আক্তার হাদিয়া, জেলা পরিষদের সদস্য শাহজাদী শাহীন রেবেকে চৈতী, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, আমিনুর রশিদ মিল্টন, মাহমুদ খান খোকন

সিকদার মোঃ দেলোয়ার, প্রেস ক্লাবের সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু, সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, সমাজ সেবক আব্দুল লতিফ খসরু প্রমূখ॥ স্¦াস্থ্য সুরক্ষা প্যাকেটে ছিলো সাবান, হ্যান্ড ওয়াস, স্যানিটাইজার ও মাস্ক।