বরিশালে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা

মোঃ শাহাজাদা হিরা: আজ ১০ ডিসেম্বর সকালে পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা এলাকায় ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মোবাইল কোর্ট পরিচালনা কালে ৪ টি ইটভাটায় বিভিন্ন অনিয়ম দেখা যায় তারা জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ায় । ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ ধারা অনুযায়ী বিভিন্ন অপরাধে ২৬৫০০০ টাকা জরিমানা করা হয়। ইটভাটা সমূহ হলো, মেসার্স ফাইন ব্রিকস ৭৫০০০ টাকা, মেসার্স যমুনা ব্রিকস ৭৫০০০ টাকা, মেসার্স রানা ব্রিকস ৭৫০০০ টাকা, মেসার্স স্টার ব্রিকস ৪০০০০ টাকা। এসময় অবৈধভাবে নির্মিত ড্রাম চিমনি ভেঙ্গপ ব্যবহার অনুপযোগী করা হয়। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ,এইচ,এম রাসেদ ও পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *