বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ১৫ দিন ব্যাপী আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ শাহাজাদা হীরা: আজ ১১ জুন বিকাল ৩ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহযোগিতায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শহীদ আলতাফ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ দিন ব্যাপী আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস। আরো উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার, প্রকৌশলী মোঃ শওকত হোসেন, স্কুলের আইসিটি শিক্ষকসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতেই জেলা প্রশাসক প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন পরে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আউটসোর্সিং বিষয় নিয়ে আলোচনা করেন।

বরিশালে ঈদ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ শাহাজাদা হীরা: একমাস সিয়াম সাধনার পরে আসছে খুশির ঈদ। আসন্ন ঈদকে সামনে রেখে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে নগরের শপিংমল গুলোতে মোবাইল কোর্টের অভিযান চলছে। আজ ২ জুন বিকাল ৫ টার দিকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এর সার্বিক নির্দেশনায় বরিশাল নগরীর গীর্জামহল্লা এলাকায় বিপনি-বিতান গুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শপিং কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিক। এসময় আরো উপস্থিত ছিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ, মোঃ সাইফুল ইসলাম।ভ্রাম্যমাণ আদালত শপিং কমপ্লেক্সের কয়েকটি দোখানে অভিযানে পরিচালনা করে সরকারের নির্দেশনামতে পন্য বিক্রয়ের মূল্য তালিকা না থাকা, আমদানী করা কাপড়ের বৈধ কাগজ পত্রে না থাকাসহ ক্রেতা ঠকানোর নানা অসংগিত আমলে আনে। এসব অভিযোগে দায়িত্ব অবহেলা ইত্যাদি কারনে প্রাথমিক ভাবে সতর্কতার পাশাপাশি জরিমানা আদায় করা হয়। এসময় নগরীর গীর্জামহল্লা এলাকায় কয়েকটি দোকানে অভিযান চালিয়ে পোশাকের ক্রয়মূল্যর চেয়ে অধিক মূল্য পোশাক বিক্রয় করা, আমদানী করা কাপড়ের বৈধ কাগজ পত্র না থাকা ইত্যাদি কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় কৃত অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তার হলেন জেমিনিস এর ম্যানেজার মোঃ কায়েছ কে ১০,০০০ হাজার টাকা জরিমানা, চঁন্দ্রবিন্দু এর ম্যানেজার মোঃ ইউনুস শরীফ কে ৫,০০০ হাজার টাকা জরিমানা, জাহান স্ট্যাইল এর ম্যানেজার মোঃ মাহেব হোসেন কে ৫,০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় প্রসিকিউশন প্রদান করেন কোতোয়ালি মডেল থানার এসআই। অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থ জরিমানা আদায় করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতোয়ালি মডেল থানার পুলিশ এর সদস্যরা। এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে বিএম কলেজে বৃষ্টি উপেক্ষা করে র‍্যালী

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ-২০১৯ এ বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।আজ দুপুর ১২টায় বরিশাল সরকারি বিএম কলেজে একদল ক্রিকেটপ্রেমী সমর্থক এই আয়োজন করে। বৈরি আবহাওয়া উপেক্ষা করে অনেক তরুন এই কর্মসৃচিতে অংশ নেয়।আয়োজনের উদ্যোক্তা মোঃ মারুফ হোসেন জানান, এ বছর বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী দল,আশা করি মাশরাফির নেতৃত্ব বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে।এছাড়াও তিনি বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর কাছে বড় পর্দায় খেলা দেখানোর আবেদন জানান।

বরিশালে ঈদ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

মোঃ শাহাজাদা হীরা: আসন্ন ঈদকে সামনে রেখে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে নগরের শপিংমল গুলোতে মোবাইল কোর্টের অভিযান চলছে। আজ শনিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর সার্বিক নির্দেশনায় বরিশাল নগরীর গীর্জামহল্লা এলাকায় বিপনি-বিতান গুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শপিং কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিক। এসময় আরো উপস্থিত ছিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। শুরুতেই স্মার্ট ফ্যাশন নামের একটি দোকানে অভিযানকালে ম্যাজিস্ট্রেট বিভিন্ন ধরনের অসংগতি খুঁজে পায় আমদানী করা কাপড়ের বৈধ কাগজ পত্রে না থাকায়। ১৫০০ টাকায় কেনা পণ্য বিক্রি করতে দেখা যায় ৩ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালত শপিং কমপ্লেক্সের কয়েকটি দোকানে অভিযানে পরিচালনা করে সরকারের নির্দেশনামতে পন্য বিক্রয়ের মূল্য তালিকা না থাকা, আমদানী করা কাপড়ের বৈধ কাগজ পত্রে না থাকাসহ ক্রেতা ঠকানোর নানা অসংগিত আমলে আনে। এসব অভিযোগে দায়িত্ব অবহেলা ইত্যাদি কারনে প্রাথমিক ভাবে সতর্কতার পাশাপাশি জরিমানা আদায় করা হয়। এসময় নগরীর গীর্জামহল্লা এলাকায় কয়েকটি দোকানে অভিযান চালিয়ে পোশাকের ক্রয়মূল্যর চেয়ে অধিক মূল্য পোশাক বিক্রয় করা, আমদানী করা কাপড়ের বৈধ কাগজ পত্র না থাকা, ক্রয়ের ৫৪% অধিক মূল্যে কাপড় বিক্রি করা ইত্যাদি কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ এবং ৩৯ ধারায় কৃত অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তার হলেন স্মার্ট ফ্যাশন এর ম্যানেজার মোঃ মিজানুর রহমান করে ৫,০০০ হাজার টাকা জরিমানা, বৈশাখী শেরুক এর ম্যানেজার মোঃ নুরুজ্জামান কে ১০,০০০ হাজার টাকা জরিমানা, পিটার ইংল্যান্ড এর ম্যানেজার মোঃ আবদুল কাদের কে ১০,০০০ হাজার টাকা জরিমানা, নেক্সট প্লাস এর ম্যানেজার রতন চৌধুরী কে ১৫,০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় প্রসিকিউশন প্রদান করেন র‌্যাব-৮ এর এসআই। অভিযানে চারটি প্রতিষ্ঠান থেকে মোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থ জরিমানা আদায় করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন এএসপি দেবাশীষ কর্মকার ও র‌্যাব-৮ এর সদস্যরা। এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

বরগুনার বেতাগীতে ফিল্মী স্টাইলে সন্ত্রাসী হামলা: আহত ১২

ডেস্ক রিপোর্ট: বরগুনার বেতাগীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফিল্মী স্টাইলে সশস্র সন্ত্রাসী হামলায় একই পরিবারের ১২জন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে বরগুনার বেতাগী উপজেলার কুমারখালী বাজার সংলগ্ন এলাকার মৃধা বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় সন্ত্রাসীরা। বরিশাল নগরীর পলাশপুরের বাসিন্দা খাজে আলম,রাজন,টুলু ও জলিলের নেতৃত্বে ২৫ জন সন্ত্রাসী দা,রামদা ও দেশীয় অস্রশস্ত্র নিয়ে ইফতারের পরপরই অতর্কিত হামলা চালায় মৃধা পরিবারের উপর। এসময় তারা একটি ফার্মেসী ভাংচুর করে গুড়িয়ে দেয় এছাড়াও হত্যার উদ্যেশ্যে ফেরদৌস মৃধা(১৯)কে কুপিয়ে গুরুতর জখম ও স্বপন মৃধার (৩৮) চোখ উৎপাটনের চেষ্টা চালায়। হামলায় বাকি আহতরা হচ্ছেন আতাহার মৃধা (৫৫) মোতাহার মৃধা (৪৫)মিরাজ মৃধা (৩০) হাসান মৃধা (৩৫)মাজেদা (৪৫) তোফাক (৬৫) মালেকা (৫৫) শামিম(২১) নাজমুল (১৪)। আহতরা সবাই বর্তমানে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে সার্জারী ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এব্যাপারে জানতে চাইলে সোহেল মৃধা বলেন, এটি পূর্ব পরিকল্পিত হামলা, হামলাকারীরা বরিশালের পলাশপুর থেকে পিক আপে করে অস্রশস্র নিয়ে এসে আমাদের পরিবারের সবার উপরে হামলা করেছে, আমি বাড়িতে ছিলাম না বলে শুধু আমিই সুস্থ্য আছি নইলে এখন আমাকে হাসপাতালের বিছানায় থাকতে হত। তিনি আরো বলেন , শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা এখনো বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে আমাদের।  পুরো পরিবার নিয়ে এখন আমাদের জীবন শংকায় রাত কাটাতে হচ্ছে। এব্যাপারে জানতে চেয়ে অভিযুক্ত খাজে আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের আয়োজনে একটিভ সিটিজেন ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

মোঃ শাহাজাদা হীরা: আজ ২৭ মে সকাল ১০ টায় যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর উপ-পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটিভ সিটিজেন ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কো-অর্ডিনেটর যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব উন্নয়ন অধিদপ্তর বাকেরগঞ্জ, মোঃ সিদ্দিক আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল, মুহাম্মদ শোয়েব ফারুকসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা এবং বিভিন্ন স্থান থেকে আগত প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা একটিভ সিটিজেন ইয়ুথরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা একটিভ সিটিজেন ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ কোর্স নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণ ২৭ মে থেকে শুরু হয়ে ৩০ মে ২০১৯ পর্যন্ত চলবে।

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ৪০ লাখ রেনু পোনা জব্দ, ১৮ জনকে কারাদণ্ড

বরিশালে অভিযান চালিয়ে দুই ট্রাক ভর্তি গলদা চিংড়ির পোনা জব্দ করেছে কোস্টগার্ড ও কোতয়ালী মডেল থানা পুলিশ। আজ ২২ মে সকাল ৯ টার দিকে রুপাতলী আবদুর রব সেরনিয়াবাত ব্রিজ সংলগ্ন এলাকায় থেকে পোনাগুলো জব্দ করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রবীন শীষ। কোস্টগার্ড সদস্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে দুই ট্রাকে ৭৩ পিচ ড্রামে ৪০ লাখের অধিক গলদা চিংড়ির পোনা জব্দ করা হয়। এসময় গলদা চিংড়ি পরিবহন ও পাচার কাজে জড়িত থাকার অপরাধে ১৮ জনকে আটক করা হয়, দন্ডবিধি আইনের ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেগ ১৮ জন অপরাধীকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় পরিবহন কাজে ব্যবহারীত ট্রাক দুটি জব্দ করা হয় এবং ড্রামভর্তি গলদা চিংড়ির পোনা জব্দ করে বরিশাল ডিসিঘাট কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এসময় প্রসিকিউশন প্রদান করেন মৎস্য কর্মকর্তা ইলিশ, বিমল চন্দ্র দাস। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় প্রদান মৎস্য উপ-পরিচালক, ড. মোঃ অলিয়ুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় বরিশাল, সুব্রত বিশ্বাস দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সরন্যামত। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোস্টগার্ড এবং কোতয়ালী মডেল থানা পুলিশ সদস্যরা। এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

বরিশালে মাহে রমজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

মোঃ শাহাজাদা হীরা: আজ ২০ মে বিকেল ৫ টার দিকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এর সার্বিক নির্দেশনায় বরিশাল নগরীর বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ।নগরীর বাংলা বাজার, আমতলার মোড় এবং চৌমাথা এলাকায় ভেজাল বিরোধী এবং ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, খাবারের নিম্নমান, পোড়া তেলের ব্যবহার, ফ্রিজে সংরক্ষিত অনেক দিনের পুরনো মাছ মাংস, খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুতকরণ ইত্যাদি কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় কৃত অপরাধে নগরীর পুলিশ লাইন রোড এলাকার হুপার্স চাইনিজ রেস্টুরেন্ট এর ম্যানেজার মোঃ কামরুজামান কে ১০,০০০/- (দশ হাজার) টাকা, চৌমাথা বাজার সংলগ্ন গোলপাতা রেস্টুরেন্টের ম্যানেজার বায়জিদ কে ১,০০০/- (এক হাজার) টাকা এবং তাওয়ার ম্যানেজার মোঃ মিজানুর রহমান কে ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় প্রসিকিউশন প্রদান করেন স্যানিটেরি ইন্সপেক্টর, বরিশাল সিটি কর্পোরেশন, সৈয়দ এনামুল হক। অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ১৩,০০০/- (তেরো হাজার) টাকা অর্থ জরিমানা আদায় করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় বরিশাল, সুব্রত বিশ্বাস দাস।আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতয়ালী মডেল থানা পুলিশ এবং র‌্যাব ৮ এর সদস্যরা। এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

বরিশালে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য দিবস -২০১৯ উপলক্ষে র‌্যালী ও সেমিনার

মোঃ শাহাজাদা হীরা: টেলিযোগাযোগে প্রমিতকরণের ক্ষেত্রে বৈষম্য হ্রাস এই স্লোগান নিয়ে আজ ১৮ মে সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। সেখানে সকলের অংশগ্রহনে দিবসের তাৎপর্য নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। র‌্যালি ও সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক , এস, এম, অজিয়র রহমান। আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় বরিশাল, রবিন শীষ, সুব্রত বিশ্বাস দাস, উপ-মহাব্যাবস্থাপক বিটিসিএল বরিশাল, মো শামিম ফকিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও টেলিযোগাযোগ ও তথ্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। র‌্যালি ও সেমিনার শেষ স্কুল কলেজে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বরিশালে শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১০ টায় নগরের শহীদ সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামীলীগ।

বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহনে আলোচনা সভায় ক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, সৈয়দ আনিসুর রহমান, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন, সাবেক মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করীম, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়ন গাজী নঈমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, আয়শা তৌহিদা লুনা, জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক প্রমুখ। এরআগে সকাল ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।