জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ

ব্যাট হাতে জিম্বুবয়েকে ১৭৬ রানের লক্ষ্য বেধে দেয়ার পরই বাংলাদেশের ক্রিকেট ভক্তরা অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে, বাংলাদেশই জিততে যাচ্ছে এই ম্যাচে। শেষ পর্যন্ত বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সেটাই সম্ভব হলো এবং জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছে গেলো সাকিব আল হাসানের দল। সে সঙ্গে ফাইনাল নিশ্চিত হলো আফগানিস্তানেরও।

জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেই ফাইনাল। এই সমীকরণ নিয়েই খেলতে নামে বাংলাদেশ। কারণ, ঢাকা পর্বে আফগানিস্তানের কাছে হারলেও বাংলাদেশ ৩ উইকেটের ব্যবধানে জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। অন্যদিকে জিম্বাবুয়ে হেরেছিল আফগানিস্তানের কাছে।
চট্টগ্রামে সেই জিম্বাবুয়েকে হারালেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত। পরের ম্যাচে জিম্বাবুয়ে যদি আফগানদের হারিয়েও দেয়, তাতেও কোনো সমস্যা হবে না বাংলাদেশের। লাভ হবে না তাদেরও। কারণ, ইতিমধ্যে দুটি ম্যাচ জিতে ফেলেছে আফগানরাও। সুতরাং, বিদায় ঘটলো জিম্বাবুয়ের।

১৭৬ রানের বিশাল লক্ষ্য। নিজেদের টিকিয়ে রাখতে হলে এই লক্ষ্য পাড়ি দিতে হবে জিম্বাবুয়েকে। কিন্তু জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে গেছে জিম্বাবুয়ে। স্কোরবোর্ডে ৮ রান যোগ করতে না করতেই টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারিয়েছে তারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। বোলার সাইফউদ্দিনের ৫ম বলেই সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ব্রেন্ডন টেলর। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই বিদায় নেন তিনি।

পরের ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। এবার ওভারের ৩য় বলে বোল্ড হয়ে গেলেন রেগিস চাকাভা। ২ রানের মাথায় পড়লো দ্বিতীয় উইকেট। এরপর চতুর্থ ওভারের প্রথম বলে শফিউল ইসলামের বলে ক্যাচ দেন আফিফ হোসেন ধ্রুবর হাতে।

তৃতীয় উইকেট পড়ার পর অবশ্য জিম্বাবুয়ে ইনিংসের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা এবং মিডল অর্ডার ব্যাটসম্যান তিনোতেন্দা মুতুম্বোদজি। ২৭ রানের জুটি গড়েন এ দু’জন। অবশেষে লেগ স্পিনার আমিনুল বিপ্লব বোলিংয়ে এসেই তুলে নেন মুতুম্বোদজির উইকেট। ৯ বলে ১১ রান করে ফিরে যান তিনি।

এরপর রায়ান ব্রুলকে বোল্ড করে ফিরিয়ে দেন শফিউল ইসলাম। ৩৭ রানেই নাই হয়ে যায় জিম্বাবুয়ের ৫ উইকেট। ৪৪ রানের মাথায় ফিরে যান হ্যামিল্টন মাসাকাদজা। তাকে তুলে নেন লেগ স্পিনার আমিনুল বিপ্লব।

নেভিল মাদজিভা ১৫ বলে ৯ রান করে রানআউটের শিকার হন। শেষ মুহূর্তে কিছুটা ঝড়ো ব্যাটিং করে ব্যবধান কমানোর চেষ্টা করেন রিচমন্ড মুতুম্বামি এবং কাইল জার্ভিস। দু’জন গড়েন ৫৮ রানের জুটি। ২০ বলে ২৭ রান করেন জার্ভিস এবং ৩২ বলে ৫৪ রান করেন মুতুম্বামি। শেষ পর্যন্ত একেবারে শেষ বলে গিয়ে ১৩৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

৩ উইকেট নেন শফিউল ইসলাম। ২টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান এবং আমিনুল বিপ্লব। ১টি করে উইকেট নেন সাইফউদ্দীন এবং সাকিব আল হাসান।

নিউজিল্যান্ডের সঙ্গে বন্ধন আরও দৃঢ় হয়েছে : বিসিবি

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কত নাটকই না করেছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। অনেক কাঠখড় পোড়ানোর পর তারা সফরে এসে নিশ্চিত হয়ে গেছে যে, বাংলাদেশ এখনও পাকিস্তানের পর্যায়ে যায়নি যে এখানে খেলতে আসা যাবে না। অথচ এই অস্ট্রেলিয়া-ইংল্যান্ডেই জঙ্গি হামলায় বার বার প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার চিরশান্তির দেশেও ঘটল ভয়াবহ সন্ত্রাসী হামলা। এখন কি গোটা ক্রিকেটবিশ্ব বর্জন করবে নিউজিল্যান্ডকে?

শুক্রবারের নৃশংস এই হামলায় ৫০ জনের মৃত্যু হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন নিউজিল্যান্ড সফররত বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বের ক্রিকেটাঙ্গনে এখন একটাই আলোচনা, মাত্র তিন মিনিট আগে বাংলাদেশ দল ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে পৌঁছলে কী হতে পারত! নিউজিল্যান্ডে অপরাধ বলতে গেল বিরল। সে কারণেই হয়তো বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে কোনো নিরাপত্তাবাহিনী ছিল না। কিন্তু এবার তো সারাবিশ্বের কাছে মাথা হেঁট হলো কিউইদের। তাছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কটাই বা কী দাঁড়াল?

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে উল্লেখ করে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী আজ শনিবার গণমাধ্যমকে বলেছেন, ‘এ ঘটনায় তারা (কিউই বোর্ড) বারবার দুঃখ প্রকাশ করেছে। নিউজিল্যান্ডের কেউ বিশ্বাসই করতে পারছে না, এমন ঘটনা ঘটতে পারে তাদের দেশে। মসজিদে সন্ত্রাসী হামলা, বাংলাদেশ ক্রিকেটারদের অল্পের জন্য বেঁচে যাওয়া আর ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল হওয়ার পর নিউজিল্যান্ড ক্রিকেট নানাভাবে বিসিবিকে বোঝানোর চেষ্টা করেছে।’

তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ড বোর্ড অনুরোধ করেছে, বাংলাদেশ যেন এই ঘটনায় তাদের দেশ কিংবা বোর্ড সম্পর্কে নেতিবাচক ধারণা না নেয়। বিসিবি মনে করে, এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই বোর্ডের বন্ধন আরও দৃঢ় হয়েছে, ভবিষ্যতেও কঠিন সময়ে দুই বোর্ড যেন একে অপরের পাশে থাকে। হ্যাঁ, এটা ঠিক, ভবিষ্যতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হলেই আমরা সফর করব। তবে এ ঘটনার পর আইসিসি এখন আরও সতর্ক হবে, আরও সচেতন হবে।’

বরিশালে সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ শাহাজাদা হিরা:  আজ ১৯ জানুয়ারি সকাল ১০ টায় বঙ্গবন্ধু উদ্যান বরিশালে। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে ২৬ তম সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের সন্তানদের সমন্বয়ে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধনী, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী৷ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল, বিশেষ অতিথি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন, বরিশাল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরিশাল, জনাব মোঃ ইকবাল আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বরিশাল এবং বরিশালের ১০ টি উপজেলা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন অতিথি বৃন্দ ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন পরে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বরিশালে ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:  আজ ১৭ জানুয়ারি সকাল ৯ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনুধর্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮ (খুলনা এবং বরিশাল জোনের ) অাঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস,এম,অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল। এসময় উপস্থিত ছিলেন এস, এম রবিন শীষ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, রেজওয়ানা কবির, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, রুম্পা ঘোষ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফারজানা আক্তার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আসমা জাহান সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ উভয় দলের খেলোয়ার, কোচ, ম্যানেজার ও বিভিন্ন অতিথি বৃন্দ। আঞ্চলিক পর্যায়ের ক্রিকেট খেলায় আজকের টিম বরগুনা এবং খুলনা জেলার খেলার মধ্যদিয়ে খেলা শুরু হয়। খেলার শুভ উদ্বোধন করেন এস, এম অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল।

বরিশালে ইয়ং টাইগার্স অনুর্দ্ধ ১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরন

মোঃ শাহাজাদা হিরা: আজ ১৫ জানুয়ারি বিকাল ৩ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনুধর্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮ (বিভাগীয় পর্যায়) এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস,এম,অজিয়র রহমান,

জেলা প্রশাসক বরিশাল। এসময় উপস্থিত ছিলেন আহসান মাহামুদ রাসেল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ উভয় দলের খেলোয়ার, কোচ, ম্যানেজার ও বিভিন্ন অতিথি বৃন্দ। বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় ভোলা জেলা রানার্সআপ ও বরিশাল জেলা চ্যম্পিয়ান হয়। পরে প্রধান অতিথি বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বরিশালে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন

মোঃ শাহাজাদা হিরা: আজ সকাল ৯ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনুধর্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮ (বিভাগীয় পর্যায়) এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জনাব এস,এম,অজিয়র রহমান, এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শহিদুল ইসলাম, সাবেক ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয় ক্রিয়া সংস্থা, আসাদুজ্জামান খশরু সহ কোচ, ম্যানেজার, এবং টিমের খেলোয়াড় বৃন্দ।

