ডেঙ্গুর পর ‘জিকা’ ঝুঁকিতে বাংলাদেশ, নেই কোনো প্রস্তুতি

মোঃ আল হাদী,ঝালকাঠি:
সারা দেশ জুড়ে চলছে ‘ডেঙ্গু’ নামক ভাইরাসের দাপট। প্রতিদিন আক্রান্ত হচ্ছে ছোট-বড় নানা বয়সের মানুষ। বাংলাদেশ সরকার ‘ডেঙ্গু’ নির্মুলে অনেক কার্যকরী পদক্ষেপ গ্রহন করেছে।এডিস মশা থেকে ‘ডেঙ্গু’ ছড়ায় তা প্রায় সকলেই জানে। কিন্তু এই মশা আরও যে মারাত্মক রোগের জীবানু বহন করে তা হলো ‘জিকা’। দেশের হাসপাতালগুলোতে ‘ডেঙ্গু’ শনাক্ত করার ব্যবস্থা থাকলেও নেই ‘জিকা’ ভাইরাস শনাক্ত করার ব্যবস্থা। শুধুমাত্র সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট-এ ‘জিকা’ শনাক্ত করার ব্যবস্থা রয়েছে-এমনটিই জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্ট কাউন্সিল। ‘জিকা’ সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্বের অধ্যাপক কবিরুল বাশার বলেছেন- “বাংলাদেশের প্রতিটি গ্রামে,প্রতিটি শহরে এডিস মশার যে ঘনত্ব রযেছে তা অনেক বেশি। ডেঙ্গু ও চিকনগুনিয়ার সাথে কোনভাবে যদি এই ভাইরাস বাংলাদেশে চলে আসে তাহলে এটা আমাদের দেশে ভয়ংকর আকার ধারণ করতে পারে।” তিনি আরও বলেন-” পাশের দেশ নেপাল,ভারত ও মিয়ানমারে যদি ‘জিকা’ পৌঁছে যায় তাহলে বাংলাদেশ বড় মাত্রার ঝুঁকিতে থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *