বরিশালে আবারো বোমা ও ককটেল উদ্ধার!

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫টি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে ৩টি পেট্রোল বোমা ও ২টি ককটেল রয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পেছন থেকে এগুলো উদ্ধার করে বাবুগঞ্জ থানার নৈশ টহল দল। ওসি দিবাকর চন্দ্র দাস জানান, থানার নৈশ টহল পুলিশের একটি দল রাকুদিয়া এলাকায় ডিউটিকালে মধ্যরাতে বিকট শব্দে আকস্মিক একটি বিস্ফোরণের আওয়াজ পায়। ওই শব্দের উৎস ধরে খুঁজতে গিয়ে রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি তাজা বোমা উদ্ধার করে তা নিস্ক্রিয় করা হয়। এ ঘটনায় বাবুগঞ্জ থানার এসআই শরীফুল ইসলাম বাদী হয়ে স্থানীয় বিএনপি-জামাতের ৪ নেতাকর্মীসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করে গতকাল বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। এর আগে গত ২৫ অক্টোবর উপজেলার মধ্য রাজকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকেও একই পন্থায় ৪টি পেট্রোল বোমা ও ২টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন। পুলিশ ওই বোমা উদ্ধারের ঘটনাকে বিএনপি-জামাতের নাশকতা চেষ্টার আলামত হিসেবে দাবি করলেও এটাকে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ দমন-পীড়নের কৌশল বলছেন মামলার অভিযুক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *