চরফ্যাসনে ১২ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ভোলা-২, এর বাস্তবায়নে বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি ইউনিয়নে বেড়িবাঁধ প্রকল্পে ৬টি স্লুইসগেট ও ৬টি ইনলেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮মার্চ) বেলা সাড়ে ১১টায় কুকরি-মুকরি বেড়ীবাঁধ এলাকায় এ উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

এসময় উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনোয়ার বিন কবির, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,পানি উন্নয়ন বোর্ড চরফ্যাশন, ভোলা এর নির্বাহী প্রোকৌশলী হাসান মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ও কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন,পৌর আওয়ামীলীগ সম্পাদক মনির আহমেদ শুভ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বিচ্ছিন্ন এ জনপদের বন্যাকবলিত মানুষকে দেখতে ১৯৭০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কুকরি-মুকরিতে আসেন।

তিনি এ অঞ্চলের মানুষের সুখ দুঃখের কথা শুনেছেন। আর এ জনপদের মানুষ যেন বন্যায় ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীতায় কুকরি-মুকরিকে আরও উন্নয়নের মাধ্যমে একটি পর্যটন নগড়ে রূপান্তরিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *