বরগুনার বেতাগীতে ফিল্মী স্টাইলে সন্ত্রাসী হামলা: আহত ১২

ডেস্ক রিপোর্ট: বরগুনার বেতাগীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফিল্মী স্টাইলে সশস্র সন্ত্রাসী হামলায় একই পরিবারের ১২জন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে বরগুনার বেতাগী উপজেলার কুমারখালী বাজার সংলগ্ন এলাকার মৃধা বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় সন্ত্রাসীরা। বরিশাল নগরীর পলাশপুরের বাসিন্দা খাজে আলম,রাজন,টুলু ও জলিলের নেতৃত্বে ২৫ জন সন্ত্রাসী দা,রামদা ও দেশীয় অস্রশস্ত্র নিয়ে ইফতারের পরপরই অতর্কিত হামলা চালায় মৃধা পরিবারের উপর। এসময় তারা একটি ফার্মেসী ভাংচুর করে গুড়িয়ে দেয় এছাড়াও হত্যার উদ্যেশ্যে ফেরদৌস মৃধা(১৯)কে কুপিয়ে গুরুতর জখম ও স্বপন মৃধার (৩৮) চোখ উৎপাটনের চেষ্টা চালায়। হামলায় বাকি আহতরা হচ্ছেন আতাহার মৃধা (৫৫) মোতাহার মৃধা (৪৫)মিরাজ মৃধা (৩০) হাসান মৃধা (৩৫)মাজেদা (৪৫) তোফাক (৬৫) মালেকা (৫৫) শামিম(২১) নাজমুল (১৪)। আহতরা সবাই বর্তমানে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে সার্জারী ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এব্যাপারে জানতে চাইলে সোহেল মৃধা বলেন, এটি পূর্ব পরিকল্পিত হামলা, হামলাকারীরা বরিশালের পলাশপুর থেকে পিক আপে করে অস্রশস্র নিয়ে এসে আমাদের পরিবারের সবার উপরে হামলা করেছে, আমি বাড়িতে ছিলাম না বলে শুধু আমিই সুস্থ্য আছি নইলে এখন আমাকে হাসপাতালের বিছানায় থাকতে হত। তিনি আরো বলেন , শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা এখনো বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে আমাদের।  পুরো পরিবার নিয়ে এখন আমাদের জীবন শংকায় রাত কাটাতে হচ্ছে। এব্যাপারে জানতে চেয়ে অভিযুক্ত খাজে আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *