খামোশ

পৃথিবীর একটা এমন খামোশ বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে সেই জাতীর জাতীয় দিবস গুলোতে স্টুডেন্টস দের জন্য দরজা বন্ধ থাকে। হ্যাঁ, আমি বাংলাদেশের কথা বলছি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে অর্জিত স্বাধীনতা, একটা জাতীর গৌরব, অহংকার। ১৬ ই ডিসেম্বর, আমাদের আত্মমর্যাদার সেই দিন, যেদিন বাংলা হয়েছিল সোনার বাংলা, আমার নিজের বাংলা। বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান এই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। উদ্দেশ্য হয়ে থাকে মহৎ। নবীন যারা কখনো মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের শ্রদ্ধার সাথে এই দিনের সাথে পরিচয় ঘটিয়ে দেয়া, দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলা। একসাথে দাঁড়িয়ে সোনার বাংলা গাওয়াতে যে শিহরণ জাগে, সেটা পরিচয় করে দেয়া। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ভিসি কে আমি রাজাকার বলতে কার্পণ্য করব না। এমন একটি দিনে যেখানে প্রতিটি ছাত্রছাত্রী চায় তাদের প্রাণের দেশকে ভালোবেসে এক সাথে দেশত্ববোধক গানে সুর মিলাবে, এক সাথে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইবে, সেখানে সমগ্র বিশ্ববিদ্যালয়ে সিকিউরিটি সহ মুড়িয়ে টিচার্স কর্মচারীদের পারিবারিক ভোজন সন্ধ্যা আয়োজন করে। ওহে রাজাকার, প্রতিটি দিবসের জন্যই সরকার কতৃক বাজেট থাকে স্টুডেন্টস দের জন্য, তোমার পরিবারের জন্য নয়। তোমাদের জাতাকলে সবাই পিস্ট হয়ে আছে। তোমাদের দুর্নীতি আজ ভয়াবহতায় রুপ নিয়েছে। তোমাদের এমন গার্ডেন পার্টি অন্যদিন করো, বিজয়দিবসকে অসম্মান করে নয়। ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ববোধে/অধিকারবোধে হানা দিয়ে নয়। তোমাদের মুখে কালিমা লেপনের দিন এসেছে, ছাত্রসমাজ কে আর কত রুধিবে??

প্রিয়াংকা বিশ্বাস পিংকী
প্রাক্তন ছাত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়।

নির্বাচন করার কোন পরিবেশ নাই : মেজর হাফিজ

স্টাফ রিপোর্টার: ভোলা-৩ আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি মেজর হাফিজ উদ্দিন আহমেদ ৩০ ডিসেম্বরের নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে না বলে আশংকা করেছেন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি। তিনি অবরুদ্ধ হয়ে আছেন, প্রচারে বের হতে পারছেন না বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান। মেজর হাফিজ বলেন, সেনাবাহিনী ছাড়া এই দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আজ্ঞাবহ নির্বাচন কমিশন বসিয়ে দেয়া হয়েছে পছন্দের দলকে বিজয়ী করে দেওয়ার জন্য। তবুও জনগণ যদি ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে ধানের শীষ জয় লাভ করবে।
নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেজর হাফিজ আরো বলেন, আওয়ামী লীগ ভালো করেই জানেন সুষ্ঠ নির্বাচন হলে কি হবে। তাই ক্ষমতায় বসে নির্বাচন দিয়েছেন। সারা পৃথিবীতে সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন হয়। বাংলাদেশেই একমাত্র তার বতিক্রম। পুলিশ তাদের সাথে থাকে। সন্ত্রাসে চেয়ে গেছে বাংলাদেশ। ভোলা-৩ আসনে প্রতিপক্ষ প্রার্থী ২শত সন্ত্রাসী বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসেছে।
লালমোহন সন্ত্রাসী কর্মকান্ডে ভরপুর। আমি গত ১২ তারিখে লঞ্চে উঠবো, ব্যাগ নিয়ে রওয়ানা হয়েছি। গুলিস্তান এসে শুনলাম লঞ্চ ভাংচুর করে নদীর মাঝে নিয়ে গেছে। ২দিন পর আবার পুলিশ প্রটোকলে এলাকায় আসলাম। আমাকে ৪০ হাজার নেতা-কর্মী, সমর্থক লঞ্চঘাট থেকে অভ্যর্থনা জানায়। আমাকে আনার জন্য গাড়িটিও ভেঙ্গে দিয়েছে। উল্টো পুলিশ গাড়ির ড্রাইভারসহ আমার দুই ভাতিজাকে থানায় নিয়ে যায়। লালমোহন আসার পর কর্মীরা বাড়ি ফেরার সময় পথের মধ্যে কোপানো হয়। রায়চাঁদ, দালাল বাজার আমার সমর্থকের দোকান ভাংচুর করে। মঙ্গলসিকদার চৌকিদার বাড়িতে মহিলাদের নির্যাতন করা হয়েছে। তজুমদ্দিনে খাসেরহাট বাজারে দোকান ভাংচুর করা হয়েছে। কোড়ালমারার সিকদার বাড়ির সবগুলো ঘর ভেঙ্গে দিয়েছে।তিনি বলেন, ২০১০ সালের উপনির্বাচন থেকে লালমোহনে সন্ত্রাস শুরু হয়েছে। ওই নির্বাচনে বিএনপির ৩৫০ নেতা-কর্মীকে রামদা দিয়ে কুপিয়েছে। তারা হাসপাতালে পর্যন্ত যেতে পারেনি। আমার বাড়িই হাসপাতাল হয়েছে। ঢাকা থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে ব্যাপক ভোট ডাকাতি করেছে। ওই সময় যিনি এমপি হয়েছেন তিনি এলাকার ভোটারও ছিলেন না। ২০১৪ সালে বিনা ভোটে এমপি হয়। এবারো চায় বিএনপি নির্বাচন না করুক।এখানে নির্বাচন করার কোন পরিবেশ নাই। প্রতিপক্ষ আচরন বিধি লঙ্গন করে লালমোহন পৌরসভায় ২৮ টি নির্বাচনি আফিস খুলছে। ইউনিয়নগুলোতে ও একাধিক নির্বাচনী অফিস খুলে প্রচারনা চালাচ্ছে। তিনি আরও বলেন তার নেতা কর্মীদের নামে মিথ্যা মাামলা দেয়া হচ্ছে। গতকাল রাতে কর্তারহাট থেকে তার কর্মী লতিফকে পুলিশ ধরে নিয়ে চালান করে দিয়েছে। তজুমদ্দিনে ও একই ঘটনা ঘটছে।জনগন ভোটকেন্দ্রে যেতে পারবে কিনা আমার সন্দেহ হচ্ছে। যদি ৩০ ভাগ নির্বাচন সুষ্ঠ হয় তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হব।

লর্ডহার্ডিঞ্জে এমপি শাওনের পক্ষে দ্বীপ বন্ধু পরিষদের গণসংযোগ

ভোলা (দক্ষিন) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় ভোলা ৩ আসনেও চলছে নির্বাচনের আমেজ,
লালমোহন ও তজুমুদ্দিনের প্রতিটি পাড়া মহল্লায় গন সংযোগ করছেন আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুব লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি,তারই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে মঙ্গলবার গণসংযোগ করেন লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন দ্বীপ বন্ধু পরিষদ,

দ্বীপবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জনাব ইকবাল হাসান জুলহাস মিয়ার নেতৃত্ব সকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় প্রচারনায় ব্যাস্ত সময় পার করেন।এসময় তারা আগামী ৩০ই ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে সকলকে আহবান জানান,এদিকে দ্বীপ বন্ধু পরিষদের গণসংযোগকালে তাদের সাথে যোগ দেয় ঢাকাস্থ লালমোহন থানা ছাত ছাত্রী কল্যান সমিতির নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরিফ খান জয়, সিনিয়র সহ সভাপতি সবুজ সর্দার  , যুগ্ন সম্পাদক  সাহীন,ছাত্রলীগ নেতা মেহেদী সর্দার,,যুবলীগ নেতা মোঃ আলী মিয়া,জুনায়েদ আহমেদ ,ও ঢাকাস্থ লালমোহন থানা ছাত্রকল্যাণ সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বরিশালসহ সারা দেশে বিজিবি মোতায়েন

আকিব মাহমুদ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আজ মঙ্গলবার থেকে মাঠে নামছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মাঠে থাকবে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজকের মধ্যেই ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হবে।

এদিকে একাদশ সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।

বরিশালে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে সাংবাদিকসহ আহত-২২

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থীর গাড়ি বহরে সোমবার দুপুরে হামালার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
এ সময় স্থানীয় দুই সাংবাদিকসহ বিএনপির ১০ নেতাকর্মী আহত ও দুটি মাইক্রোবাসসহ ৭/৮টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। তবে পাল্টা হামলার অভিযোগ তুলেছে স্থানীয় আওয়ামী লীগের নেতারা। তারা ওই হামলার তাদের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবী করেছেন।
বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুল মান্নান মাষ্টার জানান, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সরফুদ্দিন আহমেদের বড়াকোঠা ইউনিয়নে উঠান বৈঠক ছিলো। বৈঠকের উদ্দেশ্যে যাওয়ার সময় ডাবেরকুল নামকস্থানে পৌঁছলে ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা নৌকার পক্ষে শ্লোগান দিয়ে গাড়ি বহরে হামলা চালায়। এতে তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, রনি হাওলাদার, জল্লা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হক, রিয়াজ খান, বড়াকোঠা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাইয়ুম খান, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন হাওলাদারসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত চারজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, হামলাকারীরা বহরে থাকা দুটি মাইক্রোবাসসহ ৭/৮টি মোটরসাইকেল ভাংচুর করেছে। বিষয়টি থানা পুলিশ ও রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিকভাবে অভিযোগ দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অপরদিকে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বড়াকোঠা ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট শহিদুল ইসলাম মৃধা জানান, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ডাবেরকুল এলাকার চৌরাস্তায় দাঁড়িয়ে নৌকার পক্ষে শ্লোগান দিচ্ছিলো। এসময় আকস্মিক বিএনপির প্রার্থী সরফুদ্দিন আহমেদের গাড়ি বহর সেখানে আসে। যার সাথে বিপুল পরিমানে মোটরসাইকেল ছিলো। মোটরসাইকেলে থাকা অজ্ঞাত পরিচয়ের লোকজন চৌরাস্তায় নেমে নেতাকর্মীদের ওপর আকস্মিক হামলা চালিয়েছে। হামলায় বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামাল, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রুবেল হোসেনসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুত্বর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ডাবেরকুল বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়টি ভাংচুর করা হয়েছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাকিল মাহামুদ আউয়াল খান ও সাংবাদিক শামিম শিকদার হামলার ছবি তোলায় তাদেরকে মারধর করে আহত করা হয়েছে।
এদিকে বিএনপি নিজেদের অপরাধ ঢাকতে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন, বরিশাল-২ আসনের নৌকার প্রার্থী শাহে আলম। এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, হামলার ঘটনায় কোন পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বরিশালে বিএনপি প্রার্থীর বাড়িতে সিইসিকে থাকার আহবান

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনারকে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বাড়িতে এক রাত থাকার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ধানের শীর্ষের প্রার্থী জহির উদ্দিন স্বপন।
সোমবার দুপুরে নির্বাচনী এলাকার গৌরনদী উপজেলার সরিকল গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিইসি’র কঠোর সমালোচনা করে ‘লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত’র মিথ্যাচার স্বচোখে দেখতে সিইসিকে তার বাড়িতে এক রাত থাকার আহবান জানিয়েছেন। লিখিত বক্তব্যে জহির উদ্দিন স্বপন সিইসি, প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কঠোর সমালোচনা করে বলেন, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপর এবং তাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ দলীয় লোকজনদের অব্যাহত হামলার ঘটনায় প্রশাসন কার্যকরী কোন ভূমিকা পালন করছেন না। এসব ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছেন। এছাড়া আওয়ামী লীগের কতিপয় নেতা প্রকাশ্যে তাকে শারিরিকভাবে আঘাত করার হুমকি প্রদর্শন করে আসছে। এমতাবস্থায় সারাদেশে বিএনপির শীর্ষ নেতাদের উপর হামলার ঘটনায় এখন তিনি নিজের প্রাণনাশের আশঙ্কা করছেন। তিনি আরও বলেন, তার নির্বাচনী প্রচার-প্রচারনা এবং পোস্টার টানাতে বাঁধা প্রদান করছে প্রতিপক্ষের লোকজনে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতাদের উপর আনীত অভিযোগ অস্বীকার করে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন ওয়ান ইলেভেনের সময় সংস্কারপন্থি দলে যোগ দেয়ার পর থেকেই বরিশাল-১ আসনের বিএনপি নেতাকর্মীরা তাকে নিজ এলাকায় অবাঞ্ছিত করেছে। একাধিকবার তার ওপর নিজ দলের নেতাকর্মীরা হামলাও চালিয়েছে। তাদের দলের অভ্যন্তরীন কোন্দলের বিষয়টি আওয়ামী লীগের ঘারে চাঁপিয়ে দেয়ার অপচেষ্ঠা করা হচ্ছে।

বরিশালে আ’লীগ প্রার্থী জাহিদ ফারুক শামীমের উঠান বৈঠক

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৯ নং টুংগীবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীকের উঠান বৈঠকে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রাথী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

বরিশালের তেরদ্রনে সম্পত্তির জেরে হামলা, আহত-২

নিজস্ব প্রতিবেদক:সম্পত্তির জের ধরে তেরদ্রনে হামলায় দুই জন আহত হওয়ার খবর পাওয়াগেছে। ঘটনাটি উজিরপুর উপজেলার তেরদ্রনে শনিবার বেলা ১টার সময় ঘটেছে বলে জানা যায়।অভিযোগে জানাগেছে ওই এলাকার আব্দুর রব বেপারীর ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিগত দিন ধরে একই এলাকার ওহাব বেপারীর ছেলে সালাউদ্দিন কাওসার টিটু বেপারী(২৮),আলাউদ্দি আলী মিঠু(২৫),মৃত কাসেম বেপারীর ছেলে হামিদ বেপারী(৪৫),তার স্ত্রী মুন্নি বেগম,ওহাব বেপারী(৫০),তার স্ত্রী হাফিজা বেগম(৪৫)’র সাথে বিরোধ চলে আসছিল।ওই সম্পত্তি নিয়ে উল্লেখিত ব্যাক্তিরা আদালতে আব্দুর রব গংদের বিরুদ্ধে একটি মামলা করে।ওই মামলায় আব্দুর রব গংদের পক্ষে রায় আসে।পরে ওই সম্পত্তি জোর পুর্বক ভোগদখলের জন্য ওহাব বেপারীর গংরা পায়তারা চালায়।তারই ধারাবাহিকতায় ঘটনার দিন ওহাব বেপারীর গংরা আব্দুর রব বেপারীর গংদের উদ্যেশে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় ওহাব বেপারী তার প্রতিবাদ করলে উল্লেখিত ভুমিদস্যুরা লাঠি সোঠা নিয়া এলোপাথরী হামলা চালায়।এতে ওহাব বেপারী ও তার ছেলে রাজিব হোসেন গুরুতর আহত হয়।এলাকাবাসী তাদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।এ ব্যাপারে উজিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।এদিকে হামলাকারীরা নাটক সাজিয়ে অসুস্থ্যতার ভান করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে অভিযোগ করেন হামলায় রাজিব হোসেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য বিজয় র‌্যালি

ববি প্রতিনিধি: ৪৮ তম মহান বিজয় দিবসের প্রাক্কালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার বর্ণাঢ্য এ বিজয় র‌্যালিতে অংশ নেয়। সকাল ৯ ঘটিকায় শুরু হওয়া র‌্যালিটি প্রশাসনিক ভবন-২ এর সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে শেষ হয়। বিজয় র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, পরিচালকগণ, দপ্তর প্রধানগণ, ২৪ টি বিভাগ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, কর্মচারীবৃন্দ, বিএনসিসির সেনা ও নৌ শাখা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অস্থায়ীভাবে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক এর নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবার। এরপর পর্যায়ক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীলদল বরিশাল বিশ্ববিদ্যালয়, অফিসার্স এসোসিয়েশন, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ববি শাখা, ২৪টি বিভাগ, ৩টি হল, ৩য় ও ৪র্থ শ্রেনি কর্মচারী কল্যান পরিষদ, বিইউডিএস, ৭১’র চেতনা, ববি নাট্যদল, ববি ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফ্লাগস্টান্ডে বিএনসিসির সেনা ও নৌ ক্যাডেট কর্তৃক গার্ড অব অনার গ্রহণ করেন উপাচার্য । সকাল ১১ ঘটিকায় উপাচার্য নতুন অফিস কাম বাসভবনের নিচ তলায় ফিতা কেটে বরিশাল বিশ্ববিদ্যালয় “শিশু দিবাযত্ন কেন্দ্র-২” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্যর সহধর্মিনী মন্টি ইমাম হক। এটি মূলত একটি প্রাক-প্রাথমিক শিক্ষায়তন। এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে শিশুদেরকে গল্পবলা, কবিতা আবৃতি, সঙ্গীত চর্চা, অঙ্কন ও বর্ণমালা পরিচিতির বিষয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা দেবেন। এর পরিচালনায় থাকবেন গনিত বিভাগের চেয়ারম্যান হেনা রানী বিশ্বাসের নেতৃত্বে একটি কমিটি। জানুয়ারি ২০১৯ থেকে এ কেন্দ্রটি পুরোপুরি চালু হবে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপাচার্যর এ ধরনের মহতী উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন। এদিকে বিজয় দিবস ২০১৮ উপলক্ষ্যে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন কেন্দ্রীয় খেলার মাঠে এক বৈকালীক চা চক্রের আয়োজন করা হয়। উক্ত চা চক্রে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য, শিক্ষকমন্ডলী, কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী-২: নৌকার সমর্থনে গণজোয়ার

এম.এ হান্নান,বাউফল
১১২পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী আ.স.ম ফিরোজ ও নৌকা মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
১৬ই ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উপলক্ষে বাউফল উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত বিজয় র‌্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দলীয় নেতাকর্মীসহ প্রায় ২০হাজার নৌকার সমার্থকরা অংশ নেয়।
হাজারো কন্ঠে নৌকা- ফিরোজ ভাই স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো পৌর শহর।
র‌্যালীটি বাউফল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবন থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই স্থানে এসে শেষ হয়।
র‌্যালী শেষে দলীয় কার্যালয় এসে পথসভায় মিলিত হয়। এতে আ.স.ম ফিরোজ সহ দলের সিনিয়ার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
র‌্যালীতে সকলের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষায়ক উপকমিটির সদস্য , বাউফল উপজেলার নৌকার ভোট রক্ষা কমিটির আহ্বায়ক রায়হান সাকিব,বাউফল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন, বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, বাউফল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক, বাউফর উপজেলা যুবলীগের সভাপতি সাহজাহান সিরাজ, সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোলা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন আর রশিদ, সাধারন সম্পাদক রিয়াজ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রুবেল, সাধারন সম্পাদক সামসুল কবির নিশাত প্রমুখ।
#########