ভোলায় ‘জোড়া খুনের’ রহস্য উদঘাটন, মিলল নিহতদের পরিচয়

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের চাঞ্চলকর জোড়া খুন ঘটনার ১৫ দিন পর নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

নিহত দুই ব্যক্তি হলেন-চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উপেন্দ্র সরকারের ছেলে অমিত সরকার তপন (৫৫) ও দুলাল সরকার (৪০)।

গ্রেফতাররা হলেন- বিল্লাল হোসেন, আবুল কাসেম ও আবু মাঝি। তারা উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসলামপুর গ্রামের বাসিন্দা। এদের মধ্যে আবু মাঝি আসামি বিল্লাল হোসেনের শ্বশুর।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন নিহতদের পরিচয় ও আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামি বিল্লাল হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার (২৩ এপ্রিল) সকালে হত্যার কাজে ব্যবহৃত ছুরি ওই গ্রামের সুন্দর খাল থেকে উদ্ধার করা হয়।

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জাগো নিউজকে জানান, তিন বছর আগে নিজেদের বসতঘরসহ জমি বিক্রি করার জন্য বিল্লাল হোসেন গংদের সঙ্গে ২০ লাখ টাকায় চুক্তি করেন অমিত ও দুলাল সরকার। আসামিরা সাড়ে তিন লাখ টাকা দিয়ে বায়না করেন। পরে জমি বিক্রির বাকি টাকার জন্য অমিত ও দুলাল চাপ দিলে আসামিরা তাদের উল্টো জমির দলিল দিতে বলেন। পরে অমিত ও দুলাল এক পর্যায়ে ভারতে চলে যান। পরবর্তীতে বাকি টাকা দেয়ার কথা বলে ভারত থেকে ডেকে এনে বাকি টাকা না দিয়েই জমির দলিল করে নেন আসামিরা। টাকা চাইলে আসামিরা সময়ক্ষেপণ করতে থাকেন।

এ ঘটনায় নিহতরা তাদের এক চাচাতো ভাইকে দিয়ে অগ্রখরিদ মামলা করেন। এ ঘটনার জের ধরে আসামিরা নিহতদের বাকি টাকা নিয়ে যাওয়ার জন্য আসলামপুর গ্রামে আসতে বলেন। পরে রাতে তাদের হত্যা করে মাথা কেটে ফেলেন এবং দেহের বাকি অংশ আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা চালান বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।

পুলিশ সুপার আরও বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি-না তা বলা যাচ্ছে না। তবে আশা করি দ্রুত এ মামলার পুরো রহস্য বের হয়ে আসবে।’

উল্লেখ্য, গত ৮ এপ্রিল চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আসলামপুর গ্রামের ভূঁইয়ার বাগানে মস্তকবিহীন অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ দেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। এ ঘটনায় চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ হত্যার রহস্য এবং ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে নিয়মিত তদন্ত চালিয়ে যান।

ঘটনার ১৪ দিন পর বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে মস্তকবিহীন লাশের দুই মাথা ওই এলাকার ফরাজি বাড়ির মহিবুল্লাহ নামে এক ব্যক্তির সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ সাতজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আসামি বিল্লাল হোসেন মুখ খোলেন।

ভোলার চরফ্যাশনে মাদ্রাসার ই-মেইল হ্যাক করে নিয়োগের চেষ্টা।

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
চরফ্যাশনের দক্ষিণ শিবা জমিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ই-মেইল হ্যাক করে সহকারী গ্রন্থাগারিক নিয়োগের প্রক্রিয়া করেছে একটি দূর্বৃত্ত চক্র। যা নিয়ে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ঠ শিক্ষক, ম্যানেজিং কমিটি বিব্রত অবস্থায় পড়েছেন।

জানাগেছে,চরফ্যাসনের দক্ষিণ শিবা জমিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক পদটি দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইলিয়াছ মাস্টার জানান,করোনা পরিস্থিতির কারনে শূন্য পদটিতে নিয়োগের কোন উদ্যেগ নেয়া হয়নি। একটি দূর্বৃত্তচক্র মাদ্রাসার ই-মেইল হ্যাক করে জনৈক ব্যক্তিকে ওই মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগপ্রাপ্ত দেখিয়ে অনলাইনে এমপিওর আবেদন করে। যা নিয়ে মাদ্রাসার নিয়োগ সংশ্লিষ্ট সকলেই বিব্রতকর অবস্থায় পড়েছেন।

মাদ্রাসার সদ্য সাবেক সুপার আবুল বাশার জানান, তিনি ৩১ মার্চ মাসে অবসরে যান। তার অবসরে যাওয়ার পর দূর্বৃত্তরা এমন অপতৎপরতা চালিয়েছেন। যদি ও দূর্বৃত্তরা তার কর্মস্থলে ২০২০ সনের আগস্ট মাসে ওই নিয়োগ দেখিয়েছেন। বাস্তবে তার সময়কালে এমন কোন নিয়োগ দেয়াই হয়নি।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল আমিন জানান, প্রযুক্তির অপব্যবহার করে এমন দূর্বৃত্তয়ানের ফলে আমরা যেমন বিব্রতকর অবস্থায় পড়েছি। তেমনিই এলাকাজুড়ে শুরু হয়েছে তোলপাড়।

লকডাউন: ভোলায় ৮৭ মামলায় ১০৭ জনকে জরিমানা

ভোলা: মহামারি করোনার রোধে সরকার ঘোষিত সাতদিনের কঠোর লকডাউন বাস্তবায়নে চতুর্থ দিনে বিধি-নিষেধ না মানায় ভোলায় ৮৭ মামলায় ১০৭ জনকে ৬৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে জেলাটিতে গত ১০ দিনে ৫২৪ জনের জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ ছয় উপজেলায় অভিযানে এ জরিমানা আদায় করা হয়। ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মহামারি করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে শনিবার চতুর্থ দিনে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলা সদরসহ ছয় উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিনা করা হয়। অভিযানে সরকারি  বিধি-নিষেধ লঙ্ঘনের দায়ে ৮৭ মামলায় ১০৭ জনকে ৬৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে ভোলা সদরে ২৮ জনকে ১৬ হাজার ৬০০, দৌলতখানে চার জনকে চার হাজার ৫০০ বোরহানউদ্দিনে ১৮ জনকে ১৬ হাজার ৬০০, তজুমদ্দিনে ১০ জনকে চার হাজার ৬০০, মনপুরায় চার জনকে তিন হাজার ও চরফ্যাশন উপজেলায় ৪৩ জনকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

লালমোহনে করোনা প্রতিরোধে এমপি শাওনের পক্ষে বাজার ব্যবসায়ী সমিতির উদ্যেগে লিফলেট বিতরণ

লালমোহন ভোলা প্রতিনিধি:
লালমোহনে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের পক্ষ থেকে লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির উদ্যেগে প্রচারণা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের বিভিন্ন অলিগলিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ব্যবসায়ী সমিতির সম্পাদক আলী আহমেদ, যুগ্ম সম্পাদক হাছনাতুজ্জামান সোহাগ, সদস্য ও পৌর সভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মঞ্জু তালুকদার, খালেক সওদাগর, তাহের হাওলাদার, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক ও ব্যবসায়ী নেতা আহাদুল ইসলাম সুজন,উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক জয়ন্ত চন্দ পন্টি,আবদুল মন্নান, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে সরকারের বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন।
ঘরে থাকুন,মাস্ক পড়ুন, নিরাপদে থেকে নিজেসহ অপরজনকে বাঁচান।

ভোলায় করোনার সংক্রমণ রোধে জনসচেতনায় ‘মানবতার দেয়াল’

করোনা ভাইরাসের সংক্রামণ রোধে জনসচেতনায় এবার বসানো হয়েছে ‘মানবতার দেয়াল’।
বুধবার (৭ এপ্রিল) দুপুরে শহরের সদর রোড চত্বরে ‘বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা অ্যাসোসিয়েশন (বিবা)’ নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ মানবতার দেয়াল বসানো হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মানবতার দেয়ালের কার্যক্রম সবার জন্য উম্মুক্ত করে দেওয়া হয়েছে।

এখানে রাখা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, খাবার ও পোশাক। ‘আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান’ – এমন লেখা টাঙ্গিয়ে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।  মানবতার দেয়াল নামে এ স্টোর থেকে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার। শুধু তাই নয়, করোনা সচেতনতায় চালানো হচ্ছে প্রচার-প্রচারণাও।
আর্তমানবতার সেবার এ কার্যক্রমে উৎসাহিত হচ্ছেন পথচারী, রিকশাচালক, সচেতনমহলসহ সর্বস্তরের মানুষ। সরেজমিন দেখা গেছে, দরিদ্র অনেক পরিবার মানবতার দেয়াল থেকে খাদ্য সামগ্রী বিশেষ করে চাল, ডাল, পেঁয়াজ ও তেল সংগ্রহ করছেন। কেউ কেউ নিচ্ছেন করোনা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী।

অন্যদিকে বৃত্তবান ব্যক্তিরাও বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। মানবতার দেয়ালে নিজ নিজ উদ্যোগে তারা জমা দিচ্ছেন বিভিন্ন সামগ্রী। এমন উদ্যোগের প্রশংসা করে স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগে একদিকে যেমন মানুষ করোনা বিষয়ে সচেতন হচ্ছেন, অন্যদিকে দরিদ্র মানুষ কিছুটা হলেও সহযোগিতা পাচ্ছেন।
দৈনিক ভোলার বাণী সম্পাদক মাকসুদুর রহমান বলেন, করোনাকালে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে বিবা। এমন উদ্যোগ সত্যিই প্রশংসার। প্রতিটি মানুষের উচিত নিজ নিজ দায়িত্ব থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

বিবা প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম জানান, করোনার কারণে দরিদ্র্য মানুষ কিছুটা হলেও অসহায় পড়ে পড়েছেন, তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মানবতার দেয়াল বসিয়েছি। এখান থেকে কিছুটা হলেও মানুষ উপকৃত হচ্ছেন।

গত বছরও আমরা প্রায় আট মাস করোনার সচেতনতায় হাতধোয়া কর্মসূচি, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন ত্রাণ বিতরণ করেছি। আমাদের এ কাজে অনেকেই আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করছেন।

ভোলায় লকডাউন অমান্য করে যাত্রী পারাপার

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউন ঘোষাণা করা হলেও ভোলায় তা মানা হচ্ছে না। লকডাউন অমান্য করে ভোলা-লক্ষ্মীপুর রুটে ট্রলার ও সি-ট্রাকে যাত্রী পারাপার করা হচ্ছে। এই ঘটনায় চালকসহ ৫টি ট্রলার আটক করা হয়েছে। জানা গেছে, ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাটে প্রায় হাজারেরও বেশি যাত্রী আটকা পড়েছে।
সোমবার ৫ এপ্রিল সকাল থেকে লক্ষ্মীপুর মজু চৌধুরী ঘাট থেকে শত শত মানুষ ট্রলারে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ভোলায় প্রবেশ করছে। শুধু ট্রলারই নয় বিকেল ৪টার দিকে সরকারি নৌ যান সি-ট্রাকে প্রায় ৭শো যাত্রী নিয়ে ইলিশা ঘাটে ঘাট করেছে এস টি খিজির-৫ সি-ট্রাকটি। এছাড়াও বিকেল সাড়ে চারটার দিকে প্রায় ৪শো যাত্রী নিয়ে ইলিশা ঘাটে এসেছে কুসুমকলি ফেরিটি।
ইলিশা থেকে অটোরিকশা ও মাইক্রোবাস যোগে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। এতে করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে অভিযান চালিয়ে চালকসহ ৫টি ট্রলার আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইলিশা নৌ-থানা ওসি সুজন পাল।
এদিকে লকডাউনের কারণে ভোলা শহরের মার্কেট ও বিপনি বিতাণ বন্ধ থাকলেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেচা কেনা চালিয়ে যাচ্ছে। এছাড়া রিক্সায় একাধিক লোক পরিবহন করতে দেখা গেছে।
ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাইহি জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের একাধিক নির্বাহী কর্মকর্তারা মাঠে রয়েছেন।

এমপি শাওনের সহধর্মিণী ফারজানা চৌধুরীর দ্রুত সুস্থতায় দোয়া মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত

ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের সহধর্মিণী, শ্রদ্ধাভাজন মিসেস ফারজানা চৌধুরী রত্না ভাবীর আশু রোগ মুক্তি কামনায় লালমোহন প্রেসক্লাবের উদ্যেগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল আসরবাদ লালমোহন প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার নির্বাহি সম্পাদক অসুস্থ ফারজানা চৌধুরীর দ্রুত সুস্থতায় এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর পূর্বে লালমোহন তজুমুদ্দিনের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মোনাজাত ও মন্দিরে প্রার্থনা করা হয়েছে।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চরফ্যাশনে ভোটার তালিকায় ৩ রোহিঙ্গা শনাক্ত

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রহিঙ্গাদের ৩ ভোটার হিসেবে অর্ন্তভূক্ত করেছে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিস।

আসন্ন ইউপির নির্বাচনে এওয়াজপুর ৫নং ওয়ার্ডের ইউপির সদস্য প্রার্থীর জাতীয় পরিচয়পত্রে সে জানেনা কিভাবে ভোটার একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডে স্থানান্তর করা অভিযোগ রয়েছে।

নির্বাচনের রিটানিং অফিসার তার মানোয়নপত্র বাতিল করেছেন। তথ্যসূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার ৩টি ইউনিয়ন থেকে জন্মসনদ ও নাগরিক সনদ নিয়ে ৩ রহিঙ্গা জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিবন্ধিত হয়েছে।

জাতীয় পরিচয়পত্রের অন্তভূক্তিরা হলেন, মুজিব নগর ইউনিয়ন ১নং ওয়ার্ড থেকে মো. সজিব (১৮) পিতা আঃ সাত্তার ও মাতা বকুল বেগম।

চরমাদ্রাজ ইউনিয়ন ৪নং ওয়ার্ড থেকে মো.রাসেল (২২) পিতা তোফায়েল আহেম্মদ মাতা রাশিদা বেগম ও নজরুল নগর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড থেকে মো. জুয়েল (২৫) পিতা মো. রতন মাতা আয়শা বেগম নামের ৩ রহিঙ্গা ব্যক্তি জন্মসনদ ও নাগরিক সনদ দিয়ে এ পরিচয়পত্র সংগ্রহ করেছে বলে তথ্যসূত্রে জানা গেছে।

এ রহিঙ্গা ব্যক্তিরা নিজেদের প্রকৃত পরিচয় গোপন রেখে দালাল চক্রের মাধ্যমে ভূয়া কাগজপত্র তৈরী করে স্থানীয় তথ্য সংগ্রহকারীর মাধ্যমে ভোটার তালিকায় তাদের নাম অর্ন্তভূক্ত করেছে বলে একাধীক সূত্রে জানা গেছে।

৩ রোহিঙ্গার এনআইডি নাম্বারগুলো হলো যথাক্রমে ৪৬৫৯৯৫১১৪১, ৪২০৩১৪৭০৪৮ ও ১৫০৯৬৬৯৯১৫।

চরমাদ্রাজ ৪নং ওয়ার্ড হামিদপুরের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহকারী স্কুল শিক্ষক শাহ মো. আবদুল মতিন বলেন, রাসেল নামের যে রহিঙ্গা ব্যক্তির কথা বলা হচ্ছে তাঁর বিষয়ে আমার কিছু মনে নেই।

চরমাদ্রাজের হামিদপুর ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ভোটার সনাক্তকারী সুপার ভাইজার জাকির হোসেন মেম্বার বলেন, নাম ও ঠিকানা সঠিক রয়েছে তবে জন্ম নিবন্ধনে যে সাক্ষর রয়েছে তা আমি দেইনি।

মুজিব নগর ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মিয়া বলেন, রহিঙ্গা ভোটার সজিব পিতা আঃ সাত্তার মাতা বকুল বেগম নামের ব্যক্তি আমার জানামতে মুজিবনগর ১নং ওয়ার্ডে নেই।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ৩জন রহিঙ্গা ভোটারকে সনাক্ত করা হয়েছে।

যাচাই বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে চরফ্যাশন উপজেলার এওয়াজপুরে ইউপি সদস্য পদ প্রার্থী সবুজ মহাজনের অজান্তে জাতীয় পরিচয়পত্র এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তরের অভিযোগ উঠেছে।

শনিবার (২০মার্চ) সকালে ৫নং ওয়ার্ডের সাধারন ইউপি সদস্য পদপ্রার্থী সবুজ মহাজন লিখিত অভিযোগ করে বলেন, আমি ৫নং ওয়ার্ডের ভোটার এবং এই ওয়ার্ডে আমার পিতাও ইউপি সদস্য ছিলেন এবং গত ইউপি নির্বাচনেও আমি ইউপি সদস্য পদে নির্বাচন করেছি।

আসন্ন ১১এপ্রিলে অনুষ্ঠিতব্য এওয়াজপুর ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ড থেকে আমি সাধারণ সদস্য পদে নিজের প্রার্থীতা ঘোষণা করে মনোনয়ন পত্র দাখিল করি।

তিনি আরও বলেন, নির্বাচনে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ গ্রুপ আমার সাক্ষর জালিয়াতি করে নির্বচন অফিসে একটি ভূয়া আবেদন করে আমার পরিচয়পত্র এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে স্থান্তর করেছে। আমার মনোনয়পত্র বাতিল করেছে আমি আপিল করেছি।

বঙ্গবন্ধুর জন্মদিনে মসজিদে মসজিদে এমপি শাওনের বিশেষ দোয়া মোনাজাত

মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিনে পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে পৌরশহরের সকল মসজিদে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়া মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের নিহত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও মুজিবকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যে দীর্ঘায়ু কামনা করা হয়েছে। দোয়া মোনাজাতে প্রধান অতিথি এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পৌর শহরের বিশটি মসজিদে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় বলে পৌর আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল নিশ্চিত করেছেন।

চরফ্যাসনে ১২ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ভোলা-২, এর বাস্তবায়নে বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি ইউনিয়নে বেড়িবাঁধ প্রকল্পে ৬টি স্লুইসগেট ও ৬টি ইনলেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮মার্চ) বেলা সাড়ে ১১টায় কুকরি-মুকরি বেড়ীবাঁধ এলাকায় এ উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

এসময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনোয়ার বিন কবির, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,পানি উন্নয়ন বোর্ড চরফ্যাশন, ভোলা এর নির্বাহী প্রোকৌশলী হাসান মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ও কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন,পৌর আওয়ামীলীগ সম্পাদক মনির আহমেদ শুভ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বিচ্ছিন্ন এ জনপদের বন্যাকবলিত মানুষকে দেখতে ১৯৭০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কুকরি-মুকরিতে আসেন।

তিনি এ অঞ্চলের মানুষের সুখ দুঃখের কথা শুনেছেন। আর এ জনপদের মানুষ যেন বন্যায় ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীতায় কুকরি-মুকরিকে আরও উন্নয়নের মাধ্যমে একটি পর্যটন নগড়ে রূপান্তরিত করা হবে।