বরিশালে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেটলীগ

বরিশাল অফিস: দীর্ঘ নয় বছর পর পুনরায় বরিশালে শুরু হচ্ছে ওয়াল্টন ২০তম জাতীয় ক্রিকেটলীগ। এ উপলক্ষে আজ দুপুরে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে’র লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বরিশাল বিভাগীয় ক্রিড়া সংস্থার সদস্য সচিব আলমগীর খান আলো বলেন, দির্ঘ নয় বছর পর বরিশালে ২০তম জাতীয় ক্রিকেটলীগ আয়োজন করা হয়েছে। নানা সমস্যার কারনে এতদিন বরিশালে ক্রিকেট লীগের আয়োজন করা সম্ভব হয়নি। যাতায়াত ও হোটেল সমস্যা ছিল এর মধ্যে অন্যতম। বর্তমানে বরিশালে আধুনিক মানের হোটেল নির্মান ও যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে।
আগামী কাল ১৫ অক্টোবর বরিশাল ও রাজশাহী বিভাগের মধ্যে চার দিনের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টার এ খেলার উদ্বোধন করবেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।

বরিশালে ধর্ষন চেষ্টা মামলা থেকে রেহাই পেতে বাল্য বিয়ে!

শামীম আহমেদঃ বরিশাল জেলার হিজলা থানাধীন চরদূর্গাপুরে ধর্ষন চেষ্টার মামলা থেকে বাঁচতে বাল্য বিয়ে সম্পন্ন করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়,হিজলা উপজেলার চরদূর্গাপুরের বাসিন্দা ইউসুফ বেপারীর কন্যা সুরমা (১৬) চলতি বছর জুলাই মাসের ২৪ তারিখ নানা মৃতঃ আব্দুর মন্নার তালুকদারের বাড়িতে বেড়াতে যায়। ঐ দিন রাত আনুমানিক ১০ টায় সুরমা তার নানির সাথে প্রকৃতিক ঢাকে সাড়া দিতে দরজা খুলে ঘরের বাহিরে গেলে এই সুযোগে একই এলাকার সহিদ দেওয়ানের পুত্র রহমতউল্লাহ দেওয়ান সকলের অগচরে খোলা দরজা দিয়ে সুরমার রুমে প্রবেশ করে লুকিয়ে থাকে। পরবর্তীতে ঘরে ফিরে সুরমার নানি ঘুমিয়ে পড়লে রহমতউল্লাহ খাটে শায়িত সুরমাকে জড়িয়ে ধরে এবং ধর্ষনের চেস্টা চালায়। এসময় সুরমা নিজেকে বাঁচাতে ডাক চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে আসার সুযোগে রহমতউল্লাহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে সুরমার বাবা ইউসুফ ব্যাপারী রহমতউল্লাহ পরিবারকে জানালে তারা কোন কর্নপাত না করায় গত ২৬ জুলাই সুরমার বাবা রহমতউল্লাহকে আসামী করে হিজলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেন। এদিকে নিজেকে ধর্ষন চেষ্টা মামলা থেকে বাঁচাতে অভিযুক্ত রহমতউল্লাহ দেওয়ান মাত্র দু’দিন পর ২৮ জুলাই বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা তথ্য প্রদান করে এ্যাড.মো: মাইনুদ্দিন ডিপটির মাধ্যমে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে দূর্গাপুর নিবাসী শফিক শিকদারের মেয়ে লামিয়া আক্তারকে বিয়ে করে যেখানে লামিয়া আক্তারের বয়স উল্লেখ করা হয়েছে ১৯ বছর। কিন্তু ২ নং মেমানিয়া ইউনিয়ন পরিষদ থেকে গত ২৬/৪/১৬ তারিখ ইস্যুকৃত জন্ম নিবন্ধন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরিত প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ পত্রে দেখা যায় যে লামিয়ার জন্ম ২ হাজার ৬ সালের ১২ জুন। সেই হিসেবে বর্তমানে লামিয়ার বয়স মাত্র ১২ বছর। এঘটনায় ইউনিয়ন জুড়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার এক জন প্রতিনিধি জানান,নিজেদের বাঁচাতে লম্পট রহমতউল্লার পরিবার একের পর এক অন্যায় কাজ করে চলছে। এমনকি তারা আদালতে মিথ্যা তথ্য সরবরাহ করে বাল্য বিয়ের মত একটি জঘন্য অপরাদ সম্পন্ন করেছে। ভুক্তভোগী সুরমার পরিবার ন্যায় বিচার পেতে আদালত থেকে শুরু করে প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বরিশালে সংযোগের আগেই বিদ্যুৎ বিল হাজির!

শামীম আহমেদঃ ছয়মাস পূর্বে বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে আবেদন করেছিলেন জেলার বাবুগঞ্জ উপজেলার নতুনচর জাহাপুর গ্রামের বাসিন্দা হনুফা বেগম। গত দুইমাস ধরে বসত ঘর পর্যন্ত বিদ্যুতের তার ঝুঁলিয়ে রাখলেও সংযোগ দেয়া হয়নি।
বিদ্যুৎ সংযোগ না পেলেও গত জুলাই মাসের বিদ্যুৎ বিল পাঠিয়েছে পল্লী বিদ্যুৎ। ভূতুড়ে এ কান্ডটি ঘটিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির জেলার গৌরনদী জোনাল অফিস। এছাড়াও জুলাই মাসে ওই এলাকার সহস্রাধীক গ্রাহককে মনগড়াভাবে ভূতুরে বিল পাঠানো হয়েছে বলেও গ্রাহকরা অভিযোগ করেন।
বিদ্যুৎ সংযোগ না পেয়েও বিল পাওয়া নতুনচর জাহাপুর গ্রামের বাসিন্দা মোশাররফ মোল্লার স্ত্রী হনুফা বেগম জানান, বিদ্যুত ব্যবহার না করেও জুলাই মাসে তাকে ৭৮ টাকার বিল পাঠানো হয়েছে। বিষয়টি তিনি জোনাল অফিসে যোগাযোগ করেও কোন প্রতিকার পাননি। পল্লী বিদ্যুৎ অফিস থেকে তাকে জানিয়ে দেয়া হয় বিল পরিশোধ করতে। এতে স্থানীয়ভাবে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিষয়টি জানার পর বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন পল্লী বিদ্যুত সমিতির জেলারেল ম্যানেজারের সাথে যোগাযোগ করার পর গত চারদিন পূর্বে হনুফা বেগমের বসত ঘরে মিটার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও ভূতুরে বিলের ব্যাপারে কোন সিদ্ধান্ত দেয়া হয়নি।
ওই গ্রামের মৃত আবুল হোসেন হাওলাদারের পুত্র কবির হোসেন অভিযোগ করেন, পূর্বে প্রতি মাসে তার বসত ঘরে ১৫০ থেকে ১৮০ টাকা হারে বিদ্যুৎ বিল আসলেও জুলাই মাসে তার কাছে পাঠানো বিদ্যুৎ বিল এসেছে ৪৮০ টাকা। তিনি আরও জানান, স্থানীয় মসজিদে প্রতিমাসে ৮০ থেকে ৯০ টাকা বিল আসলেও জুলাই মাসে সেখানে বিল পাঠানো হয়েছে ১৮০ টাকা। এভাবেই পল্লী বিদ্যুৎ সমিতির গৌরনদী জোনাল অফিস থেকে ওই এলাকার সহস্রাধীক গ্রাহককে মনগড়াভাবে ভূতুরে বিল পাঠানো হয়েছে বলেও গ্রাহকরা অভিযোগ করেন। ফলে ভূক্তভোগী গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, বিষয়টি দেখভালের দায়িত্ব উপজেলার সরিকল বিদ্যুৎ অফিসের। তারাই ভাল বলতে পারবেন কি হয়েছে। এ ব্যাপারে সরিকল বিদ্যুত অফিসের প্রধান মোঃ গিয়াস উদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

বঙ্গবন্ধুর হুকুমে আমরা মুক্তিযুদ্ধ করেছি- চীফ হুইপ আ.স.ম ফিরোজ

এম.এ হান্নান, বাউফল: পটুয়াখালীর বাউফল উপজেলার ‘ছোট ডালিমা আবদুস ছালাম মৃধা বালিকা মাধ্যমিক বিদ্যালয়’ এর চারতলা ভিত বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকাল ১০টার সময় অত্র বিদ্যালয় মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ (এমপি) বলেন, ‘বঙ্গবন্ধুর হুকুমে আমরা মুক্তিযুদ্ধ করেছি। সেদিন তিনি (বঙ্গবন্ধু) বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের যা যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। তার সেই হুকুমে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি।’
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন শেখ হাসিনার অবদান। শেখ হাসিনার অবদানে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল।
আ.স.ম ফিরোজ (এমপি) এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল মত নির্বেশেষ সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য আবেদন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন , অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুস ছালাম মৃধা।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে। বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম । বাউফল উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন। বাউফল উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন, বাউফল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল আলম মিয়া। উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো: ইব্রাহিম ফারুক। নাজিরপুর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো: আমির হোসেন ব্যাপারী ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: মরিয়ম বেগম প্রমুখ।