পটুয়াখালী-২: নৌকার প্রার্থী আ.স.ম ফিরোজ’র গণসংযোগ

এম.এ হান্নান,বাউফল: ১১২পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব আ.স.ম ফিরোজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন।
সোমবার (১০ডিসেম্বর) বিকাল ৩টার দিকে বাউফল উপজেলার কালাইয়া বন্দরে গণসংযোগ করেন।
 তিনি বন্দরের বিভিন্ন ব্যবসায়ী ও উপস্থিত জনগণের কাছে দোয়া ও ভোট চায়।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন, বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহপ্ররচার সম্পাদক কবিরুজ্জামান, বাউফল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ মোল্লাসহ উপজেলা ও কালাইয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বেলা ১১টার দিকে বাউফল পৌর শহরে আ.স.ম ফিরোজ গণসংযোগ করেন।

বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক পরিক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

গতকাল ১০ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষীক পরীক্ষার ২০১৮ এর ফলাফল ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির অস্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: ইকবাল আখতার। অধ্যক্ষ প্রফেসর খোন্দকার অলিউল ইসলামের সভাপতিত্বে সভায় আয়েশা সিদ্দিকাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে মেধাক্রম অনুসারে পুরস্কার বিতরন করেন।

জনপ্রিয়তায় ভীত হয়ে আ’লীগ বাসা ভাংচুর করেছে- নাজিম উদ্দীন আলম

এম ইউ মাহিম চৌধুরী, চরফ্যাশন হতে ফিরে: জনপ্রিয়তায় ভীত হয়ে  বাসা ভাংচুর করা হয় বলে মন্তব্য করেছেন ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ ও ডাকসু এজিএস ৯০ এর গনঅভ্যুথানের মহানায়ক মৃত্যুঞ্জয়ী জননেতা আলহাজ্ব নাজিম উদ্দীন আলম। রবিবার তার শরীফপাড়াস্থ বাসভবনে হামলা করে দরজা,জানালা,খাট,চেয়ার, ড্রেসিং টেবিল, সোফাসেট,টেলিভিশন,টয়লেট সহ বাসার যাবতীয় মুল্যবান আসবাবপত্র ভাংচুর করে তছনছ করে। সোমবার সকাল ১১ টায় তার বাসভবনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি বলেন,সারা দেশে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে ধানের শীষের গনজোয়ার সৃস্টি হয়েছে। বন্দী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ও জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষেই বিএনপি নির্বাচনে অংশগ্রহন করছে।আমি বিএনপির মনোনয়ন দাখিলের উদ্দেশ্য চরফ্যাশনে আসলে হাজার হাজার জনতা আমাকে বরন করে নেন। আমার জনপ্রিয়তায় আ’লীগ ইর্ষান্বিত হয়েই উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমার নেতা কর্মীদের হামলা করে নির্যাতন করছে। তারই ধারাবাহিকতায় আমার বাসায় আ’লীগ নেতা কর্মীরা ভাংচুর করে লুটপাট করেছে।আ’লীগ জনগনকে ভীত ও আতংকিত করার উদ্দেশ্যই আমার বাসায় বার বার তারা হামলা করে ভাংচুর করছে।

এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, অধ্যক্ষ মাকসুদুর রহমান,সাধারন সম্পাদক আলমগীর মালতিয়া,পৌর যুবদল সভাপতি সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেল, যুগ্ন সম্পাদক কাইয়ুম শিকদার, ছাত্রদল নেতা শেখ নোমান, ফজলে রাব্বী, চরফ্যাশন কলেজ ছাত্রদল নেতা আকতার,মৎসজিবী দল সভাপতি সোহাগ খাঁন,সাইবার দল সভাপতি জোবায়ের হাসান সুমন মাদ্রাজী সহ উপজেলা, পৌর, ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।

বরিশালে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা

মোঃ শাহাজাদা হিরা: আজ ১০ ডিসেম্বর সকালে পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা এলাকায় ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মোবাইল কোর্ট পরিচালনা কালে ৪ টি ইটভাটায় বিভিন্ন অনিয়ম দেখা যায় তারা জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ায় । ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা অনুযায়ী বিভিন্ন অপরাধে ২৬৫০০০ টাকা জরিমানা করা হয়। ইটভাটা সমূহ হলো, মেসার্স ফাইন ব্রিকস ৭৫০০০ টাকা, মেসার্স যমুনা ব্রিকস ৭৫০০০ টাকা, মেসার্স রানা ব্রিকস ৭৫০০০ টাকা, মেসার্স স্টার ব্রিকস ৪০০০০ টাকা। এসময় অবৈধভাবে নির্মিত ড্রাম চিমনি ভেঙ্গপ ব্যবহার অনুপযোগী করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ,এইচ,এম রাসেদ ও পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ।

বরিশাল জেলায় ১১ জনের ম‌নোনয়ন প্রত্যাহা‌র

মোঃ শাহাজাদা হিরা: আজ ৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে ম‌নোনয়ন প্রত্যাহা‌রের শেষ দি‌নে বরিশালের ৬ টি আসনের ১১ জন প্রার্থী ম‌নোনয়ন প্রত্যাহার ক‌রে নি‌য়ে‌ছেন। ব‌রিশাল রিটা‌র্নিং অ‌ফিসা‌রের কার্যাল‌য় থেকে মোঃ মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট সূ‌ত্রে জানা গে‌ছে, ব‌রিশাল ১ আসন থে‌কে বিএনপি প্রার্থী আব্দুস সোবাহান, ব‌রিশাল ২ আস‌নে বিএন‌পির প্রার্থী শ‌হিদুল হক জামাল, আওয়ামী লী‌গের বি‌দ্রোহী প্রার্থী রু‌বিনা আক্তার, ফাইয়াজুল হক রাজু, ক্যা‌প্টেন মোয়া‌জ্জেম হোসেন, ব‌রিশাল ৩ আস‌নে বিএন‌পির প্রার্থী সে‌লিমা রহমান, ব‌রিশাল ৪ আস‌নে বিএন‌পির প্রার্থী মেজবাহ উ‌দ্দিন ফরহাদ, ব‌রিশাল ৫ আস‌নে বিএন‌পির প্রার্থী এবায়দুল হক চান, ব‌রিশাল ৬ আস‌নে বিএন‌পির প্রার্থী অধ্যক্ষ আব্দুর র‌শিদ খান, গন‌ফোরা‌মের প্রার্থী হিরন কুমার দাস ও ফোরকান আলম খান তা‌দের ম‌নোনয়ন পত্র প্রত্যাহার ক‌রে নি‌য়ে‌ছেন। এদের মধ্যে আওয়ামী লী‌গের তিন বি‌দ্রোহী প্রার্থী তা‌দের ম‌নোনয়ন প্রত্যাহার ক‌রে‌ছে ।

৫২ জন প্রার্থী ম‌নোনয়ন পত্র দা‌খিল ক‌রেছি‌লেন। কিন্তু ম‌নোনয়ন যাচাই বাছাই‌য়ে বাদ প‌ড়ে ৯ জন প্রার্থী। কিন্তু এ‌দের ম‌ধ্যে ৬ জন ‌আপিল ক‌রে টি‌কে যান। এরপর ১১জন প্রার্থী ম‌নোনয়ন প্রত্যাহার ক‌রেন। সর্ব‌শেষ ৩৮ জন প্রার্থী ব‌রিশা‌লের ৬টি সংসদীয় আস‌নে বি‌ভিন্ন দল থে‌কে প্র‌তিদ্ব‌ন্দিতা কর‌বেন।

ব‌রিশাল-১ আস‌নে আওয়ামী লী‌গের প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ, বিএন‌পির প্রার্থী জ‌হির উ‌দ্দিন স্বপন ।

ব‌রিশাল-২ আস‌নে আওয়ামী লী‌গের শা‌হে আলম, জাতীয় পা‌র্টির মাসুদ পার‌ভেজ সোহেল রানা, বিএন‌পির সরফু‌দ্দিন আহ‌ম্মেদ সান্টু

ব‌রিশাল-৩ আস‌নে জাতীয় পা‌র্টির প্রার্থী গোলাম কিব‌রিয়া টিপু, ওয়ার্কার্স পা‌র্টির শেখ টিপু সুলতান, বিএন‌পির জয়নুল আবেদীন।

ব‌রিশাল-৪ আস‌নে আওয়ামী লী‌গের পঙ্কজ নাথ, বিএন‌পির কেএম নুরুর রহমান ।

ব‌রিশাল-৫ আস‌নে বিএন‌পির ম‌জিবর রহমান স‌রোয়ার, আওয়ামী লী‌গের জা‌হিদ ফারুখ শামীম ।

ব‌রিশাল-৬ আস‌নে জাতীয় পা‌র্টির নাস‌রিন জাহান রত্না আমিন, বিএন‌পির আবুল হোসেন খান সহ ৩৮ প্রার্থী বরিশাল জেলার ৬টি আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এবার রিলিজ হলো তরুন মডেল স্বাধীন চৌধুরীর প্রান বন্ধুরে

আওলাদ খান:ভোলার সন্তান জনপ্রিয় মডেল স্বাধীন চৌধুরীর “প্রান বন্ধুরে“ নামের মিউজিকাল ফিল্মটি রিলিজ হয়েছে। ৬ই ডিসেম্বর সংগীতার ‘ ব্যানারে প্রকাশিত ফিল্মটিতে মডেল স্বাধীনের বিপরীতে প্রথমবারের মতো দেখা মিডিয়াতে পদার্পণ করেছে তরুন মডেল আলভিরা মন প্রিয়া।

আর মিউজিকাল ফিল্মের জগতের সফল পরিচালক শান্তর পরিচালনায় মডেল স্বাধীনের প্রথম বার এ ফিল্মটির শুটিং করা হয়েছে নরসিংদীর বিভিন্ন মনোরম স্থানে। আর এ ফিল্মটিকে মডেল স্বাধীনকে দেখা গেছে গতানুগতিক স্টাইলের বাহিরে গ্রাম্য পরিবেশে অতি গরীব ঘরের সন্তান হিসেবে। দরিদ্রতার কষাঘাতে পেটের দায়ে বাবা-মা, পরিবার, পরিজন ছেড়ে বিদেশে পাড়ি দিতে হয়েছে তাকে। ফিল্মটির বিষয়ে মডেল স্বাধীনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই প্রথমবার আমি ভিন্ন একটি চরিত্রে অভিনয় করতে পেরে নিজের কাছে খুব ভাল লাগছে। জানতাম অামরা গানটি ডিসেম্বর মাসে রিলিজ হবে তাই ” প্রাণ বন্ধুরে” গানটির মাধ্যমে ফুল টিম ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে – লাল সবুজের দেশ ও দেশের সংস্কৃতিকে তুলে ধরতে যথেষ্ট চেষ্টা করেছি।

ঝালকাঠি নলছিটি দুই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী জীবা আমিনা খান

আরিফ সরদারঃ আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি- ২   আসন  থেকে    দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন বিএনপির ৮নেতা, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদল সভাপতি জি এম সবুর কামরুল ও কেন্দ্রীয় বাস্তুহারা দলের সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল। ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর পক্ষে স্থানীয় কয়েকজন নেতাকর্মী এবং মাহাবুবুল হক নান্নু কারাগারে থাকায় তাঁর পক্ষে স্ত্রী মনোনয়ন ফরম ক্রয় করেন। এছাড়া অন্যরা নিজে উপস্থিত থেকে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন।বিএনপি মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। গত ২৮ নভেম্বর  বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকতা ও সহকারী রিটার্নিং কর্মকতা আশ্রাফুল ইসলামের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর সহকর্মীরা।এদিকে ৭ই ডিসেম্বর বিএনপির চূড়ান্ত ভাবে প্রার্থী ঘোষনা করা হয়।ঝালকাঠি নলছিটি -২ আসনে চূড়ান্ত প্রার্থী হিসাবে জীবা আমিনা খান নির্বাচিত হয়।

মেজর হাফিজের পক্ষে মাঠে নামার আহবান জানালেন আইনজিবী নেতা কামাল

এম ইউ মাহিম চৌধুরী, বিশেষ প্রতিনিধি: ভোলা-৩ আসনের(লালমোহন ও তজুমুদ্দিনে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হতে চুড়ান্ত মনোনীত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক পানিসম্পদ ও বানিজ্যমন্ত্রী বর্ষীয়ান নেতা আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দীন আহম্মেদ বীর বিক্রমের পক্ষে নির্বাচনী মাঠে বিএনপির সকল নেতা কর্মীদের কাজ করার আহবান জানালেন সুপ্রীম কোর্ট আইনজিবী নেতা আ্যাডভোকেট কামাল হোসেন। ভোলা-৩ আসনে বিএনপি হতে চুড়ান্ত মনোনয়নে মেজর হাফিজ কে মনোনীত করার পর তার ব্যক্তিগত ফেইসবুক আইডি হতে মেজর হাফিজ কে অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের সাথে মনোনয়নের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে আ্যাডভোকেট কামাল হোসেন বলেন, আমি হাফিজ ভাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি লালমোহন ও তজুমুদ্দিনের বিএনপির নেতা কর্মীদের সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে মেজর হাফিজের পক্ষে মাঠে কাজ করার অনুরোধ জানান। এ সময় তিনি আরও বলেন আগামী ৩০ শে ডিসেম্বরের নির্বাচন গনতন্ত্র রক্ষার নির্বাচন,এ নির্বাচনে বিএনপি নেতা কর্মীদের ভোট বিপ্লব ঘটাতে হবে। বন্দী বেগম জিয়ার কস্ট হৃদয়ে ধারন করে সকল নেতা কর্মীদের কাধেঁ কাধঁ মিলিয়ে ভোট কেন্দ্র পাহাড়া দিয়ে জনগনের ভোটাধিকার হরনকারীদের প্রতিরোধ করতে হবে। তিনিও বিএনপি নেতা কর্মীদের নিয়ে মাঠে নির্বাচনী প্রচারনায় গনসংযোগ করবেন বলে জানান। উল্লেখ্য ভোলা-৩ আসন হতে সুপ্রীমকোর্ট আইনজিবী নেতা আ্যাডভোকেট কামাল হোসেন ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ বিএনপির মনোনীত প্রার্থী হওয়ার চিঠি পেয়ে মনোনয়ন দাখিল করেন। চুড়ান্ত মনোনয়নে মেজর হাফিজ উদ্দীন আহম্মেদ বীর বিক্রম মনোনয়ন পান।

ভোলা ২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন হাফিজ ইব্রাহীম

ভোলা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। আজ শুক্রবার জাতীয় সংসদ নির্বাচনে ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ভোলা-২ আসনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের চূড়ান্ত প্রার্থীতা নিশ্চিত করা হয়।

এদিকে ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার জনপ্রিয় নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় দুই উপজেলার বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগনের মাঝে ব্যাপক আনন্দ উৎসাহ বিরাজ করছে। সূত্র জানায়, ২০০১সালে বিএনপি জোট সরকারের আমলে হাফিজ ইব্রাহিম সংসদ সদস্য থাকাকালে ভোলা-২-আসনের সদরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রচুর রাস্তাঘাট, পুল, কালভার্ট, স্কুল কলেজ, মাদ্রাসা, সরকারি পলিটেকনিক নির্মাণ করে জনগণের মনে ঠাই করে নেন।

উল্লেখ্য, বোরহানউদ্দিন ও দৌলতখান মিলে ভোলা-২ আসন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বর্তমান আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন হাফিজ ইব্রাহিম।

এর আগে, দ্বীপ জেলা ভোলা-২-আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করায় বোরহানউদ্দিন-দৌলতখান উপজেলার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেন। গত ২ ডিসম্বর রোববার ভোলা জেলা রিটানিং কর্মকর্তা মোঃ মাসুদ আলম সিদ্দিক তাঁর কার্যালয়ে সকল প্রার্থীদের সামনে ভোলা -২-আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এসময় বিএনপি প্রার্থী সাবেক এমপি হাফিজ ইব্রাহিম জেলা রিটানিং কার্যালয়ে উপস্থিত ছিলেন।

ভোলা জেলা রিটানিং অফিস থেকে বের হয়ে উপস্থিত অসংখ্য বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে হাফিজ ইব্রাহিম বলেন, আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমার মনোনয়ন বৈধ ঘোষনার খবরে আমার এলাকার বিএনপি নেতাকর্মী ও জনগন সবচেয়ে বেশি খুশি। আর তাই ৩০ডিসেম্বর সুষ্ঠ নির্বাচন হলে দৌলতখান-বোরহানউদ্দিনের মানুষ উৎসাহের সহিত ধানের শীষে ভোট দিবে। আর সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব ইসির ও স্থানীয় প্রশাসনের। সংসদ নির্বাচনে স্থানীয় প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরন ভোলা-২-আসনের শান্তি প্রিয় জনগন কোনভাবেই মেনে নেবে না। তিনি উপস্থিত নেতাকর্মীদের ভোটের দিন জনগণের ভোট আমানত রক্ষায় ভোট কেন্দ্র পাহারায় থাকার নির্দেশ দেন।

হাফিজ ইব্রাহিমের মনোনয়ন বৈধ ঘোষণার খবরে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড গ্রামগঞ্জে, হাটবাজারে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ উল্লাস বইছে বলে সূত্রে জানা গেছে। দুই উপজেলার বিএনপি নেতাকর্মীরা জানান, ২০০১সালে এমপি হয়ে হাফিজ ইব্রাহিম বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার মাটি ও মানুষের ভাগ্যে উন্নয়নে যে ব্যাপক কাজ করেছেন তা আগে কখনও ভোলার মানুষ দেখেনি। যার দরুন এলাকার মানুষ তাকে এখনও মনে রেখেছেন। বোরহানউদ্দিন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সারোয়ার আলম বলেন, হাফিজ ইব্রাহিমের জনপ্রিয়তা দেখে স্থানীয় সরকারি দলের নেতাকর্মীরা ঈর্ষান্বিত হয়ে পড়েছেন। এবং তারা স্থানীয় বিএনপি কর্মীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে।

বি ইউ ডি এসের অফিস কক্ষ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট:  বরিশাল ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র সিন্ডিকেটের অনুমোদন প্রাপ্ত সংগঠন। যে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তচিন্তার চর্চাকে ত্বরান্বিত করে থাকে। সেই মুক্তচিন্তার চর্চাকে আরো গতিশীল করার লক্ষে আজ আনুষ্ঠানিক ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বি ইউ ডি এসকে একটি স্থায়ি অফিসকক্ষ হস্তান্তর করে।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় ক্যাফেটেরিয়া ভবনের ৩য় তলার একটি রুম বি ইউ ডি এসকে দেওয়া হয়। যেখানে বি ইউ ডি এসেন সাপ্তাহিক সেশন ও বিতর্ক অনুষ্ঠিত হবে। অফিসকক্ষ হস্তান্তের সময় উপস্থিত ছিলেন বি ইউ ডি এসের চীফ মডারেটর জনাব তানভীর কায়ছার স্যার, ও টি এস সির পরিচালক জনাব ড.খোরশেদ আলোম স্যার এবং সংগঠনের সন্মানিত সভাপতি, সাধারন সম্পাদক এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক বলেন এতো দিন অফিসকক্ষ না থাকার কারনে সাংগঠনিক কাজ করার জন্য অনেক সমস্যায় পরতে হতো।এখন যেহেতু অফিসকক্ষ দেওয়া হয়েছে তাই আর আগের মতো সমস্যা হবে না এবং সংগঠনটি আরো জোড়ালো ভাবে তাদের কাজ করতে পারবে।