ভোলায় দুর্গন্ধ ছড়াচ্ছে গবাদি পশুর মৃতদেহ, পরিবেশ দূষণের আশঙ্কা

ঝড়ের কবলে পড়ে ভোলার চরাঞ্চলে গবাদি পশু-পাখির মৃতদেহ দুর্গন্ধ ছড়াচ্ছে। গত ৭ দিনেও এসব মৃত গবাদি পশু ও পাখি অপসারণ না করায় পচন ধরে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। দুর্গন্ধের ফলে অতিষ্ট চরাঞ্চলের মানুষ।

শুধু তাই নয়, মৃত পশু-পাখির দুর্গন্ধের কারণে চরাঞ্চলের পরিবেশ দূষিত হচ্ছে অন্যদিকে রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বন্যপ্রাণীর মধ্যেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করাও হচ্ছে। এদিকে, পরিকল্পিত উপায়ে দ্রুত মৃত গবাদি পশুর মরদেহ অপসারণের দাবি জানিয়েছে চরবাসী।

এলাকাবাসী জানায়, ঝড়ে মৃত গবাদি পশু ও পাখি চরাঞ্চলের বাগানে, রাস্তার পাশে, গভীর জঙ্গলে, ফসলের ক্ষেতে এবং পুকুর-খাল এবং নদীতে ভাসছে। এসব মৃত পশু থেকে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। এতে পরিবেশের ক্ষতিকর আশঙ্কা করা হচ্ছে।

চর শাহজালাল দ্বীপের বাসিন্দা মো. নাসির বলেন, আমাদের চরে ঝড়ে একটি মহিষ, ১০ ছাগল ও ১০ ভেড়া মারা গেছে। সেগুলো বিভিন্ন বাগানে, ফসলের ক্ষেতে এবং পানিতে ভাসছে। মৃত পশু কুকুর-শেয়ালে খাচ্ছে। পথে পথে দুর্গন্ধ, মানুষ অতিষ্ট হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার ৩০টি চরে প্রাণিসম্পদের ক্ষতি হয়েছে। এরমধ্যে ঢালচর, চর নিজাম, কুকরি-মুকরি, চর মোজাম্মেল, চর নজরুল, চর জহিরুল উদ্দিন, চর হাসিনা, কলাতলীর চর, বদনার চর, চর পিয়াল, চর সামসুদ্দিন, মাঝের চর, মদনপুর, ভেলুমিয়ার চর, চর পাতিলা এবং চর তাড়ুয়ার ক্ষতি বেশি।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের হিসেবে, এসব চরে ৯৪টি গরু, ৯৭টি মহিষ, ৪৫টি ছাগল, ১৭৬টি ভেড়া, ৮ হাজার ১৮৪টি মুরগি এবং ৩ হাজার ৮৪টি হাঁস মারা গেছে।

অন্যদিকে, জোয়ারে ভেসে নিখোঁজের রয়েছে ৫ হাজার ৫৮৭টি গরু, ৩ হাজার ৬৫৯টি মহিষ, ১১ হাজার ৬১২টি ছাগল, ২৫১টি ভেড়া, ৪০ হাজার ৭৫৯টি মুরগী এবং ১৭ হাজার ১২৩টি হাঁস।

কুকরী-মুকরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বাংলানিউজকে জানান, চর পাতিলার পুরো দ্বীপে অন্তত ১৫-২০টি গরু-মহিষ মারা গেছে। পথে ঘাটে, চরে বা পানিতে ভাসছে মৃত গবাদি পশু। এসব মৃত পশুর দুর্গন্ধ ছড়াচ্ছে। এগুলো দ্রুত অপসারণ করা দরকার।

ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার জানান, ঝড়ে ঢালচরে অন্তত অর্ধশতাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে বিভিন্ন এলাকায় ১২টি গরু-মহিষ বিভিন্ন এলাকায় পড়ে থাকতে দেখা গেছে। মৃত পশু দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা এসব পশু অপসারণে কোনো উদ্যোগ বা পরামর্শ দিচ্ছেন না।

বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মৃত গবাদি পশু পাখির কারণে আমাদের বনের বন্যপ্রাণির মধ্যে প্রভাব পড়ার সম্ভাবনা থাকলেও তা খুবই কম। আমরা বিষয়টি পর্যবেক্ষণে রাখছি। তবে এতে পরিবেশের ক্ষতি আশঙ্কা করা হচ্ছে। পানিও দূষিত হয়ে পড়বে। তাই এসব মৃত পশু অপসারণ জরুরি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল জানান, চরে যেসব গরু-মহিষ, ছাগল এবং পশু-পাখি মারা গেছে, সেগুলো দ্রুত অপসারণের জন্য আমরা দ্রুত নির্দেশনা দিয়েছি, মৃত পশু মাটি চাপা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে আমাদের কর্মীরা কাজ করছে। পরিবেশ যাতে দূষিত না হয়, তাই দ্রুত অপসারণ হচ্ছে।

তিনি বলেন, জেলায় ৩০ চরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ ২ কোটি ২৬ লাখ। এরমধ্যে মৃত প্রাণির ক্ষতি ১ কোটি ২১ লাখ ৬৮ হাজার ১৫০ টাকা। বাকি ক্ষতি হয়েছে পশু খাদ্য, খাবার এবং অবকাঠামোর।

তিনি আরও বলেন, চরে যেসব গবাদি পশু এবং নিখোঁজ রয়েছে, তার বেশিরভাগ পাওয়া গেছে, সেই তালিকা তৈরির কাজ চলছে। এছাড়া নিখোঁজের মধ্যে যদি মৃতপশু পাওয়া সেগুলো ক্ষতির তালিকায় আসবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের চাকা সচল রয়েছে- এমপি শাওন

লালমোহন ভোলা প্রতিনিধি: 
ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন স্থানে চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ও পশ্চিম চরউমেদ ইউনিয়নে এলজিইডি ব্যবস্থাপনায় স্কুল, কলেজ,  রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট’র চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের চাকা সচল রয়েছে। বিগত দিনের অন্যান্য সরকারের চেয়ে আওয়ামীলীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্যোন্নয়ন, অসহায় মানুষের খাদ্য, বস্ত্র ও বাসস্থানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর শেখ হাসিনা সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহীন আহমেদ জুয়েল,  সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন আরজু, দপ্তর সম্পাদক আনোয়ার রাব্বি, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ফরাজগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মুরাদ প্রমূখ।

ঘূর্ণিঝড় ইয়াস এর আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষে এলাকায় আসছেন-এমপি শাওন 

এনামুল হক রিংকু লালমোহন( ভোলা):
ভোলা লালমোহন ও তজুমুদ্দিনে সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে সহযোগিতায় নিজ এলাকায় আসছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ৩০ মে রবিবার লঞ্চযোগে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা করেছেন তিনি। সোমবার সকালে এমপি শাওন নিজ নির্বাচনীয় এলাকা লালমোহন উপজেলার ধলী গৌর নগর ইউনিয়নের (মঙ্গলসিকদার লঞ্চ ঘাটে এসে পৌঁছবেন বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানান, ঘূর্ণিঝড় ইয়াস এর আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষে সোমবার দু’দিনের সংক্ষিপ্ত সফরে এলাকায় থাকবে এমপি শাওন। এসময় ঘূর্ণিঝড় ইয়াস এর আঘাতে ক্ষতিগ্রস্থ  অসহায় পরিবারের মাঝে সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি উন্নয়ন মূল কর্মকান্ড পরিদর্শন ও উদ্বোধন করবেন তিনি।

পড়ে তিনি মহান জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্য রওনা করবেন।

ভোলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ ও পশ্চিম ইলিশা, ভেলুমিয়া, ধনিয়া, শিবপুর ইউনিয়ন পরিষদের উন্মক্ত বাজেট ঘোষনা

ভোলার ধনিয়া ইউনিয়ন পরিষদের উন্মক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। জন অংশীদায়িত্বে টেকশই উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২৬ মে ২০২১ইং তারিখে ইউনিয়ন পরিষদে ২০২১-২০২২ অর্ধ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মো: এমদাদ হোসেন কবির এ বাজেট ঘোষনা করেন। এবারের বাজেটে বিষেষ করে করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য স্বাস্থ্য খাতে গভীর নলকূপ, টয়লেট, প্রান্তিক জনগোষ্ঠী, মহিলা, প্রতিবন্ধী, ন্যাপকিন এবং হাইজিন ও দূর্যোগে হত দরিদ্রের জন্য ত্রান বরাদ্ধ বেশি এবং বাজেটে এ খাত গুলো পৃথক ভাবে করা হয়েছে। বাজেটে আয় ধরা হয়েছে ২০২১-২০২২ অর্থ বছরের জন্য বাজেটে আয় ধরা হয়েছে ৩,৭৭,১০৪২০/- , ব্যায় ধরা হয়েছে ৩,৭৩,৬৫০৩/-, উদ্ধৃত ৩৪,৯১৭/-।

এ বাজেটে সার্বিক বিষয় গুলো তুলে ধরেন ইউপি সচিব মো: মো: ফারুক। তিনি জানান বাজেটে যা ধরা হয়েছে তা বাহিরেও নিজস্ব অর্থায়নে অতিরিক্ত ব্যায় হলে পরিষদ থেকে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান এবং সকল জনগনকে করোনা কালীন সময়ে মাক্স ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে ভোলার শিবপুর ইউনিয়ন পরিষদের উন্মক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। জন অংশীদায়িত্বে টেকশই উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ২৫ মে ২০২১ইং তারিখে ইউনিয়ন পরিষদে ২০২১-২০২২ অর্ধ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: জসিম উদ্দিন এ বাজেট ঘেঢ়াষনা করেন।

এবারের বাজেটে বিষেষ করে করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য স্বাস্থ্য খাতে গভীর নলকূপ, টয়লেট, প্রান্তিক জনগোষ্ঠী, মহিলা, প্রতিবন্ধী, ন্যাপকিন এবং হাইজিন ও দূর্যোগে হত দরিদ্রের জন্য ত্রান বরাদ্ধ বেশি এবং বাজেটে এ খাত গুলো পৃথক ভাবে করা হয়েছে। বাজেটে আয় ধরা হয়েছে ২০২১-২০২২ অর্থ বছরের জন্য বাজেটে আয় ধরা হয়েছে ২,২০,১৮০০/- , ব্যায় ধরা হয়েছে ২,১৯,৫২৬৮৯/-, উদ্ধৃত ৬৫,৩১১/-। এ বাজেটে সার্বিক বিষয় গুলো তুলে ধরেন ইউপি সচিব মো: রিয়াজ উদ্দিন। তিনি জানান বাজেটে যা ধরা হয়েছে তা বাহিরেও নিজস্ব অর্থায়নে অতিরিক্ত ব্যায় হলে পরিষদ থেকে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান এবং সকল জনগনকে করোনা কালীন সময়ে মাক্স ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছেন।

লালমোহনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত 

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
আগামী ৫-২১ জুন ২০২১ ইং পক্ষকাল ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন অনুষ্ঠিত হবে। উক্ত সময়ে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১ টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর ভোলার লালমোহন উপজেলায় ৬-১১ মাস বয়সী ৪৫০৮ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪৯২২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। লালমোহনের বিচ্ছিন্ন চর কচুয়ার সকল শিশুরা যাতে টিকা পেতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চর কচুয়ায় ৬-১১ মাস বয়সী ৪১ জন এবং ১২-৫৯ মাস বয়সী ২২৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
২৯ মে ২০২১ ইং শনিবার দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ অবহিতকরণ ও পরিকল্পনা সভা থেকে এ তথ্য জানা যায়।  সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহসিন খান এর সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান প্রমূখ।
সভায় অতিথিগণ তাদের বক্তব্যে বলেন লালমোহন উপজেলার কোন শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে তার জন্য সর্বাতœক ব্যবস্থা নেয়া হবে। অনেক সময় টিকা খাওয়ানোর পর শিশুদের বিভিন্ন সমস্যা হতে পারে এতে চিন্তার কোন কারন নেই। ভিটামিন এ ক্যাপসুলের কোন পাশ্বপ্রতিক্রিয়া নেই। তবে খালি পেটে না খেয়ে ভরা পেটে ভিটামিন এ খাওয়ালে কোন সমস্যা হবে না। তারপরও যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে চিকিৎসকদের পরামর্শ নিবেন।

ভোলায় বাসচাপায় ২ অটোরিকশার ৩ যাত্রী নিহত

ভোলা: ভোলার ঘূইংগারহাট এলাকায় বাসচাপায় দুই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।   বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন-সোহাগ (৩৫), আজিজ (৩০) ও সিরাজ (২৫)। তারা সদরেরর কমরদ্দি ও উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ভোলা থেকে চরফ্যাশনগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা দু’টি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই অটোরিকশার তিন যাত্রী মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্তিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, স্থানীয়রা বাসটি আটক করেছেন। তবে তার আগেই চালক পালিয়েছেন।

ভোলার বিধ্বস্ত উপকূলে ঝড়ের ক্ষতচিহ্ন

ভোলা: ঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গেছে ভোলার উপকূল। বিধ্বস্ত উপকূলের বেশিরভাগ এলাকায় পড়ে রয়েছে ঝড়ের ক্ষতচিহ্ন।

ঘরবাড়ি, মাছের ঘের, দোকানপাট ও গবাদিপশু হারিয়ে অনেকে এখন দিশেহারা। পানিবন্দি হয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। এ অবস্থায় কীভাবে ঘুরে দাঁড়াবেন এমন চিন্তার ছাপ তাদের চোখে-মুখে।

উপকূল ঘুরে জানা গেছে, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ সরাসরি আঘাত না হানলেও তার প্রভাবে বিধ্বস্ত ভোলার উপকূল। চারদিকে ঝড়ের ক্ষয়-ক্ষতির চিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো পরিবার।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সাগর উপকূলের দ্বীপচর চরফ্যাশনের ঢালচর ও কুকরি-মুকরিতে ক্ষতির পরিমাণ অনেক বেশি। ঝড়ের প্রভাবে গত তিন দিন ধরে পানিবন্দি পুরো দ্বীপের মানুষ। অনেকের ঘরে ঠিকমতো রান্নাও হচ্ছে না। জীবন বাঁচাতে অনেকে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিলেও তারা হারিছেন সহায় সম্বল। একই অবস্থা মনপুরার বিভিন্ন দ্বীপচরের।

ঢালচরের বাসিন্দা আবদুর রহমান জানান, পুরো চরের মানুষ ক্ষতিগ্রস্ত। ঝড়ে বিধ্বস্ত হয়েছে ৫০টি ঘরবাড়ি। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ আর দোকানপাটের মালামাল। ক্ষতিগ্রস্ত হয়নি এমন কোনো ঘর নেই। বেশিরভাগ মাছের আড়ৎ ভেঙে গেছে।

চর শাহজালাল এলাকার বাসিন্দা নাছির বলেন, চরের শতাধিক ঘরের ক্ষতি হয়েছে। কারো ঘরে রান্না করার মতো পরিস্থিতি নেই। ঝড়ের সময় মানুষ আশ্রয়কেন্দ্র, উঁচু স্থানে গিয়ে জীবন রক্ষা করেছেন।

ঢালচর, কুকরি-মুকরি, চরপাতিলা, চরজ্ঞান, সোনার চর, কুলাগাজীর তালুক, চর যতিন, চর শাহজালাল, চর নিজাম, কলাতলীর চরসহ অন্তত ৩০টি চরে চার থেকে পাঁচ ফুট জলোচ্ছ্বাস হয়েছে। ওইসব এলাকার মানুষ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি।

সূত্র জানিয়েছে, ঝড়ে জেলায় ২৫০টি ঘর বিধ্বস্ত হয়ে নিখোঁজ রয়েছে ১২০০ গরু-মহিষ। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা প্রায় ৫০ হাজার।

এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোতাহার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার বিশেষ করে যারা পানিবন্দি অবস্থায় আছে তাদের মধ্যে দুই হাজার প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। এছাড়া সরকারের পক্ষ তিন হাজার ৭০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ এসেছে। আমাদের কাছে এক কোটি ৯২ লাখ টাকার মজুদ রয়েছে। ক্ষতিগ্রস্ত সব পরিবারকে সহায়তা দেওয়া হবে।

ভোলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়াইব আহমাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রকৌশলী আহম্মদ উল্যাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার শিমুল প্রমুখ।

আয়োজকরা জানান, উপজেলার নয় ইউনিয়ন থেকে নয়টি এবং পৌরসভার একটিসহ মোট দশটি টিম টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে পৌরসভা একাদশ সাঁচড়া একাদশের মুখোমুখি হয়। পৌরসভা একাদশ সাঁচড়া একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় লাভ করে।

ভোলায় মেঘনার পানি বিপদসীমার উপরে, ডুবে গেছে প্রায় ৩০ চর

ভোলায় মেঘনার পানি বিপদসীমার ৬৭ টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে অন্তত ৩০ টি চর। পানি বন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

বুধবার দুপুরের পর এসব এলাকা তলিয়ে যায়। আজ মনপুরায় নতুন করে ২০ মিটার এলাকা বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। এ নিয়ে মোট মনপুরায় দুটি স্থান দিয়ে ৪০ মিটার এলাকা বেড়িবাঁধ ভেঙে গেছে।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীর উত্তাল রয়েছে। এতে উপকূলের চরাঞ্চলে তলিয়ে গেছে। ঘরবাড়ি, রাস্তাসহ বিস্তীর্ণ এলাকায় ডুবে আছে। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। উপকূলে আতংক ছড়িয়ে পড়েছে। অনেকেই আশ্রয় নিয়েছেন সাইক্লোন সেল্টারে।

মাঝের চর, ঢালচর, কুকরী-মুকরী, চরপাতিলা, চরজ্ঞান, সোনার চর, কুলাগাজীর তালুক, চর যতিন, চর শাহজালাল, কলাতলীর চরে ৩-৫ ফুট জলোচ্ছ্বাস হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল আক্তার জানান, বাঁধের বাইরে যেসব নিচু এলাকা রয়েছে সবগুলো তলিয়ে গেছে। মনপুরায় দুটি স্থান দিয়ে মোট ৪০ কিলোমিটার এলাকা ভেঙেছে ভেঙে দেওয়া বাদে তারা সংস্কার কাজ শুরু করেছে।

ভোলায় ২টি ফিশিং বোট জব্দ

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে ইলিশ ধরার অপরাধে ভোলায় দুটি ফিশিং বোট জব্দ করেছে মৎস্য বিভাগ। এ সময় প্রায় প্রায় শতাধিক মণ ইলিশও জব্দ করা হয়। শনিবার (২২ মে) দুপুরে সদরের তুলাতুলি এলাকা থেকে বোট দুইটি জব্দ করা হয়। জব্দ হওয়া ফিশিং বোট দুটি হলো এফবি আসমা ও এফবি সিপ্লু-৫।

ভোলা সদর মৎস্য কর্মকর্তা জামাল হোসেন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা সাগরে মাছ শিকার করে ফেরার পথে মৎস্য বিভাগের একটি দল পুলিশ নিয়ে নদীতে অভিযান চালায়। এ সময় মেঘনা নদীর তুলাতলী পয়েন্ট থেকে ফিশিং বোট জব্দ করা হয়। বোট দুইটির মালিকের বিরুদ্ধে মেরিন আইনে মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে মাছ ও ট্রলার নিলামে দেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০ মে থেকে ৬৫ দিন সাগরে ইলিশ সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।