বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক:

চলছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। যা বাংলাদেশ থেকেও আংশিক দেখা যাচ্ছে। বিজ্ঞানীরা এটিকে বলছে ‘রিং অব ফায়ার’।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ৪ মিনিটে ঢাকা থেকে সূর্যগ্রহণ দেখা গেছে। এটি শেষ হবে দুপুর ১২টা ৬ মিনিটে।

আংশিক সূর্যগ্রহণ দেখতে রাজধানীর বিজ্ঞান জাদুঘরে ভিড় জমাচ্ছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ।

সূর্যগ্রহণ প্রসঙ্গে বাংলাদেশ বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মুনীর চৌধুরী বলেন, সূর্য পৃথিবীর সব শক্তির আঁধার। সূর্যগ্রহণের সময় সূর্য ও পৃথিবীর মাঝামাঝি চলে আসে চাঁদ। যে কারণে সূর্য ঢেকে যায়। এটি একটি বিরল ঘটনা।

সূর্যগ্রহণের সময় বিভিন্ন কুসংস্কার সম্বন্ধে তিনি বলেন, সূর্যগ্রহণের সময় কিছু খাওয়া যাবেনাসহ আরও অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এসব কুসংস্কারের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্য দেখা যাবে না, এটাই সবচেয়ে বড় কথা।

বিজ্ঞান জাদুঘর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে। টেলিস্কোপের মাধ্যমে শিক্ষার্থীদের সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে দেখা যায়।

মিশন ইন্টারন্যাশনাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী চাঁদনী বলেন, সূর্যের চারদিকে আটটি গ্রহ রয়েছে। এরমধ্যে একটি গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। সূর্যগ্রহণ একটা প্রাকৃতিক ঘটনা। সূর্যগ্রহণ দেখার মাধ্যমে আমরা সূর্য সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি।

যীশু খ্রিস্টের জীবনী

বিশেষ প্রতিবেদক:

সামনে ২৫ শে ডিসেম্বর ‘বড়দিন’। যিশু খ্রিস্টের জন্মদিন। বড়দিন একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান। এই দিনটিতে খ্রিস্টানরা যীশুখ্রিষ্টের জন্মবার্ষিকী উদযাপন পালন করে। যদিও বাইবেলে যীশুর জন্মের কোন দিন ক্ষণ পাওয়া যায়নি। খ্রিস্টানদের বিশ্বাস মতে ২৫ শে ডিসেম্বর যীশুর জন্ম তারিখ ধরা হয়। উপহার একচেঞ্জ করা, ক্রিসমাস ট্রি সাজানো, মিষ্টি বিতরণ করা আর অব্যশই সান্তা ক্লজের অপেক্ষা করা।

যিশু ছিলেন একজন ইহুদি ধর্মপ্রচারক। যিনি খ্রিস্টধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে গণ্য হন। তিনি নাসরতের যিশু নামেও অভিহিত হন। যিশুকে প্রদত্ত উপাধি ‘খ্রিস্ট’ থেকে খ্রিস্টধর্মের নামকরণ করা হয়েছে।

খ্রিস্টানরা বিশ্বাস করেন, যিশু ইশ্বরের পুত্র এবং বাইবেলের পুরাতন নিয়মে পূর্বব্যক্ত মসিহ যার আগমন নতুন নিয়মে পুনর্ব্যক্ত হয়েছে।

আদি বাইবেল অনুযায়ী ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম হয় এবং তখন থেকে এই দিন যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে ধরা হয়। যদিওবা প্রাচীন ইউরোপ মহাদেশের নানা বিদ্রহের মধ্যে লেখা নানান বই থেকে এর তারিখ আলাদা মনে হয়।

যিশু একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন। যিশুকে প্রায়শই ‘রাব্বি’ সম্বোধন করা হয়েছে। তিনি মুখে মুখে তার বাণী প্রচার করতেন। বাপ্তিস্মকর্তা যোহন তাকে বাপ্তিস্ম করেছিলেন এবং রোমান প্রিফেক্ট পন্টিয়াস পাইলেটের আদেশে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আধুনিক যুগে সাধারণভাবে মনে করা হয় যে, যিশু ছিলেন একজন রহস্যোদ্ঘাটনবাদী ধর্মপ্রচারক এবং তিনি ইহুদি ধর্মের মধ্যেই একটি সংস্কার আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন।

যদিও কয়েকজন বিশিষ্ট গবেষক মনে করেন যে, যিশু আদৌ রহস্যোদ্ঘাটনবাদী ছিলেন না। ঈশ্বরের ইচ্ছা পালনের শ্রেষ্ঠ পদ্ধতি কী, তা নিয়ে যিশু ইহুদি ধর্মীয় কর্তৃপক্ষের সঙ্গে বিতর্কে অংশ নিতেন, রোগীদের রোগমুক্ত করতেন, নীতিগর্ভ কাহিনির মাধ্যমে শিক্ষা দিতেন এবং শিষ্য সংগ্রহ করতেন। যিশুর অনুগামীরা বিশ্বাস করতেন যে, তিনি মৃত্যুর পর পুনর্জীবন লাভ করেছিলেন এবং তারা যে সমাজ গঠন করেছিলেন তা-ই পরবর্তীকালে খ্রিস্টীয় চার্চে পরিণত হয়। ২৫ ডিসেম্বর তারিখে (বা কয়েকটি ইস্টার্ন চার্চের মতানুসারে জানুয়ারির বিভিন্ন তারিখে) যিশুর জন্মদিন পালিত হয়। এটি একটি ছুটির দিন এবং এটি বড়দিন বা ক্রিসমাস নামে পরিচিত। যিশুর ক্রুশারোহণের তারিখটি গুড ফ্রাইডে এবং পুনর্জীবন লাভের তারিখটি ইস্টার নামে পরিচিত।

খ্রিস্টানরা বিশ্বাস করেন যে, বিশ্বে যিশুর একটি ‘স্বতন্ত্র গুরুত্ব’ রয়েছে। খ্রিস্টীয় মতবাদের অন্তর্ভুক্ত বিশ্বাসগুলির মধ্যে রয়েছে পবিত্র আত্মার প্রভাবে যিশুর গর্ভে প্রবেশ এবং মেরি নাম্নী এক কুমারীর গর্ভে জন্ম, যিশুর বিভিন্ন অলৌকিক কার্য সম্পাদন, চার্চ প্রতিষ্ঠা, প্রতিকার বিধানার্থে আত্মত্যাগ স্বরূপ ক্রুশারোহণে মৃত্যু, মৃত অবস্থা থেকে পুনর্জীবন লাভ, সশরীরে স্বর্গে আরোহণ, এবং ভবিষ্যতে তার পুনরাগমনে বিশ্বাস। অধিকাংশ খ্রিস্টানই বিশ্বাস করেন যে, যিশু ঈশ্বরের সঙ্গে মানুষের পুনর্মিলন ঘটানোর শক্তি রাখেন।

নাইসিন ধর্মমত অনুসারে, যিশু মৃতদের বিচার করবেন। এই বিচারকার্য সম্পাদিত হবে হয় তাদের শারীরিক পুনর্জীবন লাভের আগে অথবা পরে। এই ঘটনাটি খ্রিস্টীয় শেষবিচারবাদে যিশুর দ্বিতীয় আগমনের সঙ্গে যুক্ত। যদিও কেউ কেউ বিশ্বাস করেন যে, ত্রাণকর্তা রূপে যিশুর ভূমিকা মৃত্যুপরবর্তী জীবনের তুলনায় অনেকাংশেই জীবনবাদমূলক বা সমাজমূলক।

অল্প কয়েকজন উল্লেখযোগ্য ধর্মতত্ত্ববিদ বলেছেন যে, যিশু একটি বিশ্বজনীন পুনর্মিলন ঘটাবেন। খ্রিস্টানদের অধিকাংশই যিশুকে ত্রয়ীর তিন জন ব্যক্তির দ্বিতীয় ব্যক্তিত্ব ঈশ্বরপুত্রের অবতার রূপে পূজা করেন। খ্রিস্টানদের একটি সংখ্যালঘু অংশ সম্পূর্ণত বা অংশত ত্রয়ীবাদকে অশাস্ত্রীয় বলে প্রত্যাখ্যান করে।

ইসলাম ধর্মে যিশুকে (ইসলামে তিনি ঈসা নামে পরিচিত) ঈশ্বরের তথা আল্লাহর গুরুত্বপূর্ণ একজন নবী ও মসিহ বলে মনে করা হয়। মুসলমানেরা বিশ্বাস করেন যে, যিশু ছিলেন শাস্ত্র আনয়নকারী নবী তথা রাসূল। তিনি কুমারীগর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তবে তারা যিশুকে ঈশ্বরপুত্র মনে করেন না।

কুরআন অনুসারে, যিশু নিজে কোনওদিন নিজের ঈশ্বরত্ব দাবি করেননি। মুসলমানদের মতে, যিশু ক্রুশবিদ্ধ হননি। ঈশ্বর তাকে সশরীরে স্বর্গে তুলে নিয়েছিলেন।

ইহুদি ধর্ম বিশ্বাস করে না যে, যিশুই সেই মসিহ যাঁর সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল।

ইহুদিদের মতে, ক্রুশে যিশুর মৃত্যুই প্রমাণ করে যে ঈশ্বর তাকে প্রত্যাখ্যান করেছিলেন। তারা যিশুর পুনর্জীবন লাভের ঘটনাটিকে একটি খ্রিস্টীয় কিংবদন্তি মনে করেন।

পেঁয়াজের মালা গলায় বিধানসভায় এমএলএ

শুধু বাংলাদেশ নয় প্রতিবেশী দেশ ভারতেও পেঁয়াজের আকাল পড়েছে। অতিরিক্ত দামে পেঁয়াজ কিনতে গিয়ে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। আর এরকম সময়ে বিহার রাজ্যের বিরোধী দল আরজেডির এক এমএলএ পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় যান। তার নাম বিধায়ক শিবচন্দ্র রাম রাজা।

এনডিটিভি বলছে, ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার। পেঁয়াজের মালা পরে বিধায়ক শিবচন্দ্র রাম রাজাকে বিধানসভায় ঢুকতে দেখে চিত্রগ্রাহকরা হুমড়ি খেয়ে পড়েন তার ছবি তুলতে। বিভিন্ন দিক থেকে তারা বিধায়ক আর তার গলার মালার ছবি তুলতে থাকেন।

বিধায়কের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘প্রতিনিয়ত পেঁয়াজের দাম বাড়ছে। মানুষ তাদের অতি প্রয়োজনীয় একটি দ্রব্য কিনতে পারছে না। বঞ্চিত হচ্ছে তারা। পেঁয়াজের দাম যেখানে ৩০ রুপির কম থাকে সেটা এখন ১০০ এর বেশি। সত্যি বলতে কি এগুলো (গলার মালার দিকে ইশারা করে) আমি কেজি ১০০ রুপিতে কিনেছি ‘

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে তার সরকারের তাদের ফাঁপা প্রতিশ্রুতির অভিযোগ তুলে আক্রমণ করেন ওই বিধায়ক। তিনি বলেন, রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ৩৫ রূপি বা তার কম দামে সবজি বিক্রি করা হবে। কিন্তু আমি এমন কোনো দোকান কোথাও দেখিনি।’

তিনি বলেন, ‘আমি এই মালা পরেই ভেতরে যাবো। মুখ্যমন্ত্রী এই দৃশ্য দেখে হলেও যেন কোনো কার্যকরী পদক্ষেপ নেন। এমনটা তো চলতে পারে না। তিনি দাবি করেছেন, গরিবদের ১০ রুপি করে জনপ্রতি এক কেজি পেঁয়াজ দেয়ার ব্যবস্থা করতে হবে সরকারকে। তাহলেও পরিস্থিতি আপাতত কিছু সামলা দেয়া যাবে।

ডেঙ্গুর পর ‘জিকা’ ঝুঁকিতে বাংলাদেশ, নেই কোনো প্রস্তুতি

মোঃ আল হাদী,ঝালকাঠি:
সারা দেশ জুড়ে চলছে ‘ডেঙ্গু’ নামক ভাইরাসের দাপট। প্রতিদিন আক্রান্ত হচ্ছে ছোট-বড় নানা বয়সের মানুষ। বাংলাদেশ সরকার ‘ডেঙ্গু’ নির্মুলে অনেক কার্যকরী পদক্ষেপ গ্রহন করেছে।এডিস মশা থেকে ‘ডেঙ্গু’ ছড়ায় তা প্রায় সকলেই জানে। কিন্তু এই মশা আরও যে মারাত্মক রোগের জীবানু বহন করে তা হলো ‘জিকা’। দেশের হাসপাতালগুলোতে ‘ডেঙ্গু’ শনাক্ত করার ব্যবস্থা থাকলেও নেই ‘জিকা’ ভাইরাস শনাক্ত করার ব্যবস্থা। শুধুমাত্র সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট-এ ‘জিকা’ শনাক্ত করার ব্যবস্থা রয়েছে-এমনটিই জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্ট কাউন্সিল। ‘জিকা’ সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্বের অধ্যাপক কবিরুল বাশার বলেছেন- “বাংলাদেশের প্রতিটি গ্রামে,প্রতিটি শহরে এডিস মশার যে ঘনত্ব রযেছে তা অনেক বেশি। ডেঙ্গু ও চিকনগুনিয়ার সাথে কোনভাবে যদি এই ভাইরাস বাংলাদেশে চলে আসে তাহলে এটা আমাদের দেশে ভয়ংকর আকার ধারণ করতে পারে।” তিনি আরও বলেন-” পাশের দেশ নেপাল,ভারত ও মিয়ানমারে যদি ‘জিকা’ পৌঁছে যায় তাহলে বাংলাদেশ বড় মাত্রার ঝুঁকিতে থাকবে।”