প্রদ্বীপের আলোয় আলোকিত বরিশাল মহাশ্মশান

নিজস্ব প্রতিবেদকঃ সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী দুই দিনব্যাপী দিপাবলী উৎসব উপলক্ষ্যে প্রদ্বীপের আলোয় আলোকিত হয়েছিলো নগরীর কাউনিয়া এলাকার মহাশ্মশান। প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে দ্বীপ জ্বেলে নানা উপাচার ও ফুল দিয়ে সমাধী সাজিয়ে প্রার্থনা করে স্বজনদের। পরিবারের ছোট-বড় সবাই এসেছিলেন তাদের প্রিয়জনকে স্মরণ করতে। বাদ যাননি বৃদ্ধ ও শিশুরাও। সন্ধ্যা নামার সাথে সাথে মোমের আলোয় আলোকিত হয়েছিল পুরো এলাকা।
বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জি কুন্ডু জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস কালি পূজার আগের দিন ভূত চতুর্দশী তিথিতে পূজা অর্চনা করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে। তাই স্বজনহারা ব্যক্তিরা সমাধীবেদীতে প্রদীপ জ্বেলে সৃষ্টিকর্তার কাছে হারানো স্বজনদের জন্য স্বর্গীয় সুখের প্রার্থনা করেন। তিনি আরও জানান, সোমবার রাত নয়টা ৪৮ মিনিটে ভূত চতুর্দ্দশী আরম্ভ হয়ে মঙ্গলবার রাত সাড়ে দশটা পর্যন্ত এই তিথি থাকবে। মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে মহাশ্মশান প্রাঙ্গণে শ্রী শ্রী শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হবে।
প্রতিবছর ভূত চর্তুদশীর পূণ্য তিথিতে প্রায় দেড়’শ বছরের প্রাচীণ ও দেশের অন্যতম বৃহৎ এ মহাশ্মশানে দিপাবলী উৎসবের আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবারও এ দিপাবলী উৎসবে যোগদিতে দেশ-বিদেশ থেকে হাজারো মানুষ এসেছিলেন। পুরনো শ্মশানের অধিকাংশ সমাধি ধংস হয়ে গেলেও এখনো সেখানে ব্রাক্ষ্মদের ২/৩টি সমাধি রয়েছে। তার পাশেই রূপসী বাংলার কবি জীবনান্দ দাশের পিতা সত্যানন্দা দাশ ও পিতামহ সর্বানন্দা দাশের সমাধি এখনো টিকে আছে। এছাড়াও এ মহাশ্মশানে মৃত্যুর ৮০ বছর পর ঠাই হয়েছে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের সমাধি। ২০১২ সালে ভারতের কেওড়া তলা মহাশশ্মান থেকে চিতাভস্য এনে এ মহামশশ্মানে স্থাপন করা হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ বিল্পবী দেবেন ঘোষ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী মনোরমা মাসিমা, শিক্ষাবিদ কালি চন্দ্র ঘোষসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সমাধি রয়েছে এ মহাশ্মশানে। গতকাল এ মহাশ্মশানে ২০০৫ সালে বোমা হামলায় নিহত সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাড়ে’র সমাধীতে বরিশাল মহাশ্মশানে প্রদ্বীপ প্রজ্জলন করে তার ছেলে সহ স্বজনরা।
দিপাবলীকে ঘিরে মহাশ্মশান এলাকায় বসেছে দু’দিনের মেলা। মহাশ্মশানের সাধারন সম্পাদক তমাল মালাকার জানান, নতুন পুরনো মিলিয়ে এখন ঐ মহাশশ্মানে সমাধি প্রায় ১২ হাজার। এবারই প্রথম বেওয়ারিশ সমাধিগুলোকে রং করে যতটুকু পরিচয় পাওয়া গেছে তা পাথর খোদাই করে লেখা হয়েছে বলে জানান তিনি। এদের বংশধররা পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিভিন্ন দেশে চলে গেছেন। সামান্য পরিচয় পাওয়ার পর বংশধরদের কয়েকজন ইতিমধ্যেই তাদের পূর্ব পুরুষদের সমাধি চিহ্নিত করতে সক্ষম হয়েছে।
মহানগর পুলিশের পক্ষ থেকে সেখানে দিপাবলী উৎসব ও কালিপূজা যাতে শান্তিপূর্ন ভাবে সমাপ্ত হতে পারে তার জন্য সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মোশারফ হোসেন।

বরিশালে আবারো বোমা ও ককটেল উদ্ধার!

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫টি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে ৩টি পেট্রোল বোমা ও ২টি ককটেল রয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পেছন থেকে এগুলো উদ্ধার করে বাবুগঞ্জ থানার নৈশ টহল দল। ওসি দিবাকর চন্দ্র দাস জানান, থানার নৈশ টহল পুলিশের একটি দল রাকুদিয়া এলাকায় ডিউটিকালে মধ্যরাতে বিকট শব্দে আকস্মিক একটি বিস্ফোরণের আওয়াজ পায়। ওই শব্দের উৎস ধরে খুঁজতে গিয়ে রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি তাজা বোমা উদ্ধার করে তা নিস্ক্রিয় করা হয়। এ ঘটনায় বাবুগঞ্জ থানার এসআই শরীফুল ইসলাম বাদী হয়ে স্থানীয় বিএনপি-জামাতের ৪ নেতাকর্মীসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করে গতকাল বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। এর আগে গত ২৫ অক্টোবর উপজেলার মধ্য রাজকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকেও একই পন্থায় ৪টি পেট্রোল বোমা ও ২টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন। পুলিশ ওই বোমা উদ্ধারের ঘটনাকে বিএনপি-জামাতের নাশকতা চেষ্টার আলামত হিসেবে দাবি করলেও এটাকে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ দমন-পীড়নের কৌশল বলছেন মামলার অভিযুক্তরা।

বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শামীম আহমেদ,বরিশালঃ নবাগত জেলা প্রশাসকের সাথে বরিবার দুপুরে গৌরনদী উপজেলার গন্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র হারিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব, জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ, এ্যাডভোকেট সাহিদা আক্তার, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা। এসময় মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

বরিশালে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ বিভাগীয় শহর বরিশালে যথাযোগ্য মর্যদায় ভাব গাম্ভীর্য পরিবেশে জেলহত্যা দিবস পালন উপলক্ষে জাতীর জনক বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা এইচ. এম কামরুজ্জামান, ক্যাপটেন এম মনসুর আলী,তাজউদ্দিন আহম্মেদ ও সৈয়দ নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্বা জানিয়ে অস্থায়ী বেদীতে রাখা প্রতিকৃর্তিতে ফুলের শ্রদ্বা নিবেদন করেছে বরিশাল সিটি মেয়র, সংসদ সদস্য সহ জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠন।
আজ শনিবার (৩ইনভেম্বর) সকাল নয়টায় শহীদ সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগ দলীয় কার্যলয়ের সামনে রক্ষিত অস্থায়ী বেদীতে এ শদ্বা নিবেদন করেন নেতৃবৃন্দ।
প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধায় স্বরন করে তাদের প্রতিকৃর্তিতে পূষ্পার্ঘ অর্পন করেন বরিশাল সিটি কর্পোরেশনের  নব নির্বাচিত মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক যুবরত্ন সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ্ ও বিসিসি কর্মপরিষদের কাউন্সিলর সহ কর্মকর্তা কর্মচারীগন।
এরপরই শ্রদ্ধা জানাতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসন্ন জাতীয় একাদশ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মাহাবুব উদ্দিন আহমেদ (বীরবিক্রম),সৈয়দ আনিছুর রহমান,মোঃ হোসেন চৌধুরী,মোয়াজ্জেম হোসেন চুন্নু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর পরে শ্রদ্ধা জানান বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ সুপ্রিসকোর্ট বার এসোসিয়েশনের সদস্য এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল,সাধারন সম্পাদক এ্যাড. এ.কে এম জাহাঙ্গির হোসাইন,যুগ্ম সম্পাদক ও বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ সহ দলীয় নেতৃবৃন্দ।
পরে শ্রদ্ধা জানান বরিশাল সদর আসন সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ হিরন।
এছাড়া শ্রদ্ধা ও পুস্পার্ঘ অপর্ণ করেন শ্রমীকলীগ,কৃষকলীগ,মহানগর মহিলালীগ,জেলা ও মহানগর যুবলীগ,ছাত্রলীগ সহ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠন। এছাড়া বিকালে শহীদ সোহেল চত্বর দলীয় কার্যলয়ে জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজন করেছে আলোচনা সভা।
এর পূর্বে সকালে দলীয় কার্যলয়ে উত্তোলন করা হয় জাতীয় ও কালো পতাকা।
অন্যদিকে বরিশালের বিভিন্ন উপজেলায় জেলা হত্যা দিবসটি যথাযথ ভাবে পালন করেছে উপজেলা আওয়ামীলীগ ও দলীয় অঙ্গ সংগঠন।

পটুয়াখালী- ৪ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী টিটোর শোডাউন

এস এম আলমগীর হোসেন,কলাপাড়াঃ সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচার প্রচারণায় শোডাউন মতবিনিময় সভা করেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী উপজেলা ও মহিপুর-কুয়াকাটা) সংসদীয় আসনের আ’লীগ মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো।

বুধবার শেষ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নজির বিহীন উন্নয়নমুলক কর্মকান্ডের প্রচারণায় কুয়াকাটায় লিফলেট বিতরণ ও শোডাউন করেন।

প্রায় সাত শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে এ শোডাউন ও লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ ও শোডাউন শেষে কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। কুয়াকাটা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ ইসাহাক আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার সরকারের উন্নয়ন কার্যক্রম উপস্থিত সাংবাদিকদের মাঝে তুলে ধরে বলেন, মাহামুদুল আলম টিটো বলেন, বর্তমান সরকার কলাপাড়া তথা গোটা উপকুলীয় এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রীর নিদের্শনায় এই উন্নয়ন কার্যক্রমের প্রচারণায় মাঠে নেমেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগের নৌকা মার্কার বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোটারদের প্রতি আহবান জানান তিনি। টিটো আরও বলেন, আগামী নির্বাচনে তারুন্যের জয়জয়কার। তাই সাবেক ছাত্রনেতা ও একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে ১১৪,পটুয়াখালী-৪ আসনের একজন মনোনয়ন প্রত্যাশী। তরুন হিসেবে মনোনয়ন পাবেন বলে তিনি আশাবাদী। এ সময় তিনি সাংবাদিকদের সরকারের উন্নয়ন কার্যক্রমের চিত্র পত্রিকার মাধ্যমে তুলে ধরারও অনুরোধ করেন।

এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,কলাপাড়া উপজেলা শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, সেচ্ছাসেবকলীগের কুয়াকাটা পৌর শাখা সভাপতি শহিদ দেওয়ান,পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইমরান আরেফিন শাওন,সেচ্ছাসেবকলীগ মহিপুর থানা শাখার সাধারন সম্পাদক মোঃ জামাল হাওলাদার, শ্রমিকলীগ কলাপাড়া পৌর শাখার সাধারন সম্পাদক রাইসুল ইসলাম শিমুল,সেচ্ছাসেবকলীগ কলাপাড়া পৌর শাখার সাধারন সম্পাদক ইভান হাওলাদার প্রমুখ। সন্ধ্যায় কলাপাড়া পৌর শহরে এক লিফলেট বিতরণ ও শোডাউন করেছেন।

নগরপিতাকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলররা

বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে তার অফিসে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ।