পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসনসহ যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে নেদারল্যান্ডের হেগের এই আদালত। আজ শুক্রবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া, যা এখনও চলমান। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করছে কিয়েভসহ পশ্চিমারা। তবে, এই অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘এর কোনো তাৎপর্য নেই।’

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ সৈন্যরা বৃহৎ আকারে যুদ্ধাপরাধ করছে, জাতিসংঘের এমন প্রতিবেদনের পরই আইসিসি থেকে এই পদক্ষেপ নেওয়া হলো।

রয়টার্স বলছে, আগামী সপ্তাহেই মস্কো সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। তাঁর এই সফরের আগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আইসিসি। এই সফরে মস্কোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার কথা বলছে বেইজিং। এতে করে দেশ দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সম্পর্ক আরও অবনতি হবে।

ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে পোল্যান্ড!

আন্তর্জাতিক ডেস্ক :
প্রথম দেশ হিসেবে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার অঙ্গীকার করেছে পোল্যান্ড। ইউক্রেনকে তারা চারটি মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পোল্যান্ড হচ্ছে ন্যাটোর সদস্য। রাশিয়াকে প্রতিহত করার ক্ষেত্রে দেশটির এমন পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে এসব যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। যুদ্ধবিমানগুলো সাবেক জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক থেকে পেয়েছিল পোল্যান্ড।

দুদা বলেন, যুদ্ধবিমানগুলো এখনো পোলিশ আকাশ প্রতিরক্ষায় ব্যবহার করা হচ্ছে। সিদ্ধান্তটি উচ্চ পর্যায় থেকে এসেছে বলেও জানান তিনি।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই ন্যাটো জোটভুক্ত দেশগুলোর কাছে যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে কিয়েভ। পরিকল্পনা অনুযায়ী পোল্যান্ড ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করলে তা হবে ন্যাটো জোটভুক্ত কোনো দেশের এ ধরনের প্রথম পদক্ষেপ।

ন্যাটো জোটভুক্ত অন্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে কিনা সে বিষয়ে অবশ্য কিছু বলেননি প্রেসিডেন্ট দুদা।

আবারও সময় বাড়ল হজের নিবন্ধনের

আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশি হজযাত্রীদের জন্য নিবন্ধনের সময় ফের বাড়ানো হয়েছে। বাংলাদেশ থেকে হজে যাওয়ার কোটা পূরণ না হওয়ায় নিবন্ধনের সময় চতুর্থবারের মতো ২১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ২১ মার্চ পর্যন্ত হজযাত্রীদের বিশেষ অনুরোধে শেষবারের মতো বর্ধিত করা হলো।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার হজ পোর্টালের তথ্যানুযায়ী, এক লাখ ১০ হাজার ৩৪৬ জন নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৬৮৩ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৬৬৩ জন নিবন্ধন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে। যারা এখনো পাসপোর্ট পাননি তাদের জন্য এটি একটি অনন্য সুযোগ। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আগামী ২১ মার্চ হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরেও প্রস্তুতকৃত ভাউচারের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার জন্য অনুরোধ করা হলো।

কলম্বিয়ায় কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক :

কলম্বিয়ার মধ্যাঞ্চলে কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছে। খবর রয়টার্সের।

লন্ডন ভিত্তক গণমাধ্যমটি বলছে, দেশটির রাজধানী বোগোটা থেকে ৭৪ কিলোমিটার উত্তরে সুতাতাওসা গ্রামে স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মার্চ) দুর্ঘটনাটি ঘটে। খনির ভেতর গ্যাস জমে ছিল। শ্রমিকদের খননযন্ত্র থেকে স্ফুলিঙ্গ তৈরি হয়ে ওই গ্যাস বিস্ফোরিত হয়।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেদ্রো ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। তিনি খনির ভেতর আটকে পড়াদের দ্রুত জীবিত উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শ্রমিকরা ৯০০ মিটার মাটির গভীরে আটকে পড়েছেন। তাদের উদ্ধারে  ফায়ার সার্ভিসসহ প্রায় ১০০ জনের উদ্ধারকারী দল কাজ করছে।

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া উন্মুক্ত ও ভূগর্ভস্থ বেশকিছু কয়লা এবং সোনার খনির জন্য বিখ্যাত। ২০১০ সালে কলম্বিয়াতে এক খনি বিস্ফোরণেই ৭৩ জন শ্রমিক প্রাণ হারায়। দেশটির ইতিহাসে এটি ছিল সব থেকে বড় খনি-দুর্ঘটনা।

আমেরিকায় বড় দুই ব্যাংকের পতন

আন্তর্জাতিক ডেস্ক :
মাত্র তিন দিনের ব্যবধানে আমেরিকায় বৃহৎ দুই ব্যাংকের পতন হয়েছে। এর জেরে ডলারের মান কিছুটা কমেছে; আর এই অবনমনের জেরেই বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেল ও স্বর্ণের দাম।

আন্তর্জাতিক স্বর্ণের বাজার পর্যবেক্ষণকারী সংবাদমাধ্যম কিটকো’র এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) স্বর্ণ বিক্রি হয়েছে ১ হাজার ৯০০ ডলারে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৫৮৩ টাকা।

ভারতীয় উপমহাদেশের (পাকিস্তান-ভারত-বাংলাদেশ) বাজারে ভরি বা তোলা (১১ দশমিক ৬৬ গ্রাম) হিসেবে স্বর্ণের কেনাবেচা চললেও আন্তর্জাতিক বাজারের স্বীকৃত পরিমাপ পদ্ধতি হল আউন্স। হিসাব অনুযায়ী, এক আউন্সের একটি স্বর্ণখণ্ডের ওজন আড়াই ভরির সমান।

কিটকো’র তথ্যানুযায়ী, রবিবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৮৮১ দশমিক ৪০; অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৯৮ হাজার ৬১৯ টাকা ৩৯ পয়সা। শতকরা হিসেবে একদিনের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৭৬ শতাংশ।

মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অধিকাংশ গ্রাহক তাদের সঞ্চয়ের অর্থ তুলে নেওয়ায় শনিবার ধসে পড়ে আমেরিকার সিলিকন ভ্যালি ব্যাংক। তার মাত্র তিন দিনের মধ্যে একই পরিণতি ঘটে অপর মার্কিন ব্যাংক সিগনেচারের ক্ষেত্রেও। তারল্য সংকট চলতে থাকায় রবিবার নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ ঘোষণা করে নিয়ন্ত্রণ নেয় দেশটির কেন্দ্রীয় সরকারের সংস্থা ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। এসভিপি ও সিগনেচার— উভয়ই আমেরিকায় বৃহৎ ব্যাংকের পর্যায়ভুক্ত।

ডলারের মান অনুসরণকারী মার্কিন সূচক ইউএস ডলার ইনডেক্সের তথ্যানুযায়ী, পর পর দু’টি ব্যাংকের পতনের পর বিভিন্ন শক্তিশালী মুদ্রা, যেমন— ব্রিটেনের পাউন্ড, কানাডিয়ান ডলার, জাপানের ইয়েন, সুইডেনের ক্রোনা ও সুইজারল্যান্ডের ফ্রাঙ্কের তুলনায় সোমবার ডলারের অবনমন ঘটেছে দশমিক ৫৮ শতাংশ।

এই ব্যাপারটি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ গত বছর জুন মাসের মাঝামাঝি অন্যান্য শক্তিশালী মুদ্রার তুলনায় লাগামহীনভাবে বাড়ছিল ডলারের দাম।

এদিকে, ডলারের অবনমনের পর সোমবারই বেড়েছে জ্বালানি তেলের দাম। বাজার পর্যালোচনা করে জানা গেছে, এই দিন অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড— ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট— উভয়েরই দাম ব্যারেলপ্রতি বেড়েছে শতকরা দশমিক ৩০ শতাংশ।

বাইডেনের প্রতিশ্রুতির পরও ইউরোপে শেয়ার ধস

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধের ধাক্কা লেগেছে বিশ্বের অন্যান্য দেশেগুলোতেও। পুঁজি হারাচ্ছে বিভিন্ন দেশের ব্যাংকিং খাত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আশ্বস্ত করার পরেও জার্মানি ও স্পেনের ব্যাংকগুলোর শেয়ার পতন অব্যাহত আছে।

এসভিবি বন্ধের পর বিনিয়োগকারী ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে বাইডেন ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা নিরাপদ’ বলে ঘোষণা দেন। এ সময় ব্যাংকিং খাতকে রক্ষা করতে ‘যা যা প্রয়োজন তাই করার প্রতিশ্রতিও দেন বাইডেন। এই প্রতিশ্রুতির পরেও গতকাল সোমবার (১৩ মার্চ) ১০ শতাংশেরও বেশি নেমে যায় জার্মানির কমার্জ ব্যাংক এবং স্পেনের সান্তাদার ব্যাংকের শেয়ারের দর।

কিন্তু এসভিবির পতনের পর ঋণদাতারা এখনও তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি বলেই আশঙ্কা করছেন বিনোয়োগকারীরা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংক দেশটির সুদের হার বাড়ানো অব্যাহত রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটি থেকেও সরে আসতে পারে বলেও আশঙ্কা তাদের। বিনিয়োগকারদের এসব শঙ্কা ও অনাস্থার কারণেই এই আর্থিক ক্ষতি বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

সিলিকন ভ্যালি ব্যাংকে যারা টাকা রেখেছিলেন, তারা তাদের আমানত ফেরত পাবেন বলে আশ্বস্ত করেছিলেন বাইেডন।  কিন্তু এসভিবির পর সিগনেচার ব্যাংকও বন্ধ হয়ে যাওয়ায় তারল্য সংকট দেখা দেয় ব্যাংকগুলোতে। ইউরোপের চেয়ে বেশি সংকটে পড়ে যুক্তরাষ্ট্রের বেশকিছু স্বল্প পুঁজির ব্যাংক। ব্যাংকে পর্যাপ্ত ডলার আছে–কর্তৃপক্ষের এমন প্রতিশ্রুতির পরেও আস্থা পায়নি গ্রাহক ও বিনিয়োগকারীরা।

এই তারল্য সংকটের কারণে কর্মীদের বেতন পরিশোধ করতে পারবেন না বলে আশঙ্কা করছে অনেক ব্যবসায়ী ও প্রতিষ্ঠান।

ইন্দোনেশিয়ার অগ্ন্যুৎপাত ভয়ঙ্কর রূপ নিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপিতে শনিবার (১১ মার্চ) অগ্ন্যুৎপাত শুরু হয়। এর গরম ধোঁয়া এবং ছাই কাছাকাছির গ্রামগুলোতে ছড়িয়ে পড়ছে। তবে এতে তাত্ক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে।

জানা গেছে, ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। শনিবার শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতের ফলে সেখান থেকে গরম ধোঁয়া ও ছাই বের হচ্ছে। যা এরই মধ্যে সাত কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয়গিরিটি ইন্দোনেশিয়ার জোগকর্তার বিশেষ অঞ্চলে অবস্থিত। শনিবার বেলা ১২টার দিকে এটিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। সেখান থেকে লাভা ছড়িয়ে পড়ে দেড় কিলোমিটার পর্যন্ত। এক বিবৃতিতে বিপজ্জনক এলাকায় বাসিন্দাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। কারণ আগ্নেয়গিরির গর্তের ৩ থেকে ৭ কিলোমিটার পর্যন্ত ঝুঁকিপূর্ণ।

সাগরে ভাসছে ১৩০০ অভিবাসন প্রত্যাশী

আন্তর্জাতিক ডেস্ক :

ভালো ভবিষ্যতের আশায় ইউরোপে পাড়ি দেওয়া অভিবাসন প্রত্যাশীর সংখ্যা কমছেই না। সপ্তাহ দুয়েক আগে ইতালি উপকূলে বৈরি আবহাওয়ায় নৌকা ডুবিতে মারা যায় ৭৩ অভিবাসন প্রত্যাশী। সেই রেশ কাটতে না কাটতেই আরও তিনটি কাঠের নৌকায় দেখা দিয়েছে ইতালির সমুদ্র সীমায়। ওই তিন নৌকায় রয়েছে অন্তত এক হাজার ৩০০ অভিবাসন প্রত্যাশী। তাদের উদ্ধারে ইতোমধ্যে কাজ শুরু করেছে ইতালির কোস্টগার্ড।

আজ শনিবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। আর গতকাল শুক্রবার ইতালির কোস্টগার্ড এক বিবৃতিতে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার অভিযানের কথা জানায়। বিবৃতিতে তারা বলে, ‘ক্যালিব্রিয়া উপকূলে ভাসতে থাকা অভিবসান প্রত্যাশীদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। তবে, নৌকাতে বহু সংখ্যক মানুষ থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।’

ইতালির কোস্টগার্ডের ধারণা, তাদের সমুদ্র সীমায় থাকা ওই তিন নৌকায় এক হাজার ৩০০ অভিবাসন প্রত্যাশী রয়েছে।

আল-জাজিরা বলছে, উপকূল থেকে এক হাজার ১২৫ কিলোমিটার দূরে (৭০০ মাইল) ইতালি পেনিনসুলা (উপদ্বীপ) থেকে ৫০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের জাহাজ পাঠানো হয়েছে। আর ক্যালাব্রিয়া উপকূল থেকে ১৬০ কিলোমিটার দূরে দুটি নৌকায় থাকা ৮০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারে কোস্টগার্ডের আরও একটি জাহাজ পাঠানো হয়েছে।

ইতালির সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারে নৌবাহিনীর টহলরত জাহাজের কাছে সাহায্য চেয়েছে কোস্টগার্ড। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এএনএসএ বলছে, সহায়তা দেওয়ার জন্য সামরিক জাহাজটি পূর্ণ গতিতে এগিয়ে চলেছে।

প্রতিবেদনে আল-জাজিরা আরও জানায়, গত ২৬ ফেব্রুয়ারি ক্যালিব্রিয়া উপকূলের অদূরে নৌকাডুবির ঘটনার পর থেকেই ইতালির উদ্ধার জাহাজ নিয়ে প্রশ্ন উঠে। দুই সপ্তাহ আগের ঘটনায় গতকাল অর্থাৎ, শুক্রবারও দেশটির উপকূল থেকে এক অভিবাসন প্রত্যাশী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকে। এখন পর্যন্ত কাঠের নৌকাটি উদ্ধার করতে পারেনি ইতালি। এমনকি, বৈরি আবহাওয়ার জন্য দেশটির পুলিশ বাহিনীর জাহাজগুলো দুর্ঘটনাস্থলে যেতে পারেনি। বাধ্য হয়ে ফিরে এসেছে তারা। কোস্টগার্ডের অত্যাধুনিক জাহাজ থাকলেও উদ্ধার অভিযানে এখনও তাদের সংযুক্ত করা হয়নি।

ইইউ বর্ডার কন্ট্রোল এজেন্সি ফ্রন্টটেক্স সতর্কতার পরও অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার অভিযানে ইতালি কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা তা তদন্ত করছে প্রসিকিউটররা। তবে, ইতালি ডানপন্থী সরকার এই অভিযোগ অস্বীকার করছে।

গত বুধবার থেকে এ পর্যন্ত তিন হাজার অভিবাসন প্রত্যাশী নৌকা করে ইতালি উপকূলে পৌঁছেছে। গত বছরের মার্চ মাসে এই সংখ্যা ছিল মাত্র এক হাজার ৩০০।

এদিকে, শুধুমাত্র শুক্রবার দক্ষিণ ইতালির ল্যাম্পপেদুসা দ্বীপ থেকে ৫০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। এএনএসএ বলছে, বৃহস্পতিবার ৪১টি ছোট নৌকায় করে এক হাজার ৮৬৯ অভিবাসন প্রত্যাশী  ল্যাম্পপেদুসায় পৌঁছেছে, যা একটি রেকর্ড।

সৌদি-ইরানের ভাঙা সম্পর্ক জোড়া লাগার ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশ ইরান ও সৌদি আরব। ধর্ম, ভূ-রাজনৈতিক ও যুক্তরাষ্ট্র ইস্যু নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা কম ছিল না। এমনকি, ২০১৬ সালের জানুয়ারিতে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে রিয়াদ। তবে, আগের সম্পর্কে ফিরে যেতে চাইছে প্রতিবেশী দেশ দুটি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আজ শুক্রবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, নিজেদের সম্পর্ক পুনস্থাপনে ইরান ও সৌদি আরব একমতে পৌঁছেছে। আগামী দুমাসের মধ্যেই ফের দূতাবাস স্থাপন করবে তারা। চীনের বেইজিংয়ে একটি বৈঠকের পরেই এই খবর সামনে এলো।

শুক্রবার ইরানের সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বেইজিংয়ের আলোচনার ফলস্বরূপ, তেহরান ও রিয়াদ দুমাসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু এবং দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়েছে।

ইরানের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট গণমাধ্যম নর নিউজ বেইজিং বৈঠকের একটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, ইরানের কাউন্সিল সেক্রেটারি আলী শামখানি, সৌদি কর্মকর্তা ও চীনা কূটনৈতিক ওয়াং ই বৈঠকে উপস্থিত রয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বলছে, বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন, অর্থাৎ দূতাবাস ফের স্থাপনের পর দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনা করবেন।

বিষয়টি নিশ্চিত করেছে সৌদির সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি। তেহরান-রিয়াদের একটি যৌথ বিবৃতিও প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি। এতে বলা হয়, দুদেশ তাদের সার্বভৌমত্বকে সম্মান দেখাবে এবং অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলাবে না। এমনকি, তেহরান-রিয়াদের মধ্যে ২০০১ সালে হওয়া নিরাপত্তা চুক্তি মেনে চলবে।

এক ক্লিকেই লাখ লাখ অর্থ হারালেন ব্যাংকের ৪০ গ্রাহক

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের একটি বেসরকারি ব্যাংকের অন্তত ৪০ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হাওয়া হয়ে গেছে লাখ লাখ অর্থ। শুধুমাত্র একটি ক্লিক করে মাত্র তিন দিনের ব্যবধানেই এই অর্থ হারিয়েছেন ওই গ্রাহকরা। আজ রোববার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যমটি বলছে, ব্যাংকের অ্যাকাউন্ট খোলা বা তথ্য হাল নাগাদের জন্য গ্রাহককে জানুন (কেওয়াইসি) নামক একটি প্রক্রিয়া ব্যবহৃত হয়। প্রতিটি গ্রাহকের কাছে এরকম একটি ম্যাসেজ যায়। সেই রকম একটি ম্যাসেজে ক্লিক করেই অর্থ হারিয়েছেন ব্যাংকটির গ্রাহকরা। তিন দিনের মধ্যে অন্তত ৪০ গ্রাহকের সঙ্গে এমনটি হয়েছে। এ ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশ। নাগরিকদের এরকম কোনো ম্যাসেজে ক্লিক করতে নিষেধ করছে তারা।

এনডিটিভি বলছে, হালনাগাদ তথ্যের জন্য অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে, এমন লেখা দিয়ে গ্রাহকদের কাছে ম্যাসেজ যায়। ওই ম্যাসেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যাংকের একটি ভুয়া ওয়েবসাইটে চলে যায় ক্লিককারীরা। এরপর গ্রাহকদের অ্যাকাউন্ট আইডি, পাসওয়ার্ড ও অন্যান্য গোপনীয় তথ্য পূরণ করতে বলা হয়। আর এভাবেই গ্রাহকদের তথ্য হাতিয়ে নেয় চক্রটি। এরকম করে ৪০ ব্যাংক গ্রাহকের তথ্য নিয়ে নেয় তারা, যার মধ্যে টিভি অভিনেত্রী সোয়েতা মেমনও রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছেন সোয়েতা। অভিযোগপত্রে এই অভিনেত্রী লেখেন, ‘গত বৃহস্পতিবার আমার মোবাইলে একটি ম্যাসেজ আসে। আমি ধারণা করেছিলাম, এটি আমার ব্যাংক থেকে এসেছে। সেই ম্যাসেজে ক্লিক করে আমি অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড ও ওটিপি দেয়।’

অভিযোগপত্রে এই নারী অভিনেত্রী আরও লেখেন, ‘ম্যাসেজটির বেশ খানিক সময় বাদে আমার কাছে এক নারীর ফোন আসে। ওই নারী নিজেকে ব্যাংকের কর্মকর্তা হিসেবে দাবি করেন। তিনি আমার ফোনে আসা আরেকটি ওটিপির কথা বলেন। আমি তাকে সেই ওটিপি দিয়ে দিই। এরপরেই আমার অ্যাকাউন্ট থেকে ৫৭ হাজার ৬৩৬ রুপি হাওয়া হয়ে গেছে।