বরিশালে ঈদ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ শাহাজাদা হীরা: একমাস সিয়াম সাধনার পরে আসছে খুশির ঈদ। আসন্ন ঈদকে সামনে রেখে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে নগরের শপিংমল গুলোতে মোবাইল কোর্টের অভিযান চলছে। আজ ২ জুন বিকাল ৫ টার দিকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এর সার্বিক নির্দেশনায় বরিশাল নগরীর গীর্জামহল্লা এলাকায় বিপনি-বিতান গুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শপিং কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিক। এসময় আরো উপস্থিত ছিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ, মোঃ সাইফুল ইসলাম।ভ্রাম্যমাণ আদালত শপিং কমপ্লেক্সের কয়েকটি দোখানে অভিযানে পরিচালনা করে সরকারের নির্দেশনামতে পন্য বিক্রয়ের মূল্য তালিকা না থাকা, আমদানী করা কাপড়ের বৈধ কাগজ পত্রে না থাকাসহ ক্রেতা ঠকানোর নানা অসংগিত আমলে আনে। এসব অভিযোগে দায়িত্ব অবহেলা ইত্যাদি কারনে প্রাথমিক ভাবে সতর্কতার পাশাপাশি জরিমানা আদায় করা হয়। এসময় নগরীর গীর্জামহল্লা এলাকায় কয়েকটি দোকানে অভিযান চালিয়ে পোশাকের ক্রয়মূল্যর চেয়ে অধিক মূল্য পোশাক বিক্রয় করা, আমদানী করা কাপড়ের বৈধ কাগজ পত্র না থাকা ইত্যাদি কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় কৃত অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তার হলেন জেমিনিস এর ম্যানেজার মোঃ কায়েছ কে ১০,০০০ হাজার টাকা জরিমানা, চঁন্দ্রবিন্দু এর ম্যানেজার মোঃ ইউনুস শরীফ কে ৫,০০০ হাজার টাকা জরিমানা, জাহান স্ট্যাইল এর ম্যানেজার মোঃ মাহেব হোসেন কে ৫,০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় প্রসিকিউশন প্রদান করেন কোতোয়ালি মডেল থানার এসআই। অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থ জরিমানা আদায় করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতোয়ালি মডেল থানার পুলিশ এর সদস্যরা। এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *