নিউজিল্যান্ডের সঙ্গে বন্ধন আরও দৃঢ় হয়েছে : বিসিবি

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কত নাটকই না করেছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। অনেক কাঠখড় পোড়ানোর পর তারা সফরে এসে নিশ্চিত হয়ে গেছে যে, বাংলাদেশ এখনও পাকিস্তানের পর্যায়ে যায়নি যে এখানে খেলতে আসা যাবে না। অথচ এই অস্ট্রেলিয়া-ইংল্যান্ডেই জঙ্গি হামলায় বার বার প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার চিরশান্তির দেশেও ঘটল ভয়াবহ সন্ত্রাসী হামলা। এখন কি গোটা ক্রিকেটবিশ্ব বর্জন করবে নিউজিল্যান্ডকে?

শুক্রবারের নৃশংস এই হামলায় ৫০ জনের মৃত্যু হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন নিউজিল্যান্ড সফররত বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বের ক্রিকেটাঙ্গনে এখন একটাই আলোচনা, মাত্র তিন মিনিট আগে বাংলাদেশ দল ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে পৌঁছলে কী হতে পারত! নিউজিল্যান্ডে অপরাধ বলতে গেল বিরল। সে কারণেই হয়তো বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে কোনো নিরাপত্তাবাহিনী ছিল না। কিন্তু এবার তো সারাবিশ্বের কাছে মাথা হেঁট হলো কিউইদের। তাছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কটাই বা কী দাঁড়াল?

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে উল্লেখ করে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী আজ শনিবার গণমাধ্যমকে বলেছেন, ‘এ ঘটনায় তারা (কিউই বোর্ড) বারবার দুঃখ প্রকাশ করেছে। নিউজিল্যান্ডের কেউ বিশ্বাসই করতে পারছে না, এমন ঘটনা ঘটতে পারে তাদের দেশে। মসজিদে সন্ত্রাসী হামলা, বাংলাদেশ ক্রিকেটারদের অল্পের জন্য বেঁচে যাওয়া আর ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল হওয়ার পর নিউজিল্যান্ড ক্রিকেট নানাভাবে বিসিবিকে বোঝানোর চেষ্টা করেছে।’

তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ড বোর্ড অনুরোধ করেছে, বাংলাদেশ যেন এই ঘটনায় তাদের দেশ কিংবা বোর্ড সম্পর্কে নেতিবাচক ধারণা না নেয়। বিসিবি মনে করে, এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই বোর্ডের বন্ধন আরও দৃঢ় হয়েছে, ভবিষ্যতেও কঠিন সময়ে দুই বোর্ড যেন একে অপরের পাশে থাকে। হ্যাঁ, এটা ঠিক, ভবিষ্যতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হলেই আমরা সফর করব। তবে এ ঘটনার পর আইসিসি এখন আরও সতর্ক হবে, আরও সচেতন হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *